Tag: রায়গঞ্জ

  • রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট।

    রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্নালংকার লুট।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর রায়পুরে সৌদি প্রবাসী হানিফ মিয়ারজির বাড়ি থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এসময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।

    এঘটনায় সন্দেহপ্রবন হয়ে মোঃআজাদ নামের এক যুবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেন রায়পুর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন।

    বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৪ টার সময় উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়ারজির বাড়িতে এঘটনা ঘটে। গত বছরের একই বাড়িতে সেপ্টেম্বর মাসেও একবার ডাকাতির চেষ্টা করা হয়েছিলো। এঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে
    প্র
    বাসি রিয়েল মিয়াজীর বাবা হানিফ মিয়াজি (৬৫) বলেন, বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরের ভিতর এসে ৩টি কক্ষে ঢুকে অস্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও মালামালসহ প্রায় ১২ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিলে গৃহবধুকে আহত করেছে।

    এই ঘটনায় প্রবাসীর বাবা হানিফ মিয়াজি বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

    লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, ডাকাতি হওয়া বাড়ি পুলিশ পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • রায়গঞ্জে নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলের যোগদান।

    রায়গঞ্জে নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলের যোগদান।

    রায়গঞ্জে নবাগত ইউএনও তৃপ্তি কণা মন্ডলের যোগদান।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জের রায়গঞ্জে মঙ্গলবার ৫ অক্টোবর নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল যোগদান করেছেন। তিনি ৩৩ তম বিসিএস এ মেধা তালিকায় উত্তীর্ণ হন। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন শিশু একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

    উল্লেখ্য সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম পদন্নোতি জনিত কারণে অনত্রে বদলী হয়। তাঁর স্থলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল যোগদান করেন।

    নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল কে রায়গঞ্জ উপজেলায় যোগদান করায়
    রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভ স্বাগতম জানানো হয়েছে।

  • রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন উদ্বোধন।

    রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন উদ্বোধন।

    আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের নতুন নির্মিত ইউনিয়ন কমপ্লেক্সের ভবন উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ফলক উন্মোচন করে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে এবং প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি।

    এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরে এমপি আব্দুল আজিজ বলেন,স্থানীয় সরকার শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

    প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে শহর ও গ্রামের পার্থক্য দূর করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এছাড়াও চান্দাইকোনা ইউনিয়নে সকল কাঁচা রাস্তা পাঁকাকরনের প্রতিশ্রুতি দেন।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মােঃ আব্দুল হাদি আল মাজি জিন্নাহ,সাধারন সম্পাদক মােঃ আবুল কালাম আজাদ হৃদয়,উপজেলা নির্বাহী অফিসার মােঃ রাজিবুল আলম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিন্নাতুল আলম সম্রাট,সাধারণ সম্পাদক মােঃ রেজাউল করিম মানিক,উপজেলা প্রকৌশলী মােঃ আতিকুর রহমান তালুকদার,রায়গঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ শহিদুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খাঁন দুলাল প্রমূখ।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল মহিলা আওয়ামী লীগের নেত্রী মিস হালিমা মাজেদা খাতুন সহ ইউপি সদস্যরা এবং দলীয় নেতা কর্মী বৃন্দ।

  • রায়গঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

    রায়গঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০আগস্ট)বিকেলে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা বাজার বটতলা সংলগ্নে-কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইটের কার্যালয়ে ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি (ভারপ্রাপ্ত) জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেএম হোসেন আলী হাসান।

    আলোচনাসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।

    উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন,ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর খান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন টিটু, কৃষকলীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোছাঃইয়াসমিন পারভীন সহ রায়গঞ্জ উপজেলা ও ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষকলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।

  • রায়গঞ্জে আ’লীগ দলীয় কার্যালয় ও স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন।

    রায়গঞ্জে আ’লীগ দলীয় কার্যালয় ও স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় নতুন কার্যালয়ের পাকাকরণ ও শহীদ স্মৃতিস্তম্ভের শুভ উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

    শুক্রবার (২০আগষ্ট) সকাল ১১টার সময় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গ্রাম পাঙ্গাসী বাজারে দলীয় কার্যালয় ও শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি -সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ, তাড়াশ- সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।

