Tag: সাংবাদিক

  • মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম।

    মৌলভীবাজারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণে অনিয়ম।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে  করোনাকালীন দ্বিতীয় দফায় সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান ও সাংবাদিক তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

    মৌলভীবাজার জেলা পর্যায়ে একই ব্যক্তি দুই পত্রিকার নামে দুথবার ও একই পত্রিকায় জেলা প্রতিনিধি ৩ জনের নাম লিখিয়ে ১০ হাজার হারে টাকা প্রাপ্ত হয়েছেন। এতে মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

    গত ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় জেলায় ৪৯ জন গণমাধ্যম কর্মীকে প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রদান করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

    জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার তালিকায় জেলার কতিপয় সিনিয়র সাংবাদিক নেতাদের সিন্ডিকেটে নিজ নিজ প্রতিষ্ঠানের পছন্দের সাংবাদিকদের নাম দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।

    এছাড়া করোনাকালীন প্রকৃত অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করলেও তাদের নামের কোন তালিকা নেই। পেশাদার সাংবাদিক নয় এমন লোকও তালিকায় রয়েছে।

    অন্যদিকে মৌলভীবাজারে অনিয়মিতভাবে প্রকাশিত বাংলার দিন ও মৌলভীবাজার বার্তার সম্পাদক বকশি ইকবাল আহমদ এর দুই পত্রিকার নামে ৮ জনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা প্রাপ্তির সুযোগ করে দেয়া হয়েছে। এদের অনেকেই সাংবাদিক হিসাবে কোন পরিচিতি নেই। পত্রিকা দুথটির স্টাফ রিপোর্টর, প্রধান প্রতিবেদক এসব নানা পদ ব্যবহার করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার টাকা প্রাপ্ত হয়েছেন।

    দৈনিক মৌমাছির কন্ঠ পত্রিকায়ও যারা প্রকৃত সাংবাদিকতায় নেই এমন ৩ জনের নামে টাকা প্রদান করা হয়েছে। সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকারও অনুরূপ ২জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাংবাদিক তালিকায় এসব ব্যক্তিদের মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, জেলা সাংবাদিক ফোরামের নেতারা সুপারিশ করেন। এসব অনিয়ম বিষয়ে সোসাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও মফস্বল সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

    ক্ষোভ প্রকাশ করে মৌলভীবাজারের কুলাউড়ার সিনিয়র সাংবাদিক আব্দুল মছব্বির বলেন,বিগত ৩১ বছর ধরে মফস্বলে সাংবাদিকতা করে আসলেও প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাইনি। জেলা পর্যায়ে অখ্যাত প্রতিনিধিদের নাম দিয়ে সিন্ডিকেট করে টাকা নিয়েছেন, এটি খুবই দুঃখজনক।

    কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন বলেন, তালিকায় অনিয়ম এবং প্রকৃত সাংবাদিকতায় নেই এমন ব্যক্তিরাও প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন। অথচ যারা করোনাকালেও মাঠেঘাটে কর্মরত ছিলেন তাদের নাম নেই। এতে প্রধানমন্ত্রীর মানবিক এই সহায়তা ম্লান হচ্ছে। করোনা আক্রান্ত হয়েও আবেদন করার পরও কমলগঞ্জের সাংবাদিক আলমগীর হোসেন আজো আর্থিক সহায়তা পাননি। এটি মোটেও ঠিক হয়নি।

    এদিকে খুব প্রকাশ করে কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এম এ ওয়াহীদ রুলু ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ্উদ্দিন শুভ বলেন, ‘আমি খুব অসুস্থ। ডাক্তরের নির্দেশ অনুযায়ী কিছুদিনের মধ্যে অপারেশন করতে হবে। কিন্তু সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বিগত ৪মাস আগে জেলা প্রশাসকের রেফারেন্সের মাধ্যমে ডাকযুগে আবেদন করেছি আর্থিক অনুদানের জন্য। কিন্তু কোন ফলাফল পাইনি আজ পর্যন্ত। আমরা বুঝতে পারছি না আদও কি আমরা কোন সহযোগীতা পাবো ?

    তারা আরো বলেন, দেশে করোনা কালীন সময়ে সেনাবাহিনী,পুলিশ ও ডাক্তার তাদের সাথে থেকে মাঠে কাজ করেও সরকারি ভাবে কোন সহযোগীতা পেলাম না।থ

    মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত সাংবাদিকদের বিশেষ আর্থিক সহায়তা প্রদানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মৌলভীবাজার প্রেসক্লাবের কোন সদস্য ছাড়া আমরা কাউকে সুপারিশ করিনি।

    জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ বলেন, ‘আমি আমার পত্রিকা ও সংগঠন থেকে কয়েকজনকে সুপারিশ করেছি।থ

    এ ব্যাপারে মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা ও আর্থিক সহায়তা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন জানান, ‘বিষয়টি কিভাবে হয়েছে আমার জানা নয়। সম্পূর্ণ বিষয়টি জেলা প্রশাসক কার্যালয় থেকে করা হয়েছে।

    অভিযোগ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘যাচাই বাছাইয়ের বিষয়টি প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের দেখার কথা। স্ব স্ব সংগঠনের সুপারিশের প্রেক্ষিতে আবেদন পাঠানো হয়েছে।

    বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের উপপরিচালক (প্রশাসনও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম কবির বলেন, ‘জেলা প্রশাসক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সুপারিশ থাকায় আমরা অনুদানের চেক প্রদান করেছি।

  • কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    কোরবান আলী, কাজিপুর থেকেঃ“বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দূর করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে তার নিজস্ব কার্যালয়ের জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সফল করার লক্ষ্যে  বিভিন্ন করনিয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান তার লিখিত বক্তব্যে বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে ২০২১ উপলক্ষে  মাইকিং,ব্যানার,পোস্টার,ফেসটুন ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনার,স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ,পুকুরেও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময় সভা,মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ে পরামর্শ প্রদান,পুকুরে মাটি ও পানি পরিক্ষা’জেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স,উপজেলার সকল মৎস্য চাষী, মৎস্যজীবি,আড়তদার,মৎস্য ব্যবসায়িসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত সকল কে অবগত করনসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।

    এসময় তিনি আরও বলেন,মৎস্য খাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারভুক্ত খাত।

    বৈশ্বিক  মহামারী করোনা জনিত প্রতিকুল পরিবেশে দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা মেটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

    প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা,জীব-বৈচিত্র  সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহনের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ন।

    এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ মনিরুজ্জামান,জাহাঙ্গীর আলম,ইউনিয়ন লিফ আব্দুল মান্নান শেখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মী প্রমুখ।

  • সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সারাদেশের ন‌্যায় সিরাজগঞ্জে জেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে।

    জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজন সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দূর করি”।

    শ‌নিবার (২৮আগষ্ট-২০২১) সকাল ১০টার সময় সিরাজগঞ্জ জেলা মৎস্য অ‌ফিসের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১, প্রস্তুতিমূলক সভাসহ মাইকিং এর প্রচার করা হয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক ফারুক আহাম্মাদ ।

    পুকুর,খালে ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করন সহ বি‌ভিন্ন‌ অনুষ্ঠানমালা মধ্যে দিয়ে জেলার সকল উপজেলা মৎস্য দপ্তরগুলো আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

    এ সময় সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলীর সভাপ‌তিত্বে,ও ‌সি‌নিয়ার সদর উপজেলার মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপ‌তি হেলাল আহমেদ,সাধারণ সম্পাদক জা‌কিরুল ইসলাম সান্টু,সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ফিলিপস,গাজী এ,এইচ ফিরোজী প্রমুখ ।

    এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সা‌দিকুন্নাহার শিখা, সহকা‌রি মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন সহ জেলা ও উপজেলার অন্যান্য মৎস্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মৎস্যচাষীদের অনেকে উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা।

    উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা।

    উল্লাপাড়া(সিরাজগজ্ঞ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে তার নিজ কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

    উক্ত মতবিনিময় সভায় উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম সাংবাদিকদের জানান, জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসুচি ঘোষণা করেছে সরকার। তার অংশ হিসেবে উল্লাপাড়ার বিভিন্ন জলাশয় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষের উন্নয়নে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করণে পরামর্শমূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

    এছাড়াও সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ বৈধ জাল, এআইজিএ প্রকল্পের নাধ্যমে চুন, সার, খৈইল ও মৎস্য খাদ্য বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে দেশ মৎস্য খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে।

    জাতীয় জিডিপির সাড়ে ৩ শতাংশ বৈদেশিক আয় আসে মৎস্য সেক্টর থেকে। আগামীতে দেশের চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ মাছ রপ্তানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাংবাদিক এ আর জাহাঙ্গীর, মোঃ সাহারুল হক সাচ্চু, মোঃ নজরুল ইসলাম, মোঃ সাহেব আলী, মোঃ রাজু আহম্মেদ সাহান, আলমাহমুদ প্রমুখ ।

  • নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    মোঃআব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টারঃবেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৮ আগষ্ট), উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহে বিভিন্ন কার্যাবলি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

    এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন,জাতীয় মৎস্য সপ্তাহে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ,পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ,মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী,মাছ চাষ বিষয়ক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যাবলি হাতে নেয়া হয়েছে।

    এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ আলী জিন্নাহ, গনমাধ্যমকর্মী প্রমুখ।

  • জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নলডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নলডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ“বেশি বেশি মাছচাষ করি বেকারত্ব দূর করি “এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে।

    নানা আয়োজনে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পযন্ত ৭ দিনব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

    এ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তাদের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ আগষ্ট)বেলা ১১ টায় উপজেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ৭ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সঞ্জয় কুমার সরকার।

    এ সময় স্থানীয় অন্তত ১০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

  • বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    “বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর কর্মসূচী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ (আগস্ট) শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা
    শামীম রেজা, বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, এম এ আবু মুসা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবুসহ মৎস্য অফিসের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার আলোচনা সভা

    জাতীয় শোক দিবস উপলক্ষে উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার আলোচনা সভা

    মহান স্বাধীনতার স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার উদ্যোগে সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস’র বগুড়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন, শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম, শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছাম্মাক, শাহ আলম,উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সহ-সভাপতি সারোয়ার জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক ছোলায়মান আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার, প্রচার সম্পাদক সেলিম রেজা, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ সনাতন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিলন,কার্য্য নির্বাহী সদস্য আবুল খায়ের,সদস্য নজরুল ইসলাম,মামুনুর রশিদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়ার অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মোঃ জুলফিকার আলী।

  • সিরাজগঞ্জের প্রখ্যাত ফটো সাংবাদিক এনামুল কবীরের ইন্তেকাল

    সিরাজগঞ্জের প্রখ্যাত ফটো সাংবাদিক এনামুল কবীরের ইন্তেকাল

    সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া স্কুল রোডের বাসিন্দা প্রখ্যাত ফোটো সাংবাদিক এনামুল কবীর হান্নান (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার দুপুরের ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ও প্রখ্যাত কবি মরহুম এম,এ রউফ পাতার সহদর এনামুল কবীর দীর্ঘ দিন দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

    তার অপর ভাই বীরমুক্তিযোদ্ধা লেখক আব্দুল মান্নান (মান্না রায়হান) । এনামুল কবীরের মৃত্যু সংবাদে সিরাজগঞ্জ সাংবাদিক বৃন্দ সহ প্রতিবেশী ও বন্ধুবান্ধব দের মাঝে শোকের ছায়া নেমে আসে।এনামুল কবীরের এক কন্যা তাসনুভা কবীর প্রভা (১৬) রয়েছে।

    এনামুল কবীরের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।

    শুক্রবার বাদ এশার সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় জামে মসজিদে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

  • সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ নেতা আটক।

    সাংবাদিকের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ নেতা আটক।

    মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির ভয় দেখিয়ে সাংবাদিক চকর মালিথার নাম ব্যবহার করে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগে রায়গঞ্জ চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

    মঙ্গলবার ( ৩ আগষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের পৌরশহর রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
    আটক সাইফুল ইসলাম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোণা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

    সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম এ বিষয়ে রাত সাড়ে ৮টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে সরকার অনেককেই শাস্তি প্রদান করে। এই সুযোগে নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথার পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট মোবাইলে মোটা অংকের টাকা দাবী বরেন। টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হবে বলে হুমকি দেন।

    পরে ওই সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যেমে বিকাশে টাকা প্রদান করেন। তিনি ক্ষমতাশীন দলেন নেতা বলে বিভিন্ন সময় কেন্দ্রের নেতাদের নাম ব্যবহার করে নানা মূখী প্রতারনা করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

    এরই ধারাবাহিকতায় বাঘের হাট পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি অবগত করলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাকে পৌরশহরের কাঠেঁরপুল এলাকা থেকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাবাদে সে নিজের দোষ শিকার করেছে ।

    সংবাদ সম্মেলনে তিনি আরোও জানান,তার বিরুদ্ধে নানমুখি প্রতারণার অভিযোগ রয়েছে।ইতিপুর্বে তিনি কয়েক বার গ্রেফতার হয়েছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

    সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা
    ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।