Tag: সংবাদ
-
সংবাদ প্রকাশ করায় ডিমলায় সাংবাদিকের উপর হামলা।
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডিমলায় সংবাদ প্রকাশের জেরে রেজোয়ান ইসলাম নামে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’ এর নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় রেজোয়ান ইসলাম ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এ ঘটনাকে কেন্দ্র করে রেজোয়ান ইসলাম তার পেশাগত কাজে উপজেলা প্রকৌশল অফিসে যাওয়ার পথে সাব-ঠিকাদার দুলালের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঐ সাংবাদিকের উপর হামলা করা হয়।অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় , সম্প্রতি উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি থেকে মতির বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে প্রকাশিত হয়। এ বিষয় নিয়ে কাজের সাব-ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক রেজোয়ানকে সংঘাতের হুমকি দেয়।ভুক্তভোগী রেজোয়ান ইসলাম বলেন, গত ৩ ফেব্রুয়ারি ‘বার্তা বাজার ’ নামের অনলাইন সংবাদমাধ্যমে ‘ সরকারি প্রকল্পের নামে চলছে হরিলুট, তিন কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরেই কাজের সাব-ঠিকাদার দুলাল আমার ওপর হামলা চালান। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।তবে এসব অভিযোগ অস্বীকার করেন সাব ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল তিনি বলেন, সাংবাদিক রেজোয়ান ইসলাম আমাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলে কটাক্ষ করেছে। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় । আমি তার ওপর হামলা করিনি।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মটর সাইকেল উদ্ধার করে সাংবাদিককে বুঝিয়ে দিয়েছি । এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। -
রামপালে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অপবাদ দিয়ে অভিযোগ ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাববুনিয়া এলাকার মোঃ ফিরোজ মল্লিক নামের এক ব্যক্তি।শনিবার(১১ জানুয়ারি) দুপুর ১ টায় উপজেলার রামপাল সদর ইউনিয়নের হাতীরবেড় এলাকার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জানান, গত ৮ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (মোংলা) সার্কেল বরাবর জোরপূর্বক জমি দখলের অভিযোগ দায়ের করেন ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার।অভিযোগে আমিসহ স্থানীয় আকবর হোসেন আকো, নাছির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের নাম উল্লেখ করেন।এছাড়াও আমাদের ওপর অভিযোগ আনেন, আমরা তার মৎস্য ঘেরের অনেক টাকার মাছ ও কাঁকড়া আত্মসাৎ করতেছি। প্রকৃতপক্ষে আমরা কোন জমি জোরপূর্বক দখলই করি নাই। আমরা আমাদের জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। অভিযোগ দায়ের পরে ‘সংখ্যালঘু পরিবারের জমি দখল’ শিরোনামে কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে। একটি কুচক্রী মহলের পরামর্শে তিথি মজুমদার সমাজে আমাদের সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। আমি মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এ বিষয়ে কথা বলার জন্য তিথি মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। -
বালিয়াডাঙ্গীতে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন।
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কিন্ডার গার্টেনের আদলে গড়ে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অভিভাবক।বুধবার বিকালে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব হলরুমে দুওসুও ইউনিয়নের পেট্টোলপাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা মকবুল হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ব্যাঙের ছাতার মত মানহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্ডার গার্টেনের আদলে গড়ে উঠার পর ৫ম শ্রেণি পর্যন্ত অনুমোদন নিয়ে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করাচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করাতে হলে নির্ধারিত শিক্ষাবোর্ডের অনুমোদন প্রয়োজন। এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো।মকবুল হোসেনের অভিযোগ, কিন্ডার গার্টেনে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এক প্রতিষ্ঠানে। জেএসসি ও এসএসসি পাবলিক পরীক্ষার নিবন্ধন নিকটস্থ শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠান থেকে করে পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে। ফলাফলের সময় এক শিক্ষার্থীর ফলাফলকে দুই প্রতিষ্ঠান নিজেদের মত করে দাবি করছে, প্রচারণা চালিয়ে অভিভাবকদের প্রতারিত করছে। বছরঘুরে বই বিতরণের সময়ও এক শিক্ষার্থীর জন্য দুই সেট বই দুই প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে সরকারকে। এতে সরকারের অপচয় বাড়ছে। এসব বন্ধ করতেই তিনি সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।এছাড়াও মকবুল হোসেন মনে করেন অনুমোদহীন এসব প্রতিষ্ঠান শিক্ষার নামে বাণিজ্য করছেন। প্রতি বছর এক ক্লাশ থেকে পাশ করে অন্য ক্লাশে ভর্তির নামে অতিরিক্ত সেশন ফি নিচ্ছে। সরকারের বেধে দেওয়া নিয়ম নীতির তোয়াক্কা করছে না। দীর্ঘদিন ধরে এসব চলে আসলেও প্রশাসন এসবে দেখেও চুপ আছেন। তাই তিনি বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যমের দারস্থ হয়েছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা ট্রাষ্টের নামে পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাতসহ সরকারকে কারফাঁকি অব্যাহত রেখেছে। শিক্ষাবোর্ড থেকে নুন্যতম অনুমতি গ্রহণের প্রয়োজন মনে করছে না। এসব প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার মধ্যে আনার দাবি তুলেন তিনি।জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার জানান, মাঠ পর্যায়ে এসব চলছে, আমাদেরও নজরে রয়েছে। শিক্ষা মন্ত্রণলায় যদি পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারবো। তাছাড়া আমাদের কিছু করার নেই।সংবাদ সম্মেলনে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, দবিরুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। -
অসহায় পরিবারের গবাদি পশু সন্ত্রাসীদের কব্জায়-ফেরত পেতে সংবাদ সম্মেলন।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার কাশিপুর এলাকায় একটি অসহায় পরিবারের গবাদিপশু সন্ত্রাসীদের কব্জায় নেয়া ও মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে অসহায় পরিবার তাদের গরু-ছাগল ফেরত পেতে ও মারধরের বিচার পেতে ‘রামপাল প্রেসক্লাব’ এ এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কাশিপুর এলাকায় মৃত এসকেন্দার হাওলাদার’র স্ত্রী পারভীন বেগম(৪৩)। এছাড়াও তিনি রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, একই এলাকার মোল্যা কামরুজ্জামান বাবু(৪৮), লাবনী বেগম(৩৭), ফকির তারেক(৩৫) ও ফকির দিদার(৪৭) পরসম্পদলোভী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, আওয়ামীলীগের দোসর ও আইন অমান্যকারী ব্যক্তি।
গত ০৬-১১-২০২৪ তারিখ লাবনী বেগম আমাদের বাড়িতে এসে আমার ছেলে আল আমিন (১৭)কে ছাগল চুরির অপবাদ দিয়ে আমাদের গালিগালাজ করে এবং আমার ছেলেকে তার বাড়িতে নিয়ে যেতে বলে। আমি তাদের কথামতো তাদের বাড়িতে ছেলেকে নিয়ে হাজির হলে কামরুজ্জামান ও তার সাথের লোকজন আমাকে এবং আমার ছেলেকে মারধর করে। এসময় তারা আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়। মারধরের পরে তারা আমার ছেলেকে একটি ছাগল দিয়ে শোলাকুড়া এলাকায় বিক্রি করে এনে দিতে বলে। তাদের সাজানো লোক দিয়ে আমার ছেলেকে আবারো মারধর করে এবং তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরবর্তীতে কামরুজ্জামান’র স্ত্রী লাবনী বেগম কয়েকজন মহিলাকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে বড় আকৃতির একটি গরু ও তিনটি ছাগল জোরপূর্বক নিয়ে যায়। যার আনুমানিক মূল ২ লক্ষ ৫৫ হাজার টাকা।
