Tag: সম্মেলন

  • স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন।

    স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন।

    নিজস্ব প্রতিবেদকঃ স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে রোববার সকালে জয়পুর হাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন কালাই উপজেলার বিনইল গ্রামের নির্যাতিত স্কুল শিক্ষিকা স্ত্রী খাইরুন নেছা সুমী। এ সময় তিনি অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলেন একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নির্যাতন ও নতুন করে আরোও মামলার ভয়ভীতি দেখানোর প্রতিবাদ এবং নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ ন্যায়বিচার দাবি করেন।

    ভুক্তভোগী সুমী তার লিখিত বক্তব্যে জানান, প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রান্ডিলা-বাহাদুর গ্রামের রাজস্ব কর্মকর্তা জুবায়ের রহমানের সঙ্গে ১৬ লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে হয়। ওই সময় জুবায়ের বেকার অবস্থায় চাকরির সন্ধান প্রার্থী থাকায় তারা বগুড়ায় একটি সাবলেট বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

    ২০১৮ সালে সুমী সন্তান সম্ভাবা হলে বেকার থাকার কারণে জুবায়েরের ইচ্ছায় সে সন্তান তিনি নষ্ট করতে বাধ্য হন। সন্তান নষ্টের পর সুমী তারা বাবার বাড়ি কালাই উপজেলার বিনইল গ্রামে ফিরে আসেন এবং সেই থেকে সেখানেই বসবাস করছেন।

    পরে সরকারি রাজস্ব কর্মকর্তার (কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা) চাকরি পেয়ে জুবায়ের সুমীকে ত্যাগ করার জন্য নানা ছলচাতুরি শুরু করেন। কিন্তু ১৬ লাখ টাকা দেনমোহর ধার্য থাকায় কৌশলের আশ্রয় নিয়ে জুবায়ের সুমীর সঙ্গে সুসম্পর্ক গড়েন।

    জুবায়ের তার বাড়িতে ঘর নির্মাণে ঋণ নেওয়ার কথা বলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে সুমীকে গ্যারান্টর করার জন্য বেশকিছু কাগজপত্রে স্বাক্ষর নেন।

    ঋণ নিতে সুমীর কালাই শাখার সোনালী ব্যাংকে খোলা অ্যাকাউন্টের চেক বই থেকে স্বাক্ষর করা ছয়টি চেক গোপনে চুরি করেন জুবায়ের। যা পরে কৌশল করে জুবায়ের তার ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে দিয়ে সুমীর বিরুদ্ধে সিরাজগঞ্জের কামারখন্দ আমালী আদালতে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের একটি মিথ্যা মামলা করেন।

    একই সঙ্গে চুরি করা ওই চেক দিয়ে সুমীর অ্যাকাউন্ট থেকে এক লাখ ৪০ হাজার টাকাও তুলে আত্মসাৎ করে জুবায়ের। পরে সুমী মুসলিম পারিবারিক আইন ও মোহরানা আদায় সংক্রান্ত পৃথক দুটি মামলা করেন যা আদালতে চলমান রয়েছে।

    জুবায়ের তার ভগ্নিপতিকে দিয়ে ১২ লাখ টাকার চেক ডিজঅনার ছাড়াও নিজে সুমীর বিরুদ্ধে মামলা করার পর তাদের মামলায় নবীর হোসেন নামে এক সাক্ষীকে বাদী করে গত ১৮ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সুমীকে এক নম্বর আসামি করে একটি মিথ্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ সুমীকে গ্রেফতার করলেও আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

  • উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সন্মেলন শুক্রবার উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা।

    উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলো’র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মাহিয়া জামান মালা, ইফাতারা, মর্জিনা খাতুন, উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা নেত্রী মাহিন ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

    সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের নতুন কার্যকরী কমিটিতে আবারো কামরুন্নাহার আলো সভাপতি এবং রিবলী ইসলাম কবিতা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

  • জেলা আ’লীগের সম্মেলন;সভাপতি জিল্লুল হাকিম সম্পাদক ইরাদত কাজী।

    জেলা আ’লীগের সম্মেলন;সভাপতি জিল্লুল হাকিম সম্পাদক ইরাদত কাজী।

    মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ ৬ বছর পর আগামী তিন বছরের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী চেম্বার অফ কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।

    শনিবার (১৬ অক্টোবর) বিকালে রাজবাড়ী  শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির ঘোষণা দেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অব. মুহাম্মদ ফারুক খান।

    এর আগে সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভার্চুয়ালি কনফারেন্সে যুক্ত হয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

    সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুল -আলম হানিফ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও ইকবাল হোসেন অপু।

    কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী (এমপি), বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি ও ফকির আব্দুল জব্বার ও মোহাম্মদ আলী চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

     

  • সলঙ্গায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি গফুর, সম্পাদক লাভু।

    সলঙ্গায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি গফুর, সম্পাদক লাভু।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    টানটান উত্তেজনার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান লাভু নির্বাতি হয়েছে।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত)বীরমুক্তিযোদ্ধা কে, এম হোসেন আলী হাসান।

    প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার।সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য প্রফেসর মেরিনা জাহান (কবিতা), সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, আব্দুল আওয়াল শামীম।

    সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য্য ,সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. বিমল কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ শফিকুল ইসলাম শফি, সদস্য ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুলসহ অন্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু।
    এ সম্মেলনকে ঘিরে অর্ধমাসব্যাপী ছিল টানটান উত্তেজনা। নতুন ও পুরাতন মুখ নিয়ে ছিল নানা আলোচনা।

    দলীয় সূত্র জানায়, ২০১৩ সালের জুন মাসে সর্বশেষ সলঙ্গা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়ে। সেই সঙ্গে স্থবির হয়ে পড়ে সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও। এতে সভাপতি পদে প্রার্থীতা না থাকায় আলহাজ্ব রায়হান গফুর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা না থাকায় আতাউর রহমান লাভুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

  • বার্ষিক চিকিৎসক সম্মেলনে প্রথম হয়েছেন ফুলবাড়ীর হোমিও চিকিৎসক আয়শা সিদ্দিকা।

    বার্ষিক চিকিৎসক সম্মেলনে প্রথম হয়েছেন ফুলবাড়ীর হোমিও চিকিৎসক আয়শা সিদ্দিকা।

    ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ বার্ষিক হোমিও চিকিৎসক সম্মেলনে ২৪০জন চিকিৎসকের মধ্যে প্রথম হয়েছেন দিনাজপুর ফুলবাড়ী উপজেলার হোমিও চিকিৎসক গৃহবধূ আয়শা সিদ্দিকা। রোববার সকালে বগুড়া মমইন হোটেলে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক হোমিও চিকিৎসক সম্মেলনে লটারীর মাধ্যমে তিনি প্রথম স্থান অধিকার করেন।আয়শা সিদ্দিকা ফুলবাড়ী বাজারের হোমিও চিকিৎসক সোলায়মান মন্ডলের স্ত্রী।

    রংপুর,দিনাজপুর,গাইবান্ধা,জয়পুরহাট,নওগা ও বগুড়াসহ ৬টি জেলার ২৪০জন চিকিৎসকের আংশ গ্রহনে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে এই বার্ষিক চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এর মধ্যে ১শজন চিকিৎসকে লটারীর মাধ্যমে পুরোষ্কিত করা হয়। এতে ফুলবাড়ী উপজেলার নারী হোমিও চিকিৎসক আয়শা সিদ্দিকা প্রথম স্থান অর্জন করলে, তাকে ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পক্ষ থেকে একটি বাবাজ ১০০সিসি মটর সাইকেল উপহার দেয়া হয়। আয়শা সিদ্দিকার এই কৃতিত্বপূর্ণ অর্জনে ফুলবাড়ীর হোমিও চিকিৎসকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

    দ্বিতীয় উপহার হিসেবে শিবগঞ্জ উপজোর রাজু আহম্মেদ পেয়েছেন একটি এরইডি টিভি,তৃতীয় উপহার হিসেবে আরিফুর চৌধুরী পেয়েছেন একটি ইলেক্ট্রিক চুলা।

    সম্মেলনের শুরুতেই ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর আয়োজনে আধুনিক স্বাস্থ্য সেবা বিষয়ে ইউনানী চিকিৎসার ভুমিকা শির্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য কন্ঠ শিল্পি মনির খান সংঙ্গিত পরিবেশন করেন। এরপর চিকিৎসকদের নিয়ে লটারী এবং প্রিতিভোজ অনুষ্ঠিত হয়।
    এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর চেয়ারম্যান ফারজানা দেওয়ান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়থ ল্যাবরেটরীজ ইউনানী লিঃ এর পরিচালক সাইফুল নুর পরাগ ও ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম সাজ্জাদ হোসেন প্রমুখ।

  • ফুলবাড়ীতে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন।

    ফুলবাড়ীতে স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন।

    দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট শনিবার সকালে উপজেলা হল রুমে এই সম্নেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনকে সভাপতি এবং আশফাকুল আলমকে সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

