Tag: ভাইস

  • চিরিরবন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু গ্রেফতার।

    চিরিরবন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু গ্রেফতার।

    দিনাজপুর প্রতিনিধিঃ
    দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে ভাংচুরের মামলা ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    সোমবার (৩ ফেব্রুয়ারী) আদলতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত শনিবার ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।
    চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ বলেন, গত শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানকে বিমান বন্দর থানা ও চিরিরবন্দর থানা পুলিশ তাকে আটক করে। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে একটি রাজনৈতিক ভাংচুরের মামলা ছিলো সে মামলা তাকে আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • রামপালে মনোনয়ন দাখিলকৃত চেয়ারম্যান, ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর-১২ জন।

    রামপালে মনোনয়ন দাখিলকৃত চেয়ারম্যান, ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর-১২ জন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    দরজায় কঁড়া নাড়ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সারাদেশের মত বাগেরহাটের রামপালেও বইছে নির্বাচনী হাওয়া। চা এর আড্ডা থেকে চলাফেরার পথে সর্বত্র আলোচনায় গুরুত্ব পাচ্ছে, কে হচ্ছেন  রামপালের নতুন উপজেলা  চেয়ারম্যান। আর এবারের উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা না দেয়ার সিদ্ধান্ত  গ্রহণ করায় উপজেলা পরিষদ নির্বাচন এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে অবস্থান করছে।
    ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ রামপালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা (সংরক্ষিত ) ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর মোট ১২ জন প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
    সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন  ৫ জন।  তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামিল হাসান জামু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান ও জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন।
    ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন।  তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নুরুল হক লিপন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা মোল্যা মাসুদ বিল্লাল কাবির ,রামপাল উপজেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মোঃ আসাদুজ্জামান ও মেহেদী হাসান মিন্টু।
    মহিলা(সংরক্ষিত)ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন,বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাঃ হোসনেয়ারা মিলি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা ছায়েরা খাতুন।
    উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার জানান, আগামী (৮ই মে) প্রথম ধাপে রামপাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলা মোট ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এবার ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৩০৩ জন। তারমধ্যে ৬৮ হাজার ৬১২ জন পুরুষ ও ৬৯ হাজার ৬৯১ জন নারী ভোটার। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা (সংরক্ষিত)ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে।