Tag: মৌলভীবাজার

  • মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল আয়োজক কমিটির সংবাদ সম্মেলন।

    মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কার্নিভাল আয়োজক কমিটির সংবাদ সম্মেলন।

    মৌলভীবাজার  প্রতিনিধি :মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল- ২০২২ । সেই আয়োজন টি বাস্তবায়নের লক্ষ্যে কার্নিভাল আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন ।
    শুক্রবার (১৭ ডিসেম্বর) বিদ্যালয়ের হলরুমে আয়োজক কমিটির সভাপতি নিশাত জাহান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুষ্মিতা দেব পূজা’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংবাদ সম্মেলনের শুরু হয় । এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছালেহ আহমদ সেলিম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা ও নুসরাত জাহানসহ  আরো অনেকেই ।
    এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সংবাদকর্মী এবং আয়োজক কমিটির তানজিলা আক্তার রেশমী, আতিকা সাহেদা, নাইমা বেগম, তাবিবা রহমান, পরমা দেব পূজা, সূচনা দেব, মুনতাহা সরকার, ঐন্দ্রিলা চাকলাদার, সৈয়দা শায়লা নওরীন, আয়েশা ইসলাম, সাদাফ মাইশা, হিয়া সেনগুপ্তা, জান্নাতুল শারমিন নিছা, সৃষ্টি দত্ত, সুরাইয়া আক্তার, নন্দিতা পাল, আমেনা খানম, পাপিয়া সুত্রধর, ঐশী রায়, প্রান্তীয়া দেব প্রাপ্তি, সাদিয়া নূরসহ বিদ্যালয় ছাত্রীবৃন্দ ।।
    সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ ই ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজনটি উদযাপিত হবে । প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা  পর্যন্ত নিবন্ধন এর পাশাপাশি বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমেও নিবন্ধন চলমান রয়েছে । স্বাস্থ্যবিধি মেনে আয়োজনটি পরিচালিত হবে এবং সংসদ সদস্য নেছার আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে । অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য প্রদান, রাফেল ড্র, স্মৃতিচারণ, ফটোশুট, বিদ্যালয় ছাত্রী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সংগীত, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ফানুস ও আতশবাজি প্রদর্শনের মধ্য দিয়ে আয়োজন সফল করার আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটির সদস্যরা ।
    উল্লেখ্য এই আয়োজন টি ২০২০ সালের ১৯মে হওয়ার কথা ছিল কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি ।
  • মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার ও সন্মাননা।

    মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার ও সন্মাননা।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার মহিলা ও শিশুবিষয়ক সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

    “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে  পাঁচ জন সফল নারীকে জয়িতা পুরস্কার ও  সম্মাননা    দেওয়া হয়।
     বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ জয়িতার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

    পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যের উন্নয়নের জন্য মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য বড়লেখার ৫নং পুঞ্জির মাগ্রেট সুমের, সফল জননী হিসেবে রাজনগরের প্রজাপতি দাশ, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য কমলগঞ্জের শাহেনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য সাফল্যের জন্য বড়লেখার রোকসানা বেগম।
    অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান বাঁধন,  মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সাহেলা আক্তার প্রমুখ।

  • মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা। 

    মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা। 

    মৌলভীবাজার  প্রতিনিধিঃ মৌলভীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এবং র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় ০৫ ডিসেম্বর (রবিবার) মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট রোড, সেন্ট্রাল রোড, এম সাইফুর রহমান রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতাম‚লক কার্যক্রম পরিচালনা করা হয়।
    এই অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করা, বিশুদ্ধ পানি সরবরাহ না করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা মাছ মাংস সহ খাদ্য পণ্য সংগ্রহ করা, রান্নাঘর স্যাঁতস্যাঁতে থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট রোডে অবস্থিত মামার বাড়ি রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা, এম সাইফুর রহমান রোডে অবস্থিত ভাই ভাই সুইটস এন্ড বিরিয়ানী হাউজকে ৫ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত পারুল মেডিকেল ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

    এই অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এমন সময় জাতীয় ভোক্তা অধিক সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য ম‚ল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

