Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুরে “বিসমিল্লাহ ব্রিকফিল্ড’কে ৫০ হাজার টাকা জরিমানা।

    লক্ষ্মীপুরে “বিসমিল্লাহ ব্রিকফিল্ড’কে ৫০ হাজার টাকা জরিমানা।

    লক্ষ্মীপুর রামগতি উপজেলাতে রাস্তা নষ্ট ও কাঠ পোড়ানোর অপরাধে “বিসমিল্লাহ ব্রিকফিল্ড’ নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকার ইটভাটাটিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী।

    তিনি বলেন, ইটভাটায় মাটি আনা-নেওয়া করায় আশেপাশের রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। রাস্তার মধ্যে মাটি পড়ে থাকায় কাদার সৃষ্টি হয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি।

    এই ছাড়া এখানে জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হয়। তাই সকালে গিয়ে সেখানে অভিযান চালাই। রাস্তা নষ্ট ও লাকড়ি ব্যবহারের অপরাধে ওই ইটভাটাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • লক্ষ্মীপুরের বিএনপি মা-ছেলের সমিতি সংসদে এমপি নয়ন।

    লক্ষ্মীপুরের বিএনপি মা-ছেলের সমিতি সংসদে এমপি নয়ন।

    লক্ষ্মীপুর- রায়পুর আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, বিএনপি নেতা ওবায়দুর রহমানের সহধর্মিনী; তিনি বলেছিলেন, এই বিএনপি হলো মা-ছেলের সমিতি। অর্থাৎ কখনো তারা স্বাধীনতার বিরোধী সমিতি, কখনো মা-ছেলের সমিতি। রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন ও প্রস্তাব আলোচনা বিষয়ে এসব কথা বলেন এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। সংসদের শুরুতে স্পিকারকে ধন্যবাদ জানান তিনি। আলোচ্য বিষয় অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের প্রশংসা করেন এমপি নয়ন।

    এই সময় এমপি নয়ন আরো বলেন, দুর্নীতিতে যখন তারা নিমজ্জিত হয়েছিল; যখন হাওয়া ভবন, খোয়াবন সৃষ্টি করে রাজনৈতিক পথকে কলুষিত করেছিল; রাজনীতিকে কলঙ্কিত করেছিল, সরকারের কেভিনেটের ডিশিসনের আগে হাওয়া ভবনে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতো। এমনি ধরনের একটি নষ্ট এবং ভ্রষ্ট রাজনীতির জনক যখন তারা হয়েছিল; সেই বিএনপির কাছে আমরা যখন রাজনীতির কথা শুনি, গণতন্ত্রের কথা শুনি, আদর্শের কথা শুনি, উন্নয়নের কথা শুনি, তখন আমাদের আসলেই কষ্ট লাগে।

  • লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্য নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্য নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত।

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম সাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগ আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ও থানা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগে সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা- কর্মী। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আইনুল আহমেদ তানভীরকে সমর্থন না করে নিজেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আমিন কে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের বহিষ্কারকে অনুমোদন দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন কাজল কে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়।

    অপর এক প্রস্তাবে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস লিটনকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ছবি সংবলিত পোষ্টার পেষ্টুন ভাংচুর ও অগ্নি সংযোগ করার অপরাধে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি পদানের সিদ্ধান্ত গৃহীত গ্রহনের জন্য জেলা আওয়ামী লীগের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানানো হয়। উক্ত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করায় বিদ্রোহী প্রার্থী নুরুল আমিনের মদদে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ নেতৃবৃন্দের উপর ১৬ ই জানুয়ারি সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়াও আগামীদিনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সুসংহত রেখে দলীয় কর্মসূচী জোরদার করার উপর গুরুত্বারোপ করে ব্যপক সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন কাজল ও সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান।

  • লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।

    লক্ষ্মীপুর জেলাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫পাঁচ হাজার মানুষের মাঝে শীতার্তের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন ওয়ার্ডে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় করোনা রোধে সকলকে মাস্ক পরিধানসহ সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

    লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম কম্বলগুলো শীতার্তদের গায়ে জড়িয়ে দেন। করোনামুক্ত হয়েই তিনি প্রধানমন্ত্রীর উপহার কম্বল নিয়ে শীতার্তদের শীত নিবারণে কম্বল বিতরণের উদ্যোগ নেন।

    লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না,জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলু,পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন ও আবুল কালাম প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় মানুষের ভরসা শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাটছে।

  • রায়পুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড।

    রায়পুরে হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড।

    লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে মো. আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলাটিপে হত্যার ঘটনায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তার ছেলে মো. জুয়েল। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিদের অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করা হয়। এই সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

    লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরোধীয় জমি থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ইং সালের ২৮ জুলাই রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিন রায়পুর থানায় নিহতের বাবা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন

  • শপথের আগেই নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইসমাইল নিহত।

    শপথের আগেই নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইসমাইল নিহত।

    লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত (ইউপি)চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন (৬২) শপথের আগেই মারা গেছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার সময় লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে(প্রাঃ)তার মৃত্যু হয়।

    লক্ষ্মীপুর সদর উপজেলার ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি।

    মোঃইসমাইল হোসেন আওয়ামী লীগের নির্ধারিত নেতা ছিলেন ১৩নং দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিস্কার করা হয়। মোঃ ইসমাইলের মৃত্যুর বিষয়টি ১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবদুল কাদের নিশ্চিত করেছেন।

