Tag: লক্ষ্মীপুর

  • লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।

    লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।

    লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা।


    লক্ষ্মীপুর জেলাতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) রাত ৮ টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে অতিথিরা তাদের হাতে অর্থ তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

    জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।

    জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমার সার্বিক তত্ত্ববধানে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী ও সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম৷ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা সাইফুল হাসান পলাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, মামুন বিন জাকারিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজসহ অনেকে।

    এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি৷ মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। তারা আমাদের অনুপ্রেরণা৷ ২০৪১ইং সালে আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরামর্শ অত্যন্ত প্রয়োজন। শেখ হাসিনা সবসময় মুক্তিযোদ্ধদের গুরুত্ব দিচ্ছেন। সরকারি ভাতার মাধ্যমে তাদেরকে তিনি সম্মানিত করছেন

  • লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল।

    লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল।

    লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল।


    লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেলে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সরকার পতনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায় নেতাকর্মীরা।

    জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মঞ্জুর হোসেন সুমন, যুগ্ম-আহবায়ক ইউসুফ আজম সিদ্দিকি ও শাকিল চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

    পরে রায়পুর প্রাইম ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এইসময় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত বিদেশে লবিষ্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। তাদের সেই দিবা স্বপ্ন কখনো পূরণ হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশনায় বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ রাজপথে রয়েছে।

  • লক্ষ্মীপুরের উপ-সহকারী কর্মকর্তার ভূমির বিরুদ্ধে মনগড়া প্রতিবেদনের অভিযোগ।

    লক্ষ্মীপুরের উপ-সহকারী কর্মকর্তার ভূমির বিরুদ্ধে মনগড়া প্রতিবেদনের অভিযোগ।

    লক্ষ্মীপুরের উপ-সহকারী কর্মকর্তার ভূমির বিরুদ্ধে মনগড়া প্রতিবেদনের অভিযোগ।


    লক্ষ্মীপুরে তহশিলদার মোঃইসমাইল হোসেনের বিরুদ্ধে চাহিদা মতো ঘুষ না দেওয়ায় আদালতে মনগড়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। ইসমাইল সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার)।

    বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকার প্রবাসী ইসমাইল হোসেনে স্ত্রী লাকি বেগম এই অভিযোগ করেন। তিনি বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

    অভিযোগে বলা হয়, প্রায় ৪০ বছর আগে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে লাকির স্বামী ইসমাইল ও শ্বশুর সাড়ে ৯ শতাংশ জমি ক্রয় করেন।সেখানে একটি টিনের ঘর করে তারা বসবাস করে আসছেন। পুরনো ঘরটি ঝরাজীর্ণ হয়ে পড়ায় তারা পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয়। এতে লাকির চাচা শ্বশুর সৈয়দ আহমদ জমির মালিকানা দাবি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে আদালত ইউনিয়ন তহশিলদারকে দায়িত্ব দেন। তহশিলদার ইসমাইল ঘটনাস্থল পরিদর্শন করে লাকির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। নিরুপায় হয়ে লাকি তাকে ২০বিশ হাজার টাকা দেয়। বাকি টাকা না দেওয়ায় সৈয়দ আহম্মদের কাছ থেকে টাকা নিয়ে তিনি মনগড়া প্রতিবেদন করে আদালতে জমা দেন। ক্রয়কৃত মালিক ও দখলে থাকা সত্ত্বেও তহশিলদার ঘুষের জন্য লাকিদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করেন।

    লাকি বেগম বলেন, তদন্ত প্রতিবেদন আমাদের পক্ষে দেওয়ার কথা বলে তহশিলদার ইসমাইল ৫০ হাজার টাকা ঘুষ চায়। পরে নিরুপায় হয়ে ২০বিশ হাজার টাকা দিয়েছি। দাবিকৃত পুরো টাকা না পেয়ে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন জমা দিয়েছেন।

    ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাটি উধ্বর্তন কর্তৃপক্ষ তদন্ত করছেন।

    এই ব্যাপারে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, অভিযোগটি এখনো আমি হাতে পাইনি। অভিযোগটি পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে সয়াবিন চাষিদের জন্য সুখবর।

