Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে ৭ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন।

    লক্ষ্মীপুরে ৭ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি জসীম উদ্দীন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলায় ৭ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসীম উদ্দীন।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের (পিপিএম-সেবা) সভাপতিত্বে আগস্ট ২০২১ ইং মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

    সভায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার,লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন’কে সদর থানার আইন শৃঙ্খলা রক্ষা,মাদক উদ্ধার,গ্রেফতারী পরোয়ানা তামিল,মানবিক পুলিশিং কার্যক্রম, কিশোর গ্যাং নিয়ন্ত্রনে দক্ষতা ও পেশাগত দায়িত্বে বিশেষ অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের ধারপ্রান্তে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আগস্ট ২০২১ ইং মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জসীম উদ্দীন,শ্রেষ্ঠ উপ-পরিদর্শক মোঃ মহসিন এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক মোঃ নুরুল করিম চৌধুরী’কে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান,পিপিএম (সেবা) মূল্যায়ন করেন এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ ও ক্রেস্ট প্রদান করেন।

  • লক্ষ্মীপুরে করোনার সময় অতিরিক্ত আয়কর আদায় এর প্রতিবাদে মানববন্ধন।

    লক্ষ্মীপুরে করোনার সময় অতিরিক্ত আয়কর আদায় এর প্রতিবাদে মানববন্ধন।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভায় করোনার সময় অতিরিক্ত আয়কর আদায় এর প্রতিবাদে পৌরসভার আপামর জনসাধারন সতস্ফুর্তে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। একদিকে করোনা মহামারি, আর অন্যদিকে পৌর নাগরিকদের মাথার উপর লাগামহীন আয়করের বোঝা। এমন অবস্থা সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর পৌরসভাতে। গেল কয়েক অর্থ বছরে চেয়ে চলতি অর্থ বছরে কয়েকগুণ পৌরকর ধার্য্য করায় অসন্তোষ প্রকাশ করেছে পৌরসভার নাগরিকরা। অতিরিক্ত আয়করের প্রতিবাদে বুধবার (৮ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে তারা মানববন্ধন পালন করেছে।

    লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের উত্তর তেমুহনীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পৌরবাসিন্দারা। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    পৌর মেয়র আবু তাহের নিয়ম বহির্ভূতভাবে পৌরবাসীর ওপর সীমাহীন কর চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

    পৌর বাসিন্দারের দাবি, নাগরিক হিসেবে তারা পৌরসভা থেকে তেমন কোন সেবা পাচ্ছেন না। কিন্তু প্রতি বছর পৌর কর পরিশোধ করে আসছেন। তার উপর চলতি বছরে পৌরকর কয়েকগুন নির্ধারণ করা হয়েছে। যা তাদের সাধ্যের বাহিরে।
    মানববন্ধনে বক্তারা বলেন, পূর্বের ১ হাজার ৫০০ টাকার করের স্থলে নতুন করে ৭৩ হাজার টাকার নোটিশ দিয়েছেন। ৭ হাজার টাকার করের স্থলে ১১ লাখ টাকার নোটিশ দিয়েছেন। ২০০ টাকার করের স্থলে ৩ হাজার টাকার নোটিশ দিয়েছেন।করোনাকালীন এ সময়ে করের এমন নোটিশ পৌরবাসীর কাছে পুরোই বোঝা ও হতাশাজনক।

    এক মেয়াদে একবার করারোপ করার কথা থাকলেও পৌর মেয়র নিয়ম বহির্ভূতভাবে তিনবার কর নির্ধারণ করেছেন। অবিলম্বে দ্রুত পৌর কর কমিয়ে পৌরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

    পৌরসভার বাসিন্দা হয়েও কাঙ্খিত সেবা পাচ্ছেনা জানিয়ে মাননবন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পৌর এলাকার বেশিরভাগ সড়ক গর্তে ভরা। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকে। সুপেয় পানির লাইন থাকলেও নিয়মিত পানি পাওয়া যাচ্ছে না। তারপরেও পানির বিল পরিশোধ করতে হচ্ছে তাদের। পৌরসভার নিজস্ব ভবন ভেঙে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে, কিন্তু বিগত কয়েক বছর থেকে পৌরসভার কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে করা হচ্ছে। পৌরসভার নিজস্ব ভবন না থাকায় তারা হতাশা প্রকাশ করেছেন।

    জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, আমাদের একটি সুন্দর পৌরভবন ছিল। কিন্তু পৌরমেয়র আবু তাহের ওই স্থানে আধুনিক বিপণিবিতান তৈরি করেছেন। এখন ওই মার্কেটে জুতা আর পরোটা বিক্রি হয়। মানুষ পৌরভবন খুঁজে পান না।

    জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, জেলা পরিষদের প্যানেল মেয়র ফরিদা ইয়াসমিন লিকার বাড়ির ট্যাক্স এক হাজার টাকা ছিল। তাকে ৮০ হাজার টাকার নোটিশ দেওয়া হয়েছে। এভাবে সবার করই বৃদ্ধি করা হয়েছে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা বদরুল আলাম শাম্মি। এরা প্রত্যেকেই আগামী পৌর নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

    এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পী, রেজাউল করিম জেনি ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাসসহ পৌরসভার বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ।

    এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র আবু তাহের আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেননি। তবে তিনি বলেন, কে কি করছে তা আমার জানার দরকার নেই। সরেজমিন পৌরবাসীর কাছ থেকে খবর নিয়ে দেখেন কর বাড়ানো হয়েছে না কমানো হয়েছে।

  • লক্ষীপুর সদরের ইউএনও মাসুমকে বিদায় সংবর্ধনা।

    লক্ষীপুর সদরের ইউএনও মাসুমকে বিদায় সংবর্ধনা।

    সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি লাখ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদে উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু।

    উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) মোঃ মামুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার,লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া, ১৪নং মান্দারী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, ৪নং চররুহিতা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, ২০নং চর রমণী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু সৈয়দ ইউছুভ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম, ১নং উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, ১৬নং শাকচর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, ৩নং দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল প্রমুখ।

  • লক্ষ্মীপুরে মেঘনার উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত।

    লক্ষ্মীপুরে মেঘনার উপকূলীয় অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি ঢুকে পড়েছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকাগুলোতে। অমাবস্যার প্রভাবে নদীতে স্বাভাবিকের চেয়ে আড়াই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার পর থেকে নদীতে জোয়ার আসতে শুরু করে, যার স্থায়িত্ব ছিলো সন্ধ্যা পর্যন্ত।
    জোয়ারের পানিতে জেলার কমলনগর উপজেলার চর কালকিনি, সাহেবের হাট, চর ফলকন, পাটওয়ারীর হাট, রামগতির চর আলেকজান্ডার, চর রমিজ, বড়খেরী, চর গাজী, চর আবদুল্যাহ, সদর উপজেলা ২০নং চররমনী মোহন ও রায়পুর উপজেলার ২নং দক্ষিণ চর বংশী এবং উত্তর চর বংশী ইউনিয়নের নীচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। উপকূলীয় বেড়িবাঁধ না থাকায় এসব ইউনিয়ন অরক্ষিত হয়ে পড়ে।

    গত রোববার এবং সোমবার একই কারণে ওইসব এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি প্রায় ২০ হাজার বাসিন্দা সাময়িক দুর্ভোগের মধ্যে পড়ে। কারো কারো বসতঘর এবং গোয়াল ঘরেও ঢুকে পড়ে জোয়ারের পানি। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
    সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. দুলাল হোসেন বলেন, দুপুরের দিকে মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানি লোকালয়ে ঢুকে। এতে বসতবাড়ি ও ফসলি জমি জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। বিকেলের দিকে পুনরায় পানি নেমে যায়। জোয়ারের পানি অনেকের রান্নাঘরের মাটির চুলোয় ঢুকে পড়ায় রান্নার কাজ ব্যাহত হচ্ছে।

    কমলনগরের ৪নং চর মার্টিন ইউনিয়নের নাসিরগঞ্জ এলাকার গৃহবধূ নাসরিন আক্তার বলেন, গত দুইদিন থেকে জোয়ারের পানি তার কাঁচা ঘরে ঢুকেতেছে। পানি নামার সময় ঘরের ভিটার মাটি ধুয়ে চলে যায়।

    রামগতির মেঘনা নদী বেষ্টিত বিচ্ছিন্ন চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম হোসেন জানান, গত তিনদিন থেকে অমাবস্যার প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে তাদের বিচ্ছিন্ন দ্বীপ নিমজ্জিত হয়ে যায়। কয়েকঘণ্টা পর পুনরায় জোয়ারের পানি নেমে যায়।