    এ সময় তিনি বলেন, দলের নিয়মশৃঙ্খলা মেনে, দলীয় নেতা-কর্মীদের জনগনের পাশে থেকে আরো কাজ করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে সাদৃশ্যমান উন্নয়নমূলক কাজ করছে এবং বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস রোধে সচেতনামূলক কাজ করছে এবং জনগনের পাশে, থেকে খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছেন । সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে মাস্ক পরতেই হবে এবং টিকা নেওয়ায় আহবান জানান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিন্নাহ আলমাজি,সহ-সভাপতি সাইদুল ইসলাম চান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল,পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী গোলাম হোসেন শোভন সরকার প্রমুখ।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পাঙ্গাসী ইউনিয়ন আওয়ালীগের সভাপতি মোজ্জামেল হক এবং সঞ্চালনা ছিলেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান গোলাাম ছরওয়ার লিটন, ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম,স্থানীয় আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, জাহিদুর রহমান জাহিদ,রায়গঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার,আওয়ামী মহিলালীগের মহিলাবিষয়ক সম্পাদিকা পাপিয়া পারভীন পরী,পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম,রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের ছাত্রলীগের নেতা আবুল কালাম আজাদ সহ অনেকে।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ আঃলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ আঃলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা আঃলীগের আয়োজনে সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ আঃলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেল ৫ টায় উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান।

    উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আঃলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, সাবেক সহ-সভাপতি ছাইদুল ইসলাম চান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, ফেরদৌস আলম তালেব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরোওয়ার লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আঃলীগের অংঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। আলোচনা সভায় অথিতিবৃন্দ বাংলাদেশ আঃলীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।

  • রায়গঞ্জে গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান মাসুম।

    রায়গঞ্জে গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান মাসুম।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে “বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদচ্ কর্তৃক বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড-২০২১ ও সম্মাননা সনদপত্র পেলে ৬নং ধানগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ধানগড়া ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক মীর ওবায়দুল ইসলাম মাসুম।

    মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

    গত ৯ জুন ২০২১ তারিখে বাংলাদেশ জাতীয় যাদুঘর, প্রধান মিলনায়তন,শাহবাগ, ঢাকায় এই এ্যাওয়ার্ড তার হাতে তুলে দেয়া হয়। এক প্রশ্নের উত্তরে ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম বলেন, শুধু গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড নয়, ইউনিয়ন বাসীর সার্বিক উন্নয়নে কাজ করার জন্য আমি বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক-
    ২০১৬, মহান বিজয় সম্মাননা পদক-২০১৬, সত্যজিৎ রায় সম্মাননা পদক-২০১৬, মানবাধিকার শান্তি পদক-২০১৬ এবং পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পুরস্কার লাভ করেছি।

    আমার এই অর্জন সকল ইউনিয়নবাসীর, আমার একার জন্য নয়। আমি আমার চিন্তা শক্তি ও মেধা শক্তি কে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষের ভাগ্য কিভাবে উন্নয়ন করা যায়, সে লক্ষে কাজ করে যাচ্ছি।

  • সিরাজগঞ্জের রায়গঞ্জে গৃহবধুর অপমৃত্যুর রহস্য উদঘটনে তৎপর পুলিশ।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে গৃহবধুর অপমৃত্যুর রহস্য উদঘটনে তৎপর পুলিশ।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছীতে গৃহবধুর রহস্য মৃত্যুর পর থেকে লাশ উদ্ধারের ঘটনা নিয়ে থানা পুলিশ ব্যাপক তৎপর। নিহত গৃহবধুর পুত্রের বর্ণনা আমার মায়ের কোন শত্রু ছিল না। তবে মটর সাইকেল র্দূঘটনায় বুকের ব্যাথার কথা বারবার সে বলেছে।

    সরেজমিনে তথ্য অনুসন্ধ্যানে জানাযায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামে ২৫ বছর পূর্বে ৪ শতক বাড়ীর জায়গা ক্রয় করে গৃহবধু তার স্বামী সন্তোষ ও পুত্র সুমনকে নিয়ে বসবাস করেআসছিল।

    গত ১ সপ্তাহ পূর্বে উক্ত গৃহবধু তার একমাত্র পুত্র সুমনকে সাথে দিয়ে আবুদিয়া গ্রামে যেতে মটর সাইকেল র্দুঘটনার কবলে পড়ে। এতে ঐ গৃহবধু আহত হয়ে স্থানীয় ডা: অসীমের কাছে চিৎকিসা সেবা নেয়। কিন্তু গৃহবধুর বুকের ব্যাথা কমছিল না।

    এ পর্যায়ে মটর সাইকেল দূর্ঘটনার ১ সপ্তাহ পর গত ৪ মে শক্রবার রাত্রি ৮টার দিকে স্থানীয় লিটন চন্দ্র গুনের পুকুরে মাছ পাহারা দিতে গিয়ে গৃহবধুর লাশ দেখতে পেয়ে সাথে সাথে থানা পুলিশকে খবর দেয়।