  • মৌলভীবাজার কমলগঞ্জে ঐতিহ্যগত খাসিয়াদের বর্ষ বিদায় উৎসব পালন।

    মৌলভীবাজার কমলগঞ্জে ঐতিহ্যগত খাসিয়াদের বর্ষ বিদায় উৎসব পালন।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষরা বর্ষ বিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয় এবং খাসি সম্প্রদায়ের পুঞ্জিকা হিসেবে আগামীকাল ২৪ নভেম্বর  নতুন বর্ষবরণ উৎসব ‘স্নেম থাম্মাই’ পালন করা হবে। এই উৎসব ঘিরে সিলেট বিভাগের অধীনে সকল  খাসিয়া পুঞ্জি থেকে প্রায় এক হাজার খানিক  নারী-পুরুষ-শিশু মিলিত হন কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জি মাঠে। এই বর্ষ বিদায় উৎসব ১২৩তম বছর পালন করছে তারা।

    বর্ষ বিদায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ।মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ-সভাপতি জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলাহ পঃত্মী সঞ্চালনায় এসময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কথা সাহিত্যিক সাংবাদিক আকমল হোসেন নিপু, চা শ্রমিক নেতা পরিমল ব্যারাইক, কবি সনাতন হামমোম। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াংসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির হেডম্যানবৃন্দ।

    উৎসবে খাসিদের নিত্যপণ্য ও খাদ্যসামগ্রীর অর্ধশতাধিক স্টল সাজিয়ে বসেন উদ্যেক্তারা। এসব স্টলে খাসিদের পোষাক, বিভিন্ন জাতের ফলমূল, জুমচাষের উপকরণ ও খাদ্যসামগ্রী বিক্রি করা হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো খাসি নৃত্য, তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠা, পানগুছি খেলা, গুলতি দিয়ে ঢিল ছোড়া, তীরধনুক ছোড়া ও মাছধরা।
     উৎসব আয়োজক কমিটি জানায়, মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড়ী অঞ্চলে প্রায় ৩০ হাজারের অধিক খাসি সম্প্রদায়ের মানুষের বসবাস। তাদের নিজস্ব বর্ণিল ঐতিহ্যকে প্রজম্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতেই তাদের এ আয়োজন।
    মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াং ও লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলাহ পত্মী বলেন, ‘ব্রিটিশ আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর তারিখে খাসি বর্ষ বিদায় ‘খাসি সেং কুটস্নেম’ পালন করা হয়।
    আগামীকাল ২৪ নভেম্বর থেকে শুরু হবে খাসি বর্ষবরণ (স্নেম থাম্মাই)। কমলগঞ্জের মাগুরছড়ায় ২০১২ সাল থেকে খাসি সোশ্যাল কাউন্সিল এর উদ্যোগে খাসি বর্ষবিদায় অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং গতবছর কোভিড-১৯ কারণে এই বর্ষ বিদায় অনুষ্ঠান করতে পারিনি।এই বছর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কারণে এই বর্ষ বিদায় ও বর্ষ বরণ অনুষ্ঠান করা সম্ভব হয়েছে।
  • কুলাউড়ায় ঝুলান্ত যুবকের লাশ উদ্ধার।

    কুলাউড়ায় ঝুলান্ত যুবকের লাশ উদ্ধার।

    শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সুমন বিশ্বাস(৩৫)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার ১৭ নভেম্বর সকালে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের মিটুপুর গ্রামের একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্হায় তার লাশ উদ্ধার করা হয়।তিনি একই ইউনিয়নের বেগমানপুর গ্রামের নিলাময় বিশ্বাসের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিনয় ভূষণ রায় আমারজমিনকে জানান পারিবারিক কলহের কারনে সুমন আত্নহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত কারন জানা যাবে।

  • মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত।

    মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত।

    মৌলভীবাজার  প্রতিনিধি: ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে ও সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় মৌলভীবাজারে অধীনে সকল কমিনিউটি ক্লিনিকগুলোর বাস্তবতা বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন করনীয় লক্ষে একটি শীর্ষক পলিসি সংলাপ অনুষ্ঠিত হয়।
    সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক হল রুমে  অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা এর সভাপতিত্বে
    মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো: নজরুল ইসলাম মুহিব এর স্বাগতিক বক্তব্য মধ্যদিয়ে প্রধান অতিথি হয়ে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন  মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব  সুলতান আহমদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহবুবা সুলতানা আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবিদা বেগম।
    এছাড়াও উপস্থিত ছিলেন প্লাটফর্ম ফর ডায়লগ এর কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া ও আকলিমা চৌধুরী,  সদস্য এহসানা চৌধুরী চায়না প্রমুখ। জেলা পলিসি ফোরাম মৌলভীবাজার এর আমন্ত্রণে উক্ত পলিসি ডায়লগে জেলার বিভিন্ন সংবাদকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সমাজকর্মী সহ, ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত ছিলেন ।
    এ সময় মৌলভীবাজার জেলার কমিউনিটি ক্লিনিকগুলোর বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন নিয়ে ‘পজিশন পেপার’ উপস্থাপন করেন লেখক ও গবেষক আহমেদ সিরাজ প্রমুখ।
  • মৌলভীবাজারে প্রাকৃতিক পরিবেশে উদযাপনে ঐতিহ্যগত গারো সম্প্রদায়ের ওয়ানগালা।

    মৌলভীবাজারে প্রাকৃতিক পরিবেশে উদযাপনে ঐতিহ্যগত গারো সম্প্রদায়ের ওয়ানগালা।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলা অধীনে ফুলছড়ি গারো পাড়ায় বর্ণাঢ্য আয়োজনে আদিবাসী গারো সম্প্রদায়ে দু”দিন ব্যাপী উদযাপন করল ঐতিহ্যগত ওয়ানগালা উৎসব। এই উৎসব ঘিরে  সিলেট বিভাগের সকল গারো পাড়ায় এক মাস আগে খুশীর আমেজ বইছে এবং চলছে বিভিন্ন রকমের সামাজিক প্রস্তুতি।প্রায় এক হাজার বেশী নারী -পুরুষ,  কিশোর কিশোরী, যুবক-যুবতী ও শিশুসহ মিলনমেলায় পরিণত করে সমবেত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য  ঘেরা এই ফুলছড়ি মাঠে

    গারোদের বিশ্বাস ‘মিসি সালজং’বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয় এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি সব পরিবারের ভালবাসা, আনন্দ এবং মঙ্গল কামনা করে  ওয়ানগালা (নবান্ন) উৎসব পালন করেছে গারো সম্প্রদায়।

    সিলেট বিভাগের গারো সম্প্রদায়ের সংগঠন “শ্রীচক নকমা এসোসিয়েশন” আয়োজনে রবিবার (১৪ নভেম্বর)  সকাল ১১টায়  ওয়ানগালা উৎসবের মূলপর্বের প্রধান খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়।

    ওয়ানগালা খামাল(পুরোহিত )হয়ে খ্রিষ্টযাগ অর্পণ করেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের  বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ,  ফাদার ওয়াল্টার রোজারিও ,নটরডেম স্কুল এন্ড কলেজ ভাইসপ্রিন্সপাল ফাদার মৃণাল ম্রং সিএসসি  ও ওয়ানগালা  সার্বিক পরিচালনা করেন খামাল জনসন মৃ প্রমুখ। গারো সম্প্রদায়ের তের গোত্রের প্রতিনিধিরা উপস্থিত থেকে  নতুন ফসলের খাদ্য-শস্য ও চু বিচ্চি(পানীয়) বিভিন্ন উপহার তাদের প্রভুকে উৎসর্গ করেন।

    আশীষ দিও ও সামুয়েল হাজং এর সঞ্চালনায় সিলেট ক্যাথলিক ডাইয়োসিসের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের সভাপতিত্বে শুরু হয়ছে ঐতিহ্যগত গারো সংস্কৃতি  মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ঐতিহ্যগত গারো সংস্কৃতিতে এক যাক যুবক-যুবতি নাচে গানে তালে তাল মিলিয়ে  বরণমালা নিয়ে কুতুব  পড়িয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদেরকে। ঐতিহ্যগত গারো সম্প্রদায়ের ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর আহসান নাহিদ,বিশেষ অতিথি  শ্রীমঙ্গল উপজেলা ইউএনও নজরুল ইসলাম, শ্রীমঙ্গল নব উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশামীম অর রশিদ তালুকদার, কালাপুর ইউনিয়নে চেয়ারম্যান মজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের  ভাইসপ্রিন্সিপাল ফাদার মৃণাল ম্রং সিএসসি,  কারিতাস আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা,ডিসটন ডিভিশন ডিপুটি ম্যানেজার  হুমায়ন কবির মজুমদার,মাজদিহি চা বাগানের ম্যানেজার  শ্রীমান কান্তি বড়ুয়া, আইএলও প্রোগ্রাম সমন্বয়কারী আলেক্স চিছাম, কালাপুর ইউনিয়নের মেম্বার অমরৃত সিংছত্রী  ও বিভিন্ন সংবাদকর্মীবৃন্দ।