    মেঘনা তীরের বাসিন্দা মো. সানা উল্যা জানান, চলতি বছরে চার বার জোয়ারের অতিরিক্ত পানিতে লোকালয় প্লাবিত হয়েছে। রামগতির বয়ারচর থেকে কমলনগর উপজেলার মতিরহাট পর্যন্ত মেঘনী নদী সংলগ্ন প্রায় ৩৭ কি. মি. এলাকায় বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানি প্রতিনিয়ত উপকূলীয় এলাকায় প্রবেশ করে। জোয়ারের পানি নামার সময় নদীর তীরে ভয়াভহ ভাঙ্গন দেখা দেয়।
    লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফারুক আহম্মেদ বলেন, সাধারণত অমাবস্যা বা পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে পানির স্তর আড়াই থেকে তিন ফুট বৃদ্বি পায়। যার কারণে এই সময় টাতে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে। তীররক্ষা বাঁধ নির্মাণ করা হলে জোয়ারের পানি থেকে রক্ষা পাবে উপকূলের বাসিন্দারা।

  • লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত।

    লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ জন আহত।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে দুইটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগারের পাশে এই ঘটনা ঘটে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

    আহতরা হলেন, সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)।
    তাদের মধ্যে টিপু ও সোহেল কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান,লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে লক্ষ্মীপুর মুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে-মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • লক্ষ্মীপুরে শিশু চুরি-জনতার হাতে তরুণী আটক।

    লক্ষ্মীপুরে শিশু চুরি-জনতার হাতে তরুণী আটক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে প্রাইভেট হসপিটাল থেকে ৩ দিনের শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে রিমা আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে জেলা শহরের ‘নোভা ট্রমা এন্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ ওই তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়।

    আটক রিমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ীর শাহীনুর রহমানের স্ত্রী।

    পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা হসপিটালে ভর্তি করে। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তান জন্ম দেয়। হসপিটালের দ্বিতীয় তলা ২১৫ নম্বর কক্ষ নবজাত শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

    হঠাৎ (আজ) রবিবার বেলা ১১ টার দিকে এক নারী এসে বলে। আপনার শিশুকে ডাক্তার নার্গিস পারভীনকে দেখাতে হবে। একথা বলে অভিযুক্ত নারী নবজাত শিশুকে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে অভিযুক্ত নারী হাসপাতালের অভ্যর্থনা সভাকক্ষে বসে ছিলেন।

    শিশুকে কোলে নেওয়ার পর থেকে শিশুর নানী অভিযুক্ত নারীকে চোখে-চোখে রাখছেন। যখন (নবজাত) শিশুকে হাসপাতাল থেকে অভিযুক্ত নারী বের হয়ে একটি রিক্সা উঠেন। তখন শিশুর নানী পিছন থেকে চোর-চোর বলে চিক্কার দিলে হাসপাতালের স্টাফরা দৌড়ে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পুলিশকে খবর দেয়।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. আজিজুর রহমান মিয়া, সদর মডেল থানার (ওসি) তদন্ত শিপন বড়ুয়াসহ বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।

    নোভা হাসপাতালের কতৃপক্ষ ও ডাক্তার জয়নাল আবেদীন বলেন, শিশু চুরি ঘটনায় জড়িত রিমা আক্তার নামে এক নারীকে হাতে-নাতে আটক করে স্টাফথরা। পরে পুলিশকে খবর দিয়ে অভিযুক্ত নারীকে সোর্পদ করা হয়।

    অভিযুক্ত রিমার অভিযোগ তাকে হাসপাতাল কতৃপক্ষ ফাঁসাচ্ছে। তার স্বামী ও সন্তান রয়েছে। সচেতন মানুষের দাবি বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হলে আসল ঘটনা জানা যাবে।
    লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান বলেন, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছাত্রলীগের প্রার্থী ফেকবুকে ভাইরাল।

    লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছাত্রলীগের প্রার্থী ফেকবুকে ভাইরাল।

    সোহেল হোসেন’লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষীপুরে রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির পদে নিয়ে এক সময়ের ছাত্রদল নেতা এবং বিএনপি পরিবারের সন্তান রাকিবুল হাসান শান্ত মরিয়াহ হয়ে উঠেছে।

    চাহিদা মোতাবেক পদ পেতে জেলা কমিটির দুই নেতার সাথে নানা অপকৌশলে দেন দরবার। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে।

