Tag: রামপাল

  • রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার।

    রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)থেকেঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মুত্তাকিন শেখ (১৯) নামের এক মাদকসেবী যুবককে গ্রেফতার করেছে।
    গ্রেফতারকৃত যুবক মুত্তাকিন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের রফিক শেখের ছেলে।
    বুধবার (১৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় দেবরাজ ঘাটে মাদক কেনা-বেচা লিপ্ত আছে কয়েকজন যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ  কুত্তাকিনের দেহ তল্লাশী করলে ৪০( চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম জানান,  গতরাতে অভিযান চালিয়ে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে এক মাদকসেবী যুবককে গ্রেফতার করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুত্তাকিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে অগ্নিকাণ্ডে তিনটি  ঘর ভস্মীভূত।

    রামপালে অগ্নিকাণ্ডে তিনটি  ঘর ভস্মীভূত।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট): বাগেরহাটের রামপালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও দুইটি  রান্নাঘর ভস্মীভূত হয়েছে।
    বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের সবুর শিকদারের বাড়িতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার   ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
    ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, বুধবার  ভোর ৫.০০ টার  সবুর শিকদারের বসতঘরসহ পাশ্ববর্তী দুইটি রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে।  চিৎকার চেঁচামেচি শুনে  স্থানীয় লোকজন ও রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা  আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।অগ্নিকাণ্ডে সবুর শিকদারের বসতঘরসহ ২ টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
    বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা  সৃষ্ট আগুন  থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রামপাল  সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
  • রামপালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    রামপালে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

    মল্লিক মো. জামান, রামপাল(বাগেরহাট): বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য আয়োজনে  আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
    এরপর উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী  বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার রহমান,  শেখ নিজাম উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার,  সুলতানা পারভীন(ময়না), সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, শেখ নুরুল আমিন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
    উল্লেখ আগামী (১৩ ই নভেম্বর) খুলনায় আওয়ামী লীগের  জনসভায় যোগ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জনসভা সফল করার লক্ষ্যে উপজেলা যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।
  • রামপালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা।

    রামপালে বিষপানে গৃহবধূর আত্মহত্যা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিষপানে মুনিয়া রায়(৩০) নামের  এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

    তিনি বুধবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৫ টার সময় তার বাড়িতে বিষপান করেন। সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের কুমারখালী গ্রামের মনোজ রায়ের স্ত্রী।
    মৃতের পরিবার ও রামপাল থানা সূত্রে জানা গেছে যে, বুধবার বিকেলে মুনিয়া  বিষপান করে। স্বামী বিষয়টি জানতে পেরে মুনিয়াকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কিছুক্ষণ পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস.  এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে,  আত্মহত্যার বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাটে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে। মুনিয়া পারিবারিক অসন্তোষের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
  • ওসি আশরাফুল আলমকে রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।

    ওসি আশরাফুল আলমকে রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এ রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হওয়ায় “রামপাল প্রেসক্লাব” এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

    মঙ্গলবার(৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তার অফিস কক্ষে “রামপাল প্রেসক্লাব” পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    এসময় ওসি আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে, উপজেলার সকল শ্রেণি ও পেশার মানুষ যাতে নির্বিঘ্নে থানা থেকে সকল ধরনের আইনি সহায়তা পেতে পারে সে লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণ যাতে পুলিশের কাছ থেকে সহজে সেবা পেতে পারে সে লক্ষে তিনি রামপাল থানায় যোগদানের পর থেকে জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করেন।

    এ বিষয়টি সমগ্র রামপালে ব্যাপকভাবে প্রশংসিত হয়। মতবিনিময় সভায় তিনি মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, সাইবার ক্রাইমসহ আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ কর্ম প্রতিরোধে সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন। এর ফলে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে।

    এ সময় সাংবাদিকদের তিনি আরও বলেন যে, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, ততদিন তিনি সততা ও আদর্শের সাথে দায়িত্ব পালন করে সেবা প্রদান করতে চান। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন যে, তার এ অর্জণের পেছনে সাংবাদিকদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে।

    শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এফ. এম. আতিয়ার রহমান, শেখ শাহ নেওয়াজ, মো. সাইফুল আলম বকতিয়ার, মো. হাফিজুর রহমান, এ্যাড. হাফিজুর রহমান, মুনয়াওয়ার রনি, মো. দেলোয়ার হোসেন, চয়ন মন্ডল, মো. গোলাম ইয়াছিন রাজু, মো. আসাদুর রহমান, কল্লোল বিশ্বাস, মো. রবিউল ইসলাম, মো. আব্দুল্লাহ, মল্লিক মো. জামান, মো. আকাশুজ্জামান শেখ, মো. মাছুম বিল্লাহ।

    এসময় সাংবাদিকেরা ওসি আশরাফুল আলম কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