তিনি আরো জানান, বিগত দিনে তারা বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে। আমি একজন অসহায় নারী আমি আমার গরু-ছাগল ও আমার পরিবারের নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান বাবু উল্লেখিত সকল বিষয় অস্বীকার করে বলেন, আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে। আমি কারো গরু-ছাগল আনি নাই, সকল অভিযোগ মিথ্যা। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা জানান, পারভীন বেগম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে এবং অভিযোগ সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-
রামপালে আসামি গ্রেফতার না করার অভিযোগে সংবাদ সম্মেলন।
বাগেরহাটের রামপালে মামলা দায়েরের পরেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করে মামলার বাদি আবু তালহা শেখ এক সংবাদ সম্মেলন করেছেন।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামপাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বাদি আবু তালহা শেখ অভিযোগ করে জানান, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার সদস্য ছিলাম। গত ১৩ আগস্ট, সকালে আমি হুড়কা ইউনিয়নে ছিদামখালী এলাকায় আমাদের মালিকানাধীন মৎস্য ঘেরে কাজের জন্য যাই। এসময় একই এলাকার আঃ আজিজ শেখ আমার ঘেরের বেড়িবাঁধের ওপর গরু চরাইতে থাকে। আমি তাকে বেড়িবাঁধের ওপর গরু চরাইতে নিষেধ করি। সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে আমার মা জেসমীনা বেগম, বাবা সফরুল শেখ ও ভাই আবু সাঈদ তাকে তার গরু নিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন।সে আমাদের সবাইকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে স্থান ত্যাগ করে। এ ঘটনার কিছুক্ষণ পরে আজিজ শেখ তার আত্মীয় রফিকুল ইসলাম, আবু বকার রুমি, নুরুল শেখ, মুছা শেখ ও হারুন শেখ ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের ওপর হামলা করে।তিনি আরো জানান, তারা আমার মাকে খুন করার উদ্দেশ্যে লোহার রড দিয়া মায়ের মাথার তালুতে আঘাত করে। তারা আমার পিতাকে খুন করার উদ্দেশ্যে হাতে থাকা ধারালো দাঁ দিয়া পিতার মাথায় কোপ দিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আমার ভাইয়ের মাথায় দা দিয়ে কোপ দিয়ে জখম করে এবং আমাকে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করে।আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমার মায়ের শরীরে অনেক জখম হওয়ার কারণে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।এরপর আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আমার মামার সহযোগিতায় গত ১৯ আগস্ট, রামপাল থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলা দায়েরের অনেকদিন পার হলেও পুলিশ এখনো পর্যন্ত কোন আসামি ধরতে সক্ষম হয়নি। বাদি লিখিত অভিযোগে আরো জানান যে, আাসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া আসামিদের সহযোগী ছিদামখালী এলাকার রুহুল আমিন, মোঃ রাজু শেখ, মাসুম মল্লিক আমাদের নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। তারা আমাদের বাড়ির সামনে এসে বলতেছে মামলা উঠিয়ে ফেলো। তা নাহলে হলে তোদের জীবনে শেষ করে দিব। এছাড়া তারা আমাদেরকে ও আমার পরিবারের লোকদের বেকায়দায় ফেলার উদ্দেশ্যে স্থানীয় লোকদের জমি দেওয়ার কথা বলে কাগজে স্বাক্ষর গ্রহণ করতেছে। তারা স্বাক্ষর দিয়া আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়ার পায়তারা করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আসামিদের আটক করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, পুলিশ আসামি ধরছে না এ কথাটি সম্পুর্ন ভুল। আমরা চেষ্টা চালাচ্ছি আসামিদের আটক করার জন্য। আইন সবার জন্য সমান, আমরা অল্প সময়ের মধ্যে আসামিদের ধরতে সক্ষম হবো বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। -
রামপালে সরকারি জমিতে নির্মিত ঘর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন।
