Tag: মাধবপুর

  • মাধবপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


    হবিগঞ্জের মাধবপুর পৌরসভা (ডাক বাংলো) বাস স্ট্যান্ড এলাকায় থেকে নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ স্বপন খন্দকার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার ২৪ শে মার্চ ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার উপ-পরিদর্শক মানিক কুমার সাহা ও উপ পরিদর্শক  সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর পৌরসভার (ডাক বাংলো) বাস স্ট্যান্ড এলাকায় সিলেটগামী বাস গাড়ি থেকে নামার পরে স্কুল ব্যাগে ঝুলানো অবস্থায় তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন।

    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী স্বপন খন্দকার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ডালরপাড় গ্রামের আব্দুল হক খন্দকারের ছেলে।

    এ বিষয় সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • মাধবপুরে ডিজিটাল পাল্লায় চলছে ডিজিটাল চুরি।

    মাধবপুরে ডিজিটাল পাল্লায় চলছে ডিজিটাল চুরি।

    মাধবপুরে ডিজিটাল পাল্লায় চলছে ডিজিটাল চুরি।

    মাধবপুরে পোলট্রি মোরগের দোকানগুলোতে ডিজিটাল পাল্লায় চলছে ডিজিটাল চুরি।
     আধুনিকতার সাথে তাল মিলিয়ে পাল্লায় পণ্য ওজনের ক্ষেত্রেও এসেছে আধুনিকতা। একটা সময় দোকানে ওজন মাপার জন্য ব্যবহার করা হতো বাটকারা কিন্তু বর্তমানে সেই বাটকারার পাল্লা নেই বললেই চলে।
    আধুনিকতার ছোঁয়াকে পুঁজি করে অসাধু মুরগী ব্যবসায়ীরা হরহামেশাই গ্রাহকদেরকে ঠকাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুরগি ব্যবসায়ী জানান, বাজারের প্রায় সকল মুরগী দোকান গুলোতে পোল্ট্রি মুরগী ওজন করতে ডিজিটাল পাল্লা ব্যবহার করা হয়। আর এই ডিজিটাল পাল্লায় চলছে নিরবে ডিজিটাল কারচুপি।
    পোল্ট্রি মুরগী কিনতে আসা গ্রাহকদেরকে ওজনে প্রতি কেজিতে প্রায় ১৭০-২৫০ গ্রাম ওজন কম দিচ্ছে। কিভাবে কম দিচ্ছে এমন প্রশ্নের উত্তর খুজতে গিয়ে অনুসন্ধানে বেরিয়ে আসে কারচুপির আসল কাহিনী, বাজারে প্রত্যেক্টা পোল্ট্রি মুরগী বিক্রয়ের দোকান ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকটি ডিজিটাল পাল্লায় এক ধরনের রিমোট সিস্টেম লাগানো থাকে।
    সেই সিস্টেমকে দূর থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। মুরগী ওজন করার সময় সেই রিমোটে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে মুরগীর ওজন কেজিতে ১৭০-২৫০ গ্রাম বেড়ে যায় এবং সে অনুযায়ী গ্রাহকের কাছ থেকে দাম রাখা হয়।
     আবার সেই একই মুরগীকে অন্য সঠিক একটি পাল্লায় মাপা হলে সেটাতে প্রতি কেজিতে ১৭০-২৫০ গ্রাম বা তারও বেশি কম পাওয়া যায়। এই রকমভাবে ২ কেজি ওজনের বা তারও বেশি একটি মুরগি ক্রয় করার পর সেটা অন্য একটি নির্ভুল পাল্লায় মাপা হলে যাদুর মতই প্রায় ৩৪০-৫০০ গ্রাম মুরগীর ওজন হাওয়া হয়ে যাচ্ছে। আবার কোন কোন পাল্লায় এক প্রকার তার সংযোজন করা থাকে এবং সেই তার মাটির নিচ দিয়ে লোক চক্ষুর আড়ালে দোকান মালিকের পায়ের নিচে রাখা হয়।
    যখনই মুরগী পাল্লায় তোলা হয় মাপার জন্য তখন পায়ের নিচে রাখা তারের মধ্যে চাপ দিলে পাল্লায় স্বয়ংক্রিয়ভাবে ১৭০-২৫০গ্রাম বেশি ওজন চলে আসে। গ্রাহকদের কোন কিছু বোঝার উপায় নেই।পাল্লায় কম দেয়া নিয়ে কয়েকবার বাজারে মুরগী ব্যবসায়ী ও গ্রাকদের সাথে ঝগড়া হলেও এখন পর্যন্ত কোন সঠিক সমাধানে আসেনি মুরগী ব্যবসায়ীরা।
    মাধবপুর বাজার ব্যবসায়ী কমিটি এবং প্রশাসনের সঠিক নজরদারির অভাবে দিনের পর দিন মুরগী ব্যবসায়ীরা গ্রাহকদের সাথে এমন প্রতারণা করে যাচ্ছে বলে স্থানীয়রা মনে করছে। প্রশাসন বাজার মনিটরিং না করলে এই সমস্যা আরো বাড়তে পারে।
    এ বিষয় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, আমরা খুব শীগ্রই বাজারে অভিযান দিব এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, এই ব্যাপারে অবগত হয়েছি কিছুদিনের মধ্যেই অভিযানে যাবো।
  • মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

    মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।


    গ্রেফতার এড়াতে ১৩ বছর আরব আমিরাতে পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলোনা দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেয়ার হোসেনের। অবশেষে পুলিশের খাঁচায় বন্ধি হলো।

    জানাযায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বড়ক গ্রামের সামসু মিয়ার পুত্র পেয়ার হোসেনের নামে ২০০৫ সালে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। ঐ মামলায় পেয়ার হোসেনের দুই বছরের সাজা দেন সুনামগঞ্জ জেলার বিজ্ঞ আদালত। এরপর থেকেই পালিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করে পেয়ার। এক সময় গোপনে পাড়ি জমায় আরব আমিরাতের দুবাইয়ে। সেখান থেকে দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে আসে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুর কাদেরসহ একদল পুলিশ গত ২১ মার্চ রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, পেয়ার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাই পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মাধবপুরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি প্রস্তুতি কালে ৪’জন গ্রেফতার।

    মাধবপুরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি প্রস্তুতি কালে ৪’জন গ্রেফতার।

    মাধবপুরে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি প্রস্তুতি কালে ৪’জন গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুরে শাহজীবাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ৮/৯ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান ৪জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করা হয়েছে।

    সোমবার ২১মার্চ ভোর রাত্রে ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা ও এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ১১নং বাঘাসুরা ইউপিস্থ শাহজীবাজার সাকিনস্থ ঢাকা-সিলেট গামী মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ৮/৯ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান করিলে ৪জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করতে সক্ষম হন।
    গ্রেফতারকৃত ৪ জন ডাকাতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন নোয়াপাতারিয়া গ্রামের আব্দুল মানিক মিয়া (৪০) মৃত সরাফত উল্লাহ ছেলে। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের মনসুর রহমান @ মসুর (৪৫), আবু রহিম মিয়া ছেলে। ওই উপজেলার (০৪নং ওয়ার্ড) বিরামচর গ্রামের মোঃ কবির মিয়া (৩০), ছালেক মিয়া @ আবু মিয়া ছেলে।মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব ইটাখোলা গ্রামের মোঃ মহিউদ্দিন (২৭) মৃত কালা মিয়া ছেলে।
    গ্রেপ্তারকৃত ডাকাতের কাছ থেকে আলামত গুলো হলেন ০১টি মাইক্রো, ০২টি ধারালো চাকু, ০১টি বাটাল, ০১টি দা, ০৪টি লাইলনের রশি উদ্ধার করা হয়েছে।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, অন্যান্য ডাকাতরা কৌশলে পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীগণ কর্তৃক প্রদত্ত তথ্য মোতাবেক তাহাদের অভ্যাসগত ভাবে চোরাইকৃত ০১টি গেরাইনিং মেশিন ও ০৪টি ইজিবাইক (টমটম), মূল্য অনুমান- ৩,২০,০০০/- টাকা ২১/০৩/২০২২ খ্রিঃ সকাল ০৭.১০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপিস্থ জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ হইতে উদ্ধার করেন।ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে গ্রেফতারকৃত ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
  • মাধবপুরে সাত জুয়াড়ি গ্রেফতার নিয়মিত মামলা রুজু আসামিদের কোর্টে প্রেরণ।

    মাধবপুরে সাত জুয়াড়ি গ্রেফতার নিয়মিত মামলা রুজু আসামিদের কোর্টে প্রেরণ।

    মাধবপুরে সাত জুয়াড়ি গ্রেফতার নিয়মিত মামলা রুজু আসামিদের কোর্টে প্রেরণ।

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর এলাকায় ০৭ জুয়াড়ি গ্রেপ্তার করা হয়েছে।