    স্কাউটসেরআয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

    এতে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সহকারী লিডার ট্রেনার মো. আব্দুল মোতালেব এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সম্পাদক মেহেদী আহসান।

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক সহকারী লিডার ট্রেনার মো. আতিকুজ্জামান মিলন, কমিশনার মো. মাতলুবুল মামুন, লিডার ট্রেনার প্রতিনিধি মশিহুর রহমান চৌধুরী, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক প্রমুখ।

    শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার আশফাকুল আলমকে সম্পাদক এবং সাবেক সম্পাদক মেহেদী আহসানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়।

  • সিরাজগঞ্জের বেলকুচিতে অপরাজনীতির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের বেলকুচিতে অপরাজনীতির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জ বেলকুচিতে অপরাজনীতি পরিবর্তন করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরিয়ে আনার লক্ষে-মাদক, সন্ত্রাস, পেশীশক্তি ও অপরাজনীতির বিরুদ্ধে বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের উদ্যোগে সাংবাদ সম্মলেন করা হয়েছে।

    ২৮ জুলাই (বুধবার) সকালে বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের আয়োজনে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সাংবাদ সম্মেলনের আয়োজন করেন বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরাম।

    বেলকুচি সাবেক ছাত্রলীগ ফোরামের আহ্বায়ক আজগর আলী প্রামাণিকের সভাপত্বিতে সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সদস্য সচিব সাবেক ছাত্রলীগ ফোরাম নাজমুল ইসলাম, আলহাজ্ব উদ্দিন, আব্দুল মতিন, সেলিম রেজা, তারিকুল ইসলাম তাড়িৎ, আব্দুল হান্নান সরকার, শাহাদৎ হোসেন, আব্দুস সবুর, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহম্মেদ প্রমুখ।

    সাবেক বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বেলকুচিতে বাংলাদেশ আ’লীগের রাজনীতি সুস্থ ধারা পুর্নবহাল এবং অপরাজনীতি ও পেশী শক্তি, মাদক ও সন্ত্রাস বিরোধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ স্বরুপ আমাদের এই সাংবাদ সম্মেলন।

    বেলকুচি আওয়ামী লীগের রাজনৈতিক অচলঅবস্থা সৃষ্টির পেছনে যে পেশী শক্তির উথান হয়েছে রাজনৈতিক ভাবে আমরা তার মোকাবেলা করতে প্রস্তুত। রাজনীতির নামে বেলকুচিতে সন্ত্রাসের যে রাম রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা ৯০ দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বেলকুচিতে আ’লীগের সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠান করতে সহায়ক ভূমিকা পালন করেছিলাম।

    বেলকুচি আ’লীগের ও এর অঙ্গ ও সহযোগী মেয়াদ উর্ত্তীন হওয়ার পর এ যাবৎ কোনো কার্যকারী কমিটি নাই। আমাদের দাবী অতি বিলম্বে এ মহামারী কেটে যাবার পর যোগ্য ও মেধাবী সাবেক ছাত্র নেতাদের মধ্যে থেকে কমিটিতে স্থান দিতে হবে। রাজনীতির নামে বেলকুচিতে কতিপয় সন্ত্রসীদের হাতর আ’লীগের ত্যাগী নেতাদের বার বার অপমানিত লাঞ্চিত হতে হচ্ছে। যার কারনে বেলকুচি রাজনীতি অপশক্তির হাতে জিম্মি হয়ে পড়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ত্যাগী নেতাদের সাথে নিয়ে এই অপশক্তির মোকাবেলা করতে প্রস্তুত।

  • সিরাজগঞ্জের তাড়াশে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন  ২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ,থানা  ওসি তদন্ত হাবিবুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শাহীন সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার এম এ মাজিদসহ ৬০জন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম।

    এ অনুষ্ঠানে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম।

  • লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন পুনঃ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন।

    লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন পুনঃ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন।

    অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে লক্ষীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শেখ মো: ফায়িজ উল্যাহ শিপন।

    মঙ্গলবার (২২ জুন) বিকেলে লক্ষীপুরের রায়পুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এসব দাবি জানান জাতীয় পার্টির প্রার্থী শিপন।

    সংবাদ সম্মেলনে শেখ মো: ফায়িজ উল্যাহ শিপন অভিযোগ করে বলেন, ২১শে জুন, সোমবার লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপ-নির্বাচনের নামে জনগণের ভোটের অধিকার লুণ্ঠন করা হয়েছে। ১৩৬টি কেন্দ্রের সব কয়টির বুথে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী ও বহিরাগতদের দিয়ে জোরপূর্বক ইভিএমের বোতাম টিপে নৌকা প্রতীকে ভোট নেওয়া হয়েছে।জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেয়া হয়নি।

    সংবাদ সম্মেলনে অনিয়মের কিছু স্থিরচিত্র দেখিয়ে জাতীয় পার্টির প্রার্থী বলেন, প্রত্যেক কেন্দ্রে ভোটারদের ইভিএম-এ জোরপূর্বক বোতাম টিপে দিয়েছে নৌকা প্রতিকের প্রার্থীর লোকজন। সদরের রসূলগঞ্জ, চররুহিতা ও দালালবাজার সহ সব কয়টি কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ করেন তিনি।

    এসময় শেখ মো: ফায়িজ উল্লাহ শিপন জানান, লক্ষীপুর-২ সংসদীয় আসনটি নিয়ে সাধারণ জনগনের যে আকাঙ্খা ছিল, তা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিত মানুষের পক্ষ থেকে তিনি এ অবৈধ নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবি জানান।

     

  • তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।

    তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।

    সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি’র  অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে উপজেলার বারোয়ারী বটতলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সভাপতি প্রার্থী  অধ্যাপক মোঃ আব্দুল হাকিম লিখিত বক্ত্যবে এ সংবাদ সম্মেলন করেন।

    ২৭ জানুয়ারী  বুধবার সকালে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সিরাজগঞ্জ বাসায় তাড়াশ উপজেলা বিএনপি’র আহবায়ক বেনজির আহম্মেদ শফি’র সভাপতিত্বে তাড়াশ উপজেলা বিএনপি’র অগণতান্ত্রিক,অনিয়মতান্ত্রিক ও অবৈধ কমিটি  গঠন করে।

    সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে তাড়াশ উপজেলা বিএনপি’র কমিটি গঠনের জন্য ৮টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক,সাংগঠনিক ও সিনিয়র সভাপতিসহ ৫জন করে ৪০জন নেতা কমর্ীকে ডেকে নিয়ে মিটিং শুরু করেন জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও উপস্থিত সকল সদস্যগন। অথচ সবার শীর্ষে প্রচারকারী ও জনবান্ধব নেতা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সভাপতি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিমকে  না জানিয়ে এবং তার সমর্থন নেতা কর্মীকে না জানিয়ে গোপনে ডেকে নিয়ে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে যোগ সাজস করে স,ম  আফসার আলীকে সভাপতি,প্রভাষক আমিনুর রহমান টুটুলকে সাধারণ সম্পাদক ও প্রভাষক সাইদুর রহমানকে সাংগঠনিক করে কমিটি ঘোষনা করা হয়।

    সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল হাকিম বলেন,কোন পুর্ব বিজ্ঞপ্তি না দিয়ে ,তপশীল ঘোষনা না করে,প্রতিদ্বন্দি প্রাথর্ীদের না জানিয়ে কমিটি ঘোষনা দেওয়ার অধিকার তারা কোথায় পেলেন? দল কি কারো পৈত্রিক সম্পত্তি? ইচ্ছা হলো আর দান করে দিলেন? তাড়াশ  উপজেলার বিএনপি যারা করে তারাই এখানে থাকে । মামলা ,হামলা,আন্দোলন সংগ্রামে বিএনপি’র নেতা কমর্ীরাই করে থাকে। সিরাজগঞ্জ ও ঢাকা থেকে এসে তো মোকাবেলা করেন না। আবার এখানকার ব্যয় আমরাই করে থাকি। অথচ সিরাজগঞ্জে এক জনের বাড়িতে বসে দলের কমিটি করে দিবে এটা ঘৃনা ভাবে প্রত্যাখ্যান করছি।

    তিনি আরো দাবি করেন তাড়াশ উপজেলা বিএনপি’র অবৈধ, অগণতান্ত্রিক ও ফ্লিম স্টাইলে করা অনৈতিক কমিটি বাতিল করতে হবে। সকল ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করার পর পুনরায় তপশীল ঘোষনা করতে হবে। দলের সকল নেতা কমর্ীদের অধিকার নিশ্চিত করে অংশগ্রহনের অবাধ সুযোগ করে দিতে হবে। গঠনতন্ত্র বিরোধী কমিটি প্রদানের  সাথে জাড়িতদের সাথে দৃষ্টান্তমুলক সাংগঠনিক পদক্ষেপ গ্রহন করতে হবে। যাতে আর কেউ এমন কাজ করতে না  পারে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  তাড়াশ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন ,আব্দুল হোসেন, সদর ইউনিয়র যুব দলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আবুল কালাম আজাদসহ অর্ধ শতাধিক নেতা কর্মী।