Tag: ভারত

  • পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।

    পীরগঞ্জ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি’র হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক।

    (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে হিন্দু সম্প্রাদায়ের ৫ ব্যক্তি আটক। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন।
    শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)।
    পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী পুরুষ।
    এ সময় বিজিবি টহল দল ওই ৫ জনকে আটক করে। পালিয়ে যায় ৪ জন। পলাতকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জঙ্গলীপীর গ্রামের কংকর চন্দ্রের ছেলে সমারু (৩৫), হেকাম উদ্দিনের ছেলে আব্দুর সোবহান (৫০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের মধ্য ভবানীপুর গ্রামের মৃত বাহের উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫), মৃত আব্দুল কাফির ছেলে জিয়াউর রহমান (৩০)।
    আটক হওয়া ৫ জন এবং পালিয়ে যাওয়া ৪ জনের নামে বিজিরি পক্ষ থেকে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ এর ১১(১)ক/১১/২ ধারায় পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
  • কুলাউড়ার দশটেকি সীমান্তে ভারতীয়রা বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা।

    কুলাউড়ার দশটেকি সীমান্তে ভারতীয়রা বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা।

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ইং, দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
    নিহত ব্যক্তি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে আহাদ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম আপছার।
    জানা যায়, রবিবার দুপুরে জায়গাসংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দা আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে।
    এ সময় রক্তাক্ত অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে আহাদের মৃত্যু হয়।
    সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ বলেন, ভারতীয় নাগরিক ঘাতক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কিনা তা জানা নেই।
    সূত্র জানায়, ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। এ হত্যাকান্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।
    এবিষয়ে বিজিবির আলীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খায়ের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবে না। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করুন।
    শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে কোনো কথা বলেননি। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছার, মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

     

  • চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন।

    চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৫৯ রানে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন।

    অনলাইন ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে চারবারের চ্যাম্পিয়ন ভারতে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দলের টাইগাররা।আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। মাঠে কৃতজ্ঞতার সিজদাহ। উড়ল বাংলাদেশের পতাকা।

    আরও একবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়া। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবারে করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষ্যটাও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই।

    ১৯৮ রানের ছোটো এক লক্ষ্য। কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বতসমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলিং ইউনিটের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

    অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিলেন মূলত ইকবাল হোসাইন ইমন। এক স্পেলে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন তিনিই। একই ওভারে প্রায় একইরকমের ডেলিভারিতে ফেরান কার্তিকেয়া এবং নিখিলকে। দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এক ওভার পরেই ফের তার আঘাত। এই দফায় আউট হলেন হারভানশ পানগালিয়া। এই দফায়ও উইকেটের পেছনেই গিয়েছে ক্যাচ। বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে।

    ১৯৮ রানের লক্ষ্যে ভারতকে শুরুতেই চাপে ফেলে দেন আল ফাহাদ। দলীয় ৪ রানেই আয়ুশ মহাত্রেকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার। বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সুর্যবংশী। কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মৃধা। খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে।
    এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের ২৯ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে। যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরেই ইমনের দুর্দান্ত এক স্পেল। ৭৩ রানে ৩ উইকেট থেকে ৮১ রানে ৬ উইকেট।

    এরপর কিরণ চারমোলেকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি গড়ার। তবে আল ফাহাদ ফেরান কিরণকে। উইকেটের পেছনে ব্যস্ত দিন ছিল ফরিদের। ৪টি ক্যাচ নিয়েছেন একাই। এরপরে আর বাড়েনি ভারতের ইনিংস। শেষ উইকেটে সব প্রচেষ্টা ব্যর্থ করে আউট হলেন চেতন শর্মা।

  • ভারতীয় হাইকমিশনে বি.এন.পি’র স্মারকলিপি প্রদান।

    ভারতীয় হাইকমিশনে বি.এন.পি’র স্মারকলিপি প্রদান।

    অনলাইন ডেস্কঃ বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির ৩ সংগঠন।

    রোববার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে পুলিশের অনুরোধে তিন সংগঠনের ৬ জন প্রতিনিধি এ স্মারণলিপি দেন।

    এর আগে স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির তিন সংগঠনের ছয় জন প্রতিনিধিকে ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয় পুলিশ। প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে গিয়ে তারা স্মারকলিপি জমা দেন।

    ছয় প্রতিনিধি হলেন- যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

    ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপি নেতাকর্মীদের পদযাত্রা এরও আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আটকে দেয় পুলিশ। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