    লক্ষ্মীপুরে সয়াবিন চাষিদের জন্য সুখবর।

    লক্ষ্মীপুরে সয়াবিন চাষিদের জন্য সুখবর।


    দেশের প্রায় ৮৫ শতাংশ সয়াবিন উৎপাদনের কেন্দ্রস্থল লক্ষ্মীপুর জেলা। এই অঞ্চলে বিভিন্ন জাতের সয়াবিন উৎপাদন হলেও বর্তমানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সয়াবিন-১ ও ২ (বিইউ সয়াবিন-১ ও বিইউ সয়াবিন-২)’ এ দুই জাতের সয়াবিন বীজ দ্বিগুণ ফলন হচ্ছে। যা চাষ করে কৃষকরাও ব্যাপক লাভবান হচ্ছে।

    শুধু বাংলাদেশ নয়, বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে এ দু’জাতের সয়াবিনের সর্বোচ্চ ফলন হচ্ছে। স্বল্পমেয়াদী উচ্চফলনশীল ও প্রোটিন সমৃদ্ধ সয়াবিন বীজ উৎপাদেন জাত বিইউ সয়াবিন-১ ও ২ ভূমিকা রাখবে। সোমবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার খায়েরহাট বাজার এলাকায় উন্নত জাতের সয়াবিন বীজ বর্ধন, সম্প্রসারণ এবং মার্কেটিং সংক্রান্ত বিষয়ক ‘ক্রস ভিজিট’ অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিবিদ বক্তারা। বাজারে এ দুই জাতের বীজের চাহিদা বেশি থাকায় নোয়াখালী ও লক্ষ্মীপুরে এর সম্প্রসারণ ও বাজারজাতকরণের জন্য এনজিও সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

    বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন কেন্দ্র ব্রাজিল ও আর্জেন্টিনাকেও হার মানিয়েছে বিইউ সয়াবিন-১ ও ২। দেশ দু’টির ফলনের চেয়েও বর্তমানে লক্ষ্মীপুরের কমলনগরে জাত দু’টির বীজের ফলন বেশি। তাই অনুন্নত সয়াবিন বীজ ব্যবহারের পরিবর্তে বিইউ সয়াবিন-১ ও ২ জাতের সয়াবিন আবাদে কৃষকরা উৎসাহী হওয়া উচিত। এজন্য চলতি মৌসুমে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজও সরবরাহ হয়েছে।

    বক্তারা আরো বলেন, চলতি বছর ঘুর্ণিঝড় জাওয়াদ, অতিবৃষ্টি ও বন্যার করণে এ অঞ্চলের সয়াবিন চাষ পিছিয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ায় আবাদি জমিও কমে গেছে। গত বছর ৩৯ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হলেও চলতি বছর মাত্র ৩২ হাজার হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। এতে ৭ হাজার হেক্টর জমির সয়াবিন চাষ ব্যহত হয়। তবে ৩২ হাজার হেক্টর জমিতে যে পরিমাণ সয়াবিনের আবাদ হয়েছে। আশা করা যাচ্ছে, তা গত বছরের চেয়েও উৎপাদন বেশি হবে। অনুন্নত জাতের সয়াবিন চাষে হেক্টর প্রতি ১ টন সয়াবিন উৎপাদন হতো, বর্তমানে বিইউ-১ ও ২ চাষে হেক্টর বেঁধে আড়াই টন সয়াবিন উৎপাদন হবে। আবার কোনো কোনো জমিতে হেক্টর প্রতি ৪ টন সয়াবিন উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সয়াবিন থেকে ভোজ্যতেল ও বিভিন্ন ফুডস উৎপাদনসহ দেশের বাইরে রফতানি করে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। কৃষিবিদদের মতে, উত্তম কৃষি ব্যবস্থাপনা অনুসরণ ও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে এখানে ৪০ হাজার হেক্টর জমিতে ৪৫ টন বীজ উৎপাদনের আশা করা যাচ্ছে। ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ দুই জাতের বীজের ফল চলে আসে। এক একটি সয়াবিন গাছে অনেক ছড়া ফলন হয়। বিইউ-১ এ দানা সাইজে বড়। বিইউ-২ জাত লবণ সহনীয়। যা উৎপাদনে কৃষকদের আশার আলো দেখাবে। জাত দুটি চাহিদা বাড়লে বিভিন্ন কোম্পানি এই খাতে ব্যাপক বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। তাই অনুন্নত জাতের বীজ ব্যবহার না করে উন্নত জাতের বিইউ-১ ও ২ জাতের সয়াবিন বীজ আবাদের আহবান কৃষিবিদদের।