     মঙ্গলবার (২২মার্চ) রাত্র ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার হরষপুর (তেলিযাপাড়া) পুলিশ ফাড়ির এসআই মোঃ জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া উপজেলার ৬নং শাহজাহান পুর ইউনিয়নের বনগাঁও এক্তিয়ারপুর সাকিনস্থ জনৈক মোঃ সোহেল মিয়া (৩০) পিতা-নুর আহমদ এর বসতঘরের পূর্ব পাশের কক্ষে জুয়া খেলারত অবস্থায় জুয়ারীদের কে আটক করতে সক্ষম হন।
    আটককৃতরা হলেন ১. মোঃ আকরাম হোসেন @ রাসেল হোসেন(২৪), পিতা-মোঃ রফিক মিয়া গ্রাম- ভান্ডারোয়া শাহজাহপুর ইউপি। ২.মোঃ হৃদয় মিয়া (২৪), পিতা-মোঃ বেনু মিয়া, গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহানপুর ইউপি)। ৩. মোঃ রুবেল হোসেন সানি (২৫), পিতা-মৃত ইনু মিয়া,গ্রাম- হাজীপুর (হরষপুর ইউপি), থানা- বিজয়নগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ৪. মোঃ জুয়েল মিয়া(২৯), পিতা-মোঃ ছবুর মিয়া, গ্রাম- বনগাও এক্তিয়ারপুর, থানা- মাধবপুর।
     ৫.মোঃ রাব্বী মিয়া(২৪) পিতা-মৃত অনু মিয়া গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহানপুর ইউপি), ৬. মোঃ জুনায়েদ মিয়া(২৩), পিতা-মোঃ আজদু মিয়া গ্রাম- ভান্ডারোয়া (০৬নং শাহজাহানপুর ইউপি), ৭. মোঃ কাউসার মিয়া (২২), পিতা-মোঃ লাল খান মিয়া গ্রাম- কুটানিয়া (০৫নং আন্দিউড়া ইউ/পি), আটক করেন এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ২,৮৮০ টাকা উদ্ধার ও সাত জুয়াড়ি গ্রেফতার করা হয়।
    মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান,গ্রেফতারকৃত জুয়ারী মোট সাত জনকে এজাহারভুক্ত করিয়া জুয়া আইনে মামলা রুজু করে,গ্রেফতারকৃত জুয়ারীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
  • মাধবপুরে টাইলস ও ট্রাকসহ দুইজন আত্মসাৎকারি গ্রেফতার।

    মাধবপুরে টাইলস ও ট্রাকসহ দুইজন আত্মসাৎকারি গ্রেফতার।

    মাধবপুরে টাইলস ও ট্রাকসহ দুইজন আত্মসাৎকারি গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চালক কর্তৃক আত্মস্যাৎকৃত টাইলস্ ও ট্রাক সহ উদ্ধার দুইজন আত্মস‍্যাৎ কারি গ্রেফতার করেছে পুলিশ।
    মাধবপুর উপজেলার এলাকার বিএইচ এল সিরামিক্স কোম্পানী লিঃ  হইতে গত ১০মার্চ  রাত ১০ টা ৩০ মিনিটের সময় ফেনী ড-১১-০৭৩৫ এর চালক আলী হোসেন ওরফে মোঃ অনিক (২৮), পিতা- মোঃ ইউনুস, সাং- হরিপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং হেলপার মোঃ রিয়াদ (২০), পিতা- খোকন মিয়া, সাং- পশ্চিম বিজয় সিংহ, থানা- ফেনী সদর, জেলা- ফেনীদ্বয় চালন মোতাবেক ৪০০ কাটুন সিরামিক্স, যাহার মূল্য-৩,৬৭,৭৬৫/- টাকা ট্রাকে লোড করিয়া টাইলস্ গার্ডেন, দেবিদ্ধার বাজার, কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা করেন।
    পরদিন ১১মার্চ সকাল বেলা অনুমান ১১ ঘটিকার সময় গাড়ী চালক আলী হোসেন এর সহিত বিএইচএল কোম্পানীর লোক যোগাযোগ করিলে সে জানায় গাড়ীর চাকা পাংচার হইয়া গেছে।
    বর্তমানে সে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় আছে। পরবর্তীতে তার ফোন কোম্পানীর লোকজন বন্ধ পায় এবং যথা স্থানে মালামাল পৌছায় নাই। এই সংক্রান্তে গত ১৭/০৩/২০২২ খ্রিঃ কোম্পানীর লোকজন মাধবপুর থানায় মামলা করিলে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি নির্দেশনায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে থানার এসআই শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী সদর থানা হইতে অভিযান পরিচালনা করিয়া গত ১৯/০৩/২০২২ তারিখ আসামীদের ব্যবহৃত  বহনকৃত ট্রাক ফেনী ড-১১-০৭৩৫ উদ্ধার করেন এবং গত ২০/০২/২০২২ খ্রিঃ তারিখ ফেনী এলাকা হইতে আসামীদ্বয়কে গ্রেফতার করিয়া তাদের স্বীকারোক্তিতে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আত্মসাৎকৃত ৪০০ কাটুন টাইলস্ আসামীদের  হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করেন ।
    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, সোমবার ২১ মার্চ দুপুরে দিকে  আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামী মোঃ রিয়াদ (২০) বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়ে কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি প্রদান করে। মাধবপুর থানার পুলিশের একটি টিম  সফল অভিযান সমাপ্তি হয়। সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ রইল। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।
  • মাধবপুরে ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।

