Tag: রামপাল

  • রামপালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রামপালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
    গ্রেপ্তারকৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।
    বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,  গতরাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (১৩ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরও বলেন যে, রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবির জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।

    রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায়  হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হুড়কার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীচিত্র বীর্য পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি কল্লোল বিশ্বাসসহ হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে উন্নয়ন হয়েছে ,তা কোন সরকারের আমলে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে দিয়েছেন, তা খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহার সুষ্ঠুভাবে সম্পাদন করে চলেছেন।
    সারা দেশের মতো রামপাল মোংলায় ও আধুনিকতার ছোঁয়া লেগেছে।  রামপাল মোংলা ছিল এক সময়ে সন্ত্রাসীদের জনপদ।  তালুকদার আব্দুল খালেক সে সন্ত্রাসী জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করেছেন।সারা দেশের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট রামপাল-মোংলা গড়তে বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আবারও  এ আসনে মনোনয়ন দেয়ার দাবী জানান। তারা আশা প্রকাশ করে বলেন যে, নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহারকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।
  • রামপালে দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।

    রামপালে দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে বাগেরহাট জেলার নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান’র আইন শৃঙ্খলা বিষয়ক  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকাল  সাড়ে ৪ টায় রামপাল থানার আয়োজনে থানা চত্ত্বরে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, সহকারী পুলিশ সুপার (রামপাল -মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খালিদ আহমেদ, সমীর কুমার বিশ্বাস, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আকবর আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, আব্দুল্লাহ ফকির, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোসাঃ সুলতানা পারভীন (ময়না),  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার ৪৩ টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, ধর্ম যার যার উৎসব সবার।  এটা মনে করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।  যে কোন সমস্যায় স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের সহায়তা নিবেন। মন্দির কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন,  পুলিশ জণগনের বন্ধু । যে কোন দরকারে থানা পুলিশকে জানাবেন।   যে কোন দরকারে পুলিশকে পাশে পাবেন বলে তিনি  সবাইকে আস্বস্ত করেন।
  • রামপালে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ।

    রামপালে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সরলতার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৫৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষক জাহাঙ্গীর হাওলাদার উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে।
     
    ধর্ষণের শিকার কিশোরী জাহাঙ্গীর হাওলাদারের প্রতিবেশী।  তার স্ত্রী ১০ বছর যাবৎ শয্যাশায়ী ও মা অতি বৃদ্ধ হওয়ায় মানবিক কারনে আসামির বাড়িতে রান্নাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতেন ওই কিশোরী।  কিছুদিন আগে কিশোরী রান্না করার সময় আশেপাশে কেউ না থাকায় পেছন থেকে কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষক জাহাঙ্গীর এবং জোর পূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর এই কথা যেন কোথাও   বলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জাহাঙ্গীর। ধর্ষণের শিকার কিশোরী ভয়ে কোথাও মুখ খুলতে পারেনা। এরপর থেকে আসামি ভিকটিমকে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোর পূর্বক ধর্ষণ করে।  এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই বিষয়টি জাহাঙ্গীর টের পেয়ে ভিকটিমকে বিভিন্ন ধরনের ঔষধ খাইয়ে গর্ভপাতের চেষ্টা করে।  এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেরে ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। এরপর থেকে জাহাঙ্গীর আত্নগোপনে চলে যান।
     
    এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই এনায়েত মাঝি বাদী হয়ে রামপাল থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যানত দমন আইনে একটি মামলা দায়ের করেন।
     
    এরপর থেকে জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার ভয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ (অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার করে। 
     
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, জাহাঙ্গীর হাওলাদার সরলতার সুযোগ নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।  ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে।  এরপর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। তাকে ৯ (অক্টোবর) র‌্যাব ৬ এর সহায়তায় গ্রেফতার করা হয় এবং আজ মঙ্গলবার (১০ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 
  • রামপালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে,৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড।

    রামপালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে,৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড।

    বাগেরহাটের রামপালে  নোংরা পরিবেশে খাবার তৈরি ও (বিএসটিআই) এর লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়াজাত করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
     