    আয়োজিত ক্রস ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. জাকির হোসেন।
    ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ জেলা কো-অডিনেটর প্রদীপ কুমার রপ্তান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকতারুল ইসলাম, ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. ফরহাদ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা জামসেদ আলম, উদ্যোগক্তা কৃষক নুর উদ্দিন ও মো. হাতেম, বিভিন্ন বীজ উৎপাদক ও ব্যবসায়ীরা। অনুষ্ঠান শেষে উন্নত জাতের বিইউ সয়াবিন-১ ও ২ জাতের বীজের প্রদর্শনী জমিগুলো পরিদর্শন করেন অতিথিরা।

  • লক্ষ্মীপুরে ৭ কমিটি অনুমোদনের ২ ঘন্টা পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা। 

    লক্ষ্মীপুরে ৭ কমিটি অনুমোদনের ২ ঘন্টা পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা। 

    লক্ষ্মীপুরে ৭ কমিটি অনুমোদনের ২ ঘন্টা পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা।


    লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর দেড়টার দিকে বিলুপ্ত কমিটির আহবায়ক ও ৫ জন যুগ্ম আহবায়ক ৭টি শাখার নতুন কমিটির অনুমোদন দেন। কিন্তু দুই ঘন্টা পরই বিলুপ্ত করা হয় সদর কমিটি। আবার নতুন কমিটিও ফেসবুকে ছড়িয়ে দেয় জেলা ছাত্রলীগ।

     

    এই দিকে ২০১৬ইং সালের ২১ জানুয়ারি ইবনে জিসাদ আল নাহিয়ানকে আহবায়ক ও ৪ জনকে যুগ্ম-আহবায়ক করে ১ বছরের জন্য সদর উপজেলা কমিটি অনুমোদন দেয় সাবেক জেলা কমিটি। এরমধ্যে জেলা কমিটি বিলুপ্ত হয়ে ২০১৮ সালের ২৫ এপ্রিল নতুন কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। বর্তমান জেলা কমিটিও এখন মেয়াদোত্তীর্ণ।

     

    এই ছাড়া জিসাদ বিবাহিত হওয়া শর্তেও প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেছেন। তার সন্তানও রয়েছে। তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের ব্যক্তিগত সহকারী ও জেলা ছাত্রলীগ সভাপতির বন্ধু হওয়ায় মেয়াদোত্তীর্ণ হলেও কমিটি বিলুপ্ত করা হয়নি। এখন কি কারণে হঠাৎ কমিটি বিলুপ্ত করা হয়েছে ? এটি নিয়ে সাবেক ছাত্র নেতাদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে।
    বিলুপ্ত কমিটির নেতারা জানায়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সদর উপজেলার ৫নং পার্বতীনগর, ১৬নং শাকচর, ২১নং টুমচর, ১৭নং ভবানীগঞ্জ, ১নং দক্ষিণ হামছাদী, ৪মং চররুহিতা ইউনিয়ন ও ৩নং দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির দেওয়া হয়। জিসাদ ছাড়াও কমিটিতে স্বাক্ষর করেন যুগ্ম-আহবায়ক সোহাগ পাটওয়ারী, এবিএম গোফরান হোসেন বাবু, রুবেল হোসেন রাজু, রবিউল ইসলাম রবিন ভূঁইয়া ও তারেক হোসেন।

     

    জেলা ছাত্রলীগ সূত্র জানায়, সদর উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। এজন্য তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির নেতারা হলেন সভাপতি তারেক হোসেন, সহ-সভাপতি ইয়াসির আরাফাত, মেহেদী হাসান মিরাজ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন রাজু, আমিনুল ইসলাম রুবেল, আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক সজিব পাটওয়ারী, ইয়াসিন আরাফাত শিশির, ইয়াছিন আরাফাত সৌরভ, তানজিদুল ইসলাম রকি। জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান আগামি ১এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়।

     

    বিলুপ্ত কমিটির আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান বলেন, সদর কমিটি বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশে করা হয়েছে। একইভাবে আমাদের অধীনে থাকা ৭সাত টি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এখানে অন্য কোন কারণ নেই।

     

    লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, সদর কমিটি মেয়াদোত্তীর্ণ। এজন্য বিলুপ্ত করা হয়েছে। সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব দিয়ে ১এক বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সদরের ৭সাত টি শাখা কমিটি দেওয়া নিয়ে কোন সমস্যা নেই।

  • লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা,সম্পাদক হুমায়ুন কবির।

    লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা,সম্পাদক হুমায়ুন কবির।

    লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা,সম্পাদক হুমায়ুন কবির।


    লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৮আট টি পদে আওয়ামী লীগের বিজয় হয়েছে। এতে আওয়ামী প্যানেলের নুরুল হুদা পাটওয়ারী সভাপতি ও হুমায়ুন কবির হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আজগর হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই দিকে সভাপতি পদে ভোট করে পরাজিত হয়েছেন বিএনপি প্যানেলের দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও সাধারণ সম্পাদক পদে আবদুল ওহাব। সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির, আবদুল ওহাবসহ ৫পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি কবির হোসেন (আওয়ামীলীগ), মাহমুদ ইসকান্দার (বিএনপি), সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ ফয়সাল (বিএনপি), নূর মোহাম্মদ (আওয়ামী লীগ), এড. সাজ্জাদ হোসেন (আওয়ামী লীগ), সাংস্কৃতিক সম্পাদক আদনান আহমেদ (আওয়ামী লীগ), অডিটর চাঁদ মনি মোহন (আওয়ামী লীগ), সদস্য পদে বিএনপি সমর্থিত মোশারফ হোসেন, আমজাদ হোসেন ভূঁইয়া, আবু ইউসুফ, আওয়ামী লীগের মনোয়ার হোসেন জাবেদ, জামায়াতের আকবর হোসেন ও মনির হোসেন জাবেদ। আইনজীবী সমিতি সূত্র জানায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০দশ টা থেকে বিকেল ৪চার টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের আয়োজন করা হয়। এতে সমিতির সমিতির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    জেলা আইনজীবী সমিতিতে ৩৪২ জন সদস্য রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী আজগর হোসেন মাহমুদ। এছাড়া সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আইনজীবী কৃষ্ণ দুলাল দাস ও মনির হুসাইন

  • লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্মাযাতনের পর মাথা ন্যাড়া।

    লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্মাযাতনের পর মাথা ন্যাড়া।

    লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্মাযাতনের পর মাথা ন্যাড়া।


    লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে বেদম মারধর করে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছে ভুক্তভোগীর স্বামী হাসান ও ননদ পাখি বেগম। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

    সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মধ্য চররমনী গ্রাম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

    এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাতভর ওই গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী ও ননদ। চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকায় তাকে তার এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে লক্ষ্মীপুরের মধ্য চররমনী গ্রামের মোঃকাঞ্চনের ছেলে হাসানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। হাসান পেশায় জেলে। বিয়ের পর থেকে কারণে-অকারণে হাসান তার স্ত্রীকে মারধর করত। প্রায়ই তাদের পারিবারিক দ্বন্দ্ব লেগে ছিল। রোববার সন্ধ্যায় যৌতুকের জন্য হাসান ও তার বোন পাখি বেগম ওই গৃহবধূকে এলোপাতাড়ি মারধর করে। হাত-পা বেঁধে রাতভর মারধর শেষে একপর্যায়ে তার মাথার এক অংশের চুল কেটে দেয়। পরে হাত-পা বাঁধা অবস্থাতেই তাকে রেখে স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে সোমবার বিকেলে ইউপি সদস্য মনির ওই গৃহবধূকে উদ্ধার করেন।

    ওই গৃহবধূ বলেন, হাসান আমার পরিবারের কাছ থেকে আগে ৫০ হাজার টাকা যৌতুক নিয়েছে। এখন আবার তিন লাখ টাকা দেওয়ার জন্য মা-বাবার কাছে বলতে আমাকে চাপ দেয়। টাকা চাইতে পারব না ও তাকে কোনো টাকা দেওয়া হবে না বললেই আমাকে হাত-পা বেঁধে মারধর করে। পরে আমার মাথার সামনের চুল কেটে ন্যাড়া করে দেয়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    ইউপি সদস্য মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করি। তার স্বামী পালিয়ে গেছে। গৃহবধূর পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আমাজমিনকে জানান ঘটনাটি কেউ থানায় অভিযোগ দেয়নি।তবে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়াদি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • লক্ষ্মীপুরে এক কৃষক হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড।

    লক্ষ্মীপুরে এক কৃষক হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড।

    লক্ষ্মীপুরে এক কৃষক হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড।


    লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ আলী আকবর ক্বারী হত্যা মামলায় ৫পাঁচ জনের মৃত্যুদণ্ড ও ৩তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি বলেন, আসামিদের মধ্যে ৬ছয় জন আদালতের উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগম।

