Tag: রাণীশংকৈল

  • রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন।

    রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন।

    রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন ! 

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে । সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (৫ই মে) সকালে পৌরশহরে বিভিন্ন সড়কে একটি শোভাযাত্রা প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
    শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা আ.লীগ সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা আ.লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ , উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ.লীগ যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানসাহ ইকবাল, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান, বিএনপি উপজেলা সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন, কাউন্সিলর ইসাহাক আলী, সুবর্ণজয়ন্তী উদযাপন আহব্বায়ক ও  বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাখলাকুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সহকারী শিক্ষক শাহিনুর রেজা প্রমূখ।
    এসময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র/ছাত্রী শিক্ষক শিক্ষার্থীসহ সুধীমহল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷
    আলোচনা শেষে ২য় পর্ব বিকালে  বিদ্যালয়টির স্মৃতিচারণ অনুষ্ঠান
     এবং ৩য় পর্ব রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদযাপন অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ।
  • রাণীশংকৈলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ গুরুতর আহত ২।

    রাণীশংকৈলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ গুরুতর আহত ২।

    রাণীশংকৈলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ গুরুতর আহত ২।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক ৪’টি সড়ক দূর্ঘটনায় থ্রি-হুইলারের মুখোমুখি, মহেন্দ্র ট্রাকের ধাক্কায়, মোটরসাইকেল- থ্রি-হুইলারের, অপরটি মোটরসাইকেল ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় রয়েছে।

    দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম জাহিদ ইকবাল ও বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম ডন।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার (২৮ এপ্রিল ) সন্ধ্যায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন (জাতরু) ( ৮৪) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন।

    দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন রাত সাড়ে ৮ টায় সে মারা যায়। সালমুউদ্দিনের বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।

    উপজেলার বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২২) মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে বলিদ্বারা নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

    অপরদিকে উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৭) বুধবার রাত সাড়ে ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে সেও মারা যায়।

    এছাড়াও এদিন রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের আব্দুস সালামের ৬ বছরের মেয়ে শাম্মী আক্তার রাস্তা পাড়া পাড়ের সময় মহেন্দ্র ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

    এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।

  • রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা।

    রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা।

    রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা।


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত ৩টি দোকানে অর্থ জরিমানা করেন। সেগুলো হলো- পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানা, পৌর শহরের বন্দরে মুদি দোকান দুলাল ষ্টোর ও সনজিত ষ্টোর।

    বৃহস্পতিবার (৭এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী। এ সময় সঙ্গে ছিলেন সহোযোগী স্যাানিটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন।

    পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে খোলা লবন ব্যবহার এবং অসাস্থকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে ৪৩ ধারা লঙ্ঘন করায় কারখানা মালিক আলেফ উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    একইদিনে পৌরশহরে মুূদি দোকান দুলাল ষ্টোরের মালিক সুশান্ত সাহাকে ১০ হাজার টাকা ও সনজিত ষ্টোরের মালিক সনজিত  মন্ডলকে ৫ হাজার টাকা মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা,খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন  ধারায় এ জরিমানা করা হয়।

    এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী।

  • আইপিএল ক্রিকেট খেলা ঘিরে রাণীশংকৈলে জমজমাট জুয়ার আসর।

    আইপিএল ক্রিকেট খেলা ঘিরে রাণীশংকৈলে জমজমাট জুয়ার আসর।

    আইপিএল ক্রিকেট খেলা ঘিরে রাণীশংকৈলে জমজমাট জুয়ার আসর।


    ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে রাণীশংকৈল উপজেলার সর্বত্র শুরু হয়েছে জমজমাট জুয়ার আড্ডা। এ খেলায় অংশগ্রহণ করে কেউ রাতারাতি পকেট ভারি করছেন আবার কেউ নিঃস্ব হয়ে শূন্য পকেটে বাড়ি ফিরছেন। উপজেলার শহর-গ্রাম সর্বত্রই চলছে রমরমা ক্রিকেট জুয়া। আগে কেবল শহর এলাকায় ক্রিকেট জুয়ার বাজি ধরতে দেখা গেলেও এখন তা মহামারির মতো প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজপড়ুয়া যুবকসহ সব শ্রেণির মানুষ। এমনকি যারা নিরক্ষর তারাও বাজি ধরছেন আইপিএল ক্রিকেট খেলায়।

