Tag: রামপাল

  • প্রধানমন্ত্রীর খুলনায় আগমন-রামপালে আনন্দ মিছিল।

    প্রধানমন্ত্রীর খুলনায় আগমন-রামপালে আনন্দ মিছিল।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১১ নভেম্বর খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে জনসভায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০ অক্টোবর) বিকেলে গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার গৌরম্ভা বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
    গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) তপন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায়  আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মনিরুল ইসলাম,   ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক বিরাজ হোসেন,  ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইসরাফিল শেখ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সদস্য রুশাদ হোসেন অনিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন।

    রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মা্ধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত এ  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা  করেন।
    রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, রামপালের উদ্যেগে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের বার বার নির্বাচিত মেয়র ও খুলনা  মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
    সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু ও রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,জেলা পরিষদ শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন, গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান, মোঃ বজলুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইমাম আকবর আলী,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও এলাকার বিভিন্ন  শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করে। তিন ক্যাটাগরিতে ৪৩ শতাংশ জমির ওপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মিত হচ্ছে। এর মধ্যে জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় আজ ৬ষ্ঠ ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।
  • রামপালে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ।

    রামপালে আ’লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা,  ষড়যন্ত্র,  অগ্নিসংযোগ,  নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রামপাল সদরের
    ডাক বাংলো এলাকা থেকে  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়। এরপর থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায়  এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
    শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি,   জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার,  সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন,  গাজী গিয়াস উদ্দিন,  গাজী আক্তারুজ্জামান, শেখ মোহাম্মদ আলীসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    শান্তি সমাবেশ  বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
    বক্তারা আরও  বলেন,  সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।
  • রামপালে মাদকসহ যুবক গ্রেফতার। 

    রামপালে মাদকসহ যুবক গ্রেফতার। 

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ রাজু সরদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত যুবক রাজু উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে।
    বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে একটা যুবক। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় রাজুর কাছে থাকা ৪৬( ছেচল্লিশ) গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে রাজু সরদার নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবক গ্রেপ্তার।

    রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবক গ্রেপ্তার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
    গ্রেপ্তারকৃত যুবকদ্বয় হলেন-খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার মোঃ মোশারফ শেখের ছেলে মোঃ রিপন শেখ (২২) ও  একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের ছেলে মোঃ সোহেল(২৩)।
    রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়  উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে মদ বিক্রয়ের উদ্দেশ্যে  মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে দুই যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে সেখানে অভিযান চালান।  এসময় পুলিশ যুবকদের কাছে থাকা Carew’s Fine Brandy 750 ML ব্রান্ডের  ১ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে এবং তাদের কাছে থাকা সুজুকি ১৫০ সিসির কালো রঙের রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,গতরাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।তাদের কাছে থাকা রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ( ২৩ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে সনাতন ধর্মাবলম্বীদের  সাথে এমপি প্রার্থী ব্যারিস্টার ওবায়েদ’র শুভেচ্ছা বিনিময়।

    রামপালে সনাতন ধর্মাবলম্বীদের  সাথে এমপি প্রার্থী ব্যারিস্টার ওবায়েদ’র শুভেচ্ছা বিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন  উপ-কমিটির সদস্য ব্যারিস্টার শেখ  ওবায়দুর রহমান (ওবায়েদ)।
    রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়ালমারী দূর্গা মন্দির, কালিকাবাড়ী দূর্গা মন্দির ও মোংলা উপজেলার নিতাইখালী দূর্গা মন্দির এবং খাসেরডাঙ্গা দূর্গা মন্দির ও পাশ্ববর্তী পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ব্যারিস্টার শেখ  ওবায়দুর রহমান (ওবায়েদ)।
    এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অবদান উল্লেখ করে বক্তব্য প্রদান করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামূখী উন্নয়ন সংবলিত লিফলেট জনগণের মাঝে  বিতরণ করেন।
    শুভেচ্ছা বিনিময় পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়  সবচেয়ে বেশি নিরাপদ। ২০০১ সালের ১লা অক্টোবরের নির্বাচনের পর তৎকালীন জোট সরকারের সন্ত্রাসীরা সিরাজগঞ্জের পূর্ণিমা শীল, রামপালের ছবি রানী , ভোলার কল্যানী রানী দাসসহ সহস্র নারীর সম্ভ্রম লুট করে ছিল, ২৫ হাজার হিন্দু পরিবার হয়ে ছিল গৃহহীন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও যেন ঐ অসুরদের আবির্ভাব এই বাংলার মাটিতে না হয় তার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলকে একাতবদ্ধ থাকতে হবে।
    শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
  • রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।

    রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের ভোজপাতিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৫.০০ টার সময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেতকাটা বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স ও  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    এসময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন সারা দেশে করেছে,তা পূর্বের কোন সরকার করেনি। সারা দেশের মত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সারা দেশের মতো স্মার্ট রামপাল-মোংলা গড়ার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী উপমন্ত্রী হাবিবুন নাহার দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই নেতা কর্মীরা মনে করেন বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহারের কোন বিকল্প কেউ নেই। তাই নেতৃবৃন্দ আবারও এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
  • রামপালের রাজনগর ইউনিয়নে আ’লীগের কর্মী সভা।

    রামপালের রাজনগর ইউনিয়নে আ’লীগের কর্মী সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ টায় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল রঞ্জণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন (ময়না)।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার,  সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, মোঃ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন,  দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সকল উন্নয়ন হয়েছে তা সব কিছু আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।  বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ছিল এক সময়ে সন্ত্রাসী জনপদ।  সে সন্ত্রাসী জনপদকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শান্তির জনপদে রূপান্তরিত করেছে।  সারা দেশের মতো রামপাল মোংলায় ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে।
    নেতা কর্মীরা মনে করে এ অঞ্চলে বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই। আবারও  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায়  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালন করা হয়েছে।
    বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। র‌্যালিত্তোর উপজেলা পরিষদ কনফারেন্স রুম  এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, ভাইস  চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,  রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী,   প্রভাষক ও সাংবাদিক  মোঃ সাইফুল আলম বকতিয়ার।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,   উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ আনোয়ারুল কুদ্দুস,  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান,  যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে শেখ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।
  • ফিলিস্তিনে মুসলিমদের গণহত্যার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    ফিলিস্তিনে মুসলিমদের গণহত্যার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসা ও পবিত্র শহর জেরুজালেমে অবৈধ ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার(১৩ অক্টোবর) বিকাল ৫ টায় গিলাতলা যুব সমাজের আয়োজনে উপজেলার গিলাতলা বাজারে এ  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    গিলাতলা বাজারসহ পাশ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে গিলাতলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাজারের ব্যাংকের মোড় শেষ করে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গিলাতলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান, হাফেজ শাহ জালাল, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোঃ রাজিবুর রহমান লিটন, সমাজ সেবক গাজী রাসেল, হাফেজ আবু হুরায়রা নোমান সহ অত্র অঞ্চলের ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা  উপস্থিত ছিলেন।
    প্রতিবাদ সভায় বক্তারা মসজিদুল আল আক্বসা এবং জেরুজালেমে ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।