Tag: স্কুল

  • কালিয়াকৈর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

    কালিয়াকৈর দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।

    শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উওর গজারিয়া এলাকায় বরিবার সন্ধ্যায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হলেন, উওর গজারিয়া এলাকার অখিল চন্দ্র মনিদাসের মেয়ে (৭)।

    তিনি গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। ঘটনাটি ঘটিয়েছে উত্তর গজারিয়া এলকার মৃত অমিল্য চন্দ্র মনিদাসের ছেলে হরেন্দ্র চন্দ্র মনিদাস (৩৫)।

    এলাকাবাসী সূএে জানা যায়, রবিবার দিনটি ছিল সনাতনী হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজার প্রথম দিন। এইদিনে প্রতিবেশি কাকা হরেন্দ্র চন্দ্র মনিদাস শিশুর নিজ বাড়ি থেকে কোলে তোলে নিয়ে ঠাকুর বাড়ি সরস্বতী পূজা দেখানোর কথা বলে নিয়ে যায়। কিছুপর পর শিশুর মেঝো বোন সিনথিয়া মনিদাস অনেক খোঁজাখুঁজির পর হরেন্দ্র চন্দ্রের বাড়িতে টয়লেট বন্ধ দেখে সন্দেহ হয়। দীর্ঘ সময় টয়লেট বন্ধ থাকার কারনে সিনথিয়া হরেন্দ্র কাকাকে ডাকতে থাকে। কিন্তু হরেন্দ্র জানান ও ঠাকুর বাড়িতে আছে। কিন্তু সিনথিয়ার ধাক্কাধাক্কিতে একপর্যায় টয়লেটের দরজা খুলে এবং শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত।

  • বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮।

    বাঘায় স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দ্বন্দ্বে মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    জানা গেছে, উপজেলা আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল।

    অপর দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।
    এরমধ্যে রোববার জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া স্কুলে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল একে অপরকে দোষারোপ করছেন।

    এ বিষয়ে আড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুইজন এক দল করেন। তারা শিক্ষকতকা করে দুই প্রতিষ্টানে। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্টান ভালভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করলো, কী করবো ভেবে পাচ্ছিনা।

    বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • জামালপুর ক্যামব্রিয়ান স্কুলে বই বিতরণ উৎসব।

    জামালপুর ক্যামব্রিয়ান স্কুলে বই বিতরণ উৎসব।

    কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

    আজ ১লা জানুয়ারী বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় ২০২৫ এ গাজীপুর জেলাধীন কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা সংলগ্ন “জামালপুর ক্যামব্রিয়ান স্কুল ” এ “বই বিতরণ উৎসব ” অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর ক্যামব্রিয়ান স্কুল এর প্রধান শিক্ষক ফজলুর রহমান ,প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী
    আলহাজ্ব এম এ রহমান (রনি অটো কারস – সিইও),
    সভাপতি (বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা) মো: শহিদুর রহমান। এ সময় উদ্দীপনার সাথে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে অনেক ছাত্ররা খুশি হয়েছেন আবার কেউবা মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরে গিয়েছে। ২০২৫ এ ১ম ধাপে প্রাথমিক পর্যায়ে ১ম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সরকারিভাবে সংগ্রহ করে বই বিতরণ সম্পন্ন হয়েছে। তবে এবার ১ম ধাপে প্লে / শিশু শ্রেণির বই, চতুর্থ থেকে দশম শ্রেণির বই সরকারিভাবে না পাওয়ার কারণে অনেক ছাত্র/ ছাত্রীদের মন খারাপ হলেও পুরাতন বই দিয়ে তাদের শান্তনা প্রদান করা হয়েছে। তবে সরকারিভাবে বইগুলো পেলে খুব শিগ্রই অবশিষ্ট শ্রেণির বইগুলো প্রদান করা হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
    এ সময় বই বিতরণকালে শিক্ষক / শিক্ষীকা মণ্ডলী, জুয়েল আহমেদ পার্থ (সহ- বাংলা শিক্ষক), শামীম হোসেন ( সহ- ইংরেজি শিক্ষক), ফারাজানা ইসলাম বিবিএস, কানিজ ফাতেমা ( বি/ এ), শান্তা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
    এ সময় অভিভাবকগণ পরবর্তীতে ২০২৬ সালে যেন ১লা জানুয়ারীতে সকল শ্রেণির বই সময়মত শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়ার জন্য সরকারের প্রতি সুদৃষ্ট কামনা করেন।

