Tag: সভাপতি

  • রামপালে ছাত্রলীগ সভাপতির বাবার ইন্তেকাল-দাফন সম্পন্ন।

    রামপালে ছাত্রলীগ সভাপতির বাবার ইন্তেকাল-দাফন সম্পন্ন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রামপাল প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান’র পিতা দ্বীন মোহাম্মদ মোছাল্লী(৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।”আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী”।
    গতকাল রবিবার রাত ১০.৪৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
    মরহুমের জানাজা সোমবার (৮ এপ্রিল) দুপুর ২.১৫ টায় শ্রীফলতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
    মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
    হাফিজুর রহমান’র পিতার মৃত্যুর সংবাদ শুনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি) তার বাড়িতে আসেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও মুঠোফোনে হাফিজুর রহমান’র পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
    মরহুমের জানাজা নামাজে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন।
  • মহিলা দলের সভাপতি হঠাৎ অসুস্থ্য-এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

    মহিলা দলের সভাপতি হঠাৎ অসুস্থ্য-এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

    আমারজমিন ডেস্কঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস হঠাৎ বাথরুমে ওজু করার সময় পরে গিয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পরেছে।এ সময় তার পরিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

    বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    জানা যায় এদিন ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে ওজু করতে বাথরুমে গেলে পা পিছলে মেঝেতে পড়ে গুরুতর আহত হন। এতে তার ডান হাত ভেঙে যায়।

    বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক ডা.শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।

  • মাধবপুরে সবজি ব্যবসায়ী সমিতি নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি নির্বাচিত।

    মাধবপুরে সবজি ব্যবসায়ী সমিতি নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি নির্বাচিত।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
    হবিগঞ্জের মাধবপুর সবজি বাজার (কাঁচামাল) ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ রেজি নং১৫২৯ এর কার্য্যকারী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ০৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলে।
    এ নির্বাচন কমিটি সভাপতি দায়িত্ব পালন করে ও উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ।
    মাধবপুর সবজি বাজার (কাঁচামাল) ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কার্য্যকারী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মোঃ আব্দুর রাজ্জাক (আনারস)প্রতীক ১৭৩ ভোটে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুক মিয়া, (চেয়ার) প্রতীক ৭৩ ভোট পেয়েছেন।কার্য্যকারী কমিটির নির্বাচনে বিনিপ্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন যারা- সহ-সভাপতি পদে মোঃ সানু মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ ছোট্ট মিয়া পাঠান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল গুনি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কাউছার মিয়া, কোষাধ্যক্ষ পদে সোহেল রায়, সদস্য পদে মোঃ লুৎফুর রহমান, জান্নাত হোসেন, মোঃ মাসুক মিয়া, নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটি সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মিজানুর রশিদ জানায়,সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে নির্বাচন  অনুষ্ঠিত হয়েছে।
  • ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান মৃত্যু।

    ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান মৃত্যু।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
    রোববার দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
    বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির  দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রেখে গেছেন। একজন সন্তান আগে মৃত্যু বরণ করেছিলেন তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি সহ সমাজের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-রাকিম,সম্পাদক-নাছির।

    ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-রাকিম,সম্পাদক-নাছির।

    ডেস্ক রিপোর্টঃ সংগঠন শক্তিশালী না হওয়ার খেসারত গত নির্বাচনে দিতে হয়েছে দলটিকে। বিপুল সমসমর্থন থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে শক্ত কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশাও বিরাজ করছে।

    দলকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে সরকার বিরোধী আন্দোলন চাঙা করতে অঙ্গ-সংগঠন গোছানোয় মনোযোগ দিয়েছে বিএনপির হাইকমান্ড। এর অংশ হিসেবে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে।

    কেন্দ্রে রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি হয়েছেন গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদুজ্জামান শিপনকে।

    শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়া রাকিব সংগঠনের সদ্য সাবেক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আর সাধারণ সম্পাদক হওয়া নাছির একই কমিটির সহসভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব পাওয়া গণেশ ও শিপন দুজনই সদ্য সাবেক বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

    রাকিবুল ইসলাম ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফজলুল হক মুসলিম হলের পদার্থবিজ্ঞান বিভাগের এবং নাছির ২০০৭-০৮ শিক্ষাবর্ষের স্যার এ এফ রহমান হল ও ইসলামিক স্টাডিজের ছাত্র।

    আর ঢাবি শাখার নেতৃত্ব পাওয়া গণেশ জগন্নাথ হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং নাহিদুজ্জামান ২০১১-১২ শিক্ষাবর্ষের স্যার সলিমুল্লাহ মুসলিম হল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র।

    রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি, শ্যামল মালুমকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মো. জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি অনুমোদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বছরের ১২ এপ্রিল কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে সংগঠনের অভিভাবক হিসেবে সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা তারেক রহমানকে দেওয়া হয়। পরে গত বছরের ৮ আগস্ট হঠাৎ করেই শ্রাবণকে সরিয়ে দিয়ে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করেন তিনি।

  • উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়ায় স্কুলের অর্থ আত্মসাৎ ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম কে মারধর ও অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বাদী হয়ে স্কুল কমিটির সভাপতি ও তিন অভিভাবক সদস্য’র বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

    মামলায় অভিযুক্ত আসামিরা হলেন সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোনাগাঁতী গয়হাট্রা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ আল আমিন সরকার (৪৫), অভিভাবক সদস্য ও পারকুল গয়হাট্টা গ্রামের মীর মতিয়ার রহমান ছেলে মানিক উদ্দিন (৪০), একই গ্রামের আকবর সরকারের ছেলে আইনুল হক (৫২), গয়হাট্টা দহপাড়া গ্রামের ওছমান গণির ছেলে গোলাম মোস্তফা (৪০)।

    মামলার বাদী শহিদুল ইসলামের অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উল্লেখিত অভিভাবক সদস্যরা যোগ সাজোস করে গত ২০২৩ সালের বিদ্যালয়ের পুকুর লীজের ৫ লক্ষ১০ হাজার টাকা, শিক্ষার্থী উপবৃত্তির ১ লক্ষ টাকা,গাছ বিক্রির ৪০ হাজার টাকা এবং পুরাতন আসবাবপত্র ও দ্রব্য সামগ্রী বিক্রির ৫০ হাজার টাকা কৌশলে আত্মসাৎ করে। আত্মসাতকৃত টাকার ভুয়া ভাউচার ও রেজুলেশনে জোরপূর্বক প্রধান শিক্ষকের (আমাকে দিয়ে) স্বাক্ষর করিয়া নিতে চায়। উক্ত ভাউচার ও রেজুলেশনে স্বাক্ষর করিতে অস্বীকার করিলে গত ২৯ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে আসামিরা প্রধান শিক্ষক (আমার) কার্যালয়ে প্রবেশ করে।

    এ সময় তারা অফিস কক্ষের দরজা বন্ধ করে আমাকে অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন গালি-গালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা আমার উপর চড়াও হয়ে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও থাপ্পর মারে। এক পর্যায়ে আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বেদম মারপিট করে।

    তিনি আরও জানান, ইতিপূর্বেও বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বৈধতা নিয়ে মতবিরোধ হলে সে থেকে আসামিরা আমাকে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আসছিল।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,প্রধান শিক্ষকের অভিযোগটি মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।

  • রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

    রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা শাখার ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আনোয়ার হোসেন ওরফে আলীকে সভাপতি ও গপেশ বসাককে সাধারণ সম্পাদক পদে ঘোষনা করা হয়েছে।
    গত ৬ নভেম্বর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক রমজান আলী স্বাক্ষরিত ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। তিন বছর মেয়াদী এ কমিটিতে জিয়াউল ইসলাম জিয়াকে জৈষ্ঠ্য সহ-সভাপতি করে মোট ৭ জনকে সহ-সভাপতি, চন্দন বসাককে জৈষ্ঠ্য যুগ্ন-সম্পাদক করে মোট তিন জন যুগ্ন সম্পাদক করা হয়েছে।
    একইভাবে সাংগঠনিক সম্পাদক পদে মো: রকিসহ তিনজন, প্রচার প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে মোট ২৩ জনকে মনোনীত করা হয়েছে। একইভাবে ২৩ জনকে কাযর্করী কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
    ঘোষিত পৌর যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আলী বলেন, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে ঘোষনা করা হয়েছে। এ কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের মূল্যয়ন করা হয়েছে। ছাত্রলীগের পদধারী সাবেক নেতাদের এ কমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এবারের কমিটি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী কমিটি হয়েছে।
  • বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত।

    বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
    রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আয়োজনে তাঁর ৬ষ্ঠ মৃত্যু দিবস উপলক্ষে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।

    সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অর্থ সম্পাদক লালন উদ্দীন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রকাশনা সম্পাদক আবদুল সালাম, সদস্য সাইদুল ইসলাম, সমাজ সেবক কামাল হোসেন, রাজশাহী মহানগরের মানবাধিকার কর্মী বৈশাখী সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম আলী।
    উল্লেখ্য, শিক্ষক ও সাংবাদিক হিসেবে মরহুম আলী মুহাম্মদ হাশেম ছিলেন একজন সহজ সরলমনা মানুষ। ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বহু কবিতা, উপন্যাস লিখেছেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন আলী মুহাম্মদ হাশেম । তার পিতার নাম কফিল উদ্দীন। তিন ভাইয়ের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়।
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই। তিনি ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৫ জুলাই রাতে উপজেলা সদরে অবস্থিত নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
  • রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা- সম্পাদক তারেক আজিজ।

    রানীশংকৈল কেন্দ্রীয় টাউন ক্লাবের সভাপতি মোস্তা- সম্পাদক তারেক আজিজ।

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল দ্বি-বার্ষিক কেন্দ্রীয় টাউন ক্লাবে উৎসবমুখর ভাবে ভোট সম্পন্ন হয়েছে।
    বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।এতে ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
    সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
    সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পদে তারেক আজিজ নির্বাচিত হয়।
    সভাপতি পদে প্রভাষক মোস্তাফিজুর রহমান মোস্তা রিক্সা প্রতিকে ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌর কাউন্সিলর মো: শরিফুল ইসলাম ছাতা প্রতিকে তিনি পেয়েছেন ১৮৯ ভোট। তবে আরেক প্রার্থী রবিউল ইসলাম রবি আগেই ভোট থেকে সরে দাড়ান।
    সাধারণ সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুটবল প্রতিকে ৩৫৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তারেক আজিজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর আলম দেওয়াল ঘড়ি প্রতিকে তিনি পেয়েছেন ৯৩ ভোট।
    নির্বাচনে রানীশংকৈল যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান প্রিজাইডিং এর দায়িত্ব পালন করুন।
    টাউন ক্লাবের আহব্বায়ক আনিসুর রহমান বাকী  বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিয়েছি। এবং ভোটাররা সুন্দর ভাবে ভোট দিয়েছেন। এই নির্বাচনে ৯৭% মানুষ ভোট দিয়েছে।নির্বাচনে কোন বিশৃঙ্খলা হয়নি এইজন্য আমি ভোটার সহ সকল কেই ধন্যবাদ জানাই।
  • গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ।

    গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ।

    গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন সানাউল্লাহ (সানা) এবং সাধারণ সম্পাদক সাকিল। সাধারণ সম্পাদক সুমন

    আজ মঙ্গলবার (১৮ জুলাই) সংগঠনের সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি ও রাজশাহী,১ গোদাগাড়ী, তানোরের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। আজ বিকেল ৫ টায় গোদাগাড়ী মডেল স্কুল এন্ড কলেজ সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সানাউল্লা বলেন, আমাকে দল থেকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে রাখবো।

    বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৬ দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে উত্তাল রাজপথে এবং মহান মুক্তিযুদ্ধের আগুনঝরা দিনগুলোতে যুদ্ধের রসদ সরবরাহের দুঃসাহসী ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবক বাহিনী। মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও স্বেচ্ছাসেবক বাহিনীর নানা অবদান আছে। সেই প্রেক্ষাপটে ১৯৯৪ সালের ২৭ জুলাই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবক বাহিনীকে পুনর্গঠিত করার উদ্দেশে একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে

    ২০০৩ সালে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো করার পর সেবা-শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠনটি ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশ ও জাতির সব দুর্যোগ-দুর্বিপাকে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। বিশেষজ্ঞ করোনা মহামারিতে গোটা বিশ্ব যখন বিপন্ন হয়ে পড়েছে, সেই চরম দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের সব পর্যায়ের নেতা-কর্মীরা সচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা থেকে টিকা কার্যক্রম।