Tag: সাংবাদিক

  • শাহজাদপুরে সাংবাদকি জহুরুলকে হত্যার হুমকি;থানায় সাধারন ডায়েরি। 

    শাহজাদপুরে সাংবাদকি জহুরুলকে হত্যার হুমকি;থানায় সাধারন ডায়েরি। 

    শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পত্রিকায় প্রতিবেদন করায় দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি সহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

    এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বুধবার (১৫ ডিসেম্বর) রাতে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী গণমাধ্যম কর্মী জহুরুল ইসলাম। তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

    সাধারণ ডায়েরি (জিডি) সুত্রে জানা যায়, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে “নৌকার নির্বাচনী সভায় কালো কাপড়ে মুখ ও মাথা বাধা বাহিনী, ভোটারদের মধ্যে আতঙ্ক” শিরোনামে দৈনিক আমার সংবাদ পত্রিকার অনলাইন ভার্সনে একটি প্রতিবেদন করার পর ফেসবুকে শেয়ার করেন জহুরুল ইসলাম।

    এরপর থেকে কৈজুরী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কতিপয় ব্যক্তি তার ফেসবুকে ও মুঠোফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

    এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, গণমাধ্যম কর্মীকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়।

    ভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়।

    ভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    গোবিন্দাসী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন দুলাল হোসেন চকদার। তিনি জনগণের স্বার্থ রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়নের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মাদক ও সন্ত্রাস দমনে আমি সর্বদা সচেষ্ট থাকবো। বক্তব্য রাখেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিক, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক আতোয়ার রহমান তালুকদার মিন্টু প্রমুখ।

  • সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

    সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে এসএ টিভির সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা,ক্যামেরা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে ৫ ডিসেম্বর রবিবার সকাল ১১ টার সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পালন করা হয় ।

    মানববন্ধন থেকে বক্তরা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন লক্ষ্মীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

    এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রধান মোঃ কামাল হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, এসএ টিভি লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক আবদুস শহিদ, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আব্বাস হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি অ আ আবীর আকাশ, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন।

    উল্লেখ্য  সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এ পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি বলে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

  • আনন্দের সহিত অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলন মেলা।

    আনন্দের সহিত অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলন মেলা।

    ফরিদুল ইসলাম ফরিদ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ শুক্রবার ৩ ডিসেম্বর কুড়িগ্রামের রৌমারী রাজিবপুর উপজেলা, জামালপুরের সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) ও বকশীগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী উপজেলার সাংবাদিকদের মিলন মেলা২০২১ অনুষ্ঠিত হয়।
    এ মিলন মেলা আয়োজন করেন সৃষ্টি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক তারিকুল ইসলাম তারা। সহযোগিতায় মিডিয়া কর্মী সানন্দবাড়ী, জামালপুর। মিলন মেলায় মোহনা টিভি সাংবাদিক প্রফেসর লুৎফর রহমান,সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করে নানামুখী দিক নির্দেশনা দেন।
    এসময় বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত রাজিবপুর প্রতিনিধি প্রফেসর জাকির হোসেন,বকশিগঞ্জ উপজেলা এশিয়ান টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহীন আল আমিন,দৈনিক যায়যায় দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলাম,আজকের জামালপুর সানন্দবাড়ী প্রতিনিধি রশীদুল আলম শিকদার,লাল সবুজের ১১নং সেক্টর পত্রিকার সম্পাদক আফজাল শরীফ,দৈনিক গণকণ্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম,দৈনিক ভোরের চেতনা দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাকিউল ইসলাম জনি,দুর্জয় বাংলা দেওয়ানগঞ্জ প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ,রুদ্র বাংলা রাজিবপুর প্রতিনিধি ফজলু,সাংবাদিক মুশফিকুর,সাংবাদিক জিয়া সহ উপস্থিত ছিলেন।
    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ,অপ-সাংবাদিকতা রোধ সহ বিভিন্ন ধরনের কাজ বাস্তবায়ন করা হবে। সেই সাথে শেরপুর জামালপুর ও কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের সেতু বন্ধন গড়ে তোলার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেন।
  • ওসমানীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়।

    ওসমানীনগরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়।

    ওসমানীনগর,প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ওসমানীনগর থানার নবাগত এস এম মাইন উদ্দিন।শনিবার বিকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করে নবাগত ওসি এস এম মাইন উদ্দিন বলেন,এর আগেও আমি আপনাদের সহযোগীতা পেয়ে ওসমানীনগর থানায় ওসি তদন্ত হিসাবে দায়িত্ব পালন করেছি। পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অপরাধ নির্মূলে ভূমিকা পালন করেন। সাংবাদিক এবং পুলিশের কাজ আলাদা হলেও উদ্দেশ্য এক।এসময় ওসমানীনগরের সকল অপরাধ নির্মূলে সাংবাদিকরা থানা পুলিশকে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নবাগত ওসি।

    এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল,সভাপতি উজ্জল ধর,সাধারণ সম্পাদক শিপন আহমদ,সহ-সভাপতি আব্দুল মতিন,যুগ্ন সাধারন সম্পাদক কবির আহমদ,কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল,সদস্য নুরুল ইসলাম রাফি,আনোয়ার হোসেন আনা,সিতু সূত্রধর,জয়নাল আবেদিন।

    প্রসঙ্গত,ওসি এসএম মাঈন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসাবে যোগদান করে ২০২০ সালের ১৪ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বদলী হয়ে সুনাম সদর ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে দ্বায়িত্ব পালনের পর গত ২২ নভেম্বর ওসমানীনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

  • সাংবাদিকের উপর নৌকা সমর্থকদের হামলা;প্রতিবাদে সড়ক অবরোধ!

    সাংবাদিকের উপর নৌকা সমর্থকদের হামলা;প্রতিবাদে সড়ক অবরোধ!

     

    স্টাফ রিপোর্টারঃ সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিরাজগঞ্জের  সাংবাদিকরা নৌকা সমর্থকদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোলে সড়ক অবরোধ করেছে গণমাধ্যম কর্মীরা।

    আজ রোরবার (৭ নভেম্বর) বেলা ১০টার সময় সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ১০টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে সাংবাদিকরা। সাংবাদিকদের এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিয়ালকোল বাজার বনিক সমিতি এক ঘন্টাব্যাপী দোকানপাট বন্ধ রাখে।

    এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে এসে লাঞ্চিত হবে, তাদের উপর অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হবে এটা কখনোই কাম্য নয়। আওয়ামীলীগ প্রার্থীর স্থানীয় সমর্থক ও কিছু বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে ওই হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।

    সাংবাদিক সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু,যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার,সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল,জহুরুল ইসলাম,বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস,এসএ টিভির রহমত আলী,সেলিম শিকদার ও বদরুল আলম দুলাল প্রমূখ।

    প্রায় দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ সুপার আশ্বস্ত করলে সাংবাদিকরা তাদের অবরোধ তুলে নেন।

    পরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র চার প্রার্থী সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বলেন,এখানে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে প্রতিদিনই মহরা দিচ্ছে। আওয়ামীলীগ প্রার্থী এক ভোট পেলেও চেয়ারম্যান হবে এমন ঘোষণা দিয়ে আসছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম বাবু, এরশাদ রানা, মঞ্জুর আলম, আব্দুস সালাম।

    প্রসঙ্গত, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল পেয়িং ফিল্ড তৈরির দাবীতে স্বতন্ত্র ৪ প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে আসার পথে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলমকে বাঁধা প্রদান ও হামলা করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকেরা। এ সময় ছবি তুলতে গেলে প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুসহ সাংবাদিকদের উপর হামলা, হুমকি-ধামিক ও অস্ত্র প্রদর্শন করা হয়।

  • নাগরপুরে ঠিকাদার ও সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন।

    নাগরপুরে ঠিকাদার ও সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন।

    স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে ৬১ নং বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর এর বিরুদ্ধে অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশের সাথে জড়িত সাংবাদিকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার(৪ নভেম্বর), উপজেলা চত্বরে বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,ছাত্রছাত্রী,অভিভাবক এবং এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

    এ সময় এলাকাবাসীর পক্ষে বাপ্পি বলেন,অত্র প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মানে ঠিকাদার কোহিনূর নিম্নমানের সিমেন্ট ব্যবহার করে ওয়ালের ইটের গাথুনীর কাজ করে।আমরা চাই ভাল মানের সামগ্রী দিয়ে ওয়ালের নির্মাণ কাজ হোক।

    অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুক্তা আক্তার বক্তব্যে বলেন,শুরু থেকেই ঠিকাদার কোহিনূর নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের সীমানা প্রাচীরের কাজ করে। আমরা ভালভাবে কাজ করার কথা বললেও ঠিকাদার আমাদের কথার কোন কর্ণপাত করে না।এছাড়া আমার স্কুল মামুদনগর ইউনিয়নে অবস্থিত।কতিপয় সাংবাদিক লিখেছে সহবতপুর ইউনিয়নে।এছাড়া তারা প্রকৃত ঘটনা উল্লেখ না করে অত্র প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে অসত্য ও বানোয়াট সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে তার মানহানি ঘটায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত ভাল মানের নির্মান সামগ্রী ব্যবহার করে স্কুলের সীমানা প্রাচীর নির্মান কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

    এ সময় অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর বক্তব্যে বলেন,আমি এ প্রতিষ্ঠানের সভাপতি ও জনপ্রতিনিধি হিসেবে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়ালের কাজ করার প্রতিবাদ করলে ঠিকাদার কোহিনূর আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমি ঐ ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া যেসব সাংবাদিক আমার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের শাস্তি দাবি করছি।