    দলীয় একাধিক সুত্রে জানায়,রামগঞ্জ পৌর সোনাপুর ওয়ার্ড়ের ২০১২ইং সালে গঠিত ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ২০১৪ইং সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনাতে আসে। ২০১৬ইং সালে টাকার বিনিময়ে রামগঞ্জ ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ কিনে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে । নতুন মেরু করনে শান্ত দলীয় গঠনতন্ত্র পরিপস্থী শান্ত ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স করে টেন্ডারবাজিতে বেপোয়া হয়ে উঠে।

    এলাকাবাসী জানায়,রাবিকুল হাসান শান্ত উপজেলার কয়েকজন বিপদগামী ও অর্থলোভী আ‘লীগ নেতার আশ্রয় প্রশ্রয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ বাগিয়ে নেয়। তার পিতা আব্দুল মতিন সোনাপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। সেই সুবাদে রাকিবুল হাসান শান্ত ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হয়। তার বড় ভাই মানিক হোসেন পৌর যুবদলের সহ-সভাপতি, মেজ ভাই মো: নুরনবী জামায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, বড় মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকার তেজগাও থানা বিএনপির সভাপতি, ছোট মামা হাবিবুর রহমান রামগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতির পদ দখল করে রয়েছে।

    রাকিবুল হাসান শান্ত একজন বিবাহিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও উপজেলা ছাত্রলীগের পদ বাগিয়ে নিতে নানা ভাবে তদবির করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড়ের ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকসহ তৃণমুলের নেতারা অভিযোগ তুলেছেন রাকিবুল হাসান শান্ত একজন অনুপ্রবেশকারী, মাদক সম্রাট হওয়ায় দল থেকে বহিস্কার করার জোর দাবী তুলা হয়েছে।

    উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক মিজানুর রহমান বলেন, আমরা ছাত্রদলের দায়িত্বে থাকাবস্থা সোনাপুর ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিনের সুপারিশে রাবিকুল হাসানকে কমিটিতে রেখে ছিলাম।

    এ বিষয়ে অভিযুক্ত রাকিবুল হাসান শান্ত বলেন, স্কুল জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকায় সুস্থধারার রাজনীতি করি বলেই শীর্ষস্থানীয় নেতারা আমাকে রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ দিয়েছেন। ওই সময় কেউ কথা না বললেও এখন উপজেলা ছাত্রলীগের কমিটির পদের জন্য লড়াই করায় স্বার্থানেষ্বী একটি মহল আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। এগুলো ভিত্তিহীন পাগলের প্রলোভন মাত্র।এ সব মিথ্যা অপপ্রচার করে বঙ্গবন্ধু আদর্শের সৈনিককে দাবিয়ে রাখা যাবে না।

  • লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী আটক।

    লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী আটক।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী মো. হুমায়ূন কবির(৪১) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। বুধবার (১ সেপ্টেম্বর)ভোর সাড়ে ৬টার সময় লক্ষ্মীপুরের শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাশি করে ৭’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে।

    জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, কবির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে ১০টি মামলা বিচারাধীন আছে। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে মা মেয়েকে জনসম্মুখে জুতাপেটার অভিযোগ।

    লক্ষ্মীপুরে মা মেয়েকে জনসম্মুখে জুতাপেটার অভিযোগ।

    সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রায়পুরে জনসম্মুখে মা মেয়েকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুর রহমানের বিরুদ্ধে।

    উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মো. আরিফুর রহমান রোববার (২৯ আগস্ট) বিকেলে এক সালিশী বৈঠকে এ ঘটনা ঘটিয়েছেন বলে ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ইউপি সদস্যের ভয়ে আইনের আশ্রয় নেয়নি ভূক্তভোগী পরিবার।

    পুলিশ সূত্রে জানা যায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    ভূক্তভোগী ওই নারী কেরোয়া ইউনিয়নের উত্তর-পূর্ব কেরোয়া গ্রামের কালা শাহ ফকির বাড়ির সৌদি প্রবাসী আব্বাছ উদ্দিনের স্ত্রী। তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ে।

    ভূক্তভোগী নারী সোমবার (৩০ আগস্ট) রাতে অভিযোগ করে বলেন, আমাদের বাড়িতে একটি সালিশী বৈঠকে প্রায় দুই শতাধিক লোকের উপস্থিতিতে ইউপি সদস্য আরিফ আমার ১৭ বছরের মেয়েকে জুতাপেটা করেছে। এতে আমি প্রতিবাদ করায় সে আমাকেও জুতা দিয়ে পেটায়। বিষয়টি তাৎক্ষণিক আমি প্রবাসে থাকা আমার স্বামীকে মোবাইল ফোনে অবহিত করলে মেম্বার আরিফ উত্তেজিত হয়ে আমার ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

