Tag: মৌলভীবাজার

  • মৌলভীবাজারে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন।

    মৌলভীবাজারে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর  দর্শন  সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে ।মৌলভীবাজার জেলা প্রশাসক  মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের  সংসদ সদস্য নেছার আহমদ ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান,আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার এর অধ্যক্ষ মোঃ দুলাল মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ রহিম উদ্দিন তালুকদার।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী  বেলাল তালুকদার, সৈয়দ সাইফুর রহমান, রিংকু চক্রবর্তী, বিধান চন্দ্র দাস, মাসুকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মৌলভীবাজার জেলা শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
  • মৌলভীবাজারে পর্যটকদের জন্য চালু হলো বাস সার্ভিস।

    মৌলভীবাজারে পর্যটকদের জন্য চালু হলো বাস সার্ভিস।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার হলো একটি ট্যুরিস্ট এরিয়া হিসাবে দেশ-বিদেশে পরিচিত। তাই মৌলভীবাজারে চালু হলো ট্যুরিস্ট বাস সেবা। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা কয়েকশ টাকা খরচ করে ঘুরতে পারবেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

    তিনি বলেন, বিশ্বে করোনার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ সময় পেলেই পরিবার নিয়ে অবসর কাটাতে চায়। সিলেট বিভাগের যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান। যারা এটি চালু করতে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহউর রহমান প্রমুখ।

    জানা যায়, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা-বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়াপল্লি, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কাবিলসহ দর্শনীয় স্থান।

    যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূর-দূরান্তের পর্যটকরা ২ থেকে ৪টি দর্শনীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন।

    আবার মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও খরচে এসব পর্যটনকেন্দ্র দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন মৌলভীবাজারে চালু করল ট্যুরিস্ট বাস। দুটি প্যাকেজে মিলবে টিকেট। এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে ফাতেমা এন্টারপ্রাইজ।

    প্যাকেজ এক এর মধ্যে রয়েছে, চা-বাগান গগণ টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর। প্যাকেজ এক এর যাত্রা শুরু স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গল। দুপুরের খাবারছাড়া টিকেট মূল্য জনপ্রতি ৩’শ টাকা। দুপুরের খাবারের জন্য একশ টাকা বাড়তি গুনতে হবে।

    দ্বিতীয় প্যাকেজের যাত্রা শুরু হবে বড়লেখা থেকে। এর মধ্যে রয়েছে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেইক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। দুপুরের খাবারসহ এই প্যাকেজের জনপ্রতি ভাড়া ৪’শ ৫০ টাকা। খাবার না খেলে ৩’শ ৫০ টাকায় টিকেট মিলবে।

    টিকেট পাওয়া যাবে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টারে। দুটি প্যাকেজেই ট্যুরিস্ট স্পটের প্রবেশমূল্য ফ্রি করা হয়েছে।

    জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা জানান ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯ টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।

  • রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত।

    রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরহী রাজ আহমেদ(২২) নামের এক কলেজ ছাত্র মারা গেছে। মোটরসাইকেলের চালক সাব্বির আহম্মেদ গুরুতর আহত হয়।

    মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে মৌলভীবাজার রাজনগর সড়কে কদমহাটা এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায় যে,রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেলের পিছনে থাকা রাজ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    এই বিষয়টি নিশ্চিত করেন  রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ।

  • জুড়ীর উপজেলায় ৫ ইউনিয়নে নৌকার মাঝী হলো যারা।

    জুড়ীর উপজেলায় ৫ ইউনিয়নে নৌকার মাঝী হলো যারা।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জুড়ী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    রোববার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তা চূড়ান্ত হয়। সভায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নসহ ১৪টি জেলায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

    উপজেলার জায়ফরনগর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল খালিক চৌধুরীর ছেলে জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদির, গোয়ালবাড়ী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এবং সাগরনাল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর।

    ঘোষিত তফসিল অনুযায়ী ২য় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

    এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • বড়লেখায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    বড়লেখায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায়  আমদানী নিষিদ্ধ ভারতীয় ২০ বোতন অফিসার চয়েসসহ শংকর চন্দ্র দাস  নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার ভোরে উপজেলার দাসের বাজার এলাকা থেকেএস,আই হযরত আলী,এ,এস,আই এরশাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে  মদসহ তাকে গ্রেফতার করাহয়।

    শংকর চন্দ্র দাস (৪৩) উপজেলার দাসের বাজার ইউনিয়নের লঘাটি গ্রামের মৃত নব কুমার দাসের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে, রবিবার ভোরে দাসের বাজার লঘাটি গ্রামে শংকর চন্দ্র দাসের বাড়ীতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২০ বোতল অফিসার চয়েসসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

    বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার মসদসহ একজন গ্রেফতারে বিষয় নিশ্চিত করে বলেন, শংকর চন্দ্র দাস এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে আরও মাদক আইনে মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করাহয়েছে।

  • মৌলভীবাজার জুড়ীতে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সের ভবন উদ্বোধন।

    মৌলভীবাজার জুড়ীতে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্সের ভবন উদ্বোধন।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলাতে শুভ উদ্বোধন হলো জুড়ী থানার আধুনিক কমপ্লেক্স ভবন।

    শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উম্মোচন মধ্যদিয়ে শুভ উদ্বোধনী করেন স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানা নবনির্মিত আধুনিক  কমপ্লেক্সে ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্যমণি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনে সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডি’আই’জি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজার জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। পরে থানা প্রাঙ্গনে একটি সুধী সমাবেশ  অনুষ্ঠিত হয়।

    বক্তব্য প্রধান অতিথি স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন,বিদেশে বসে যারা সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে, তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে।

    সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন, উপজেলার চেয়ারম্যান পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • কুলাউড়ায় খাস ভূমি প্রভাবশালীদের দখলে, দখলমুক্ত করে নির্মাণ হোক ভূমিহীনদের ঠিকানা।

    কুলাউড়ায় খাস ভূমি প্রভাবশালীদের দখলে, দখলমুক্ত করে নির্মাণ হোক ভূমিহীনদের ঠিকানা।

    মৌলভীবাজার  প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নস্থিত রঙ্গীরকুল গ্রামে ১৪.৭০ একর খাসজমিতে হতে পারে ভূমিহীনদের স্বপ্নের ঠিকানা। প্রভাবশালী অবৈধ দখলদারকে উচ্ছেদ করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প তৈরী করে গৃহহীন মানুষদের স্বপ্নের ঠিকানা বানাতে প্রশাসনের এগিয়ে আসা প্রয়োজন।উক্ত ভূমি এখন  কুলাউড়া জালালীয়া দাখিল মাদ্রাসার বিতর্কিত সুপার মাওঃ আব্দুস শহিদের গংদের  দখলে। স্থানীয়ভাবে প্রভাবশালী এবং অর্থ ও পেশীশক্তির বদৌলতে রঙ্গীরকুল গ্রামে এ দখলদারদের প্রায় একছত্র আধিপত্য। গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের প্রয়োজনে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম সরেজমিন উক্ত খাস ভূমি পরিদর্শনে গেলে এ দখলদারিত্বের বিষয়টি প্রকাশ পায়।

    খোজ নিয়ে জানা গেছে- রঙ্গীরকুল মৌজার ৫৭নং জেএলস্থিত ১নং এসএ খতিয়ানভূক্ত ১৬৩১নং দাগের ২২.৩০ একর ভূমির মধ্যে ৭.৬০ একর ভূমি ইজারা নেয় দিলদারপুর চা-বাগান। অবশিষ্ট ১৪.৭০ একর ভূমি পর্যায়ক্রমে একই গোত্রের ৪ প্রভাবশালী ব্যক্তি হোছন আলী, সফিক আলী, ছমর উদ্দিন ও কটু মিয়া দখল করে নেন।

    পরিচয়  গোপন রাখার শর্তে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে- হোছন আলীর পরিবারের ২ সদস্য সৌদিআরব প্রবাসী। সফিক আলীর পরিবারের সদস্য মাওঃ আব্দুস শহিদ কুলাউড়া জালালীয়া দাখিল মাদ্রাসার বিতর্কিত সুপার। ছমর উদ্দিনের পরিবারের ৪ সদস্য কাতার প্রবাসী ও কটু মিয়ার পরিবারের ১ সদস্য আমেরিকা প্রবাসী। এরা ছাড়া অন্যান্যরাও স্থানীয়ভাবে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বচ্ছল। মাওঃ আব্দুস শহিদ শিক্ষাদীক্ষা ও চাকুরীর সুবাদে উল্লিখিত ৪ পরিবারের মধ্যে সবচেয়ে অগ্রগামী এবং সবচেয়ে প্রভাবশালী হওয়ায় তার নেতৃত্বেই চলছে উক্ত ১৪.৭০ একর খাস ভূমির দখলদারিত্ব। তাদের দাবী- উক্ত ভূমি খাস ভূমি নয়, ক্রয়সূত্রে মালিকানাধীন ভূমি। এ ব্যাপারে ওই একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়- দখলদাররা যে ক্রয়দলিলের উল্লেখ করছে তা ভূয়া। কারণ, ওই দলিল সৃষ্টির বহু পূর্ব থেকেই উক্ত ভূমি খাস ভূমি হিসাবে রেকর্ডকৃত।

    ওই একাধিক সূত্র ছাড়াও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে- উপজেলার অন্য কোথাও একব্লকে এত বিশাল খাসভূমি আছে কি-না সন্দেহ। এখানে অনায়াসে ৬ থেকে সাড়ে ৬শ ভূমিহীন পরিবারকে ঠাই দেয়া যাবে। এলাকাসহ উপজেলায় বহু ভূমিহীন পরিবার রয়েছে। এখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হলে ভূমিহীন পরিবারগুলো উপকৃত হবে।তাই উক্ত খাস ভূমিতেই প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন হওয়া সবদিক থেকেই ভালো হবে বলে সুধীমহল মনে করে।

    এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান ভুমিটুকু পরিদর্শন করে এসেছি, স্থান চিহ্নিত হলে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।

    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ ‘মুক্ত সংবাদ চর্চায় অনলাইন হোক উন্মুক্ত মাধ্যমথ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অভিষেক ২ অক্টোবর শনিবার  অনুষ্ঠিত হয়েছে।

    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারথর শহীদ আইভী রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কবি মুহিত চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান টিপু,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সাংবাদিক শ.ই.সরকার জবলু,জেলা আওয়ামীলীগের সদস্য ও ব্যাংকার সজিব হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার,দৈনিক আজকের সংলাপথর সম্পাদক ও প্রকাশক সালাম মাহমুদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সৈয়দ সালাউদ্দিন ও বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার।

    প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান তার বক্তব্যে বিভিন্ন দিকনির্দেশনা উল্লেখ করে বলেন- জীবনে শিক্ষা ও অভিজ্ঞতার কোন বিকল্প নেই। তাই,সময় নিয়ে ধৈর্য্য সহকারে যাচাই-বাছাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন/প্রকাশ করবেন। তিনি আরো বলেন- সাহিত্য ও সাংবাদিকতার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। লিখায় যত মাধুর্য্য ফুটে উঠবে তার পাঠকপ্রিয়তাও তত বেশি হবে।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ছালেহ আহমদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমান, সহ-সভাপতি আবুজার রহমান বাবলা ও মামুনুর রহমান চৌধুরী মসু,সাংগঠনিক সম্পাদক নাজমুল বারী সোহেল,সহ-সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন,আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকেল আনসারী,সহ-অর্থ সম্পাদক আব্দুস শুকুর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদ,সহ-সমাজকল্যাণ সম্পাদক এলিসন সুঙ,কার্যকরী সদস্য পিন্টু দেবনাথ,মস্তফা উদ্দিন,সদস্য একে এম জাবের,জসীম উদ্দিন প্রমুখ।

    নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিশেষ অতিথি এডভোকেট মিজানুর রহমান টিপু।

    সবশেষে উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে অভিষেকের কেক কাটা ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

  • মৌলভীবাজার বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সিএনআর এর সুচনা প্রকল্প সহযোগীতায়  পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

    বুধবার (২৯ সেপ্টেম্বর)  উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা অবস্থিত সকল পুষ্টি সমন্বয় কমিটি এটে অংশ গ্রহণ করে।সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার আল আমিনের সঞ্চালনায় বড়লেখা  উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে সূচনা প্রকল্পের বড়লেখা ও জুড়ী উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুস সামাদ স্বাগত বক্তব্য মধ্যদিয়ে সভাটি আরম্ভ হয়।

    সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন,নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক প্রমুখ।বক্তারা মানবদেহে জন্যে বিশেষ করে মা ও শিশু পুষ্টি প্রয়োজনীয়তা বিষয়ে গুরুতপুর্ণ আলোকপাত করেন।

    সভায় আরও উপস্থিত ছিলেন  নুরমিশন বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সুজয় সরকার,  বড়লেখা শাখার আশা ব্যবস্থাপক প্রদীপ কুমার সিংহ, কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রতিনিধি মাইকেল নংরুম, আইপিডিএস প্রতিনিধি জসিন্তা সুমের, হীড বাংলাদেশ প্রতিনিধি আন্না পঃডুয়েং প্রমুখ।

     

  • মৌলভীবাজারে আদিবাসীদের শিক্ষা অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় সেমিনার।

    মৌলভীবাজারে আদিবাসীদের শিক্ষা অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় সেমিনার।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জে বেসরকারি সংস্থা প্রচেষ্টা  কতৃর্ক আয়োজনে আদিবাসী /ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার অগ্রগতি,চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ের উপর কমলগঞ্জ উপজেলা মিলনায়তনে ২৬ সেপ্টেম্বর রোববার  বিশেষ একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

    প্রচেষ্টা কর্মকর্তা ওয়াব আহমদ সঞ্চালনায় ও কমলগঞ্জ উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দান করেন প্রচেষ্টা সংস্থা নির্বাহী পরিচালক আলী নবী খান,রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বদরুল,কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী,শিক্ষা অফিসার সামসু নাহার পারভিন, কমলগঞ্জ উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিরঞ্জন দেব, আরও উপস্থিত ছিলেন  মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দা দাশসহ সংবাদকর্মী  ও বিভিন্ন আদিবাসী নেতৃবৃন্দ।

    আজকের সন্মেলনের বিষয়বস্তু উপর আলোচনায় আলোকপাত করেন গণসাক্ষরতা অভিযান উপ-পরিচালক কে এম এনামুল হক।তিনি বলেন  সিলেট বিভাগে আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে।তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনচর্চা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বতন্ত্র ধারায় প্রবাহিত হচ্ছে। এসব জনগোষ্ঠীদের মধ্যে ধর্ম, সংস্কৃতি ও ভাষাগত ভিন্নতা সত্তেও একটি  সামাজিক, সাংস্কৃতিক ও আন্তঃগোষ্ঠীয় গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে।বৃহত্তর সিলেটের জনগোষ্ঠী শত শত বছর ধরে যে কৃষ্টি ও সংস্কৃতি লালন করে আসছে তা বাংলা ভাষা শাণিত করেছে। তারা যুগযুগ ধরে প্রতিবেশ হিসাবে বৃহত্তর জনগোষ্ঠী সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনে

    সব সময় আবদ্ধ। মাতৃভাষা ভিক্তিক বহুভাষিক শিক্ষা অন্তর্ভুক্তিমুলক শিক্ষা অর্জনের পথে বিশেষ অবদান রেখে চলছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সরাসরি তত্ত্বাবধানে কয়েকটি আদিবাসী ভাষা প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন উদ্যোগ হাতে নিয়েছে।বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা মাতৃভাষা ভিক্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রম আদিবাসী শিশুদের শিক্ষাকে মূলধারায়নে বিশেষ অবদান রাখছে।

    তবে নানা জটিলতার কারণে সেই কার্যক্রম খুব ধীরগতিতে বাস্তবায়িত হচ্ছে। তারপর মুক্ত আলোচনা মধ্যদিয়ে আদিবাসীদের শিক্ষা  ওয়ার্কশপ কার্যক্রমটি শেষ হয়।