    এ মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকাবাসী।

    মানববন্ধন শেষে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়।

  • সাভারে সাংবাদিকের অভিযোগের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

    সাভারে সাংবাদিকের অভিযোগের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

    স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার পৌরসভার উলাইল নামাগেন্ডায় সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    সাভার পৌরসভার নামাগেন্ডা ( মাদ্রাসার মোড়) থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত অর্নব এন্টারপ্রাইজ (ওয়াস ফ্যাক্টরি)সহ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

    অবৈধ গ্যাস সংযোগ আছে এমন অভিযোগ সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে গণমাধ্যম কর্মী। অনুসন্ধানে বেড়িয়ে আসে অর্নব এন্টারপ্রাইজ (ওয়াস ফ্যাক্টরি)সহ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগের খবর। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কাছে সত্য প্রকাশ করতে বাধ্য হন অর্নব এন্টারপ্রাইজের পরিচালক মানিক।

    এসময় তিনি জানান নিউজ ও অভিযোগ করে লাভ নেই।তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই গ্যাস লাইন জয়েন করা হয়েছে।

    একথার প্রেক্ষিতে গত ১৪/১০/২১ ইং সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত সায়েম বরাবর লিখিত অভিযোগ করা হয়।

    তিতাস গ্যাস প্রকৌশলী আবু সাদাত সায়েম গণমাধ্যম কর্মিদের আশ্বাস দিয়ে বলেন যদি আমার অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারীকে এই কাজের সাথে জড়িত আছে এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আগামী এক সপ্তাহের মধ্যে আমি নিজে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করবো।

    ওই কথার আলোকে ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নামাগেন্ডা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উল্লেখিত ফ্যাক্টরিসহ শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

  • সম্প্রদায়িক সম্প্রীতির লক্ষে ঈমাম,পুরোহিত,সাংবাদিক ও সচেতন মহলের সাথে উপজেলা প্রশাসনের বিশেষ সভা।

    সম্প্রদায়িক সম্প্রীতির লক্ষে ঈমাম,পুরোহিত,সাংবাদিক ও সচেতন মহলের সাথে উপজেলা প্রশাসনের বিশেষ সভা।

     

    স্টাফ রিপোটারঃ সম্প্রদায়িক সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতিমা,মন্দির,অগ্নি সংযোগ,ঘর-বাড়ী লুটপাট ও নিরহ মানুষ হত্যার ঘটনায় আমাদের করনীয় বিষয় নিয়ে সমাজের জনপ্রতিনিধি,মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক,সাংবাদিক,সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভাটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদের সভাপতিত্বে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) ইশরাত জাহান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারী মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উপজেলা হিন্দু বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার দত্ত প্রমুখ।

    এসময় বক্তারা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ধর্ম যার যার, দেশ সবার এই শ্লোগানকে সামনে রেখে প্রত্যেক নাগরিকে তার অবস্থান থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আহবান জানান তারা।

  • রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রাথী ছলিম উল্লাহ’র মতবিনিময়।

    রামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রাথী ছলিম উল্লাহ’র মতবিনিময়।

    সোহেল হোসেন,লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষীপুর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে গণসংযোগের অংশ হিসাবে চেয়ারম্যান প্রার্থী ছলিম উল্লাহ’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

    নির্বাচনকে সামনে রেখে এলাকাবাব্যাপী ব্যাপক গনসংযোগ,সাংগঠনিক কর্মকান্ড জোরদার, এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মতবিনিময় করেন।

    রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো: কাউছার হোসেনের উপস্থাপনায় সাংবাদিক ছলিম উল্লাহ আসন্ন ইউপি নির্বাচনে নিজেকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।

    এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার বশির ও দৈনিক সোনালী খবরের স্টাফ রিপোর্টাও দ্বীন ইসলাম। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গির মোল্লা,যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু,অর্থ ও দপ্তর সম্পাদক মো: আবু তাহের,সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী,পারভেজ হোসেন,রাজু আহমেদ,রাকিব হোসেন প্রমুখ।

    প্রার্থী হিসেবে ঘোষনা সময় সাংবাদিক ছলিম উল্লাহ বলেন,এক সময়ে আলোচিত করপাড়া এখনো মানুষ অপরাধীদের কাছে অসহায়,আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হলে এলাকা মাদক নিমূল, সন্ত্রাস-চাদাঁবাজি বন্ধ এবং এলাকার মানুষদের নিরাপদে বসবাস করার পরিবেশ তৈরী করবো।

    এসময় তিনি আরো বলেন, প্রার্থী হওয়ায় এবং ভোট দেওয়ায় আমাদের নাগরিক অধিকার। আসন্ন ইউপি নির্বাচনে সরকার করপাড়াসহ সারা দেশের মানুষদের একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিলে যোগ্য ও দক্ষ ব্যক্তিকে ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। এতে করে ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হবে ।