Tag: স্কুল

  • বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু।

    বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু।

    বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে আরমিন খাতুন (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।১৯ ফেব্রুয়ারী সোমবার সকালে অটোভ্যান যোগে স্কুলে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিদ্যাপীঠ স্কুলের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আরমিন খাতুন সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আরমিন সোমবার সকালে অটোভ্যানে স্কুলে যাচ্ছিল। ভ্যানচালক বিদ্যাপীঠ স্কুলের সামনে গিয়ে আরমিনের স্কুলের দিকে ঘুরে উঠতেই পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়।এতে বসে থাকা আরমিন ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন আরমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদমদিঘী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।

    এ সময় চিকিৎসক আরমিনকে মৃত্যু ঘোষণা করেন।মেয়ের মৃত্যুর খবর শোনার পর পিতা ইউসুফ অসুস্থ্য হয়ে পড়ে। নিহতের স্বজনেরা ওখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

    এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজেশ কুমার চক্রবর্তী আরমিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার মুল কারন জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

  • উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে স্কুল কমিটির সভাপতি ও তিন অভিভাবক সদস্য’র বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

    মামলায় অভিযুক্ত আসামিরা হলেন সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ আল আমিন সরকার (৪৫), অভিভাবক সদস্য ও পারকুল গয়হাট্টা গ্রামের মীর মতিয়ার রহমান ছেলে মানিক উদ্দিন (৪০), একই গ্রামের আকবর সরকারের ছেলে আইনুল হক (৫২), গয়হাট্টা দহপাড়া গ্রামের ওছমান গণির ছেলে গোলাম মোস্তফা (৪০)।

    মামলার বাদী শহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উল্লেখিত অভিভাবক সদস্যরা যোগ সাজোস করে গত ২০২৩ সালের বিদ্যালয়ের পুকুর লীজের ৫ লক্ষ১০ হাজার টাকা, শিক্ষার্থী উপবৃত্তির ১ লক্ষ টাকা,গাছ বিক্রির ৪০ হাজার টাকা এবং পুরাতন আসবাবপত্র ও দ্রব্য সামগ্রী বিক্রির ৫০ হাজার টাকা কৌশলে আত্মসাৎ করে। আত্মসাতকৃত টাকার ভুয়া ভাউচার ও রেজুলেশনে জোরপূর্বক প্রধান শিক্ষকের (আমাকে দিয়ে) স্বাক্ষর করিয়া নিতে চায়। উক্ত ভাউচার ও রেজুলেশনে স্বাক্ষর করিতে অস্বীকার করিলে গত ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আসামিরা প্রধান শিক্ষক (আমার) কার্যালয়ে প্রবেশ করে।

    এ সময় তারা অফিস কক্ষের দরজা বন্ধ করে আমাকে অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন গালি-গালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও থাপ্পর মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বেদম মারপিট করে।

    তিনি আরও জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বৈধতা নিয়ে মতবিরোধ হলে সে থেকে আসামিরা আমাকে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আসছিল।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,প্রধান শিক্ষকের অভিযোগটি মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।

  • গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

    গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

    মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ
    “ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় বিকশিত হোক তারণ‍্য” এ প্রতিপাদ‍্যে লোটাস কলেজিয়েট স্কুল আয়োজিত তিনদিন ব‍্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১১ ফেব্রুয়ারি) দিনব‍্যাপী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে তিনদিন ব‍্যাপী এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লোটাস কলেজিয়েট মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলালের সঞ্চালনায় অধ‍্যক্ষ মামুনুর রশীদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ‍্যােতি বিকাশ চন্দ্র, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামসু মন্ডল, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো. গোলাপ আলী শেখসহ লোটাস কলেজিয়েট স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ।
  • সিরাজগঞ্জে আকাশের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছে স্কুল শিক্ষিক্ষা।

    সিরাজগঞ্জে আকাশের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছে স্কুল শিক্ষিক্ষা।

    শাহরিয়ার মোর্শেদঃ

    সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হামকুরিয়া গ্রামে আইয়ুবের রহমানের বাড়ীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত শনিবার থেকে অনশন করছে প্রতিবেশী শিয়ালকোল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের খন্ডকালীন শিক্ষিকা। যুবক আকাশ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই তরুণী আকাশের বাড়িতে অনশন করছে। এদিকে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে ওই বাড়িতে গেলে আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে চলে গেলেও ওই তরুণী বাড়ি পাশ থেকে সরে যায়নি।