    তিনি আরো বলেন, ঘটনার পর রাতে পুলিশ এসে আমাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এর পর থানায় নিয়ে যায় এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খুলে বলি। পুলিশ আমাকে লিখিত অভিযোগ দিতে বলেছে। সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু মেম্বার আরিফ আমাদের বাড়িতে লোক পাঠিয়ে আমাকে চাপ দেয় আমি যেন থানায় কোন অভিযোগ না দিই। মেম্বারও এসে আমার কাছে ক্ষমা চেয়ে গেছে।

    আমার স্বামী বিদেশে থাকে, আমি একা বাড়িতে ছোট দুই ছেলে এবং মেয়েকে নিয়ে থাকি। তাই মামলা করলে মেম্বার যদি কোন ঝামেলা করে সেই ভয়ে আর থানায় যায়নি।

    এ বিষয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ওই নারী ও তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করানো হয়। ভূক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু তিনি অভিযোগ নিয়ে থানায় আসেননি।

    ভূক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, পুলিশের পক্ষ থেকে পুরো পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হবে। থানা থেকে তাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। মেম্বার হোক বা চেয়ারম্যান হোক- কেউ আইনের উর্ধ্বে নয়।
    এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কেরোয়ার কালা শাহ ফকির বাড়িতে ১৩ বছরের একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু মেয়েটি বিয়েতে রাজী ছিলো না। তার অন্য আরেকটি ছেলের সাথে সম্পর্ক ছিলো। অনুষ্ঠানের আগেরদিন দুপুরে মেয়েটি তার প্রেমিকের কাছে পালিয়ে যায়।

    এ ঘটনার সহযোগী হিসেবে ওই মেয়ের পরিবার প্রবাসী আব্বাছ উদ্দিনের মেয়েকে দায়ি করে ইউপি সদস্য আরিফের কাছে নালিশ করে। রবিবার বিকেলে মেম্বার আরিফ তাদের বাড়িতে এসে সালিশী বৈঠকের ডাক দেন। বৈঠকের এক পর্যায়ে মেম্বার আরিফ তার পায়ের সু-জুতা দিয়ে প্রবাসী আব্বাছ উদ্দিনের মেয়েকে আঘাত করেন। সাথে সাথে মেয়েটির মা ঘটনার প্রতিবাদ করলে তাকেও বেশ কয়েকবার জুতাপেটা করেন আরিফ। পরে উপস্থিত লোকজন আরিফকে থামান।

    এ বিষয়ে জানতে সোমবার সন্ধ্যার পর থেকে ইউপি সদস্য আরিফুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেনেনি। রাত সাড়ে ১০ টার দিকে ক্ষুদে বার্তা পাঠিয়ে কল দিলে তিনি রিসিভ করে ১০ মিনিট পরে কল দেওয়া কথা জানান। আধাঘণ্টা পর পুনরায় কল দিলেও তিনি রিসিভ করেননি।

  • লক্ষ্মীপুর দিঘলি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    লক্ষ্মীপুর দিঘলি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন।

    মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিঘলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ৭৫’র ১৫ আগস্টে কিছুসংখ্যক বিপদগামী সেনা সদস্য বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি,তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা,ও বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুএবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

    পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত,তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু,বঙ্গবন্ধুর ভাগ্নে, মুক্তিযুদ্ধের সংগঠন শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি আব্দুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।এই সময় বঙ্গবন্ধুর দু”কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

    মূলত, ৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাএা শুরু করে। বেসামরিক সরকারকে উৎখাত করে সামারিক শাসনের অনাচারি ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুরকে হত্যার পর গোটা দেশে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষপ। দ্য টাইমস অব লন্ডনের ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয়। সবকিছু সত্বেও বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের বাস্তব কোন অস্তিত নেই।

    একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।সপরিবারে শাহাদাতবরণকারী জাতির জনক শেখ মুজিবুর রহমান সহপরিবারে সবার রুহের মাগফেরাত কামনা করে উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

    উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল অদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন সামসু, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সদর পুর্ব যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জাবেদ, আনোয়ার হোসেন (সোহাগ) দিঘলি ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক,দিঘলি বাজার পরিচালনা পর্ষদের সেক্রেটারি কবির হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হাবিবুর রহমান (হাবি), ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন খান (খোকন)প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।