  • কালিয়াকৈরে স্কুলের জমি জবর দখলের অভিযোগ।

    কালিয়াকৈরে স্কুলের জমি জবর দখলের অভিযোগ।

    কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আটাবহ ইউনিয়নের গোসাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে বাঁশের বেড়া দেওয়ায় শিক্ষার্থীদের খেলাধূলায় প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। খেলা ধূলা থেকে বঞ্চিত হচ্ছে দুই শতাধিক শিক্ষাথী। বিদ্যালয়ের জমি দখল করে সীমানা প্রাচীর ও জমি জবর দখল করে বিদ্যালয়ের মাঠে বাঁশের বেড়া ও চারা রোপন করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী জমির মালিক শওকত হাসান খান ও মহসিন আলী খানের বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ মহসিন আলী খান বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবী তিনি যে জায়গায় বাঁশের বেড়া দিয়েছেন তা অন্য দাগের জমি। তাই স্কুলের খেলার মাঠ দখলের প্রশ্নই উঠে না। বিষয়টি সুরাহা করার জন্য স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন

    শনিবার দুপুরে দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোসাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেটসহ তিনটি ভবন রয়েছে। ছাদ পেটানো স্কুলের মাঠের পূর্বপাশের ভবনের দক্ষিণ পাশ ঘেষে আশা ইকো পার্কের জন্য যাতায়াত সড়ক ও গেইট তৈরি করা হয়েছে। এই পার্কের গেইট দিয়ে যাতায়াতের জন্য স্কুল মাঠের দক্ষিণে একটি বহুতল বাড়ী রয়েছে। সেই বাড়ীর মালিক মোঃ মহসিন আলী খান ও শওকত হাসান খান স্কুল মাঠের অধিকাংশ এলাকায় বাঁশের বেড়া দিয়ে আটকে দিয়েছেন। এ বিষয়টি নিয়ে গ্রামের সাধারণ মানুষের মিশ্র প্রতিকৃয়া দেখা দেয়। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা ছালমা বেগম স্কুলের জমি বুঝিয়ে দেওয়ার এবং সীমানা নির্ধারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন দিয়েছেন।
    গ্রামবাসীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯৩৯ সালে ওই গ্রামের সালে আফসার উদ্দিন দেওয়ান নামের এক গ্রামবাসী স্কুলের নামে গোসাত্রা মৌজায় এসএ দাগের ৬১১ দাগের ২৯ শতাংশ, ৬১১ দাগে ৪ শতাংশ মরিয়ম আক্তার নামের আরেক নারী দশমিক ২৫শতাংশ এবং অভিযুক্ত মহসিন আলী খান ৪ শতাংশ জমি লিখে দেন। স্কুলের নামে ৩৭ দশমিক ২৫ শতাংশ জমি থাকলেও মুলত স্কুলের দখলে ২৫ শতাংশের কম রয়েছে। এতে ১২ দশমিক ২৫ শতাংশ জমি বেহাদ হয়ে গেলেও স্কুল কর্তৃপক্ষের টনক নড়েনি। স্কুলের জমি ঘেষে স্কুলের সাবেক সভাপতি মোঃ মহসিন আলী খান ও শওকত হাসান খান বহুতল ভবন তৈরি করে বাড়ীর সীমানায় বাঁশের বেড়া দিয়ে আটকিয়ে দেন। এতেই স্কুল কর্তৃপক্ষের টনক নড়লে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি সুরহা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাও কাছে একটি আবেদন দেন।
    শিক্ষার্থীরা জানান, তাদের স্কুলের পাশে একটি পার্ক ও খেলার মাঠে বাঁশের বেড়া দেওয়াতে খেলাধুলা করতে পারছে না। অভিলম্বে বাঁশের বেড়া সরিয়ে খেলার মাঠটি অবমুক্ত করার দাবী জানায়।
    প্রধান শিক্ষক ছালমা বেগম জানান, আফসার উদ্দিন দেওয়ান স্কুলে জমি লিখে দিলেও নানা জটিলতায় জমিটি স্থানীয় ডা. জলিলুর রহমানের নামে আরএস রেকর্ড হয়ে যায়। ওই সময় হয়তো স্কুলে যারা দায়িত্ব পালন করেছিলেন তারা রের্কডের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। গত এক সাপ্তাহে স্থানীয় মহসিন আলী খান ও তার ভাই শতকত আলী খান স্কুল মাঠে বাঁশের বেড়া দিয়ে কিছু গাছের চারা লাগিয়েছেন। স্কুলের দেওয়াল ঘেষে কিছু অংশে সীমানা প্রাচীর নির্মাণও করেছেন। ফলে স্কুলের সীমানা নির্ধারণ না করে বাঁশের বেড়া দেওয়াতে স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলা করতে সমস্যা হচ্ছে। তাই স্কুলের জমি মাপা ও সীমানা নির্ধারণ করার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি আবেদন দিয়েছি।
    অভিযুক্ত মহসিন আলী খান বলেন, গোসাত্রা মৌজায় ৬১০ ও ৬১১ দাগে আফছার উদ্দিন দেওয়ান ভুয়া দলিল বানিয়ে স্কুলকে জমি লিখে দেওয়ায় স্কুলের জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আমি নিজেও স্কুলকে চার শতাংশ জমি লিখে দিয়েছি। আরো ২৫ শতাংশ আমরা ভাইবোন মিলে স্কুলের নামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে যে দাগে বাঁশের বেড়া দিয়েছি সেই দাগ হলো ৬১০ দাগে ২৮ শতাংশ জমি রয়েছে। যা ২৮ শতাংশ জমিই আমাদের নামে এসএ ও আর এস রের্কড রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি, বিষয়টি দ্রুত সীমাংসা করার জন্য অনুরোধ করেছি। তবে আমি স্কুলের জমি বাঁশের বেড়া দিয়ে দখল করিনি। আমার বের্কডী জমিতে বাঁশের বেড়াতে অনেকেই ভুল বুঝতে শুরু করেছেন।
    উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন জানান, এ বিষয়ে লিখিত আবেদন পেয়েছি। শীঘ্রই বিদ্যালয়ের জমি মেপে সীমানা নির্ধারণে ব্যবস্থা গ্রহণ করা হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি মেপে সীমানা নির্ধারনের আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি কেউ দখল করে নিয়ে আত্মসাৎ করার কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

    উল্লাপাড়া সানফ্লওয়ার স্কুলের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার উল্লাপাড়া উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব রোজিনা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এই স্কুলের সভাপতি আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে এবং স্কুলের সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, স্কুল কমিটির অভিভাবক সদস্য আব্দুল মালেক, রুনা খাতুন, অভিভাবক হবিবুর রহমান ও পার্থ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেকে শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মেহেজাবিন জান্নাত এবং উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলামকেও পুরষ্কৃত করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পেটরা কোম্পানি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া এই স্কুলের ৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

  • পাথরাইলে লতিফ সরকার স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে বি.এন.পি নেতা লাভলু মতবিনিময়।

    পাথরাইলে লতিফ সরকার স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের সাথে বি.এন.পি নেতা লাভলু মতবিনিময়।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুর থেকে দেলদুয়ার উপজেলার পথসভার এক পর্যায়ে পুটিয়াজানি হাজী আব্দুল লতিফ সরকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন আহাম্মেদের উপস্থিতিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা মো. রবিউল আউয়াল লাভলু।