    সোমবার (৯ অক্টোবর) সকালে রামপাল উপজেলার ফয়লা ও ভাগা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান  করেন।
     
     
    এসময় দন্ডের অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
     
     
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৪৩ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ২৮,০০০ টাকা অর্থদন্ড প্রদান  করা হয়েছে। 
     
     
    তিনি বলেন, অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
  • রামপালে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    রামপালে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
     
    (২৯ জুলাই) শনিবার বিকাল ৪.০০ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নে রামপাল ও মোংলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
     
    বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল(ভিপি সোহেল’র) সভাপতিত্বে ও রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  এ্যাড. চয়ন মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের  সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান   বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।
     
    আলোচনা সভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ,  মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, রামপাল উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহফুজুল হক টুকু, হাওলাদার হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন হাওলাদার,  মুন্সি বোরহান উদ্দিন জেড,  উৎপল কুমার পাল, উদয় সঙ্কর বিশ্বাস, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. কাদের সরদার, জেলা পরিষদ সদস্য মো. জলিল সরদার, ইকরাম ইজারাদার, মোংলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মিলন শিকারী, রামপাল  উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।
     
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম(রবি), জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রাজু, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মোসা. আজিজা সুলতানা রিনি, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মোসা. লিপি বেগম, ফারজানা রূপা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সরদার আসাদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আনিস, খাঁন সোহাগ আলী, শেখ বাচ্চু, শেখ জর্জিস হোসেন, মোল্লা শাহিন, শেখ ময়না, খাঁন আনিস প্রমুখ।
     
    আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে  বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে স্মার্ট প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।  তিনি আরও বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিবেন , সবাই তার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করবেন।
  • রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

    রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহমত আলী (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।
     
    শনিবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব -৬ এর মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
     
    আটক রহমত আলী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে।
     
    এর আগে গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 
     
    রামপাল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৪) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে আটক করে জেল হাজতে পাঠায়।
     
    আটক রাসেল শেখ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেন এর ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী (২০) এ সময় পলাতক ছিল।
     
    র‌্যাবের মিডিয়া সেল জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা  এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে (২০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র‌্যাব।
     
    এ বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রহমত আলীকে (২০) আটক  করে আজ শনিবার (৭ অক্টোবর) রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করেছি।
  • রামপালে তারচুরি মামলার পলাতক আসামি গ্রেফতার। 

    রামপালে তারচুরি মামলার পলাতক আসামি গ্রেফতার। 

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি  পাওয়ার প্লান্টের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    আটককৃতরা হলেন- রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের অহিদ শেখের ছেলে পলাশ শেখ(৪১), বড় দূর্গাপুর এলাকার কুদ্দুস খানের ছেলে মোঃ সোহাগ খান(৩৬), ছায়রাবাদ গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে জাকির হাওলাদার(৩২), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত বাদশা মোড়লের ছেলে মোঃ আব্দুল লতিফ(৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মৃত হোসেন আলী ব্যাপারীর ছেলে সেন্টু ব্যাপারী(৪৫)।
    বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসামিদের আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করা হয়েছে।  আজ( ৬ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
    তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • রামপালে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন।

