Tag: মামলা

  • বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামি আটক।

    বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামি আটক।

    সিরাজগঞ্জের বেলকুচিতে গনধর্ষন মামলার ৩ আসামিকে আটক করেছে পুলিশ।১৮ (আগস্ট) বুধবার রাতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেলকুচি থানা পুলিশ শাহজাদপুরের চর নরিনা এলাকা হতে ওই ৩ জনকে আটক করেন।

    আটককৃতরা হলেন, শাহজাদপুরের চর নরিনা গ্রামের মুবারক সরকার ছেলে ফারুক আহমেদ (২৯),জহুরুল প্রামানিকে ছেলে শাহদাত হোসাইন (২৮), ও বেলায়েত প্রামানিকের ছেলে বরাত আলী ওরফে বাবু(২৮)।

    বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত)নুরে আলম এ তথ্য নিশ্চিত করে জানান গত ১৩ আগস্ট বেলকুচি পৌরসভার কামারপাড়া মহল্লার ভারাটিয়ে ও পূর্বাণী ফ্যাসনের কর্মরত এক নারী কর্মীকে প্রেমের ফাদে ফেলে বিশাল নামে এক যুবক উল্লাপাড়া নিয়ে যায়। সেখানে চলনবিলে নৌকা যোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পরে সন্ধারাতে ঐ মেয়েকে পালাক্রমে বিশাল ও তার বন্ধুরা এবং আরো দুইজন মিলে ধর্ষন করে।রাত ভর মেয়েটিকে ধার্ষণের পরের দিন অর্থাৎ ১৪ আগস্ট সকালে নৌকা যোগে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয়।পারে মেয়েটি স্থানীয়দের সহযোগীতায় বেলকুচিতে হাসপাতালে ভর্তী হয়। পরে ঐদিন রাতেই মেয়েটি বেলকুচি থানায় লিখিত অভিযোগ দেন।

    মেয়েটির অভিযোগের ভিত্তিতে এই তিন যুবককে আটক করা হয়। আটককৃত আসামিরা সীকারোক্তি মূলক জবানবন্ধি দিয়েছে। আজ বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • তানোরে পরকীয়া সন্দহে প্রবাসীর স্ত্রীকে ঘর বন্দী-থানায় মানহানীর মামলা

    তানোরে পরকীয়া সন্দহে প্রবাসীর স্ত্রীকে ঘর বন্দী-থানায় মানহানীর মামলা

    রাজশাহীর তানোরে পরকীয়া সন্দেহে প্রবাসীর স্ত্রীকে ঘর বন্দি করে গ্রামবাসী,এমন অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে । গত শনিবার বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ঘটে ঘটনাটি।

    এঘটনায় প্রবাসীর স্ত্রীর সম্মান ক্ষুন্ন হয়েছে বলে ওই গ্রামের আফসার আলীকে প্রধান করে একাধিক ব্যক্তির নামে ঘটনার রাতে থানায় নিজে বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে ঘরবন্দি থাকা অবস্থায় সালিস বিচারের মাধ্যমে প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করেন ইউপি সদস্য যুবলীগ নেতা তোফায়েল। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, চলতি মাসের ৭আগস্ট শনিবার বিকেলের দিকে উপজেলার কামারগাঁ ইউপির সরদারপাড়াগ্রামের প্রবাসীর স্ত্রী পার্শেই আব্দুল্লাহপুর গ্রামের মুক্তারের বাড়িতে ধান নিতে আসেন।এসময় বৃষ্টি শুরু হলে আর ওই বাড়িতে কেউ না থাকায় গ্রামবাসীর সন্দেহ হলে দরজা আটকিয়ে দেন। এখবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামবাসী উভয়ের বিচারের দাবি করেন। কিন্তু ওই সময় ওই ওয়ার্ডের মেম্বার ইউপি যুবলীগ নেতা তোফায়েল এসে দরজা খুলে মহিলাকে বের করে দেন।

    মেম্বার জানান মুক্তার ওই মহিলার বাড়িতে কাজ করে। তাকে ফাসানোর জন্যই এমন কাজ করা হয়েছে। এসব নিয়ে খবর প্রকাশ করার দরকার নেই।

    প্রবাসীর স্ত্রী জানান গত বোরো মৌসুমে টেন্ডারের তিন বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছিল আব্দুল্লাহপুর গ্রামের ফরিদসহ বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিরা। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও বিচার করেন মেম্বার তোফায়েল । বিচারে মাত্র ১৩ হাজার টাকা জরিমানা করে অভিযোগ উত্তোলনের নামে তিন হাজার টাকা কেটে নেই। এরই জেরধরে এমন কল্প কাহিনীর গুজবে বাড়িতে আটকিয়ে রেখেছিল।আমি ওই রাতেই থানা লিখিত অভিযোগ দিয়েছি।

    গ্রামবাসী জানায়, পরকীয়া না থাকলে এক গ্রাম থেকে আরেক গ্রামে মহিলা কেন মুক্তারের বাড়িতে আসবে। যদি ধান নিতেই আসত তাহলে তাঁর ছেলে কিংবা মুক্তারকেই বললেই হত। কারন মুক্তার তাঁর বাড়িতে নিয়োমিত কাজ করেন। এখন আমাদেরকে ফাসাতে উল্টো থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

    তানোর থানার উপ-পরিদর্শক ও অভিযগের তদন্তকারী কর্মকর্তা সেকেন্দার আলী জানান আমি কয়েকদিন ধরে ব্যস্ত আছি, আজো কোর্টে যাচ্ছি, অভিযোগ খতিয়ে দেখা হবে।

  • লক্ষ্মীপুরে এডিবি’র বরাদ্ধে নিয়ে দীঘির বালু লুট বাজার সেট নির্মান বন্ধে মামলা।

    লক্ষ্মীপুরে এডিবি’র বরাদ্ধে নিয়ে দীঘির বালু লুট বাজার সেট নির্মান বন্ধে মামলা।

    লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে বকুলতলা বাজার সেট নির্মান করতে এডিবি তিন লক্ষ টাকা বরাদ্ধ নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা ব্যক্তি মালিকানা দীঘির বালু লুট করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগি আলমগীর হোসেন স্থানীয় ভাবে কোন প্রতিকার না পেয়ে লক্ষীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( রামগঞ্জ) আদালতে মিছ মামলা দায়ের করেছে।

    মামলার এজাহার সুত্রে জানায়,উপজেলার ৫২ নং চন্ডিপুর মৌজার আর.এস ৩০৯১ ও ১০০০নং খতিয়ান এবং ৯৫৬ দলিল মুলে ব্যক্তি মালিকানা দীঘির ১.৫৪ একর ভুমির মালিক আলমগীর হোসেন গং। স্থানীয় প্রভাবশালী মহল দীঘ্র কয়েক মাস যাবত দীঘির বালু লুট করার পায়তানা করে। মামলার বাদি আলমগীর হোসেন বলেন,অধিকাংশ মালিকদের ম্যানেজ করতে না পেয়ে প্রবাসী জাকির হোসেন ও তার ভাই মনির হোসেনকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে ড্রেজিং মেশিন দিয়ে কয়েক দিন যাবত রাত-দিন বালু উত্তোলন করে।

    এতে বাধা দিলে প্রাননাশের হুমকি-ধমকি প্রদান করে প্রভাবশালী মহল। বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেছি। এব্যাপারে অভিযুক্ত প্রবাসী জাকির হোসেনের স্ত্রী জাহানারা বেগম বলেন,আমার স্বামী বিদেশ রয়েছে। স্থানীয় ফয়েজ ও ফারুক সহ কয়েকজন ব্যক্তি বকুলতলা বাজারে সেট নিমার্নের উদ্যোগ নেয়।

    গ্রামে ভালো মানের কোন বাজার না থাকায় আমার স্বামীর নামে লিজ থাকায় সম্পত্তি ও দীঘির বালু উত্তোলন করতে দেয়। চন্ডিপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা হারুনুর রশিদ এসে বালু উত্তোলন বন্ধ রাখতে জানিয়ে গেছে।

    স্থানীয় ফয়েজ আহমেদ বলেন,বাজার সেট নির্মান কিংবা বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। চন্ডিপুর ইউনিয়ন ভুমি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন,দীঘির পাড়ে বসবাড়ি এবং সরকারী পাকা সড়ক রয়েছে। ড্রেজিং দিয়ে বালু উত্তোলনে সড়ক ক্ষতি হতে পারে।

    তাছাড়া বালু উত্তোলন সংক্রান্ত আদালতে মামলা দায়ের হয়েছে। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া বলেন,বকুলতলা বাজারে সেট নির্মানে উপজেলা পরিষদ থেকে এডিবি ২০২০-২১ অর্থ বছরে তিন লক্ষ টাকা বরাদ্ধ হয়েছে।

    বাজার কমিটি সম্পত্তি দিলে সেট নির্মান হবে। দীঘির বালু উত্তোলন কে বা কারা করছে তা জানি না।

  • চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামল।

    চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু, চেয়ারম্যানকে জড়িয়ে হত্যা মামল।

    চুরি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনিতে আহত চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে আবদুস শহীদ নামের একজনের মৃত্যুকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরের চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালকে জড়িয়ে মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা গেছে।

    ঘটনার বিবরণে জানা গেছে, ১৪ জুন সোমবার রমনী মোহন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল হক লাড়ির ঘরে চুরির সময় একই এলাকার আব্দুস শহীদকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।

    খবর পেয়ে আবদুস শহীদের স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্মরত চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুস শহীদের মৃত্যু হয়।

    এ ঘটনায় আবদুস শহীদের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এতে চর রমণীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল ও তার ছেলে আবু সুফিয়ানকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন যে, চেয়ারম্যানের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘায়েল করার জন্য একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে নানাভাবে হেস্তনেস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে। এই হত্যা মামলায় তাকে জড়িয়ে সেটি প্রমাণ করছে তারা।

    এ বিষয়ে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এইচ এম কামরুজ্জামান বলেন -‘ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’