হবিগঞ্জের মাধবপুরে টানা চতুর্থবারের বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস তুলে দিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
Tag: মাধবপুর
-
মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।
মাধবপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত।
আজ রবিবার (০৬ মার্চ) সকালে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সবার উপস্থিতিতে এই সম্মাননা স্মারক ক্রেসটি গ্রহন করেন ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। মাধবপুর থানায় যোগদান করার পর থেকে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সন্ত্রাস দমন, মাদক উদ্ধার, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং সহ মাধবপুর থানার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।রবিবারে হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালযে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় তিনি জানান,পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২২এর বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়।এ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমার পরিচালনায় আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সিঃ অফিসারবৃদ্ধ উপজেলার বিভিন্ন থানা হতে আসা পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন প্রমূখ। -
মাধবপুরে ১০’জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।
মাধবপুরে ১০’জন ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলার বিভিন্ন এলাকায় হতে গতকাল রাতে ওয়ারেন্ট ভুক্ত ১০জন পলাতক আসামী ও নিয়মিত মামলার একজনসহ মোট ১১ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো ১.মোঃ নূর আলী(৪৬),২.কবির মিয়া(২৪), ৩.আল-আমিন(২৭),৪.আমির আলী(৪১), ৫.সোহরাব(৫২),৬.মনা মিয়া(৩৫),৬.নূর মিয়া(২৯),৭.মিজান মিয়া(৩৪),৮.ফরিদ মিয়া(৫১), ৯.হুমায়ুন মিয়া(৩৫),১০.আক্তার মিয়া(২২),১১.পারভিন আক্তার(২৪) উল্লেখীত আসামিগণ মাধবপুর উপজেলার স্থানীয় বাসিন্দা।এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক জানান শনিবার (৫’মার্চ) দুপুরে গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। -
মাধবপুরে ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মাধবপুরে ফেনসিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সিএনজি বাস স্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ওই তিন মাদক পাচারকীদের তল্লাশি করে ৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক অনেক চন্দ্র রায় ও উপ-পরিদর্এশক এনামুলের নেতৃত্বে ইং ০২/৩/২০২২ তাং বিকেল ১৫.৩০ ঘটিকার সময় মাধবপুর পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকা হইতে তিন জন নারী মাদক ব্যবসায়ীর ৯২ বোতল ফেনসিডিল বিশেষ কৌশলে শরীরের সঙ্গে কসট্যাপ দিয়ে লাগানো এবং বোরকা পরিহিত অবস্থায় পেয়ে উদ্ধার করেন পুলিশ।উল্লেখিত বিষয় সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক তিনি বলেন নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অদ্য আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। -
মাধবপুরে চার জুয়াড়ি গ্রেফতার।
মাধবপুরে চার জুয়াড়ি গ্রেফতার।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে মহাসড়কের পশ্চিম পাশে ফসলি জমির পাশে থেকে চার জুয়াড়িকে মাধবপুর থানার পুলিশের একটি টিম তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস আই রাজিব কুমার রায়রে সঙ্গীয় ফোর্স নিয়ে ০৭ নং জগদীশপুর ইউনিয়নের বেলঘর ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্ব জালাল মিয়ার বর্গাকৃত ফসলি জমির উপর অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলার নগদ ৩’হাজার ৬শ ৪০ টাকা, ১০৪ টি তাস ও ০৪ টি মোবাইল ফোন উদ্ধার” সহ ০৪ জন জুয়ারীকে গ্রেফতার করা হয় ।উক্ত বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক তিনি জানান নিয়মিত মামলা রুজু করা হয়েছে।অদ্য আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। -
মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।
মাধবপুরে ভাতার কার্যক্রমে গতিশীল আয়নে মতবিনিময় সভা শেষে অর্থ বিতরণ।
হবিগঞ্জের মাধবপুর সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০২মার্চ) দুপুর ০২ ঘটিকার সময় উপজেলা হলরুমে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা সমাসেবা কার্যালয় হতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে অর্থ বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান (আতিক)।সহজীকরণ ও গতিশীলতা আনয়নের লক্ষে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন আলাউদ্দিন, মাসুদ খান, মাহবুর রহমান, মীর খুশিদ, মিজানুর রহমানসহ অন্যনরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর হবিগঞ্জ ডিসট্রিক্ট ম্যানেজার এমদাদ হোসেন প্রদানীয়া,ইউডিসি,মাইক্রোমার্চেন্ট,ইউনিয়ন সমাজকর্মি ও ব্যাংক এশিয়ার প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। -
মাধবপুরে ২০ হাজার ১’শ ৩৬ জন মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ প্রদান।
মাধবপুরে ২০হাজার ১’শ ৩৬ জন মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ প্রদান।
হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় শনিবারে ২০হাজার এক শত ৩৬ জন মানুষকে করোনার গণটিকা প্রথম ডোজ দেওয়ার হয়েছে। টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৩টি বুথে টিকা দেওয়ার এ কার্যক্রম শুরু হয়েছে।
জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকলেও শনিবারে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নেওয়া দেওয়া হয়েছে। মাধবপুর উপজেলায় করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন কিছুদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন পাশাপাশি আজকে বেশ কিছু কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়নে পরিদর্শন করেন।মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন জানান, দেশে করোনার গণটিকাদান শুরু হয় গত বছরের ৭ ফেব্রুয়ারি। এরপর থেকে আজকে পর্যন্ত মাধবপুরে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ২ লক্ষ ৫৬ হাজার ১৬৭জন মানুষ। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ১১৫ জন মানুষ, বোস্টার ডোজ টিকা পেয়েছেন ৫ হাজার ৩ শত ১২ জন মানুষ।আজকের গণটিকা কার্যক্রম সম্পন্ন করার জন্য সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রায় ৮০ জনবল মাঠে কাজ করে যাচ্ছে, আজ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৯ হাজার ৯ শত মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি থাকলেও ব্যাপক আগ্রহ থাকায় ২০হাজার ১৩৬ জন বিভিন্ন শ্রেণি পেশা এবং বয়সের মানুষ টিকা নিয়েছেন। আজকে পরও সরকারি নির্দেশনা মোতাবেক টিকাদান কার্যক্রম চলবে আরো ২ দিন চলবে।উল্লেখ্য, করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’।