Tag: সভা

  • বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষকদের আলোচনা সভা ও মানববন্ধন।

    বেসরকারী শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষকদের আলোচনা সভা ও মানববন্ধন।

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দেশের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন হয়েছে। সোমবার ১৭ জুলাই ২০২৩ ইং, শ্রীমঙ্গল শহরের শাহ্ মোস্তফা জে. আই উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত জাতীয়করণের বিষয় নিয়ে শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরে এই বিদ্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল করে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এসে মানববন্ধন করেন।
    এ সময় শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ঝলক কান্তি চক্রবর্তী’র সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কান্তি দাশ, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও আবদুল ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ মোঃ আব্দুল বাছিত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, হুগলিয়া হাজী মনসব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গলের সভাপতি ও কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমেদ সিদ্দিকী, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম শ্রীমঙ্গলের সভাপতি ও বেগম রাসুলজান আ: বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান বর্ধন, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রক্ষিত, মনাই উন্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাশ, ধোবার হাট বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ দেব, সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল হক-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
    শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ স্বাধীনের ৫২ বছর পার হলেও এমপিওভুক্ত শিক্ষক সমাজের বঞ্চনা আর বৈষম্যের অবসান হয়নি। সকল বৈষম্য দূরীকরণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই। যদিও শিক্ষক সংগঠনগুলোর মতানৈক্যের কারণে শিক্ষক সমাজে হতাশা বিরাজ করছিল। জাতীয়করণের এক দফা দাবিতে সকল শিক্ষক সংগঠন এক ছায়াতলে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
    শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাসের কাজে নিয়োজিত থেকেও
    আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এছাড়া বিগত কয়েক বছর যাবত অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৪ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। জাতীয়করণ না করা পর্যন্ত শিক্ষকরা রাজপথে আন্দোলন চালিয়ে অব্যাহত রাখারও হুশিয়ারি দেন।
    প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে শিক্ষক নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে আমাদের দাবী মেনে নিন।
    তারা আরো বলেন, আমাদের এক দফা এবং দাবি একটিই আমাদের জাতীয়করণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন রাজপথেই আন্দোলন চালিয়ে যাব। এমনকি যতদিন পর্যন্ত দাবি মেনে নেয়া না হয়, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
  • রামপালে তারুণ্যের অগ্রযাত্রা সমাবেশ সফলের লক্ষ্যে যুবলীগের প্রস্তুতি সভা।

    রামপালে তারুণ্যের অগ্রযাত্রা সমাবেশ সফলের লক্ষ্যে যুবলীগের প্রস্তুতি সভা।

    বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন
    শেখ হাসিনার অধীনে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী (২০ জুলাই) খুলনা বিভাগীয় ‘তারুণ্যের অগ্রযাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    (১৭ জুলাই) সোমবার বেলা ১১ টায় রামপাল উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা  অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ নবিরুজ্জামান বাবু।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,  যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান(মনি), উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য আগামী ২০ জুলাই খুলনায় বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ অনুষ্ঠিত হবে।উক্ত সমাবেশ বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা  হয়।
  • নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা।

    নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা।

    টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে আগামী ২৩ জুলাই তারিখে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন সফল করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন উপস্থিত ছিলেন।
    এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, সকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী বৃন্দ ও আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
  • কোরআন অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

    কোরআন অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

    সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরিফ পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সানন্দবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে ৭ জুলাই শুক্রবার বাদ আসর সানন্দবাড়ী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সানন্দবাড়ী বাজারের বিভিন্ন অলি গলি ও মেইন রাস্তার মোড়ে মোড়ে প্রদক্ষিণ করে। এতে সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।
    সমাবেশে তৌহিদী জনতা ও  নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। সালওয়ান মোমিকার ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
    মিছিলে নেতৃত্ব দেন, সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদ সহ চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে অংশ গ্রহণ করেন সর্বস্তরের  মুসলিম জনতা।
    সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব শাহ জিহাদী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা আঃ মজিদ, বক্তব্য রাখেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক এমএ বারী আকন্দ, চরআমখাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা আঃ মজিদ, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা মুনিরজ্জামান প্রমুখ।
    বক্তাগণের বক্তব্যে কোরআন পোড়ানো ও পদদলিত কারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকরের দাবি করেন।
    প্রসঙ্গত: সুইডেন সরকারের কাছ থেকে দেশটির উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ রাসমুস পালুদান তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি নেওয়ার পর মুসলমানদের ধর্ম গ্রন্থ আল কোরআন পোড়ানো ও পদদলিত করেন নাস্তিক এ নেতা।
    মাওলানা আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা সালওয়ান মোমিকা পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত করেছে। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।
  • দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা।

    দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা।

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের হল রুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
    মঙ্গলবার ৩০ মে বেলা ১২ টার সময় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
    ডাংধরা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আনোয়ারুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট সমূহ রাজস্ব আয়- ৩৮০৯৪৭৪,
    উন্নয়ন আয়- ৩৬৫৯০০০০, মোট আয়- ৪০৩৯৯৪৭৪ টাকা। রাজস্ব ব্যয়- ৩৫৩৪১০৮, উন্নয়ন ব্যয়- ৩৬৫৯০০০০, মোট ব্যয় – ৪০১২৪১০৮ টাকা, উদ্বৃত্ত- ২৭৫৩৬৬ টাকা।
    উক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম মাহমুদ, মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাবেক ইউপি সদস্য শাহাজাদা, ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পি, ইউপি সদস্য আঃ সালাম, আবুল কালাম আজাদ, মহিলা মেম্বার নাজমা বেগম, সাইফুল ইসলাম, রাশেল, জালাল, শহিদুর প্রমুখ। বক্তারা উন্মুক্ত বাজেট সভায় অংশ গ্রহণ করতে পারায়, চেয়ারম্যান আজিজুর রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে অবহেলিত এলাকা সমুহের অবকাঠামো উন্নয়নের জন্য প্রস্তাব রাখেন।
    চেয়ারম্যান আজিজুর রহমান বলেন- ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট অনুযায়ী ডাংধরা ইউনিয়নের অবহেলিত এলাকা সমুহের অবকাঠামো কাজ গুলো করবো ইনশাল্লাহ। ইতিমধ্যে বেশ কিছু এলাকার রাস্তা, ঘাট, কালভার্ট সহ বেশ কিছু কাজ হাতে নিয়েছি, যা অতিশীঘ্রই সম্পন্ন হবে। আগামীতে করবো ইনশাল্লাহ।
  • রামপালের হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    রামপালের হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

    বাগেরহাটের রামপালের ৬নং হুড়কা ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকাল ৪.০০ টায় হুড়কা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার’র সভাপতিত্বে ও এসআই শ্রীবাস কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য পঙ্কজ চন্দ্র হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, বীর মুক্তিযোদ্ধা দিজেন্দ্রলাল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পবিত্র পাড়ে প্রমুখ। সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানার (ওসি) এস.এম আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগনের সেবক।  দেশের যেকোন দূর্যোগে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদক সেবন ও জুয়া থেকে রক্ষা করতে হবে। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে পুলিশ সর্বদা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। ইউনিয়নের কিশোর গ্যাং,মাদক ব্যবসায়ী, ক্রিকেট জুয়া, চুরি-ছিনতাই ও বাল্য বিবাহ রোধ করতে সঠিক তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
    এ সময় তিনি আরো বলেন যে, যেকোন ধরনের আইনি সহায়তা পেতে কোন দালালের সহযোগিতা না নিয়ে সরাসরি সরসরি ওসি’র সাথে যোগাযোগ করবেন। থানার সর্ব সাধারণের জন্য ওসি’র দরজা সব সময় খোলা থাকবে। আপনাদের সহযোগীতায়  ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।
  • রাণীশংকৈল কেন্দ্রীয় কলেজ হাট ঈদগাহ মাঠের সাধারণ সভা অনুষ্ঠিত।

    রাণীশংকৈল কেন্দ্রীয় কলেজ হাট ঈদগাহ মাঠের সাধারণ সভা অনুষ্ঠিত।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় কলেজ হাট ঈদগাহ মাঠ নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ মে) সকালে উপজেলার কলেজ হাট ঈদগাহ মাঠে সাধারণ সভার আয়োজন করা হয়।
    ঈদগাহ মাঠের সাধারণ সভায় তোয়া’হার সভাপতিত্বে বক্তব্য দেন অত্র কমিটির সহ-সভাপতি মোকলেসুর রহমান, সম্পাদক আব্দুর রফিক,পৌর কাউন্সিলর রুহুল আমিন ও ইসাহাক আলী,মাওলানা জিয়াউর রহমান,মাওলানা মাসউদ আলম সদস্য রফিকুল ইসলাম,সামশুল হক,মোস্তফা কামাল,মিঠু, তামিম,প্রমুখ।
    সভায় সকল সদস্যর সর্বসন্মতিক্রমে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে উপদেষ্টা ও আতাউর রহমানকে সাধারন সম্পাদক করা হয়। এ সময় গেট ও প্রাচীর নির্মান,বৃক্ষ রোপণ নিয়ে আলোচনা করা  হয়।
    এ সময় আলোচনা সভা সঞ্চালনা করেন মোকাররম হোসাইন।
  • লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

    লক্ষ্মীপুরের আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

    লক্ষ্মীপুর জেলার সহ দেশব্যাপী হাসপাতাল আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে শুক্রবার ১২ মে সাড়ে ১০ টার সময় নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতাল র‍্যালি ও আলোচনা সভা হয় প্রধান অতিথিঃ আহাম্মদ কবীর সিভিল সার্জন তত্ত্বাব ধায়ক,সদর হাসপাতাল লক্ষ্মীপুর।বিশেষ অতিথিঃ ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, সদর হাসপাতাল লক্ষ্মীপুর।

    সভাপতিঃ মোসাঃ রেহানা বেগম নার্সিং সুপারভাইজার সদর হাসপাতাল লক্ষ্মীপুর। জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার সদর হাসপাতাল লক্ষ্মীপুর।

    আব্দুল নূর, সিনিয়ার স্টাফ, হারুন রশিদ সিনিয়ার স্টাফ
    সঞ্চালায়ঃ লাইলা ইয়াসমিন ও শাহাদাত হোসেন,নুরুজ্জামান চৌধুর, আব্দুস শহীদ, আপা হালদার, ফাতেমা, লিলু দাস, জাহানারা, শাহাদাত, পপি খাতুন, জানারা সুলতানা, রুমা আক্তার কুসুম, মিঠু রানী শীল শারমিন, অনুষ্ঠান চলাকালীনে সময় রবীন্দ্র সংগীত ও গীতা পাঠ করা হয়

    ডাঃ জয়নাল আবদ্বীন ইমারজেন্সি মেডিকেল অফিসার তিনি বলেন, হাসপাতলে রোগীদের প্রেসক্রিপশন পড়বো ও ইনডাকশন পোস্ট করব ডাঃ আনোয়ার হোসেন আর, এম, ও, বলেন,আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর হাসপাতালের নার্সের সংখ্যা ৭০ জন্য করুণা মহামারীতে দিনরাত রোগীদের সেবা দিয়ে আসছে এই নার্সেরা প্রতিদিন ভর্তি হয় রোগীদের কথা মনোযোগ দিয়ে শুনব ও নিয়মিত সেবা সময় নার্সেরা ফোনে আলাপ বন্ধ রাখবো রোগীরা হল মা-বাবা ভাই বোনদের মত প্রতিটি রোগীরা বিপদে পড়ে আসে এদের সাথে ভালো ব্যবহার করব।

    সদর হাসপাতালে সকল নার্সেরা আগামী ২০২৪ইং সালের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল নার্স হিসেবে দেখতে চাই

  • রামপালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে আলোচনা সভা।

    রামপালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে আলোচনা সভা।

    বাগেরহাটের রামপালে যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধার সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    (১৭ এপ্রিল) সোমবার সকাল ১১.০০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    রামপাল উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম’‌র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিবনগর দিবস সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • রামপালে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

    রামপালে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বাঙালির প্রাণের উৎসব, বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’-১৪৩০ প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা সম্পন্ন হয়েছে।

    (১২ এপ্রিল ২০২৩) বুধবার সকাল ১১.৩০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

    রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, রামপাল সরকারি কলেজের প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ, শেখ শাহ নেওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন।