Tag: মৌলভীবাজার

  • মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত।

    মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদকঃ
    সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন মৌলভীবাজারের বিভিন্ন এলাকার সহস্রাধিক পরিবার। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন।
    বুধবার ১০ এপ্রিল ২০২৪ ইং, সকাল ৭টার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্থ নামক বাসায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে স্থানীয় এলাকার বাসিন্দারা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষরা অংশ নেন।
    নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব, উজান্ডি)। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
    ঈদের নামাজে আশা কয়েকজন মুসল্লি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। এটা কুরআনের আইন। এটা বাকি জীবনও পালন করার চেষ্টা করবো। সমগ্র মুসলিম উম্মাহকে যেন আল্লাহ বুঝার তাওফিক দিন।
    ঈদ উদযাপন কমিটি প্রধান (পীর সাহেব উজান্ডি) ইমাম আব্দুল মাওফিক চৌধুরী বলেন, আমরা শুধু সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়। বিশ্ব মুসলমানদের সঙ্গে ঈদ করেছি। ইজমার ভিত্তিতে আজ শাওয়াল মাসের এক তারিখ। ঈদ এক তারিখেই করতে হবে।
    উল্লেখ্য, আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারীরা ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এ ছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক স্থানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
  • মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু।

    মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে বৃদ্ধ নারীর মৃত্যু।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসতঘরে অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে বৃদ্ধ নূরজাহান বেগম (৭০)নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় পরিবারের পাঁচজন সদস্য বের হতে পারলেও বৃদ্ধা বের হতে পারেননি।
    সোমবার ১ এপ্রিল ভোরে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটায় প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির তত্বাবধায়ক ময়না মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোরে ময়না মিয়ার পরিবারের সবাই সেহেরী খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এসময় প্রাণে বাঁচতে পরিবারের সবাই ঘরের বাইরে চলে আসলে অসুস্থ নূরজাহান বেগম ঘর থেকে বেরিয়ে আসতে পারেন নি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। তাদের নিজ গ্রামের বাড়ি কুমিল্লায়।
    ছয় সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিনশেডের বাড়িতে থাকতেন বৃদ্ধা নূরজাহান বেগম।
    এ ঘটনার পর প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে কল দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
    এ বিষয়ে মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কয়েল কিংবা সিলিন্ডারের গ্যাস বা বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে।
    এ ঘটনার বিষয়ে রাজনগর থানার ওসি আব্দুস ছালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা জেনেছি, নিহত নারী প্যারালাইজডে আক্রান্ত ছিলেন। যে কারণে আগুন লাগার পর তড়িঘড়ির মধ্যে তিনি বের হতে পারেন নি। ফলে, দগ্ধ হয়ে ভেতরেই মারা যান নূরজাহান বেগম।
  • মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর তাৎপর্য‍‍` শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

    মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর তাৎপর্য‍‍` শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

    নিজস্ব প্রতিবেদক: ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন “মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য‍‍ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ মার্চ ২০২৪ইং, ১৮ রমজান মৌলভীবাজার শহরের কোর্ট রোডস্থ পৌর জনমিলন কেন্দ্র মিলনায়তনে বিকাল ৪টা থেকে শুরু করে ইফতারে আগ পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক ও বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শায়খ নুরে আলম হামিদীর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মৌলভীবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিল ফয়ছল আহমদ, সাবেক কাউন্সিলর আয়াছ আহমেদ, নাজিরাবাদ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, জামেয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা সাইফুর রহমান মক্কী, মুন্সিবাজার মাদরাসার ওস্তাদুল হাদিস মাওলানা আশরাফুল হক, পূবালী ব্যংকের কর্মকর্তা নুরুল ইসলাম রাকিব প্রমুখ।
    উক্ত অনুষ্ঠানে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার’র যুগ্ন আহবায়ক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সদস্য সচিব মাওলানা মাহদি হাসান কামাল ও যুগ্ম সদস্য সচিব মাওলানা শাহ মিসবাহ’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, কাশিনাথ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ কামাল হোসেন, জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার সহকারী শিক্ষাসচিব আব্দুর রহমান শরিফপুরী, মাওলানা হেলাল আহমদ সিলেটী, মাওলানা আব্দুর রহমান আসজদ বর্ণভীসহ বিভিন্ন মাদরাসার প্রতিনিধি ও বিভিন্ন মসজিদের ইমাম-খতিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
    মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন কমলগঞ্জের ধর্মপুর উম্মাহাতুল মুমিনূন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুর রহমান ধর্মপুরী।
    প্রসঙ্গত, ইসলাম ও মানবতার কল্যাণের মহৎ উদ্দেশ্য নিয়ে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট “মুসলিম কমিউনিটি মৌলভীবাজার” এর আহবায়ক কমিটি গঠন করা হয়।
  • মৌলভীবাজারে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার।

    মৌলভীবাজারে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
    বুধবার ২৭ মার্চ ২০২৪ইং, দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল ২৬ মার্চ ২০২৪ইং, বিকেলে মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার লন্ডনী হারুন মিয়ার মালিকাধীন হারুন মঞ্জিলের ৬ তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, মোঃ টিটুল মোল্লা টিটু (৩৬), পিতা- মৃত রতন মোল্লা। রুবেল শেখ (৩১), পিতা- বিদ্যুত শেখ। সবুজ হাওলাদার(২৯), পিতা-আইয়ুব হাওলাদার। হৃদয় শেখ (২০), পিতা- শেখ ইমফাজ। সাজ্জাদ হোসেন (২৫), পিতা- নওশাদ আহমেদ। সর্ব থানা- ভাঙ্গা। হাসান খালাশি (২১), পিতা- সামছু খালাশি। থানা- সদরপুর, জেলা- ফরিদপুর।
    গ্রেফতারকৃতদের কাছ থেকে বিকাশ প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ মোট ২১টি সচল মোবাইল সেট এবং নগদ ৬,৩৯০ টাকা জব্দ করা হয়েছে।
    এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের উপবৃত্তিভোগী শিক্ষার্থী এবং বয়স্কভাতা ভোগীদের মোবাইল নম্বরসহ ১২ পাতার একটি তালিকা জব্দ করা হয়েছে। যে তালিকা থেকে তারা ভিকটিমদের কল দিয়ে প্রতারণা করতো।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এই চক্র অনলাইনে সরকারি ওয়েবসাইট থেকে অবৈধভাবে দেশের বিভিন্ন এলাকার বয়স্কভাতা ভোগী, বিভিন্ন স্কুল-কলেজের উপবৃত্তি ভাতাভোগী শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করে সেখান থেকে বিকাশ নম্বর সংগ্রহ করত। পরবর্তীতে নিজেদেরকে বিকাশের হেড অফিসের স্টাফ পরিচয় দিয়ে শুদ্ধ বাংলায় কথা বলে কৌশলে তাদের কাছ থেকে OTP (ONE TIME PASSWORD) নিয়ে বিকাশ একাউন্ট হ্যাক করে বিকাশ একাউন্টে থাকা টাকা আত্মসাৎ করত।
    তারা এই কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই কাজকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত সবাই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা। মামলা ও গ্রেফতারের ভয়ে অথবা তাদের কাজের সুবিধার্থে তারা দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এই প্রতারনা করে আসছিল।
    গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাদের আরো সহযোগী আছে। আমরা তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম-সহ প্রমুখ।
  • মৌলভীবাজারের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার-চোর আটক।

    মৌলভীবাজারের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার-চোর আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
    মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ইং, মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাই মোটর সাইকেল উদ্ধার, মাদক উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা তামিল সংক্রান্তে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল পিপিএম এর দিক নিদের্শনায় মৌলভীবাজার সদর মডেল থানার একাধিক বিশেষ আভিযানিক টিম মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া এসআই/ শিপু কুমার দাশ, এসআই/মোঃ মুখলেছুর রহমান লস্কর, এএসআই(নিঃ)/মোঃ আকরাম আলী, এএসআই/ মোঃ এনামুল হক, এএসআই/রানা মিয়া গন ১২ নং গিয়াসনগর ইউপিস্থ ইমাম বাজারে জনৈক ফয়েজ মিয়ার ডিকে ফুড হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে শাহ মোঃ আবু ছালেহ(৩২), পিতা-শাহ মোঃ ফজলুর রহমান, সাং-সদরঘাট (মাজপাড়া), থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এর হেফাজত হইতে চোরাই ০১ টি লাল রংয়ের YAMAHA FAZER মোটর সাইকেল উদ্ধার করা হয়।
    বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
  • মৌলভীবাজারে বিনামূল্য ২৬৫জন নারী পেলেন ল্যাপটপ।

    মৌলভীবাজারে বিনামূল্য ২৬৫জন নারী পেলেন ল্যাপটপ।

    মৌলভীবাজার প্রতিনিধি :

    স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত  ২৬৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়েছে।
    তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ও “হার পাওয়ার” প্রকল্পের আওতায় তারা  প্রশিক্ষণ পেয়েছেন।

    শনিবার (১৬ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত  ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

    জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব তওহিদ আহমদ সজল প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন- নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের দক্ষ করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ দেওয়া হচ্ছে। এসব নারীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অনস্বীকার্য।

  • মৌলভীবাজারে হিড এলাকার টিলায় আগুন-সাড়ে ৫ ঘন্টাপর নিয়ত্রনে।

    মৌলভীবাজারে হিড এলাকার টিলায় আগুন-সাড়ে ৫ ঘন্টাপর নিয়ত্রনে।

    নিজস্ব প্রতিবেদক: জালাল উদ্দিনঃ
    মৌলভীবাজারের কমলগঞ্জের হিড বাংলাদেশ এর লেকের পাশের টিলায় লাগা আগুন প্রায় সাড়ে ৬ঘন্টাপর নিয়ত্রনে। পুঁড়ে গেছে ৬ একর জায়গার গাছ-গাছালী। নিয়ত্রনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। জায়গামত ফায়ার সার্ভিসের গাড়ি না যেতে পারায় আগুন নিয়ত্রনে দেরী হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
    বুধবার ১৩ মার্চ ২০২৪ ইং, দুপুর ১ টার সময় কে বা কারা টিলায় আগুন লাগিয়ে দেয় বলে জানান হিডের এক কর্মকর্তা। তাৎক্ষনিক হিডের লোকেরা কমলগঞ্জ ফায়ার স্টেশনে খবর দিলে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নিয়ত্রনে আনার চেষ্ঠা করে। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারাও এসে আগুন নিয়ত্রনে যোগ দেয়। তাদের সন্মিলিত চেষ্টায় আগুন নিয়ত্রনে আনে।
    এ বিষয়ে, হিড বাংলাদেশ এর লিয়াজোঁ কর্মকর্তা নুর ই আলম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ছয় একর জায়গার গাছ-গাছালি পুঁড়ে গেছে।
  • মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-২।

    মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-২।

    মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-২।
    নিজস্ব প্রতিবেদক:জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
    বুধবার ১৩ মার্চ ২০২৪ইং, ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতাররা হলো, কুলাউড়া উপজেলার কানেহাত গ্রামের মাসুক মিয়া লেচুর ছেলে মোঃ শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)।
    দুইজন মানবপাচারকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, এপিবিএন-৭-এর মিডিয়া সেল কর্মকর্তা।
  • মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন পরিবারের আনন্দ ভ্রমণ।

    মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন পরিবারের আনন্দ ভ্রমণ।

    নিজস্ব প্রতিবেদকঃ
    উঁচু-নিচু পাহাড় ও চা-বাগানের আঁকা বাঁকা পথ হয়ে, লেবু ও আনারসের ফসলের বাগান পেরিয়ে বাস যতই এগিয়ে যাচ্ছে ততই কৌতূহল বাড়ছে উপস্থিত সাংবাদিকদের, বিপুল উৎসাহ আর আনন্দঘন উচ্ছ্বাসের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের (রেজি: নং- মৌল-০৩৮) চা কন্যা রাজ্যে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৯ মার্চ ২০২৪ইং, সকল সাংবাদিকদের সরব উপস্থিতিতে মৌলভীবাজারের অদূরে চা কন্যা ও পাহাড় ঘেষা প্রকৃতির এমআর খাঁন চা বাগানের দার্জিলিং টিলায় দিনব্যাপী এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
    সবুজের সাথে দূর বহুদূর সুউচ্চ পর্বতশ্রেণীতে মিলায়েছে হাত আর কিছু সুর, এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে নির্ধারিত সময় সকল সাড়ে ১০টায় বাস যাত্রা শুরু করে এমআর খাঁন চা বাগান দার্জিলিং টিলায়।
    পাহাড় আর চায়ের নগরে তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন জেলার সাংবাদিকদের পরিবারখ্যাত মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যম কর্মীরা।
    পরে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি- দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি এ.কে.অলকের পরিচালনায় পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও পাতাকুঁড়ির দেশ এর নির্বাহী সম্পাদক এস এম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ,নিউজ-২৪ ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, আরটিভি প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি এম.এ.মুহিত, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা মোঃ জালাল উদ্দিন, প্রমুখ।
    আরও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সদস্য সিনিয়র সাংবাদিক আওয়াল কালাম বেগ, দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক নয়াদিন্ত পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মাইনুল হক পবন,দৈনিক ভোরের ডাক পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন,দৈনিক খবরপত্র পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এহসান ইবনে মোজাহিদ,ডেইলী অবজারভার পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দীন শুভ, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, দৈনিক কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মনজু বিজয় চৌধুরী, রমিজ আলী, আলম আহমেদ, সোহেল রানা, সৈয়দ মমশাদ আহমেদ প্রমুখ।
    এ সময় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম এর পক্ষ থেকে সৌজন্য টি-শার্ট বিতরণ করেন মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে আগত সকল সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের উপস্থিতি সদস্যদেরকে।
    আনন্দ ভ্রমণ উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী, মধ্যাহ্নভোজ এবং রেফাল ড্র এর আয়োজন করা হয়।পরে আয়োজিত খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
  • শেরপুরে সাংবাদিক কারাগারে-মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

    শেরপুরে সাংবাদিক কারাগারে-মৌলভীবাজার বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

    মৌলভীবাজার প্রতিনিধি:
     শেরপুরের নকলায় দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার ঘটনায় তীব্র নিন্দা, উদ্বেগ ও  প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)মৌলভীবাজার শাখা ।
    শনিবার( ৯ মার্চ)  দুপুরে ফোরামের মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে স্থানীয় কোর্ট রোডে (প্রেসক্লাব পয়েন্ট) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এই উদ্বেগ জানিয়ে এবং অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নিঃশর্ত মুক্তি দাবী দাবী করা হয়।
    ফোরামের জেলা শাখার সভাপতি আবুজার বাবলার সভাপতিত্বে সভায় সাংবাদিক জিতু তালুকদার, শাহনেওয়াজ সুমন, এম এ কাইয়ুম সুলতান,এলিসন সুঙ, শফিকুর রহমান, রুহুল আমিন রণী, সুধাংশু শেখর হালদার, মাইকেল নংরুম, আলতাফুর রহমান, মামুনুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
    বক্তারা বলেন সরকারী কেনাকাটার তথ্য চেয়ে আবেদন করার অপরাধে শেরপুরের নকলা ইউএনওর নির্দেশে এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে যে প্রক্রিয়ায় কারাদণ্ড দিয়ে সাংবাদিক শফিউজ্জামান রানাকে কারাগারে পাঠানো হয়েছে তা গ্রহনযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন সাংবাদিককে বিরুদ্ধে এই দন্ড অবাধ তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করার পাশাপাশি কর্মক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করবে। যা সাংবাদিকদের কণ্ঠরোধ করার শামিল।
    সভায় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।