  • রামপালে এমপি প্রার্থী শেখ আলো আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপালে এমপি প্রার্থী শেখ আলো আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ  কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা  এ্যাডভোকেট শেখ আল আমিন  সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
    শনিবার (৪ নভেম্বর )  বিকালে রামপাল  উপজেলার বাইনতলা ইউনিয়নের বাইনতলা গ্রামে তার নিজ বাস ভবনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় তিনি লিখিত বক্তব্যে  জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
    তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার।  এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে,  তিনি এবার প্রথম  আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পান,  তবে দল যাকে মনোনয়ন দিবে তিনি তার পক্ষে কাজ করবেন।
    মতবিনিময় সভা শেষে তিনি তার প্রতিষ্ঠিত “আল আমিন” ফাউন্ডেশনের মোড়ক উন্মোচন করেন। তিনি জানান “আল আমিন” ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং গরীব ও অসহায় মানুষকে সেবা করবেন।
    মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন সৈয়দ মারফুল ইসমাইল,শেখ জোনাব আলী, খান ফারুক হোসেন,খান তানভীর,শেখ আসলাম,শেখ ওমর, শেখ ছায়েন উদ্দিন,  শেখ আকরাম,শেখ বাবু, শেখ উসমান,শেখ হাশেম,শেখ ফারুক প্রমুখ।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস-২০২৩ পালন করা হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর  আওয়ামী লীগের জাতীয় চারজন নেতা সৈয়দ নজরুল ইসলাম,  তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মুনসুর আলী, ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
    শুক্রবার( ৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান,  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,  উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আকবর আলী,  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদনা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান,  অধ্যক্ষ(অবঃ) মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,  শেখ নুরুল আমিন,গাজী আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি,শেখ জালাল উদ্দীন দুলাল,  হাওলাদার জুলফিকার আলি ভুট্টো,বিচিত্র বীর্য পাড়ে, শেখ শরিফুল ইসলাম, নিখিল রঞ্জণ চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রী সভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (বহিস্কৃত) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (বহিস্কৃত) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা আগেভাগে একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন। সে ছিল ফারুকের সবচেয়ে আস্থাভাজন। ১৫ আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযজ্ঞ চালায় সেই দলটির নেতৃত্ব দিয়েছিল মুসলেহ উদ্দিন।  বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পর পরই পাকিস্তানের সামরিক জান্তা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জাতির জনককে তাঁর ঐতিহাসিক ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। পরে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধকালীন সময় সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
    মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সমধিক পরিচিত প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কোটি কোটি বাঙালির স্বাধীনতার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর অপর  ঘনিষ্ঠ সহযোগী এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুসহ এ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন।
  • রামপালে মসজিদের ইমামদের সাথে ওসি আশরাফুল আলমের মতবিনিময়।

    রামপালে মসজিদের ইমামদের সাথে ওসি আশরাফুল আলমের মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সকল মসজিদের ইমামদের সাথে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলমের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার(১ নভেম্বর) সন্ধ্যায় রামপাল থানার আয়োজনে ফয়লাহাট পুলিশ ক্যাম্পে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান,  সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, ইমামগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
    এসময় ওসি আশরাফুল আলম মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,  গুজব, সামাজিক বিরোধ, মসজিদের মাইকে সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন অপপ্রচার চালানো থেকে বিরত থাকা ও সাইবার ক্রাইম বিষয়ে সকলে সচেতন করেন। তিনি আরও বলেন,  পুলিশকে জনগণের বন্ধু মনে করুন। থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামপাল থানা পুলিশ রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে কোন ধরনের আইনি সহযোগিতা ও পরামর্শ পেতে থানায় যোগাযোগ করুন এবং যে কোন অপরাধীকে আইনের আওতায় আনতে  সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
  • রামপালে জাতীয় যুব দিবস পালিত।

    রামপালে জাতীয় যুব দিবস পালিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
    বুধবার (১ নভেম্বর) সকাল ১০.০০ টায়  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রামপালের যৌথ আয়োজন উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
    র‌্যালি শেষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা  চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।
    জাতীয় যুব দিবস উপলক্ষে একজন কে ৬০ হাজার টাকা ঋণ এবং চারজন কে যুব উন্নয়ন প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
  • রামপালে গাঁজাসহ মাদকসেবী আটক।

    রামপালে গাঁজাসহ মাদকসেবী আটক।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল  অভিযানে গাঁজাসহ  মাদকসেবী  কারবারি মোঃ ইব্রাহীম মোল্লা(২৩) নামের এক যুবককে আটক  করেছে।
    মাদকসেবী মোঃ ইব্রাহীম মোল্লা উপজেলার  ভেটমারি গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে।
    বুধবার ( ০১ নভেম্বর ) সকালে  থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার শ্রীফলতলা গ্রামের উত্তর পাড়ায় দাউদখালী নদীর পাশে  কাঁচা রাস্তায়  মাদক নিয়ে  অপেক্ষা করছে এক যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের  নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে  ইব্রাহীম মোল্লার দেহ তল্লাশী করে এবং ৫১ (একান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ  এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,  আজ সকালে শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবী যুবককে আটক করা হয়েছে।  তার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (০১ নভেম্বর) আসামীকে   বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।