    মাধবপুরে ট্রাক- অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।

    মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।

    ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

    শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে  ঢাকা সিলেট  মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ড এর সামনেএ দুর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন- উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া(৩০), ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮),ও  অটোরিকশা চালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ সামাদ আলী (৪৫)।
    স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে  ঢাকা থেকে  সিলেটগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
    মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর এবং অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়া কে উদ্ধার করে মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে  সামাদ আলী পথেই মারা যান।  আমসু মিয়া মারা যান ওসমানী তে।
    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে দুর্ঘটনায় পতিত , মালবাহী ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।
  • মাধবপুরে গাঁজা ও মদসহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজা ও মদসহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    মাধবপুরে গাঁজা ও মদসহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

    হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের অভিযান চালিয়ে ৮টি বিয়ার ক‍্যান, ৯ কেজি  ৯শ গ্রাম গাজা ও ৩০ বোতল বিদেশী মদসহ উদ্ধার” একজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি  নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া এসআই এনামুল সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১৬ মার্চ) রাত ১০ টা ১০ মিনিটের সময় মাধবপুর ফায়ার সার্ভিস রোডের জসিম উদ্দীন খন্দকারের বাড়ি সংলগ্ন একটি কালভার্টের উপরে একটি সন্দেহজনক নম্বর বিহীন সি এন জি গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে ৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ০৮ টি বিয়ার ক্যান এবং ৩০ বোতল বিদেশী মদ সহ ঐ নম্বর বিহীন সিএনজি টি জব্দ করে এবং মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন পুলিশ।
    গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ বাছির মিয়া (২৮), পিতা – মৃত আঃ রহিম, সাং- রাজাপুর( ভাংগারপাড়), ৩নং বহরা ইউপি, বর্তমান সাং- লোহাইদ শাহনগর,৬ নং শাহজাহানপুর ইউপি।
    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান আসামীর বিরুদ্ধে মাদক আইনে ও নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
  • মাধবপুরে জাতীয় শিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে জাতীয় শিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে জাতীয় শিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত।


    হবিগঞ্জের মাধবপুরে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবাষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২

     আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সকালে ১০ ঘটিকার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত।
    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, স্বাস্থ্য পঃ পঃ  কর্মকর্তা ইশতিয়াক মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আহাদ ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান, সভাপতি বেনু রঞ্জন রায়,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সহ-সভাপতি হেলাল মিয়া, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, সাংবাদিক আইয়ুব খান, নাহিদ মিয়া,জালাল উদ্দিন লস্করসহ প্রমুখ।
    বক্তারা বক্তব্যে বলেন বঙ্গবন্ধু জন্ম না হলে  বাংলাদেশে জন্ম হতো না। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন  করা হয়েছে।
  • মাধবপুরে ট্রাকের ধাক্কায় লরি হেল্পার নিহত। 

    মাধবপুরে ট্রাকের ধাক্কায় লরি হেল্পার নিহত। 

    মাধবপুরে ট্রাকের ধাক্কায় লরি হেল্পার নিহত। 

    হবিগঞ্জের মাধবপুরে পিয়াজ বাহী ট্রাকের ধাক্কা লরি চালকের হেল্পার আবু হাসান (১৮) ঘটনাস্হলে নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার রতনপুর নামক স্হানে এঘটনা ঘটে। নিহত আবু হাসান  ঝিনাইদেহ জেলার শুক্কুর আলীর ছেলে।

    শায়েস্তাগঞ্জ হাইয়ে থানার ওসি মইনুল ইসলাম জানান একটি লরি দাড় করিয়ে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। এসময়   সিলেটগামী পিয়াজ বাহী একটি ট্রাক দ্রুতগতিতে লরির সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্হলে  লরির চালকের সহকারী  ঘটনাস্হলেই মারা যান।
    খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌছে  সড়কের যানজট মুক্ত করে  ফায়ার সার্ভিসের সহায়তায়  লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ  সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়।