    রায়গঞ্জ থানার ওসি সহিদুল ইসলাম লাশটি ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গৃহবধুর অপমৃত্যুর রহস্য উদঘাটনে থানা পুলিশ পুকুর পাহারাদার জয় ঘোষ ও পুকুর মালিকের বড় ভাই সাবেক ইউপি সদস্য রাম কৃষ্ণ গুন সহ ৩ জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে।

    তাদের জিজ্ঞাসা বাদে পুলিশ কোন তথ্য পায়নি।পুলিশ তাদের ছেড়ে দেন।অপমৃত্যুর ৫ দিন পর বুধবার সকাল ১১টায় স্থানীয় মিডিয়া কর্মী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে।

    এ সময় গৃহবধুর ছেলে সুমন কুমার দত্ত মায়ের অপমৃত্যুর কারণ জানতে চাইলে অত্যান্ত আবেগে জানায় মায়ের কোন শত্রু ছিল না।মাকে কেউ হত্যা করবে আমি তা বিশ্বাস করিনা। মা মাঝে মধ্যে ঐ পুকুর পাড়ে যেত।হয়তবা হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে। তবে ময়না তদন্তের রির্পোট পেলে সবকিছু জানা যাবে।

    এ ব্যাপারে স্থানীয় বিজয় কুমার পোদ্দার, সুব্রত চন্দ্র ও সুজন চন্দ্র সহ একাধিক প্রতিবেশিদের সাথে যোগাযোগ করা হলে তারা গৃহবধুর বিষয়ে কিছুই বলতে পারেনি।

    গৃহবধুর প্রতিবন্ধি স্বামী সন্তোষ কুমার কান্না জড়িত কণ্ঠে বলেন, কে আমাকে সেবা যত্ন করবে। আমার সবকিছু হারিয়ে গেল।

  • রায়গঞ্জে টায়ার পোড়ানো কালো ধূয়া ও দুর্গন্ধে পরিবেশ দুষনের অভিযোগ।

    রায়গঞ্জে টায়ার পোড়ানো কালো ধূয়া ও দুর্গন্ধে পরিবেশ দুষনের অভিযোগ।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বাঁকাই গ্রামে যানবহনের টায়ার পুড়িয়ে গ্রীন ওয়েল ও কালি তৈরির কারখানার সন্ধান। কারখানার কালো ধোঁয়া আর টায়ার পোড়ানোর দুর্গন্ধে পরিবেশ দূষণ করার অভিযোগ উঠেছে।

    জানাযায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাঁকাই গ্রামে সোহানুর রহমান সোহান গ্রীণ ওয়েল প্রোডাক্টাস নামের একটি কারখানা গড়ে তোলে। এই কারখানার পরিবেশ দূষনের অভিযোগে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের বেশ কয়েকজন মিডিয়া কর্মীরা সরেজমিনে কারখানাটি পরির্দশনে যান।

    এ সময় কারখানার ভারপ্রাপ্ত ম্যানেজার স্বপনের কাছে কারখানার পরিবেশ ছাড়-পত্রের কাগজ পত্র সহ অন্যান্য কাগজ পত্র দেখতে চাওয়া হয়। এসময় তিনি বলেন, এখানে কোন প্রকার কাগজপত্র নেই।

     

    কারখানার সমস্থ কাগজপত্র ঢাকা হেড অফিসে রয়েছে। উক্ত কারখানাটি সরেজমিনে ঘুড়ে দেখা যায়, আবাদী কৃষি জমির পাশের্ব কারখানাটি স্থাপন করায়, কারখানার বর্জ্য নির্গত হয়ে আবাদী জমিতে প্রবেশ করে জমির ফসল নষ্ট হচ্ছে।

    এছাড়াও কারখানার কালো ধোঁয়া ও টায়ার পোড়ানো দুর্গন্ধে পরিবেশ দূষণ হচ্ছে। আর এই পরিবেশ দূষনের কারনে গ্রামের বিভিন্ন বয়সের শ্রেনী-পেশার মানুষ নানা ধরনের জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।

    খোঁজ নিয়ে আরো জানাযায়, ৬টি শর্তাবলীর মাধ্যমে ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান উক্ত কারখানাটি পরিচালনা করার জন্য একটি ছাড়পত্র প্রদান করেন। কিন্তু সেই শর্ত ভঙ্গ করে কারখানাটি পরিচালিত হচ্ছে।