    অনশনকারী তরুণীর দাবি, আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তা হলে এখানে জীবন দিব তাও অন্য কোথায় যাব না। আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজান মাসে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরীব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলনা। আমার মুরুব্বিদের ওর বাবা বলেছিলেন অনুষ্ঠান করে আমায় তুলে নিবে। কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেয়নি। উল্টো কদিন আগে আকাশকে দিয়ে আদালতের মাধ্যমে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছে৷ এ জন্য আমি কোন উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।

    তরুণীর চাচা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মাস্টার্স পড়ুয়া মেয়েটার জীবন ওরা শেষ করে দিল।

    তবে অভিযুক্ত যুবক আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিন তালুকদার বলেন, ওই মেয়ে গত রমজান মাসে সিনক্রেট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। তবে গত বছরের ২০ ডিসেম্বর তারিখে আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স করে। পরে মুরুব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রেট করছে।

    এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জামাল তালুকদার থানায় একটি অভিযোগ করেছে। যদি অনশনকারী ৯৯৯ নম্বরে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

  • নাগরপুরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা।

    নাগরপুরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৫২ তম ক্রীড়া প্রতিযোগিতা।

    আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) দিনব্যাপী এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।
    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মো. ফজলুর রহমান, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম সবুজ, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন, ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো. সোহেল রানা সহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক বৃন্দ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল ত্যাগের অপরাধে শিক্ষকদের শোকজ।

    কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল ত্যাগের অপরাধে শিক্ষকদের শোকজ।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।প্রত্যন্ত অঞ্চলের স্কুলের প্রতি কর্মকর্তাদের নজর একটু কম থাকার কারনে কর্মরত শিক্ষকরা শাস্তিযোগ্য করেও পার পেয়ে যাচ্ছে এমনটাই স্থানীয়দের অভিমত। তারা জানান নিদিষ্ট সময়ের আগে স্কুল ছুটি দিয়ে বাড়ী চলে যাওয়ার ঘটনা আজকেই প্রথম এমনটা নয়। এমন ধরনের অপরাধ অহরহ করেন এই স্কুলে কর্মরত শিক্ষকরা।

    স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবু জাফরসহ বিশিষ্ট জনদের অভিযোগ স্কুলটিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন কর্মরত থাকলেও সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছামত স্কুলে আগমন ও প্রস্থান করেন।কিন্তু শিক্ষক হাজিরা খাতায় আগমন ৯ টা প্রস্থান ৪.১৫ টায় লিখে কর্মকর্তাদের চোখে ধূলো দিচ্ছে। এমন অপরাধের শাস্তির দাবী করেছেন শিক্ষার্থীর অভিভাবকরা।

    স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুর ২ টার সময় গণমাধ্যমকর্মীরা স্কুল পরিদর্শনে গেলে দেখা যায় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্কুলের দরজা জানালা বন্ধ করে বাড়ীতে যাচ্ছেন। ওই দিন জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।

    এ বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি জানান ৭ জানুয়ারি রবিবার সবাই ভোটের দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পরেছে।আমি নিজেও অসুস্থ্য হয়ে পড়েছি।তাছাড়া উপস্থিত শিক্ষার্থী না থাকায় স্কুল বন্ধ করে বাড়ী যাচ্ছি।

    এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিদৃষ্ট সময়ের আগে স্কুল ত্যাগ করার অপরাধে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক আছিয়া খাতুন,শাজুপ্তা তাসনীন ও কুলসুম খাতুনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন শিক্ষাকর্মকর্তা।

    উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন জানান বিষয়টি জানার পর ৯ জানুয়ারি মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকদের স্কুল ত্যাগের কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৩ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।নোটিশের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • দেওয়ানগঞ্জে অথেনটিক সেন্ট্রাল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

    দেওয়ানগঞ্জে অথেনটিক সেন্ট্রাল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।

    ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৩ ইং ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
    ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকে।
    অথেনটিক সেন্ট্রাল স্কুলের শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমানের সঞ্চালনায়  সভাপতিত্ব করেন সানন্দবাড়ি ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও অথেনটিকক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী শামসুল হক মাষ্টার, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ, রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী পিআইসির ডিএসবি রাকিব খান পাঠান, মিতালী উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার আহবায়ক আলহাজ্ব আবু শামা  আকন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ার্ডন্যান্স ও সভাপতি অসকস আবু শামা, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার প্রমুখ।
    প্রধান অতিথি ফখরুল আলম আকন্দ বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই প্রতিটা ছাত্র/ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
    প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ ও  প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকগণ ফলাফল ঘোষণাও অতিথিদের বক্তব্য প্রদানের পরে স্টেশনের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফলাফলের জন্য এবং অতিথিদের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়।
    প্রধান অতিথি আরও বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভালো ফলাফল করায় আমি শিক্ষকদের প্রতি অত্যন্ত  সন্তুষ্ট। এ ধারা যেন ভবিষ্যৎ অব্যাহত থাকে।
  • গোদাগাড়ীর কাঁকনহাটে গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা।

    গোদাগাড়ীর কাঁকনহাটে গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃগোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভায় আল মামুন(১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত আল মামুন কাকনহাট ষ্টেশন পাড়ার মনজুরুল ইসলামের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র।

    বৃহস্প্রতিবার(৩০ নভেম্বর) রাতের কোন এক সময় নিহতের শয়ন কক্ষের ডাবের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় মামুন দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিলো।প্রতিদিনের মতো তার ছোট ভাইকে সাথে নিয়ে শয়ন কক্ষে ঘুমাতে যায় মামুন।রাতের কোন এক সময় সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের ধারনা মানষিক রোগের কারনেই সে আত্মহত্যা করেছে।

    গোদাগাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে কোন সময় নিহত মামুন গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মরে ছিলো কিন্তু পরিবারের কেউ টের পায়নি।ভোরে ছোট ভাইয়ের চিৎকারে ঘর খুলে দেখতে পায় মামুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি শুরু হয়েছে।

  • নিলাম ছাড়া স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষিকা।

    নিলাম ছাড়া স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষিকা।

    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ নিলাম ছাড়া বিক্রি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুনের  বিরুদ্ধে । স্থানীয়রা অভিযোগ করেন কোন প্রকার নিলাম আহবান ছাড়াই বন্ধের দিন রোববার বিদ্যালয়ের বড় বড় চারটি গাছ গাছগুলো কেটে বিক্রি দিয়েছেন তিনি।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের কাজ চলছে। তার পাশেই কয়েকজন শ্রমিক গাছুগলো কেটে ভাগ ভাগ করে রাখছেন। ওই শ্রমিকদের মধ্যে একজন এরশাদ আলী তাকে জিজ্ঞেস করতেই তিনি বলে উঠেন ১টি কাঠাঁল, ২টি মেহগণি ও ১টি পাকড় গাছ কাটা হয়েছে।
    এ গাছগুলো প্রধান শিক্ষিকা ২ হাজার পাঁচশত টাকায় বিক্রি করে দিয়েছেন। এরশাদ আলী জানান, তিনিই এ গাছগুলো কিনে নিয়েছেন।
    এ প্রসঙ্গে বক্তব্য নিতে প্রধান শিক্ষিকা রহিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তাতে সাড়া দেননি।
    এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন,পূর্ব অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। ওই বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে তা আমার জানা নেই।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, নিলাম ছাড়া গাছ কাটা যাবে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
  • নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনের পর আ,লীগের সাথে মতবিনিময়।

    নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনের পর আ,লীগের সাথে মতবিনিময়।

    টাঙ্গাইলের নাগরপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায়  উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল  মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ রানা মিয়া,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে দুধ বিতরণ করা হয়।
    এরপর পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী   লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে আ,লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন।
    এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন,সাধারণ সম্পাদক  ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন  স্থানীয় নেতা, নান্নু,আপেল সহ গণমাধ্যম কর্মী।
    বিঃদ্রঃ মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি
    মহোদয় সাংবাদিকদের বলেন। কেদারপুর বাজারে চা চক্র ও মতবিনিময় শেষে  বিকেলে মামুদনগর ইউনিয়নে কলমাইদ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের সাথে  আলোচনা সভা করবো।
    সব শেষ কলমাইদ বাজারে নেতাদের সাথে নিয়ে সাধারণ জনগনের সাথে চা চক্রের আয়োজন রয়েছে।