Tag: সমাবেশ

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-প্রতিবাদে রামপালে মিছিল ও সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি-প্রতিবাদে রামপালে মিছিল ও সমাবেশ।

    বাগেরহাটের রামপালে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন কর্তৃক প্রকাশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার রামপাল সদরে রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার,সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমিন,বজলুর রহমান,আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক শেখ সাদীসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন’র এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিবাদ সমাবে‌শ থেকে তার ফাঁসি দাবী জানানো হয়।
  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে উল্লাপাড়ায় মিছিল সমাবেশ।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রাজশাহীতে বিএনপি’র জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপি আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসাবে ২২ মে সোমবার উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে।

    মিছিলটি উল্লাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল বাতেন হিরু, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল ও মনিরুজ্জামান পান্না, মোবারক হোসেন, আশিকুর রহমান, আল মাহমুদ সরকার প্রমুখ।

  • উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মন্তব্যের প্রতিবাদে সমাবেশ।

    উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মন্তব্যের প্রতিবাদে সমাবেশ।

    বাগেরহাটের রামপালে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদকে নিয়ে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২৬ এপ্রিল বুধবার সকাল ১১.০০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার’র সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সাবেক উপজেলা চেয়ারম্যানকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মন্তব্য করায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও রামপাল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

    প্রতিবাদ সমাবেশে আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ বলেন যে, রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গত ১৩ই এপ্রিল তার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সে সমাবেশে রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সেখ মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান জামু তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে তিনি সমাবেশে জানান। শেখ মোঃ আবু সাঈদ বলেন যে, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আঃ রউফ জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় এবং একজন অসহায় বৃদ্ধ প্রতিবন্ধী ব্যক্তির জমির হারির টাকা না দিয়ে সে জমি ভোগ দখল করছেন । আলহাজ্ব জামিল হাসান জামু বর্ণালী ঘোষ হত্যা মামলার একজন আসামী ছিলেন। উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন টেন্ডারবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের মুখে আমাকে নিয়ে সমালোচনা করা তাদের মানায় না। শেখ মোঃ আবু সাঈদ আরো বলেন যে, আওয়ামী লীগের দূর্দিনে ও বিপদের সময় মাঠে থেকে জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর দলের জন্য কাজ করেছেন। তিনি বলেন যে, টিউবওয়েল’র টাকা আত্মসাৎ করে খুলনায় বাড়ি নির্মান করা, সরকারি জমি দখল করা ও আবুল কালাম ডিগ্রি মহাবিদ্যালয়ের টাকা আত্মসাৎ সংক্রান্ত যে অভিযোগ গত ১৩ই এপ্রিল স্থানীয় আওয়ামী লীগ নেতারা করেছিলেন, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি বলেন যে, টিউবওয়েল দেওয়ার জন্য যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তিনি তাদের প্রত্যেককে টাকা ফেরত দিয়েছিলেন। এছাড়া তিনি সরকারি চরের যে জমিটি ভোগ দখলে আছেন, তা তিনি নিয়ম মাফিক-ই ভোগ দখল করছেন। তিনি আরো জানান যে, কেউ যদি তার বিরুদ্ধে কোন দূর্নিতীর প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি স্ব-ইচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করবেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যে, যারা তার বিরুদ্ধে দূর্নিতীর অভিযোগ তুলেছেন তারাই জনগণকে নানাভাবে হয়রানি করছে ও তাদের দ্বারা জনগণ দূর্নিতীর শিকার হচ্ছে।

    তিনি আরো বলেন যে, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি টেলিভিশনের ইলেকশন এক্সপ্রেস নামক অনুষ্ঠানের সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তার কয়েকটি বিষয় তার বলা ঠিক হয়নি । ব্যস্ততা ও অপ্রস্তুতির কারণে কিছু কথা তার ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) যাকে মনোনয়ন প্রদান করবেন, তিনি তার পক্ষে সক্রিয়ভাবে কাজ করবেন দলের মধ্যে যে, বিভাজন তৈরি হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তার শান্তিপূর্ণ সমাধান করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