    তিনি বলেন,মোঃ ইসমাইল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

  • অতিযত্নে পালন করা শিয়াল নিয়ে গেল বন বিভাগ,বেদে বধূর কান্না।

    অতিযত্নে পালন করা শিয়াল নিয়ে গেল বন বিভাগ,বেদে বধূর কান্না।

    গত এক বছর আগে খুব ছোট অবস্থায় এক ব্যক্তির কাছ থেকে দুটি শিয়াল শাবক কিনে পালন শুরু করেন বেদে বধূ হাসিনা আক্তার। এর কয়েক দিন পরই একটি মারা যায়। খুব আদর-যত্নে অন্য শিয়ালটিকে লালন করে বড় করে তুলেছেন বেদে বধূ হাসিনা।

    এই এক বছরে হাসিনার দুই প্রতিবন্ধী শিশুও শিয়ালটির বন্ধু হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করে বন বিভাগের লোকজন শিয়ালটিকে নিয়ে যাওয়ায় বেদে বধূ ও শিশুরা কান্নায় ভেঙে পড়ে।

    এমন ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামে। খাঁচায় বন্য প্রাণী লালন-পালন করা আইন গত ভাবে অপরাধ হওয়ায় খবর পেয়ে শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও বন বিভাগ হাসিনার বাড়িতে গিয়ে শিয়ালটিকে উদ্ধার করে নিয়ে যায়।

  • লক্ষ্মীপুরে ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা মিজান।

    লক্ষ্মীপুরে ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা মিজান।

    লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্ত মিজান উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

    জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও মাসব্যাপী আয়োজিত ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন অনুষ্ঠানে মিজানকে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত করা হয়। মিজান লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি।

    এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন। শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়ে মিজান বলেন, ২০১০ইং সাল থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি। প্রতিকূলতা কাটিয়ে এটিকে বাস্তবে রুপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। আমাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • লক্ষ্মীপুরে মজুচৌধুরীর মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে ফেরি কিষাণী।

    লক্ষ্মীপুরে মজুচৌধুরীর মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়েছে ফেরি কিষাণী।

    ভোলা থেকে লক্ষ্মীপুর আসার পথে মেঘনা নদীতে ১৯টি মালবাহী গাড়ি নিয়ে ফেরি কৃষাণী আটকে আছে। ১২ ঘণ্টা অপেক্ষার পর সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জোয়ার এলে নামানোর চেষ্টা চালিয়েও তা সম্ভব হয়নি।

    সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটের মজু চৌধুরীরহাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে ফের জোয়ার এলে ফেরিটি নামানোর চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে তিনি।
    এর আগে ভোর ৪টার দিকে ছোট-বড় ১৯টি যানবাহন নিয়ে ফেরি আটকা পড়ে। দিনভর বিভিন্নভাবে চেষ্টা করেও তা নামানো সম্ভব হয়নি।

    এই দিকে,লক্ষ্মীপুর-ভোলা নৌরুটের রহমতখালী চ্যানেলে নাব্যতারোধে ৫৪ কোটি টাকা বরাদ্দে ড্রেজিং প্রকল্প চালু রয়েছে। কিন্তু তা কোনো কাজে আসছে না। এই রুটে নাব্যতা সংকট থাকায় ফেরি, লঞ্চ এবং নৌ-যান চলাচল ব্যহত হচ্ছে বলে স্থানীয় লোকজন জানায়।

    ফেরি কর্তৃপক্ষ জানায়, রাত ১টার দিকে ফেরি কৃষাণী ১৯টি পণ্যবাহী কাভার্ডভ্যান,ট্রাক,পিকআপ নিয়ে ভোলার ইলিশাঘাট থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের উদ্দেশ্য ছেড়ে আসে। এরমধ্যে দুটি সবজিবাহী ট্রাক রয়েছে। ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরিটি মজুচৌধুরীর হাটের প্রায় আধা কিলোমিটার পশ্চিমে মেঘনা নদীর রহমতখালী চ্যানেলের মুখে ডুবোচরে আটকা পড়ে।

    আটকাপড়া ফেরির মাস্টার কার্তিক চন্দ্র দাস বলেন,ভোর থেকে ফেরিটি ডুবোচরে আটকে আছে। উদ্ধারের জন্য ফেরি কুসুমকলি দিয়ে চেষ্টা চালিয়েও সম্ভব হয়নি। জোয়ারের অপেক্ষায় আছি। জোয়ার এলে ফেরিটি নামানো সম্ভব হবে।

    মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, বিকেল ৪টার দিকে জোয়ার এলে নামানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোরে জোয়ার এলে আবারো ফেরিটি নামানোর চেষ্টা করা হবে

  • লক্ষ্মীপুরে আনোয়ার হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড । 

    লক্ষ্মীপুরে আনোয়ার হত্যা মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড । 

    লক্ষ্মীপুরে নবনির্বাচিত ইউপি সদস্যসহ ৭ জনের যাবজ্জীবন

    লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর প্রধান আনোয়ার হোসেন হত্যা মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ ইসমাইলসহ ৭ জনের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এসময় তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    সোমবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন।

    লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকায় ৭সাত জনকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এরমধ্যে ২দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৫ আসামি পলাতক রয়েছেন। এই ছাড়া মামলার আরও ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, দত্তপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. ইসমাইল ও তার বাবা সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, ভাই মো. সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম হোসেন, মো. মানিক ও আবুল কাশেম।

    এরমধ্যে কাশেম ও ইসমাইল আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়,আনোয়ার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাসী বাহিনী প্রধান প্রয়াত নূর হোসেন শামিমের ভাই। ২০১১ইং সালের ৪ জুন রাতে আনোয়ার দত্তপাড়া বাজারে যান। এসময় আসামিরা তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    পরদিন তার ভাই আশেক ই এলাহি বাবুল বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে ২০১৫ইং সালের ১০ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৭সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন