Tag: রামপাল

  • প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রামপাল থানার নতুন ওসি’র সৌজন্য সাক্ষাৎ।

    প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রামপাল থানার নতুন ওসি’র সৌজন্য সাক্ষাৎ।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপাল থানার নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাস’র সাথে “রামপাল প্রেসক্লাব” এর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১.০০ টায় ওসি’র সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
    তিনি সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন যে, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলায় যে কয়টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য রামপাল থানা পুলিশ বদ্ধ পরিকর। প্রত্যেক নাগরিক যেন তার পছন্দের প্রার্থীকে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সার্বিক সহযোগিতা থাকবে রামপাল থানা পুলিশের।  কেউ যদি নির্বাচনী আচরণ লঙ্ঘন করে, তাহলে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত বিধান অনুযায়ী  ব্যবস্থা নেওয়া হবে। রামপালে সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    এসময় উপস্থিত ছিলেন  হাওলাদার আব্দুল হাদী, এফ, এম, আতিয়ার রহমান, মো. মোস্তফা কামাল পলাশ,  মো. সাইফুল আলম বকতিয়ার, মো. রবিউল ইসলাম, শেখ শাহ নেওয়াজ,  মো. হাফিজুর রহমান, মো. গোলাম ইয়াছিন রাজু, মো. দেলোয়ার হোসেন, মুনয়াওর রনি, মো. আসাদুর রহমান, মল্লিক মো. জামান, মো. আকাশ উজ্জামান শেখ প্রমুখ।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
    দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
    রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের  থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
    এরপর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মো. সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার বিদায়ী অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন, বিষ্ণপদ বাগচী,  মো. বজলুর রহমান, মো. মোস্তফা কামাল পলাশ, এম. এ  সবুর রানা, এ্যাড. হাফিজুর রহমান, মিলন মন্ডল, কৃষ্ণা রাণী, মো. গোলাম ইয়াছিন রাজু, শেখ শাহজালাল, সুজন মজুমদার, সিরাজুল ইসলাম, মো. আবু হুরায়রা ও মোসা. ঋতু।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শুধাংশু শেখর, প্রভাষক শেখ শাহ নেওয়াজ, হাওলাদার আ. মান্নান, মোতাহার মল্লিক, মল্লিক  মো. জামান, লায়লা সুলতানা,  মো. আয়াজ শিকারী, মো. আকাশুজ্জামান শেখ, মো. মহিদুল ইসলাম, মো. শাফায়েত, মো. হাসান, মো. হেলাল, মো. রাহাত, মো. তুহিনসহ রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, ফিলিস্তিনে প্রতি মুহুর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। একই রূপ ঘটনা ঘটেছিল মায়ানমারে। অবিলম্বে ফিলিস্তিনসহ পৃথিবীতে যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিরত ঘটিয়ে চলছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান হয়। এছাড়া যারা  বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রামপালে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত।

    রামপাল প্রতিনিধিঃ দরজায়  কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া।  সুন্দরবনের কোলঘেষা ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনেও এর ব্যতিক্রম নয়। আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের রামপালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
    সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ড. এ কে আজাদ ফিরোজ টিপু, মোল্লা আ. রউফ,  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের আইন-উপ কমিটির সদস্য ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান ওবায়েদ।
    এসময় উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন,  অধ্যক্ষ মোতাহার রহমান,  শেখ নিজাম উদ্দিন,  অধ্যক্ষ খালিদ আহমেদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির, তপন কুমার গোলদার,  তালুকদার সাব্বির আহমেদ,  সুলতানা পারভীন ময়না, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন,  গাজী আক্তারুজ্জামান,  শেখ নুরুল আমিন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নৌকা মার্কা স্বাধীনতার মার্কা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। তাই দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। তিনি বিচার বিবেচনা করে এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন।  আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। দলের মধ্যে যে কোন কারণে মত পার্থক্য তৈরি হতে পারে।  এখন সবাই অতীত ভুলে একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে এই আসনে হাবিবুন নাহারকে বিজয়ী করতে হবে।
  • বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রামপালে প্রস্তুতি সভা।

    বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রামপালে প্রস্তুতি সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় রামপাল কলেজে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    মানবাধিকার কমিশন রামপাল শাখার সদস্য শেখ শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন, রামপাল শাখার  সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বকতিয়ার,  সদস্য শেখ মোস্তফা কামাল পলাশ, হাওলাদার আব্দুল মান্নান, সাংবাদিক মো. হাফিজুর রহমান,  এ্যাড. মো. হাফিজুর রহমান,  মো. গোলাম ইয়াছিন রাজু,  মো. আসাদুর রহমান, মো. মাছুম বিল্লাহ প্রমুখ।
    এসময় আগামী ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।  আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১০ ই ডিসেম্বর  সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের করা হবে। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনার আয়োজন করা হবে। বিশ্ব মানবাধিকার দিবস রামপালে যথাযথ  মর্যাদার সাথে উদযাপনের জন্য মানবাধিকার কমিশন রামপাল শাখার সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।
  • রামপালে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বাস।