    প্রতিবাদ সমাবেশের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন হাওলাদার বলেন যে, পক্ষপাত মূলক আচরণের কারণে দলে সুস্পষ্ট বিভেদ তৈরি হয়েছে। তিনি বলেন যে, তারা বর্তমানে সংসদ সদস্যের কোটা ও উপজেলা পরিষদ থেকে কয়েকজন ইউপি চেয়ারম্যানকে কোন প্রকার বরাদ্দ দেওয়া হয়না। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তাদের প্রতি বিরূপ আচরণ করে থাকেন। নানামুখী কারণে দলে দুটি পক্ষ তৈরি হয়েছে এবং এ দূরত্ব শুধু বেড়েই চলছে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে উদ্দেশ্য করে বলেন যে, তাকে রামপাল-মোংলার সবাই অত্যন্ত ভালোবাসে। দলের সমূহ ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তিনি খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের প্রতি অনুরোধ জানান।

    সমাবেশে অন্যান্য বক্তারা বলেন যে, আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট যে বক্তব্য দেওয়া হয়েছিল, তা সত্যিই দুঃখ জনক। কারণ আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ দূর্দিনে দলের পাশে থেকে দলকে যেমন সহায়তা করেছেন, একই ভাবে তিনি এলাকার গরীব-দুঃখী মানুষকে অর্থনৈতিক সহায়তা, চিকিৎসা সেবা, মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় দান, অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ নানামূখী সামাজিক কাজকর্ম করে থাকেন।

    প্রতিবাদ সমাবেশে সকল বক্তারা রামপাল উপজলা আওয়ামী লীগের মধ্যে যে বিভাজন তৈরী হয়েছে, তার শান্তিপূর্ন সমাধান কামনা করেন। তারা এও বলেন যে, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক মহোদয় একটু উদ্যোগী হলে অচিরেই এ সমস্যার সমাধান সম্ভব।

    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মোঃ রাজিব সরদার, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডঃ চয়ন মন্ডল, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একটি অংশ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

  • উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার প্রতিবাদে রামপালে সমাবেশ।

    উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করার প্রতিবাদে রামপালে সমাবেশ।

    বাগেরহাটের রামপালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার(এম.পি)-কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ এপ্রিল সকাল  সাড়ে দশটার সময় রামপাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফ্ফর হোসেন,রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান হাসান জামু, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যে, বিগত ৭ই এপ্রিল বাগেরহাট জেলা আওয়ামী লীগের জনৈক এক নেতা বেসরকারি টিভি চ্যানেল DBC টেলিভিশনের ইলেকশন এক্সপ্রেস নামক একটি অনুষ্ঠানের স্বাক্ষাৎকারে তিনি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার-কে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কটুক্তি কারীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রতি আহবান জানান।

    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ)মোতাহার রহমান,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী,বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার,রাজনগর ইউপি চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন,উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান,ভোজপাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আমিন,রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল,অধ্যাপক (অবঃ)মোঃ আকবর আলী,বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন,বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্সসহ উপজেলা আওয়ামী লীগ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সুইডেন দূতাবাসে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রামপালে সমাবেশ।

    সুইডেন দূতাবাসে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে রামপালে সমাবেশ।

    রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপালে সুইডেনের দূতাবাসে মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
    ২৭ জানুয়ারী ২০২৩ শুক্রবার বাদ জুম্মা  ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন  তারূন্যের আলো’র উদ্যেগে উপজেলার চাকশ্রী বাজারে এ প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
    তারূন্যের আলোর সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম’র সঞ্চালনায়  প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারূন্যের আলোর সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান,তারূন্যের আলোর যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাহাদি বিল্লাহ, সৈয়দ রাজু আহমেদ,হাফেজ তালিমুল ইসলাম,হাফেজ জিল্লুর রহমান,হাফেজ হাসান,মল্লিক আঃ হাই,মল্লিক জামান সহ এলাকার সর্বস্তরের  ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
    প্রতিবাদ সমাবেশে বক্তারা অতিদ্রুত সুইডেনের দূতাবাসকে তলব পূর্বক রাসমুস পালুদানের  দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহবান জানান।
  • রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে
    পূর্বঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২২ আগষ্ট ) বিকাল সাড়ে ৫টায় পৌরশহরের পলাশ মার্কেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
    বিকালে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে তিনরাস্তার মোড়স্থ পলাশ মার্কেটে এসে শেষ হয়।
    পরে সেখানে রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমান  সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদোস নম্র জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সোহেল রানাসহ উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেনকদল, মহিলাদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
    বক্তারা ভোলায় পুলিশের গুলিতে নিহত সেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রশাসনের বন্দুকের নল ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। সরকারের অপশাষনের বিরুদ্ধে জনগণ যখনই রূখে দাঁড়ায়, তখনই তারা দানবীয় কায়দায় পাখীর মত গুলি করে মানুষ হত্যা করে। এখন জনগণের ধর্য্যরে বাধ ভেঙ্গে গেছে আর এই ভয়ে সরকার পালানোর পথ খুঁজছে।
    বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ নিজেরা দেউলিয়া হয়ে পড়ায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় ষড়যন্ত্র প্রতিরোধে রাস্তায় নামার ঘোষণা দেন বক্তারা।
    বর্তমান রাতের আঁধারে ভোট করা সরকার মধ্যরাতে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধি করেছে। তারা জনগণের কথা চিন্তা না করে একাজ করেছে। তাদের হাত থেকে জনগণকে বাঁচাতে সবাই আজ মাঠে নেমেছে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবো না।
  • উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।

    উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।

    উৎপল হত্যার প্রতিবাদে উল্লাপাড়ায় বাকশিসের মানবন্ধন ও সমাবেশ।


    সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেস ক্লাবের সামনে কলেজ শিক্ষক উৎপল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ২ জুলাই শনিবার সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ জেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর উদ্যোগে আয়োজিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষক ও উল্লাপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।

    এসময় উল্লাপাড়া উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও এইচ টি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জাফর এর সঞ্চাচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচি শাখার সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুর শাখার সভাপতি রুহুল আমিন,শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সালাউর রহমান, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার,ফাহিমা তন্বী প্রমুখ।

    প্রতিবাদ সমাবেশে নিহত উৎপলের বৃদ্ধা মা গীতা রানী সরকার মোবাইল ফোনে অংশ নিয়ে প্রধান মন্ত্রীর কাছে তার পুত্র হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা শিক্ষাঙ্গনে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে উৎপল হত্যা মামলা বিশেষ ট্রাভুনাল আদালতে স্থানান্তর করে ঘাতক আশরাফুল ইসলাম জিতু’র ফাঁসি দাবি করেন।

  • মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রামপালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ 

    বাগেরহাটের রামপালে   মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা আয়েশা  (রাঃ) কে নিয়ে সম্প্রতি পাশ্ববর্তী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও গণমাধ্যম এজেন্ট নবীন কুমার জিন্দাল কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ জুন সোমবার বিকাল ৫.০০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর উদ্যোগে  উপজেলার চাকশ্রী বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এসময় বাইনতলা ইউনিয়নের  বিভিন্ন স্থান থেকে আনুমানিক  দেড় হাজার ধর্মপ্রান মুসলমান  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে।
    স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলোর সভাপতি মোঃ হাদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম রনি’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ আব্দুল্লাহ,  বিশিষ্ট সমাজ সেবক মল্লিক আঃ হাই, চাকশ্রী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ জিল্লুর রহমান,  তারুণ্যের আলোর  সহ-সভাপতি সৈয়দ জাহিদুর রহমান।
    প্রতিবাদ সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে কটূক্তি কারী নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্ত মূলক শাস্তি  দেয়ার জন্য ভারত সরকারের কাছে আহবান জানান।
  • মহানবী(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ।

    মহানবী(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ।

    মহানবী(সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ।


    ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের কর্তৃক মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশের ন্যায় ডিমলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

     

    ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (রাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল।

     

    এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর অবমাননা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

     

    এ নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মহানবী (সাঃ) এর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এরই ধারাবাহিকতায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার (১০ই জুন) বাদ জুম্মা বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারী ডিমলা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে সর্বস্তরের তৌহিদী জনতা।

     

    জুম্মার নামাজের পর ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ভারতীয় পন্য বর্জন করুন নবীর সম্মান রক্ষা করুন ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা। সমাবেশে আগত বক্তারা বলেন, রাসুলকে (সাঃ) কে নিয়ে মিথ্যাচার করেছেন বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে মুসলমানরা আজ জেগে উঠেছে সারা দুনিয়ায়। বক্তারা আরো বলেন, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে মেনে নেওয়া হবে না।

     

    সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারও এর প্রতিবাদ জানাবে। সমাবেশে ডিমলা সদর ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজারো মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

  • রামপালে প্রধানমন্ত্রীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে প্রধানমন্ত্রীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

    রামপালে প্রধানমন্ত্রীকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।


    বাগেরহাটের রামপালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে নিয়ে ছাত্রদল নেতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রামপাল উপজেলা উপজেলা ছাত্রলীগের উদ্যেগে ৩০ মে সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার ফয়লা বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সাদী।

    বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্লোল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,দপ্তর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ রুশাদ হোসেন অনিক,বাঁশতলী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ আল-আমিন,বাইনতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মানিক শেখ,উজলকুড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলামিন সহ রামপাল উপজেলা ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করে।