    রামপালে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন।

    রামপাল (বাগেরহাট )প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের হুড়কা  গ্রামের গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদারের পরিবার কর্তৃক মৃত সুজিত মজুমদার স্ত্রী কল্পনা মজুমদার ও মৃত মনিমোহন মজুমদারের পুত্র ইন্দ্রজিৎ মজুমদারের জমি জবর দখলের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ৩১ জুলাই সোমবার বিকাল ৪.০০ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের হুড়কা ঝলমুলিয়া দীঘির পাড়ে সুজন পরিবার কর্তৃক অত্যাচারিত সাধারণ জনগণ  এ মানববন্ধন কর্মসূচীর  আয়োজন করে।
    মানববন্ধন থেকে বলা হয় যে, মৃত সুজিত মজুমদারের  স্ত্রী কল্পনা মজুমদার ও মৃত মনিমোহন মজুমদারের পুত্র ইন্দ্রজিৎ মজুমদার  দীর্ঘ প্রায় ৫০ বছর যাবৎ আপোষ বন্টন মতে একটি জমি ভোগ দখল করে আসছে। কিছুদিন পূর্বে গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদার ঐ জমি তাদের বলে দাবী  করে। এর পরেই জোর পূর্বক ১৯ জুলাই গঙ্গাধর মজুমদার , সুজন মজুমদার ও  তার পরিবার মিলে ভূক্তভোগীদের  জমির গাছপালা কেটে ফেলে ও জমি দখল করে নেয়।
    বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোন সমাধান না হওয়ায় একই তারিখে রামপাল থানায় ইন্দ্রজিৎ মজুমদার বাদী হয়ে  লিখিত অভিযোগ দায়ের করেন। গঙ্গাধর ও সুজন গং থানার নির্দেশনা অমান্য করে ( ৩০ জুলাই ) আবারও গাছপালা জোর পূর্বক কেটে নেয় ও তাদের ভোগ দখলীয় জমি দখল করে নয়।
    গঙ্গাধর ও সুজন মজুমদার পিতৃহীন অসহায় সজিবের  জমিও জবরদখল করে নিয়েছে বলে মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা অভিযোগ করেন। ইন্দ্রজিতের পিতা মনিমোহনের মৃত্যুর পর তাদের দলিল সুজনদের কাছে ছিল। তারা ইন্দ্রজিতের সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছে বলে মানব বন্ধনে অভিযোগ করেন ইন্দ্রজিৎ। গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদার ভুয়া দলিলের মাধ্যমে কল্পনা ও ইন্দ্রজিত মজুমদারের  জমি জবরদখল করে নিয়েছে বলেও জানানো হয়।
    এছাড়া  গঙ্গাধর ও সুজন পরিবার জনসাধারণের চলাচলের রাস্তা আটকে দিয়ে দখল করে নিয়েছে বলেও মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী সন্ধা মন্ডল জানান যে,গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদার নানা ধরনরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। মানববন্ধনে উপস্থিত অত্যাচারিত সাধারণ জনগণ গঙ্গাধর মজুমদার ও সুজন মজুমদারের পরিবারের অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পাশাপাশি এদের অত্যাচারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও জোর বাদী জানান।
    মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুপ্রকাশ বিশ্বাস, পার্থ প্রতিম বিশ্বাস, কল্পনা মজুমদার, সজীব মজুমদার, সন্ধা মন্ডল, উর্মিলা মজুমদার, শান্তি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অরূপ কীর্তুনিয়া, ইউপি সদস্য গোপেশ্বরী বাছাড় সহ এলাকার শতাধিক নিযাতিত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
  • নামাজ পড়ে রোজা রেখে শেখ হাসিনার জন্য দোয়া করা উচিৎ-রামপালে কেসিসি মেয়র।

    নামাজ পড়ে রোজা রেখে শেখ হাসিনার জন্য দোয়া করা উচিৎ-রামপালে কেসিসি মেয়র।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ নামাজ পড়ে রোজা রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়ন করেছেন, তার জন্য দোয়া করা উচিৎ। তিনি আরো বলেন যে, শেখ হাসিনার সরকার দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন করেছে তা আর কেউ করে নাই।  মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন।  আগামী  সংসদ নির্বাচনে শেখ হাসিনার উপর আস্থা রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য উপস্থিত সকলের কাছে তিনি অনুরোধ জানান। তিনি আরও বলেন  আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে  বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসনে মনোনয়ন দিবেন, তার পক্ষেই তিনি কাজ করবেন। বাগেরহাটের রামপালে বাইনতলা ইউনিয়নের আওয়ামী লীগের এক কর্মী সভায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন।
    (৩০ জুলাই) রবিবার সকাল ১১ টায় বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
    বাইনতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুনুর রশিদ’র সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়েরা খাতুন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, বাইনতলা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী দূর্গা রাণী, ইউপি সদস্য খান তুহিন আলী, আউলিয়া খাতুন, ছাত্রলীগ নেতা শেখ মানিক।
    এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নূরুল আমিন, গাজী আক্তারুজ্জামান, আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, গাজী গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা গাজী বোরহান উদ্দিন, শেখ শরিফুল ইসলাম, মো. আরাফাত হোসেন কচিসহ বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।