    শর্তাবলীর মধ্যে রয়েছেঃ
    (১) কারখানা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষন আইন ও বিধি যথাযথভাবে অনুসরন করতে হবে।
    (২) পরিবেশ অধিদপ্তর হতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
    (৩) কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (৪) উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে এবং অগ্নিকান্ড কিংবা অন্যকোন দুর্ঘটানার সময় জরুরী নির্গমন ব্যবস্থা থাকতে হবে।
    (৫) বায়ু ও শব্দ দূষণ করা যাবে না।
    (৬) কারখানায় সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় বাহিরে নির্গমন করা যাবে না। উল্লেখিত যে কোন শর্ত লংঘন করলে যথোপযুক্ত কর্তৃপক্ষ কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে বলে উক্ত ছাড়পত্রে উল্লেখ রয়েছে।

    অথচ এই গ্রীণ ওয়েল কারখানাটিতে শর্তাবলীর সব গুলো শর্ত ভঙ্গ করে আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে যানবহনের নানা ধরনের টায়ার পুড়িয়ে দৃর্গন্ধ আর কালো ধোঁয়ায় এলাকায় পরিবেশ দূষণ করে চলেছে।

    কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপÍর থেকে এই পরিবেশ দূষণকারী কারখানাটির বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোন প্রকার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে না।

    এ বিষয়ে ধামাইনগর ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত কারখানাটিকে ট্রেড লাইসেন্স ও ৬টি শর্ত সম্বলিত একটি ছাড়পত্র দেয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়ার জন্য। এরপর তিনি আর কিছু জানেন না।

    এ বিষয়ে ধামাইনগর ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক আহসান হাবিব সোহেল বলেন, আমি কারখানাটিতে গিয়ে ছিলাম। কারখানাটিতে টায়ার পোড়ানো দূর্গন্ধে ও কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত হচ্ছে বলে তিনি মিডিয়া কর্মীদেরকে জানান। কারখানাটি বন্ধ হোক তিনি এটা চান না, তবে পরিবেশ নিয়ন্ত্রণ করা না হলে এলাকায় নানামুখী সমস্যা দেখা দিবে।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল আলম ও সহকারি কমিশনার ভূমি সুবীর কুমার দাশের সাথে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের কে ফোনে পাওয়া যাইনি।

    এ ব্যাপারে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-সহকারি আক্তারুজ্জামান টুকুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন ছুটিতে আছি। অফিস না খুললে তিনি কোন তথ্য দিতে পারবেন না বলে জানান।

    এ বিষয়ে কারখানার মালিক সোহানুর রহমান সোহানের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কাগজ পত্র দেখাতে বাধ্য নই।কারখানাটির পরিবেশ দূষণ থেকে এলাকাবাসী বাঁচতে চায়।

  • রায়গঞ্জে ধামাইনগর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আহসান হাবিব সোহেল।

    রায়গঞ্জে ধামাইনগর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আহসান হাবিব সোহেল।

    সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধামাইনগর ইউনিয়নে নৌকার মাঝি হয়ে সাধারণ মানুষের সেবা করতে চান ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল।

    ইতিমধ্যেই তিনি বিভিন্ন পাড়া, মহল্লা, হাট-বাজারে, গ্রাম-গঞ্জের বিভিন্ন চা-স্টলে দিন-রাত গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। পোস্টার,ব্যানার, ফেসটুন এর মাধ্যমে প্রচার-প্রচারণায় রয়েছেন সবার চেয়ে
    এক ধাপ এগিয়ে।

    আহসান হাবিব সোহেল মহামারি করোনার শুরু থেকেই ইউনিয়নের নিম্ন আয়ের মানুষেরা যখন, চোখে অভাবের অন্ধকার দেখছিল ঠিক তখনই তাদের পাশে আলোর দিশারী হয়ে দাড়িয়েছেন বিভিন্ন সাহায্য-সহযোগিতা নিয়ে। পেশাগত দায়িত্বের পাশাপাশি ইউনিয়নের খেটে খাওয়া মানুষের সুখে দুখে আছেন সংঙ্গী-সাথী হয়ে।

    তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত রয়েছেন। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের সকল প্রকার উন্নয়ন কাজে তিনি একজন অংশীদার হয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে জনমনে স্থান করে নিয়েছেন।

    চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সোহেল ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এবং তরুন যুব সমাজের কাছে একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দিন-রাত সকল শ্রেণী-পেশার মানুষের সাথে নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি বলেন, আমি ইউনিয়নবাসীর শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাই।

    এক প্রশ্নের উত্তরে চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সোহেল বলেন,বাংলাদেশ আ:লীগের সভাপতি ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
    শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেন। তাহলে আমি আমাদের (রায়গঞ্জ-তাড়াশ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। সেই সাথে ধামাইনগর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।