    ক্রিকেট জুয়ার নেশায় পড়ে লাখ লাখ টাকা হারিয়ে অনেকেই এখন সর্বশান্ত। এই জুয়ার বাজি হয় মোবাইলেই বেশি। অধিকাংশ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তাই এই চক্রের সঙ্গে জড়িত সবাই এক প্রকার ধরাছোঁয়ার বাইরে। পরিচয় গোপন করে জুয়াড়িদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

    এছাড়াও জুয়াড়িরা বিভিন্ন নামে ওয়েব সাইট খুলে জুয়ার কারবার করছেন।

    অনেকে বলছেন, কিছু ক্রিকেট জুয়াড়ি জুয়ার টাকা জোগাতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে ক্রিকেট জুয়ার হার-জিতকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে।

    অনুসন্ধানে জানা যায়, গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই আইপিএল বিশ্বের সব তারকা ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ক্রিকেট খেলার উন্মাদনার ঝড় বইছে রাণীশংকৈলের সর্বত্র। ক্রিকেট প্রেমিক যুবসমাজের মাঝে বিরাজ করছে এক ধরনের ক্রিকেট উন্মাদনা।

    কাপড় গার্মেন্টস দোকান, সেলুন, ক্লাব, পাড়ায়, মহল্লায়, অফিসে, বাসায় ও চায়ের দোকানে এই ক্রিকেট জুয়া এখন চলছে বেপরোয়াভাবে। জুয়াড়িরা ওড়াচ্ছেন লাখ লাখ টাকা। ক্রিকেট জুয়ার ছড়াছড়ি সমাজের অভিজাত ও শিক্ষিত শ্রেণি ছাড়িয়ে তরকারি বিক্রেতা, নাপিত, হোটেল কর্মচারী, রিকশাচালক, দোকানি, বেকার, ফল বিক্রেতা, বিভিন্ন পরিবহনের শ্রমিক (হেলপার ও কন্ডাক্টর) নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন নিম্ন পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে; বাদ পড়ছে না স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরাও।

    কেবল স্থানীয় পর্যায়েই নয়, ইন্টারনেটে ক্রিকেট জুয়ার ফাঁদ পেতে আছে বহু ওয়েবসাইট ও ফেসবুক পেজ।

    উপজেলার নেকমরদ বাজারের এক তরুণ বলেন, তিনি চার-পাঁচ বছর ধরে ক্রিকেটের বিভিন্ন আয়োজনে বাজি ধরে আসছেন। আগে স্থানীয়ভাবে বাজী ধরতেন। এখন ওয়েবসাইটের মাধ্যমে তিনি বাজি ধরেন। সম্প্রতি একটি ওয়েবসাইটের কাছে ১২ হাজার টাকা পাওনা করেন। তবে হঠাৎ বন্ধ হয়ে যায় ওয়েবসাইটটি। এখন অন্য ওয়েবসাইটে বাজি ধরেন তিনি।

    বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, যুবসমাজের একটি বড় অংশ এই খেলাটিকে জঘন্য জুয়ার আসরে পরিণত করেছেন। তারা মূলত আইপিএল খেলা উপভোগ করেন জুয়া খেলার উদ্দেশ্যেই। খেলা শুরু হলে প্রতি ওভারে ওভারে জুয়া খেলায় টাকার অঙ্ক নির্ধারণ করা হয়ে থাকে। এমনকি প্রতি বলে বলেও ধরা হয় হাজার হাজার টাকার বাজি। কোন ব্যাটসম্যান বেশি রান তুলবে, কোন বোলার অধিক উইকেট শিকার করবে, কোন তারকা ব্যাটসম্যান কতটি ছক্কা অথবা চার হাঁকাবেন এ নিয়ে চলে জুয়ার দর কষাকষি।