    এসময় তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকারকে বিতাড়িত করায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা অসামান্য। এই শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থী দেশের এ অর্জনে যে অবদান রেখেছে তার ধারাবাহিকতা বজায় রেখে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে হবে। জ্ঞান অর্জন ও লেখাপড়ার কোন বিকল্প নেই। সুশিক্ষিত হয়ে সততার সাথে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠন ও দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। সকল প্রকার অন্যায়, দূর্নীতি রুখে দিতে হবে। তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষকে জালিমের হাতে রেখে দেশ ছেড়ে যাননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সর্বদা দলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে ও দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি ও অঙ্গ  সংগঠনের দুর্নীতির স্থান নেই। যদি দলের কেউ কোন প্রকার বেআইনি কাজ বা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, চাঁদাবাজি জোর জুলুমের সাথে সম্পৃক্ত থাকে তবে তাদের ধরে আইনের আওতায় দিয়ে দিন। এটা বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কথা। আমি নিজে অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয় দেই না। আমিও যদি অন্যায় করি তবে আমার বিরুদ্ধে আপনারা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

    এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও বি আর ডিবিএর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল কবীর রতন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা  যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, নাগরপুর সরকারি কলেজে সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, দেলদুয়ার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান কায়েস চঞ্চল, দেলদুয়ার উপজেলা যুবদলের আহবায়ক শিবলু তালুকদার, যুবদলের যুগ্ন আহ্বায়ক এস এম ওসমান গাজী, দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল হোসেন, ওলামা দলের সভাপতি মো.আবু বকর সিদ্দিক, নাগরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, নাগরপুর সরকারী কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা, নাগরপুর উপজেলা যুবদলের সদস্য মো.শামছুল আলম সহ নাগরপুর দেলদুয়ার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

  • ইফতার কিনে বাড়ি ফেরা হলোনা স্কুল ছাত্র সামাদের।

    ইফতার কিনে বাড়ি ফেরা হলোনা স্কুল ছাত্র সামাদের।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহেন্দ্র গাড়ীর চাকায় পিষ্ট হয়ে সামাদ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
    সোমবার বিকেলে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর হলদিবাড়ি এলাকায় এ
    মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    নিতহ সামাদ হলদিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সে হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ।
    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডাঙ্গীপাড়া ইউনিয়নের হলদিবাড়ি এলাকার ইউপি সদস্য তুষার হোসেন।
    উপজেলার চৌরঙ্গী শ্রীপুর বাজার থেকে হলদিবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন সড়কে মহেন্দ্র গাড়ীর চাকায় পিষ্ট  হয়ে সামাদের মৃত্যু হয়েছে।
    স্হানীয়রা জানান,বাজার করে নিয়ে ফেরার পথে একটি দ্রুতগামী মহেন্দ্র ট্রাক  তাকে ধাক্কা দিলে সে পাকা রাস্তার উপর পড়ে যাই এবং সেই মহেন্দ্র ট্রাক এর চাকার চাপায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে  মৃত্যু হয়।
    জানা গেছে সাইকেল যোগে সামাদ পরিবারের জন্য ইফতার নিয়ে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
  • রমজানে স্কুল,কলেজ ও মাদ্রাসা বন্ধের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ-রায় কাল।

    রমজানে স্কুল,কলেজ ও মাদ্রাসা বন্ধের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ-রায় কাল।

    ডেস্ক নিউজঃ রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামীকাল ১২ মার্চ (মঙ্গলবার) দিন ধার্য করেছেন আদালত।

    এর আগে রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

    সোমবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

    এরও আগে রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন স্থগিত করেন হাইকোর্ট। ফলে পুরো রমজান মাসে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

    এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

  • বাড়ী ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা। 

    বাড়ী ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা। 

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় শিশুর পালক মা বাদী হয়ে বৃহস্পতিবার জুড়ী থানায় ধর্ষণ মামলা করেন।
    জানা যায়, গত সোমবার কেউ বাড়িতে ছিলেন না। দুপুর ১২টার সময় মেয়েটি বিদ্যালয় থেকে বাড়িতে আসে। বাড়ির গেটে আসা মাত্র পূর্বে থেকে ওঁৎপেতে থাকা পার্শ্ববর্তী ভোগতেরা গ্রামের আব্দুর রশীদের পুত্র জাহাঙ্গীর আলম কালা মেয়েটির মুখ চেপে ধরে ঘরের পেছনে খড়ের ঘরে নিয়ে ধর্ষণ করে। তিনি বলেন-সে প্রায় দিনই আমাদের ঘরের পেছনে এসে দিনে রাতে বসে থাকে। আমরা ভয়ে কিছু বলি না। আমাদের ঘরে পুরুষ মানুষ না থাকায় আমরা ভয়ে ভয়ে থাকতাম। আজ আমাদের সর্বনাশ করল।
    নাম প্রকাশে অনিচ্ছুক কালিনগর ও ভোগতেরা গ্রামবাসীরা অভিযোগ করেন-কালা ইতিপূর্বে ৫/৬টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে।
    জুড়ী থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন-ধর্ষণের অভিযোগে থানায় মামলা তারিখ হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
  • অস্থায়ী কলা গাছের তৈরি শহীদ মিনারে বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী স্কুল শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন।

    অস্থায়ী কলা গাছের তৈরি শহীদ মিনারে বালিয়াডাঙ্গীর চৌরঙ্গী স্কুল শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদন।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    শহীদ মিনার নেই তাতে কী ? তাই বলে কী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো না? আমরা প্রতি বছর এভাবেই অস্থায়ী শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দেই দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। কথাগুলো খুব আক্ষেপের সঙ্গে বলছিলো ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী সাদিয়া আক্তার।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়। জনবহুল এলাকা হওয়া সত্তেও শিক্ষা প্রতিষ্ঠানটি দুই যুগেও শহীদ মিনার নির্মাণ হয়নি অজ্ঞাত কারণে। এ কারণে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়।

    বুধবার (২১ ফ্রেরুয়ারী) সকালে চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এমন দৃর্শ্য। ইট পাথরের তৈরী শহীদ মিনার না থাকায় কলা গাছের তৈরী অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।

    ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জামান বলেন, টাকার অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে পারিনি। কয়েকজন জনপ্রতিনিধিকে বিষয়টি বলেছিলাম তাঁরাও শহীদ মিনার নির্মাণ করে দেননি। তাই একুশে ফ্রেরুয়ারী এলে বিদ্যালয়ের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি।

    বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দীন বলেন, শহীদ মিনার নেই। তাই একুশে ফ্রেরুয়ারীর আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের শহীদ মিনার বানানো হয়, তাতে কাগজ মুড়িয়ে সুন্দর করা হয়, শ্রদ্ধা নিবেদনের জন্য।

    বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাইশা বলে,একুশে ফ্রেরুয়ারীর দিন বিদ্যালয় খুব সকালে খালি পায়ে আমরা আসি। শিক্ষকদের সাথে সহযোগিতা করে আমরা কলাগাছ দিয়া শহীদ মিনার বানায়। আমরা তাতে ফুল দেই।

    নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আক্ষেপ করে বললো, “টিভিতে যখন দেখি বিভিন্ন স্কুলের সুন্দর শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে তখন খুব কষ্ট লাগে। শহরের স্কুল নয় বলেই কী আমাদের স্কুলে শহীদ মিনার থাকবে না?

    শিক্ষার্থী ও শিক্ষকেরা বলছেন, মহান ভাষা আন্দোলনে যাঁরা আত্মদান করেছেন, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করতে  শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি তাদের।

    ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

    এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্ত শাহীন আকতার বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে নেই তাদের নিজস্ব অর্থয়নে শহীদ মিনার করতে বলা হয়েছে।