    পদযাত্রায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

  • অবৈধ ভারতীয় ওষুধসহ ২ চোরাই কারবারি গ্রেফতার।

    অবৈধ ভারতীয় ওষুধসহ ২ চোরাই কারবারি গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমান ওষুধসহ দুইজনকে আটক করা হয়েছে।
    আটক মাহতাব উদ্দিন (২৪) এবং কুতুব উদ্দিন (২১) দুইজনই সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা।
    ডিবি পুলিশ জানায়, সিলেট থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় চোরাই পন্য আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার টু শেরপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় গোপন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়।  এ সময় কাভার্ড ভ্যানের ভেতর থেকে ১২টি কাগজের কার্টুন এবং ১০টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে মোট ১৮ হাজার ৩২০ পাতা ভারতীয় কোম্পানির তৈরি ওষুধ জব্দ করা হয়।এ ছাড়া চোরাই পন্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
    মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, আটককৃত দুই ব্যক্তি জব্দকৃত এসব মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারা সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকার ভারতীয় সীমান্ত থেকে চোরাই পথে ওষুধ ক্রয় করে বিক্রির জন্য মৌলভীবাজার নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
  • ভারতের মারচুলায় যাত্রীবাহি বাস গভীর খাদে পরে নিহত-৩৫,নিখোঁজ-৫।

    ভারতের মারচুলায় যাত্রীবাহি বাস গভীর খাদে পরে নিহত-৩৫,নিখোঁজ-৫।

    আন্তর্জাতিক ডেস্কঃ

    ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে এবং রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে ৫ জন।

    সোমবার (৪ নভেম্বর) আলমোড়া জেলার মারচুলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নির্শ্চিত করেছে।
    দুর্ঘটনায় পড়া বাসটি ৫০ জন যাত্রী নিয়ে পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগরে উদ্যেশ্যে যাচ্ছিল।আলমোড়া মারচুলা এলাকায় পৌছালে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ২’শ মিটার গভীর খাদে পড়ে যায়।

    বাসটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ার পর বাসটি নদীর ধারে এসে পড়ে। বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে। শেষ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল জানিয়েছে, কমপক্ষে ৩৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীদের সহায়তা করছে।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, সরকারি কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণের কাজে আরও গতি আনতে বলা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

    তিনি বলেছেন, আলমোরা জেলার মারচুলার কাছে এই দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। জেলা প্রশাসনকের পক্ষ থেকে ঘটনা স্থলে দ্রুত ত্রাণ সামগ্রী সহ নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ধামি জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের পাশের স্বাস্থ্যকেন্দ্রে পাঠাচ্ছেন এবং গুরুতর আহতদের প্রয়োজনে হেলিকপ্টারে নিয়ে আসা হবে।

    এ ঘটনায় স্থানীয় আরটিও কর্মকর্তাদের সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। নিহতদের পরিবারকে চার লাখ টাকা ও আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া কথা জানান তিনি।

    এ ঘটনার রহস্য জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

  • সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী যুবক আটক।

    সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশী যুবক আটক।

    ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ঠাকুরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে উত্তরের সীমান্তবর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের হাতে সনাতন ধর্মাবলম্বী চার বাংলাদেশী যুবক আটক হয়েছে।
    উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা খালপাড়া নামক স্থান থেকে সোমবার গভীর রাতে রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা ০৪ সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছেন।
    আটককৃত হলেন, নীলফামারী সদর উপজেলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮), পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯), ডিমলা সদর ইউনিয়ন বাবুরহাট গ্রামের শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬)।  আটককৃত যুবকদের রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করে।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তবর্তী দেশ ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যের একটি টহল দল ৪  সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে  অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
  • কুলাউড়া সীমান্তে বিজিবি’র হাতে দুই ভারতীয় নাগরিক আটক।

    কুলাউড়া সীমান্তে বিজিবি’র হাতে দুই ভারতীয় নাগরিক আটক।

    নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
    শনিবার সকালে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
    ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
    আটককৃতরা হলেন- ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।
    ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার সময়  আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ। এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাদের আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
    কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার জানান, শনিবার সকালে ভারতীয় দুই নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে। দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
  • ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    ভারতে অনুপ্রবেশ করার সময় বিজিবির হাতে ৪ বাংলাদেশী যুবক আটক।

    নীলফামারীর ডিমলায় কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে ৪ বাংলাদেশী যুবক আটক হয়েছে।
    উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় গত রাত অনুমান ১১.৫০ ঘটিকায় কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।
    এজাহার সুত্রে জানা যায়, ডিমলা থানাধীন কালীগঞ্জ নামাজি পাড়া নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
    আটককৃত হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র  রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।
    বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।
    আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করা হয়।
    ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরী করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
  • ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রুপিসহ গ্রেফতার।

    ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রুপিসহ গ্রেফতার।

    মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে মধ্যরাতে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
    এ বিষয়ে বুধবার দুপুরে বিজিবি লাতু বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মোঃ আছমাত উল্লাহ ঠাকুর বলেন, আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। মোঃ মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।
    জানা যায়, বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মোঃ আছমাত উল্লাহ ঠাকুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সীমান্তের মেইন পিলার ১৩৬৫ হতে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করেন। অপর আরোহী বাংলাদেশি নাগরিক বড়াইল গ্রামের বাসিন্দা লোকমান হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি সদস্যরা।
    বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিকে আটক করে তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ লাতু বিজিবি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
    বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান বলেন, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী সীমান্ত দিয়ে সবধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-৫২ ব্যাটালিয়নের কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান তিনি।