    সবশেষে পছন্দের দলের হারজিত নিয়েও চলে বড় অঙ্কের টাকার খেলা। এভাবে প্রতিটি খেলা উপলক্ষে উপজেলার সর্বত্র চলে লাখ লাখ টাকার বাজি ও মোটা অঙ্কের টাকার জুয়া খেলা। যেখানে খেলা দেখার লোকসমাগম বেশি হয় মূলত সেখানেই এই জুয়ার আসর জমজমাট হয়।

    সাধারণত পাড়া মহল্লার চায়ের দোকানে অথবা যেখানে বড় স্ক্রিনে আইপিএলের খেলা দেখানো হয় সেখানেই এ জুয়ার আসর বসে, যা কেউ বুঝতে পারে কেউ পারে না। এসব । এভাবে রাণীশংকৈলে উপজেলার প্রতিটি হাট-বাজারে ও প্রত্যন্ত গ্রামে বিপিএলকে ঘিরে বসছে জুয়ার আসর। ফলে জুয়াড়িদের পাতা ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন শিক্ষার্থীসহ উদীয়মান যুবসমাজ।

  • রাণীশংকৈলে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে জাতীয় যুব সংহতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নে কাঁচাবাজার ধানহাটি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে ইউনিয়ন যুব সংহতির সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ হাফিজউদ্দিন আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ জাতীয় পাটির সহ-সভাপতি দবির ইসলাম, রাণীশংকৈল উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের।

    প্রধান বক্তার বক্তব্য দেন জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব ও প্যানাল মেয়র(২) ইসহাক আলী।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জহির আহমেদ, উপজেলার যুব সংহতির সভাপতি গফুর আলী প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চলনা করেন, নেকমরদ ইউনিয়নের যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু।

    সম্মেলন শেষে আব্দুল ফাত্তাহ কে সভাপতি ও রাজিউর রাজুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের জাতীয় যুব সংহতির কমিটি ঘোষণা করা হয়।

    জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ হাফিজউদ্দিন আহমেদ বলেন,জাতীয় পার্টির সব নেতাকর্মীদের পার্টির পতাকা তলে একতাবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য কাজ করতে হবে।

    তিনি আরও বলেন, আগামীতে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকবে। এ দেশে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ যত উন্নয়ন হয়েছে, তা হয়েছে জাতীয় পার্টির আমলে। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ দেশের উন্নয়নের রূপকার।

    সাংগঠনিক সম্পাদক আবু তাহের বলেন,পিকে হালদার ও তার দোসররা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং বর্তমানেও করছে। নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

    তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে জাতীয় পার্টির কথা বলতে হবে। জাতীয় পার্টির সময়কার উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিতে হবে।

  • রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার, সম্পাদক শাওন। 

    রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার, সম্পাদক শাওন। 

    রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার,সম্পাদক শাওন। 

    ঠাকুরগাঁওয়ের “রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট আ্যাসোসিয়েশনের ২০২২-২৪ সালের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে সভাপতি আনোয়ার হোসেন আকাশ (বিডি২৪লাইভ.কম) ও সাধারণ সম্পাদক খুরশিদ শাওন আলম ( উত্তরাধিকার ৭১ নিউজ.কম) নির্বাচিত হয়েছেন।

    ৩০ মার্চ (বুধবার) সন্ধ্যায় রাণীশংকৈল অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  কার্যালয়ে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
    নির্বাচনের আগে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, অর্থ সম্পাদক নাহিদ রেজা, নির্বাহী কমিটির সদস্য মাজেদুর রহমান, আব্দুলাহ আল সুমনসহ জেলার নেতৃবৃন্দ।
    বক্তারা বলেন, সাংবাদিকদের এই সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। স্বাধীনতার স্বপক্ষে বস্তনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের অন্যতম একটি দায়িত্ব। সমাজের বিভিন্ন বিষয়ে আগাম তথ্য দিয়ে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুন্দর সমাজ গঠনে অবদান রাখছেন সাংবাদিকরা। জেলার মধ্যে এই সংগঠনটি মানুষের কাছে আস্থা অর্জন করেছে এবং সংগঠনটি জনপ্রিয় হয়ে উঠেছে।
    এই ধারাবাহিকতা বজায় রেখে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলে আমরা আশা করছি।
    আলোচনা সভা শেষে রাত ৯ টার দিকে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাণীশংকৈল উপজেলা কমিটিতে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি, সাধারণ সম্পাদক সহ ১৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি ঘোষনা করেন জেলা নেতৃবৃন্দ।
    এতে সভাপতি পদে আনোয়ার হোসেন আকাশ, সাধারণ সম্পাদক পদে খুরশিদ আলম শাওন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বিজয় রায়, সাংগঠনিক সম্পাদক আহমেদ ইসমাম, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক এ কে আজাদ কালাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন জীবন ও নির্বাহী সদস্য পদে মাসুদ রানা পলক , মোবারক আলী, মোঃ বিপ্লব  নির্বাচিত হন।
    সাধারণ সদস্যরা হলেন – ফারুক আহম্মেদ  সবুজ ইসলাম ও খালেদ মাহমুদ সুজন।
    সাধারণ সম্পাদক খুরশিদ শাওন আলম বলেন, বড় একটি সংগঠনের দায়িত্ব প্রদান করেছে। আমরা সাংবাদিকদের অধিকার আদায়, বষ্ঠনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রাণীশংকৈল উপজেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
    সভাপতি আনোয়ার হোসেন আকাশ জানান, ইতিপূর্বে  সংগঠনের সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছি। এবারও সভাপতির দায়িত্ব পেয়েছি।
    এই সংগঠনের নেতৃবৃন্দরা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য সবসময় কাজ করে গেছে সামনেও কাজ করে যাবে।
    সংগঠনটিকে এগিয়ে নিতে কাজ করবো। সকলেই পুর্বের ন্যায় পাশে থাকবে আশা করছি।
    এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও প্রেস  ক্লাবের সভাপতি মনছুর আলী, রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ  অধ্যাপক ইয়াশিন আলী,আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ ক্রীড়াবিদ তাজুল ইসলাম,রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ঠিকাদার আবু তাহের আ.লীগ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ ।
  • রাণীশংকৈলে সাংবাদিক বিপ্লবের মায়ের ইন্তেকাল।

    রাণীশংকৈলে সাংবাদিক বিপ্লবের মায়ের ইন্তেকাল।

    রাণীশংকৈলে সাংবাদিক বিপ্লবের মায়ের ইন্তেকাল।


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ বিপ্লব হোসেনের মা সুরাইয়া বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন )।

    মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলার পাটগাঁও  এলাকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ভোররাতে তিনি মারা যান।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

    মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

    বিকেল সাড়ে ৩ টায় গাংগুয়া মুগদুম মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

    সাংবাদিক বিপ্লবের মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাণীশংকৈল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও কর্মকর্তারা।

    এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,  ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, পীরগঞ্জ প্রেস ক্লাব, সাংবাদিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা পরিবার সহ রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সাংসদ ইয়াছিন আলী, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ বিএনপি’ নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও  বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

    তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং শোক সন্তুষ্ট পরিবারের শোক কাটিয়ে উঠার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

  • রাণীশংকৈলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রাণীশংকৈলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রাণীশংকৈলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের সদস্যরা।

    বুধবার (২৩ মার্চ) রাতে উপজেলার নেকমরদ চৌরাস্তা এলাকা থেকে মহসিন আলী(৪০) নামে একজনকে ২৬টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত মহসিন আলী উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

    রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি)এস এম জাহিদ ইকবাল এর নেতৃত্বে উপ-পরিদর্শক এরশাদ আলী, এএসআই নুরে আলম ও সঙ্গীয় ফোর্স অভিযানে আটক মহসিন আলীর কাছ থেকে এসময় ২৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

    ইয়াবাসহ আটক মহসিন আলীর নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

    রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাতে ইয়াবা ট্যবালেট সহ মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ২৪ মার্চ বৃহষ্প্রতিবার সকালে আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাণীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন।

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাণীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন।

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাণীশংকৈলে জাতীয় পার্টির মানববন্ধন।


     চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, গৃহ-নির্মাণ সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি ও বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন করেছে জাতীয় পার্টি (জাপা)।

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (২৩ মার্চ) বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতির  প্রতিবাদে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ হাফিজউদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল আলম চৌধুরী, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টির  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল, পৌর সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমূখ।

    এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি গফুর আলী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ইসহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সহ জাতীয় মহিলা পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টির নেতৃবৃন্দ প্রমূখ ।

    ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এতে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তা নাহলে আগামী নির্বাচনে মানুষ এ সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে।

    এসময় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বক্তাগণ আরও বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরোও জোরদার করতে হবে।

  • রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান সেবন করছেন উপজেলা প্রকৌশলী !

    রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান সেবন করছেন উপজেলা প্রকৌশলী !

    রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান সেবন করছেন উপজেলা প্রকৌশলী !


    সরকারি অফিসে বসে ধূমপান সেবন করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা প্রকৌশলী সাব্বিরুল ইসলামের বিরুদ্ধে।

    মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলজিইডির প্রকৌশলী কার্যালয়ের উপজেলা প্রকৌশলী কে.এম সাব্বিরুল ইসলামের প্রকাশ্যে ধূমপানের চিত্র ক্যামেরাবন্দি করা হয়।

    রানীশংকৈল উপজেলার ৩নং হোসেনগাও ও ৪নং লেহেম্বা ইউনিয়নের মাঝে ব্রহ্মপুরে মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো নিয়ে একটি সংবাদের জন্য ওই প্রকৌশলীর কাছে বক্তব্য নিতে গেলে দেখা যায়,অফিসেন চেয়ারের মধ্যে বসেই ধুমপান করছেন তিনি। এরপর তার কাছে সেই সংবাদের বিষয়ে বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে চান না। পরে মোবাইল ফোনে প্রকৌশলীকে ধুমপানের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি বলে উঠেন আপনি প্রধানমন্ত্রীর কাছে আমার নামে বিচার দিতে পাড়েন।

    এদিকে অফিসে বসে উপজেলা প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের কারণে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। প্রকৌশলীর প্রকাশ্যে ধূমপানের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সচেতন মহলের মধ্যে।

    যানা যায়,চলতি বছরের ১৬ ফেব্রয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা এলজিইডির প্রকৌশলী কার্যালয়ে উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কে.এম সাব্বিরুল ইসলাম। এর আগে তিনি গড়ের জেলা পরিষদে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ এর সংশোধনী ২০১৩ সালের আইনে স্পষ্টভাবে বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আধা সরকারি অফিস, স্বায়ত্বশাসিত অফিস ও বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবনসহ পাবলিক প্লেসে ধূমপান করা দন্ডনীয় অপরাধ। এই অপরাধ করলে তিনশত টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে দন্ডের দ্বিগুন হারে দন্ডনীয় হবেন।

    রাণীশংকৈল উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী কে.এম সাব্বিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধূমপান করার বিষয়টি আপনি প্রধানমন্ত্রীকে নাশিল করেন। আমি ইতোমধ্যে যেসব স্যারের সাথে কাজ করে এসেছি তাদের সাথেও ধূমপান করেছি। তারা ডিসি পর্যায়ের লোক ছিল। আমি তো তাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি ধূমপান করার। আমি তো আর বাইরে গিয়ে সিগারেট খাচ্ছি না, অফিসে বসেই সিগারেট খাচ্ছি তাই না।

    রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, অফিসে বসে ধূমপান করার সুযোগ নেই, অবশ্যই এটি দন্ডনীয় অপরাধ। আপনাদের মাধ্যমে বিষয়টি আমি জানতে পারলাম। অবশ্যই এ বিষয়ে এলজিইডির দপ্তরে লিখিতভাবে জানানো হবে সেই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।