Tag: সাংবাদিক

  • রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টি নেতৃবৃন্দের মতবিনিময়।

    রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টি নেতৃবৃন্দের মতবিনিময়।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঠাকুরগাঁও ৩ আসন (পীরগঞ্জ- রানীশংকৈল) এর সংসদ সদস্য জাতীয় পাটির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের উপদেষ্টা ও নেতা-কর্মীরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
    শনিবার (২০ ডিসেম্বর) সন্ধায় রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের ছেলে বর্তমান উপদেষ্টা সামসুহাব্বিব বিদ্যুৎ।
    সামসুহাব্বিব বিদ্যুৎ বলেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । আপনারা আমাদের তথ্য দিয়ে এবং বেশী বেশী সংবাদ প্রচার করে সহযোগিতা করবেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
    মতবিনিময় অনূষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার আবু তাহের, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী, নির্বাচন সমন্বয় কারী আধ‍্যাপক সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাওসার কানন প্রমুখ।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারাই পারেন জাতির কাছে সকল কিছু তুলে ধরতে। সাংবাদিকদের লিখনির মাধ্যমে পিছিয়ে যাওয়া জনপদকে সামনে এগিয়ে আনতে হবে। এ জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের। এ সময় তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
    এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোঃ বিপ্লব, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আশরাফুল আলম, খুরশিদ আলম শাওন,বিজয় রায়, হুমায়ুন কবির, সফিকুল ইসলাম শিল্পী ,একে আজাদ, আনোয়ার হোসেন জীবন, সাংবাদিক মাহাবুব আলম,রফিকুল ইসলাম সুজন, নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান,অভিশেখ চন্দ্র রায় ।
  • সাংবাদিক এসোসিয়েশন শেজাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সাংবাদিক এসোসিয়েশন শেজাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর, শেরপুর ও কুড়িগ্রাম জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিক সংগঠন শেজাক সাংবাদিক এসোসিয়েশন এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
    ৩ ডিসেম্বর রবিবার রাজিবপুর উপজেলার বটতলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাক বকশিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এম শাহীন আল আমীন।
    আলোচনা সভায় সঞ্চালনা করেন জাকিউল ইসলাম।এর পূর্বে কেক কেটে শেজাকের জন্মদিন পালন করা হয়।
    প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এম শাহীন আল আমীন, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক রশীদুল আলম, সাংবাদিক তারিকুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক ফজলুল করিম, সাংবাদিক রুবেল মিয়া, সাংবাদিক জাকিউল, সাংবাদিক জাকিউল ইসলাম, সাংবাদিক মোস্তাইন বিল্লাহ, সাংবাদিক ফরহাদ রেজা প্রমুখ।
    বক্তারা সাংবাদিকদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে বাংলাদেশের সকল কলম যোদ্ধাদের এক ছাতার নিচে আসার আহবান জানান।
  • রামপালে এমপি প্রার্থী শেখ আলো আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপালে এমপি প্রার্থী শেখ আলো আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ  কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা  এ্যাডভোকেট শেখ আল আমিন  সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
    শনিবার (৪ নভেম্বর )  বিকালে রামপাল  উপজেলার বাইনতলা ইউনিয়নের বাইনতলা গ্রামে তার নিজ বাস ভবনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় তিনি লিখিত বক্তব্যে  জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
    তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার।  এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে,  তিনি এবার প্রথম  আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পান,  তবে দল যাকে মনোনয়ন দিবে তিনি তার পক্ষে কাজ করবেন।
    মতবিনিময় সভা শেষে তিনি তার প্রতিষ্ঠিত “আল আমিন” ফাউন্ডেশনের মোড়ক উন্মোচন করেন। তিনি জানান “আল আমিন” ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং গরীব ও অসহায় মানুষকে সেবা করবেন।
    মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন সৈয়দ মারফুল ইসমাইল,শেখ জোনাব আলী, খান ফারুক হোসেন,খান তানভীর,শেখ আসলাম,শেখ ওমর, শেখ ছায়েন উদ্দিন,  শেখ আকরাম,শেখ বাবু, শেখ উসমান,শেখ হাশেম,শেখ ফারুক প্রমুখ।
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।

    রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।
    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা।
    মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
    রাণীশংকৈল প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
    সেখানে বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক।
    সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে।
    বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।
    আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এটি করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
    তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।
    সংবাদকর্মী রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিবাদ সমাবেশে আসা সাংবাদিকরা
    রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল  প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী  এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. বিপ্লব
    প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
  • মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার: প্রাণনাশের হুমকি।

    মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার: প্রাণনাশের হুমকি।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এ অভিযোগে বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুরে উপজেলার মঙ্গলপুর গ্রামের হৃদয় শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন বেশ কিছুদিন ধরে এমডি শাহআলম হোসাইন তার ফেসবুক আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য সহ বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট তথ্য প্রচারনা করে আসছে। গত ২৫ অক্টোবর রাত ৯ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে। সাংবাদিক হামিদুর রহমান জানান, এ বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে এমডি শাহআলম হোসাইন তাকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, জিডি তদন্ত করে আইনগত দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
  • আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নবীরুজ্জামান বাবু’র সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নবীরুজ্জামান বাবু’র সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

    সোমবার (১৬ অক্টোবর)  বিকাল সাড়ে ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় তিনি জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ,  কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার।
    এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে,  তিনি এর পূর্বেও দুই বার আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। এবারও তিনি এমপি প্রার্থী হিসেবে  মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পা,  তবে দল যাকে মনোনয়ন দিতে তিনি তার পক্ষে কাজ করবেন।
    মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,  উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন,  সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল,  জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকার সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা।
  • ডিমলায় সাংবাদিক আতিক ও তার পরিবার হামলার শিকার।

    ডিমলায় সাংবাদিক আতিক ও তার পরিবার হামলার শিকার।

    নীলফামারীর ডিমলায় সাংবাদিক আতিকুল ইসলাম আতিক নামে এক সাংবাদিক ও তার পরিবার হামলার শিকারে গুরুতর আহত হয়েছেন। তাকে ও তার পরিবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাব, ডিমলা এবং সভাপতি নীলফামারী জেলা শাখা, ই-প্রেসক্লাবের আন্তজার্তিক সাংবাদিক সংগঠন।

    অভিযোগ সুত্রে জানা যায়, হামলাকারীরা আপন সহদর ভাই ও তাহাদের পরিবারবর্গ। পারিবারিক জমি জমার বিষয় লইয়া হামলাকারীদের সহিত আহত সাংবাদিক আতিক এবং তার বড় বোনের দীর্ঘদিন ধরে বিরোধসহ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। ২৪ (জুলাই) সকাল ১১ টায় আহত সাংবাদিক আতিক ও তার বোন সামছুন্নাহারের নালিশীবিত্বে হামলাকারীরা জবর দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া ট্রাক্টর দ্বারা হালচাষ করার চেষ্টা করে।

    এসময় সাংবাদিক আতিকের বড় বোন নিষেধ করিলে হামলাকারীগন বড় বোন, তাকে ও তার স্ত্রীকে মারপিট করিয়া গুরুতর জখম করে। সাংবাদিক আতিক ও তার স্ত্রী এবং তার বড় বোন হাসপাতালে চিকিৎসাধীন।

    হামলাকারীদের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিক আতিক।

    এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি সরেজমিন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুর সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

    লক্ষ্মীপুর সংবাদ প্রকাশের পর সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

    লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জেরধরে সাংবাদিক মোঃ সোহেল হোসেন,দৈনিক আমারজমিন পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির উপর হামলার ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২৯ জুন ) হাজী মোহু মাঝি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে গিয়ে হামলার শিকার হন।ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজার এলাকায়।

    সংঘবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্য অতর্কিত ভাবে হামলা করা করা হয়েছিলো। এ ঘটনায় সাংবাদিক সোহেল হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    আসামিরা হলেন-সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের জনতা বাজারের আব্দুল লতিফ ডাক্তার বাড়ি আব্দুস শহীদ. বাহার হোসেন।

    সাংবাদিক সোহেল হোসেন বলে আমি পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে ঈদ গায়ে যাই সেখানে দুষ্কৃতীরা আমার উপর অতর্কিতভাবে হামলা করে।তাদের উপর্য্যপরি হামলায় চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করেন।পরে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

    এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেস্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ছাতকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি-থানায় অভিযোগ।

    ছাতকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি-থানায় অভিযোগ।

    সুনামগঞ্জের ছাতকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কমিউনিটি সেন্টার, ব্যাংক, বাসা-বাড়ি ও বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের সামন থেকে চোরেরা একের পর এক মোটর সাইকেল চুরি করে প্রতিনিয়ত হজম করছে আসছে। প্রশাসন তৎপর না থাকায় এখানে দীর্ঘদিন ধরে বেশ দাপটের সাথে সংঘবদ্ধ চোরেরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

    একাধিক ভুক্তভোগিরা জানান, মোটরসাইকেল চোর সিন্ডিকেট ২০১৭ইং থেকে ছাতক উপজেলার বিভিন্ন হাট-বাজার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, ব্যাংকের সামন থেকে ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজনের মোটর সাইকেল চুরি করে আসছে। দুই একটি ছাড়া এখন পর্যন্ত চোরাই যাওয়া কোন মোটর সাইকেল উদ্ধার হয়নি। এ ধারাবাহিকতায় গত রোববার রাত (৯ জুলাই) উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে, ছাতক অনলাইন প্রেসক্লাবের সদস্য আশফাকুর রহমান ছায়েম এর ব্যবহৃত লাল-কালো রঙের হিরো ফ্যাশন প্রো মোটর সাইকেল (সিলেট-হ-১৩-৩৮০৪) নিজ বাসা থেকে চুরি হয়। পেশাগত কাজ শেষে রাত ১টার দিকে মোটরসাইকেলটি ঘরের বারান্দায় রেখে প্রতিদিনের মতো তিনি ঘুমিয়ে পড়েন।

    সোমবার সকালে ঘুম থেকে উঠে যথাস্থানে তার মোটর সাইকেলটি না পেয়ে আশপাশ এলাকায় খোজতে থাকেন। অবশেষে সন্ধান না পেয়ে ওইদিন বিকেলে তিনি ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এদিকে, গত চার বছর আগে ছাতক প্রেসক্লাবের সদস্য, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক মোশাহিদ আলীর ব্যবহৃত মোটর সাইকেলটি গোবিন্দগঞ্জের ডাচ্ বাংলা ব্যাংকের সামন থেকে চুরি হয়। চকলেট কালারের ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেলটি চোরেরা নিয়ে যায়। এ ব্যাপারে তিনি ছাতক থানায় একটি জিডি এন্ট্রি করলেও আজ পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।

    এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ খাব মুহাম্মদ মাঈনুল জাকির বলেন বিষয়টি জানার পরপর সকল থানায় ইনফরমেশন দেওয়া হয়েছে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

  • সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

    সারাদেশে সাংবাদিক হত্যা, নিপীড়ন বন্ধ ও সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়নের দাবি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম  জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশে করেছ।

    শুক্রবার (২৩ জুন) দুপুরে  শ্রীমঙ্গলের দীঘিপাড় উপজেলা প্রেসক্লাবের সংলগ্নে এ মানববন্ধন ও প্রতিবাদ  সমাবেশ’টি অনুষ্ঠিত।
    শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক যায়যায়দিন পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি রুম্মন আহমদ এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। এই
    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সঞ্জয় দে, সিনিয়র সাংবাদিক সুমন বৈদ্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, প্রতিদিনের কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাখাওয়াত লিমন, সাংবাদিক অর্জুন দাশ প্রমুখ।