    আদালত সূত্র জানায়, কৃষক আলী আকবরদের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৮ইং সালের ৭সাত সেপ্টেম্বর বিরোধীয় জমি থেকে নুরুল ইসলামের পরিবার ডাব পাড়তে যায়। এতে আলী আকবররা বাধা দেন। একপর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে মো. জসিমসহ আসামিরা আলী আকবরকে কুপিয়ে জখম করেন।

    আহত অবস্থায় তাকে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে নোয়াখালী নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই আলী আকবর মারা যান। রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট গ্রামে এই ঘটনা ঘটে। পরে নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ মো. জসিমকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

    ২০১৯ইং সালের ৮আট সেপ্টেম্বর তিন আসামি আদালতের হাজির হয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৫পাঁচ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

  • লক্ষ্মীপুরে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা।

    লক্ষ্মীপুরে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা।

    লক্ষ্মীপুরে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা।


    লক্ষ্মীপুরে বিয়ের তিন দিনের মাথায় সোনিয়া আক্তার (২০) নামের এক নববধূ আত্মাহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর ১৪নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে থেকে মরদেহ উদ্ধার করে।

    তিনি ওই বাড়ির আবু তাহেরের ছোট মেয়ে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত শনিবারে পারিবারিকভাবে তার বিয়ে হয়। পরিবার ও বাড়ির লোকজন জানায়, গেল শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের রেদোয়ান হোসেন রুবেলের সঙ্গে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন।

    ঘটনার দিন সকালে তিনি স্বামীর সাথে মোবাইলে কথা বলেছে এবং বাড়ির লোকজনের সাথে সে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছে। কিন্তু পরিবারের অগোচরে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন জানালার ফাঁক দিয়ে তাকে গলায় ফাঁস ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া চাদর কেটে তার মৃতদেহ নামিয়ে আনে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷

    বাড়ির লোকজন আরো জানায়, সোনিয়া খুব হাসিখুশি স্বভাবের ছিল। কি করে আত্মহত্যা করেছে, বিষয়টি এখনো অজানা।

    লক্ষ্মীপুর সদর থানার উপ পরিদর্শক মোঃহান্নান এ তথ্য নিশ্চিত করে জানান সোনিয়া আত্মহত্যা করেছে বলেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি।

  • লক্ষ্মীপুরে ১৪ ফেব্রুয়ারিতে এপাচি নিয়ে ঘুরতে না পারায় প্রেমে ‘ব্রেকআপ’।

    লক্ষ্মীপুরে ১৪ ফেব্রুয়ারিতে এপাচি নিয়ে ঘুরতে না পারায় প্রেমে ‘ব্রেকআপ’।

    লক্ষ্মীপুরে ১৪ ফেব্রুয়ারিতে এপাচি নিয়ে ঘুরতে না পারায় প্রেমে ‘ব্রেকআপ’।


    কথায় আছে প্রেম-ভালোবাসা মানে না ধর্ম-বর্ণ। ধন সম্পদ আর পরিবার সব কিছুরই উর্ধ্বে প্রেম ভালোবাসা। কিন্তু এই ঘটনার চিত্র একটু ভিন্ন। তরুণী ভালোবাসা দিবসে এপাচি মোটরসাইকেলে ঘুরতে না পারায় প্রেমের সম্পর্ক ‘ব্রেকআপ’ করল।

    ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে।এই দিকে হতাশ যুবক দিশেহারা হয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শান্তনা দেয় সহপাঠিরা।

    বলছি লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫নং লাহারকান্দি এলাকার আবিরনগরের এক যুবকের কথা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এই বছর স্নাতক সম্পন্ন করেন।
    তরুণী একই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে তার বাড়ি।

    জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক বলেন, তার সাথে আমার দীর্ঘ সাড়ে চার বছেরর সম্পর্ক। বেশ কয়েকমাস ধরে একটি ব্লু-কালার এপাচি কিনতে আমাকে বলছে। ১৪ ফেব্রুয়ারিতে এপাচি মোটরসাইকেল দিয়ে ঘুরতে না পারলে সে আমার সাথে ব্রেকআপ করবে এ কথা প্রায় বলতো।

    আমি পরিবারের বড় ছেলে হওয়ায় তা সম্ভব হয়নি। এজন্য সে আমার কাছ থেকে আজ চলে গিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখছে। যাওয়ার আগে বলছে আর কোনদিন যেন তার সাথে যোগাযোগের চেষ্টা না করি।বৃহস্পতিবার দুপুরে ওই তরুণীর মোবাইলে বেশ কয়েকবার কল করলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।