বাগেরহাটের রামপালে একটি ইউনিয়নে সরকারি জমিতে ব্যক্তি কর্তৃক অবৈধভাবে নির্মাণ করা ঘর অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ‘রামপাল প্রেসক্লাবে’ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন মোঃ আলম মুন্সি নামের এক ব্যবসায়ী।তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বুজবুনিয়া বাজারে গত ১০-০৮-২০২৪ ইংরেজি তারিখে চিত্রা এলাকার মৃত আজম মুন্সীর ছেলে মোঃ টিপু মুন্সী ও মোঃ রুবেল মুন্সী অবৈধভাবে সরকারি জমি দখল করে একটি ঘর নির্মাণ করে। গত ১৩-০৮-২০২৪ তারিখে ইউনিয়ন তহশিলদারকে বিষয়টি জানায় বাজারের সাধারণ ব্যবসায়ীরা। তিনি মৌখিকভাবে ঘর অপসারনের নির্দেশ দেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করেন ব্যবসায়ীরা। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) গত ইং ২৯-০৮-২০২৪ তারিখে নিজে সরেজমিনে উপস্থিত হয়ে তাদের অবৈধ ঘর ২৪ ঘন্টার মধ্যে অপসারনের নির্দেশ দেন। কিন্তু তারা সহকারী কমিশনার (ভূমি)’র আদেশ অমান্য করে। পরবর্তীতে তারা নতুন করে ঘরের কাজ শুরু করেছে।তিনি আরো জানান, তারা বিগত দিনে আওয়ামী লীগের দোসর হয়ে সাধারণ মানুষকে নির্যাতন করেছে। সাধারণ ব্যবসায়ীরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আছে। তারা যদি তাদের ঘর সরিয়ে সরকারি জমি উন্মুক্ত না করে দেয় স্থানীয় পর্যায়ে যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।এ জমি দখলের বিষয়ে টিপু মুন্সি’র ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেন নাই।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ’র সাথে কথা হলে তিনি জানান, সরকারি জমিতে কোন ব্যক্তি কোন স্থাপনা তৈরি করে রাখতে পারবে না। সরকারি জমি সরকারের আয়ত্তে থাকবে। আমরা ঘটনাস্থলে যাবো এবং কেউ যদি সরকারি জমি দখল করে তা উচ্ছেদ করা হবে। -
রাণীশংকৈলে সরকারি রাস্তা জবর দখল করায় সাংবাদিক সম্মেলন।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম আমপাথারী নামক গ্রামে আবু হানিফের ব্যবসায়ীক কার্যালয়ে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব ইব্রাহীম আলীর সভাপতিত্বে গত ৪মার্চ সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অভিযোগ পাঠ করে শুনান স্কুল শিক্ষক সিদ্দিকুর রহমান।
প্রকাশ থাকে যে, একই গ্রামের আবু বক্কর সিদ্দিক , আব্দুল মোমিন, ও জুলকার নাইনসহ সম্মিলিত ভাবে সরকারি ১নং খাস খতিয়ান ভুক্ত ৮শতাংশ জমি রাস্তা সম্পূর্ণ রুপে বেড়া দিয়ে জবর দখলে করে রেখেছে।
উলেখ্য যে, ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা মসজিদ, মাদ্রাসা ও ঈদগাঁহ মাঠে আসা যাওয়া করতো।
এ ব্যাপারে রাস্তা উদ্ধারের জন্য ১২১জন গ্রামবাসীর গনস্বাক্ষরে নেকমরদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান কর্তৃক সরকারী সার্ভেয়ার দিয়ে রাস্তা উদ্ধারে লাল নিশান ও সিমানা পিলার দিয়েছেন।
জবর দখলকারীরা রাস্তা ছেড়ে দিচ্ছি দিব বলে কালক্ষেপণ করেই চলেছেন। জবরদখলকারীরা মসজিদ, মাদ্রাসা ও ঈদগাঁহ এী মুসল্লিদের উপর মিথ্যা মামলা করার হুমকি প্রদান করছে।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মুঠোফোনে বলেন, সরকারি রাস্তা আমরা বের করবো, তাদের নিজস্ব যে জমিজমা রয়েছে তা খতিয়ে দেখার জন্য ৫ জন সার্ভেয়ার মাপ যোগ করেছে। কিন্তু আব্দুল মোমিনের লোকজন তা মেনে না নেওয়ায় বিষয়টি ঝুঁলে রয়েছে।
এব্যপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, অভিযোগ আমি পেয়েছি, তাদের দুইপক্ষের মধ্যে একটি ঝামেলা রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
-
দেওয়ানগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী দিশা’কে ফিরে চায় তার পরিবার।
ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় দিশা আক্তারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী দিশা আক্তারের সন্ধান চেয়ে ও অপহরণকারী সিফাতের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) হাতিভাঙ্গা ইউনিয়নের কাঁঠারবিল ভিকটিম পরিবারের নীজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, গত ২৯ জানুয়ারি দিশা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেলে একই গ্রামের আলতাফ হোসেনের পুত্র সিফাত তার কয়েকজন বন্ধুসহ জোরপূর্বক কিশোরী দিশাকে তুলে নিয়ে যায়।এ বিষয়ে দিশার পরিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় ৬ জনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি করেন। কলেজ ছাত্রী দিশাকে ফিরে পেতে প্রশাসনের কাছে দাবি জানান এলাকাবাসী।