    আয়োজক কমিটি সভাপতি ক্ষিতিশ আরেং বলেন, ওয়ানগালা হলো নবান্ন উৎসব এই ওয়ানগালা উত্তর-পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য, ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ এবং অন্যান্য অঞ্চলে বসবাসকারী গারোদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এটি ওয়ান্না ও একশ ঢোলের উৎসব নামেও পরিচিত। সাধারণত দুইদিন ধরে উৎসব চলে।উৎসবের প্রথম দিনে গোত্রপ্রধানের ঘরে রাগুলা নামের অনুষ্ঠান পালিত হয় ও উৎসবের দ্বিতীয় দিনে কাক্কাত অনুষ্ঠানটি হয়ে থাকে। এই দিনে গারো সম্প্রদায়েরা রঙ-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা  ঢোলের বাজনা  তালে তালে নাচে গানে আনন্দে  সারা গারো পাহাড় ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে। পুরুষ ও নারীরা দুইটি আলাদা সারি গঠন করে, নাচের তালে তালে এগিয়ে যান।  মহিষের শিং দিয়ে বানানো এক ধরনের আদিম বাঁশির বাজানো সুরে সুরে চলতে থাকে এই ওয়ানগালা উৎসব । প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে এই উৎসব পালন করা হয়।

    ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। গারোদের বিশ্বাস এই “মিসি সালজং বা মিদ্দি সালজং”শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয়। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে ওয়াগালা( নবান্ন) উৎসব প্রতি বছর করে থাকেন।

    বর্তমানে  কালের বিবর্তনে উৎসবটি সাংসারেকসহ গারো খ্রীষ্টিয়ানরাও  কৃষ্টি-সংস্কৃতি  পালন করছে।

  • মৌলভীবাজারে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

    মৌলভীবাজারে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তৃণমূল থেকে তুলে আনার উদ্দেশ্যে জেলা সদরের ১২ ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ দল নিয়ে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি)  ক্রিকেট টুর্নামেন্টের শুরু করেছে।

    তৃণমূল ক্রিকেট উন্নয়নে এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে প্রথমবারের মতো শুরু হলো ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’’।
    ১৩ নভেম্বর (শনিবার) সকালে স্থানীয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অরম্বরপূর্ণ পরিবেশে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের। লীগ পদ্ধতিতে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমসিডিসি সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ‌মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল খায়ের মো. ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, কোয়াব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক খয়রুজ্জামান শ্যামল, জেলা ক্রিকেট কোচ (বিসিবি) রাসেল আহমদ,টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-বুসাইরি পারফিউম এর সত্ত্বাধিকারী আসাদ সামাদসহ ক্রীড়ানুরাগী ও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

    উক্ত ‘‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১’’ এর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি)র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব ও জসিম আহমদ।

    এছাড়াও মাসব্যাপী এ খেলা উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক রেজওয়ান মজুমদার রুমান ও সদস্য সচিব শাহ নেওয়াজ বিল্লাহ।
  • মৌলভীবাজার শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাবেক এমপি আহাদ মিয়ার আর নেই।

    মৌলভীবাজার শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাবেক এমপি আহাদ মিয়ার আর নেই।

    মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি, সাবেক শ্রীমঙ্গল পৌর মেয়র, শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকা নিবাসী মো. আহাদ মিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

    মরহুম আহাদ মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ঢাকার বিআরবি সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
    প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে মৌলভীবাজার জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
  • মৌলভীবাজারে এজহারভুক্ত দুই আসামি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত। 

    মৌলভীবাজারে এজহারভুক্ত দুই আসামি র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত। 

    মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এজাহার ভুক্ত আসামী তোফায়েল আহমদ ও শহীদ মিয়া। দুই ব্যক্তিরা হলেন  কমলগঞ্জের আলোচিত নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
    তোফায়েল ও শহিদের পরিবার তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
    রোববার (৭ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
    র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান,  রোববার (৭ নভেম্বর) ভোররাতে  শ্রীমঙ্গল মাইজদিহি পাহাড়ি এলাকায় টহল কালে র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। তারপর র‍্যাবের পক্ষ থেকে পালটা গুলি ছোঁড়া হয় ও এসময় র‍্যাবের ৩ সদস্য আহত হন।
    র‍্যাব জানায়, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‍্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, দায়িত্বরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে।
    উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে  ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় নাজমুল হাসানের মৃত্যু হয়। মৃত্যুর সংবাদের পর থেকেই ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসানের বাসার সম্মুখে তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭ টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
    নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
    রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আজির উদ্দীন বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
    গুরুতর আহতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় তোফায়েল, রাসেল, মাসুদ, তফজ্জুল নামের চার জনকে চিনতে পেরেছেন এবং অন্যদের চিনতে পারেননি বলে জানান।