    রামপালে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বাস।

    মল্লিক জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে হাইওয়ে রাস্তার পাশে  দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়েছে  দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার দিকে  (খুলনা-‌মোংলা) মহাসড়‌কের ফয়লা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসে আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে তৎক্ষনাৎ রামপাল থানা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস কর্মীরা এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, ফয়লা বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা৷ পরে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে।  কিছুক্ষণ পরে রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ  এস. এম.  আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়  দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা  বের করতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
  • রামপালে মাদকদ্রব্য পাচারের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপালে মাদকদ্রব্য পাচারের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মরণনেশা ইয়াবা পাচারকালে মো. নুরুল ইসলাম ওরফে বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
    আটক বাবু উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেল। শনিবার (২৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে খুলনা-মোংলা মহা-সড়কের ভাগা বাজার সংলগ্ন সোহেল’র বরফ কলের সামনে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে  এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১৪(চৌদ্দ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে ভাগা বাজারের বরফ কলের সামনে থেকে ইয়াবাসহ বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার(২৬ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক।

    রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক।

    রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে রাস্তায় আগুন  জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার গাজী আ. হাকিমের ছেলে।
    গতকাল সোমবার (২০ নভেম্বর)  উপজেলার ভাগা বাজার এলাকায় রাস্তায় আগুন দেওয়ার সময় রামপাল থানা পুলিশের একটি দল নাজমুলকে হাতেনাতে আটক করে।
    রামপাল থানা সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত যুবক নাজমুল হাসান ভাগা বাজার এলাকায়  কিছু ঝুট(পুরোনো কাপড়) দিয়ে  রাস্তায় আগুন জ্বালায়। এসময় ঐ এলাকায় টহলরত থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান যে, গতকাল রামপালের গুরুত্বপূর্ণ ভাগা বাজার এলাকায় অগ্নি সন্ত্রাসের চেষ্টা চালায় নাজমুল হাসান নামের এক যুবক। এসময় তাকে থানা পুলিশের টহলরত একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) তাকে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • রামপালে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    রামপালে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃত চোরদের মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
    আটককৃতরা হলেন-চোর চক্রের মূলহোতা উপজেলার রামপাল সদর ইউনিয়নের রামপাল গ্রামের মৃত কাদের খাঁ’র ছেলে মো. কবির খাঁ(৫০), একই এলাকার মৃত শাহজাহান শেখ’র ছেলে জাহিদ শেখ(৪২) ও জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার মোহাম্মদ আলী শেখ’র ছেলে মো. জামাল শেখ(৩২)।

    সোমবার রাতে থানা পুলিশ গোপণ সূত্রে খবর পায়  যে, রামপাল খেয়াঘাট এলাকায় চোর চক্রের মূলহোতা কবির উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু চুরি করে এনে তার নিজ বাড়ির গোয়াল ঘরে রেখেছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর চিন্ময় মন্ডল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোয়াল ঘরে অভিযান চালায়। সে সময় পুলিশ কবিরের গোয়ালে থানা ৪টি গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরুচোর চক্রের মূলহোতা কবিরসহ আরো দুইজনকে আটক করা হয়েছে এবং আজ  (২১ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার সময় রামপাল কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়াম হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
    কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, জীবন দূতি চক্রবর্তী, মানবেশ রায়, মো. মোস্তফা কামাল পলাশ, আরিফা সুলতানা, মো. তাওহিদুল ইসলাম , অভিভাবক শেখ রাজু আহমেদ,  মো. হাফিজুর রহমান,  জিতেন অধিকারী প্রমুখ।
    এসময় কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সময় শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়নে,শিক্ষার পরিবেশ,পড়াশোনার প্রতি মনোনিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
  • রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর  এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে  প্রতিপক্ষের হামলায়  মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মিজানুর উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। গত (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ বিষয়ে  রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
    এ ঘটনায় একই এলাকার ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য  মোল্লা শাহিনকে পুলিশ গ্রেফতার  করে জেল হাজতে প্রেরণ করেছে।
    আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে,   ঘটনার দিন গত (১৬ নভেম্বর) সকালে মিজানুর রহমান  স্থানীয় দর্গাপুর  স্কুলের সামনে আসলে সেখানে ইউপি সদস্য শাহিনের সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এরপর তিনি তার বাড়ির দিকে রওয়ানা হয়। এসময় তিনি  প্রতিপক্ষ শাহিনের  বাড়ির সামনে পৌঁছালে শাহিন ও তার সহযোগীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এক মারধরের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার পরিবার  তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে  জানান,এ ঘটনার পর আহত মিজানের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দাখিল করেছেন। এ সংঘর্ষের মূলহোতা শাহিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।