Tag: ব্যবসায়ী

  • বরগুনায় পিক-আপ ভ্যান থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    বরগুনায় পিক-আপ ভ্যান থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু।

    বরগুনায় গরু বোঝাই পিক-আপ ভ্যান থেকে ছিটকে রাস্তায় উপর পড়ে গিয়ে মোঃ আব্দুল মান্নান(৩২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    শুক্রবার(৯ জুন) বিকেলে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

    জানা যায় দীর্ঘদীর্ঘদিন যাবত পূর্ব কেওড়াবুনিয়া গ্রামের গরু ব্যবসায়ী নিহত আবদুল মান্নান বিভিন্ন এলাকার গরু কিনে বরগুনাসহ বিভিন্ন গরুর হাটে বিক্রি করে আসছিলো। শুক্রবার বিকেলে হাট থেকে পিক-ভ্যানে গরু নিয়ে বাড়ি যাওয়ার পথে বরগুনা-পুরাকাটা সড়কের সোনাখালী এলাকায় আব্দুল মান্নান গাড়ী থেকে পাঁকা রাস্তার উপর পড়ে যায়।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মৃতবস্থায় উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান।

     

  • মাদক সেবন বা ব্যবসায়ী কাউকে ছাড় নয়,মতবিনিময় অনুষ্ঠানে-ওসি আশরাফুল।

    মাদক সেবন বা ব্যবসায়ী কাউকে ছাড় নয়,মতবিনিময় অনুষ্ঠানে-ওসি আশরাফুল।

    বাগেরহাটের রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ২২ মে সোমবার বিকাল ৪.০০ টায় বাইনতলা ইউনিয়ন বিট পুলিশের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বাইনতলা ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ এস.আই লিটন কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম,আশরাফুল আলম।
    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ ফকির,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ হারুন অর-রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ বেলাল উদ্দিন,শরাফপুর কারামতিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ শেখ ওলিয়ার রহমান প্রমুখ।
    মতবিনিময় সভায়  ইউনিয়নের জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,ধর্মীয় নেতৃবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ,গ্রাম পুলিশসহ নানা শ্রেনি ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তব্যে রামপাল থানার নবাগত (ওসি) এস, এম,আশরাফুল আলম বলেন যে,মাদক একটি সামাজিক ব্যধি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে সে যতই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকতে হবে। তিনি ইউনিয়নের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল কে ধরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।  যে কোন আইনি সহয়তা পেতে ইউনিয়নের সাধারণ মানুষকে নিঃসঙ্কোচ এ থানায় আসার জন্য আহবান জানান।
  • কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।

    কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।

    সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন(২৩)কে একটি অটোরিক্সা সিএনজি গাড়ী সহ ১৯২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ গ্রেফতার করতেসক্ষম হয়েছে পুলিশ।

    কানাইঘাট থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল শুক্রবার বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের মনাই মিয়া শাহ মাজারের পাশ থেকে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ১৯২ বোতল অফিসার্স চয়েস মদ সহ স্থানীয় নারায়নপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন সিএনজি গাড়ী নিয়ে জব্দকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় নিয়ে যাওয়ার সময় তাহাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত করিম উদ্দিনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় নিয়মিত ভাবে থানা পুলিশ অপরাধ দমন, ওয়ারেন্ট, পলাতক আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে বলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।

  • ডিবি পুলিশের অভিযানে ভেজাল গুড় ব্যবসায়ী আটক।

    ডিবি পুলিশের অভিযানে ভেজাল গুড় ব্যবসায়ী আটক।

    রাজশাহীর বাঘায় এক ভেজাল গুড়ের কারখানায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জমির উদ্দিন (৬৫) নামের এক ব্যাবসায়ী কে আটক করেছে।
    এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরীর উপকরণসহ তাকে আটক করা হয়।  মঙ্গলবার (২ মে) উপজেলার আড়ানী পৌরসভার দিয়ার পাড়া গ্রামে অভিযান চালায় রাজশাহী জেলা ডিবি। আটককৃত জমির উদ্দিন দিয়াড়পাড়া গ্রামের মৃত মোল্লার ছেলে।
    ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)  মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় মঙ্গলবার আড়ানী পৌরসভার ৭নং ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামস্থ জমির উদ্দিন এর বসত বাড়ীতে এবং পলাতক আসামীর কারখানায় ভেজাল আখের গুড় ও  চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন উপাদান এবং গুড় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল সামগ্রীসহ আটক করা হয়।
    এ সংক্রান্ত বিষয়ে আটক, পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাঘা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
  • বাঘায় ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘায় ফেন্সিডিলসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ     
    রাজশাহীর বাঘায় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) আড়াইটার দিকে হরিরামপুর হাসেমের মোড়ের সামনে ইট পাড়া রাস্তার উপর আমিনুল ইসলাম ডাবলু (৪০) ও হাসান আলী (১৯) ফেন্সিডিল নিয়ে ক্রয় বিক্রয় করছিল। এ সময় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতার আমিনুল ইসলাম ডাবলু হরিরামপুর গ্রামের আনছার আলীর ছেলে ও হাসান আলী চারঘাট উপজেলার ঝিকরা গ্রামের আলতাব হোসেনের ছেলে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
    বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, রাজশাহী ডিবি পুলিশের পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন ও এসআই মাহবুব আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আমিনুল ইসলাম ডাবলু ও হাসান আলীর নামে বাঘা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
  • ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।

    ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। দুটি বিশেষ দিন সামনে রেখে বাহারি ফুলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা।
    দুদিনে বাগান মালিক ও ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার ফুল বিক্রি করবেন এমনটাই আশা করছেন। অনেক ব্যবসায়ী ফুলে ক্যাপ পরিয়ে রেখেছেন। বিক্রির ২/৩ দিন আগে ক্যাপ খুলে তা বিক্রি করবেন।
    সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহরের বিভিন্ন বাজার, সড়কের মোড় আবাসিক এলাকায় টাটকা ফুল নিয়ে বসেছেন মৌসুমী ফুল ব্যবসায়ীরা।
    জানা গেছে, বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে রাণীশংকৈলে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সারা বছর টুকটাক করে ফুলের ব্যবসা চললেও ব্যবসা জমজমাট হয় পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসে।
    সব মিলিয়ে দেখা গেছে পাইকার, বাগান মালিক ও ব্যবসায়ীরা ফুল নিয়ে বাড়তি বিক্রি ও বাড়তি আয়ের জন্য ব্যস্ত রয়েছেন।
    কয়েক বছর আগেও ফুলের এমন কদর ছিল না। সময় পল্টানোর সঙ্গে সঙ্গে এখন সর্বত্রই ফুলের কদর বেড়েছে। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, গাজানিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসে আছেন।
    পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ছাড়াও সামনে রয়েছে একুশে ফেব্রুয়ারি। এই ৩টি দিবসকে সামনে রেখে বাগান মালিক ও ব্যবসায়ীদের দম ফেলার ফুসরত নেই।
    ফুল ব্যবসায়ী বাবু জানান, এবার বসন্তের প্রথম দিনই ভালোবাসা দিবস। এ কারণে ফুলের চাহিদা বেশি। বিক্রিও হচ্ছে ভালো দামে। বসন্ত ও ভালোবাসা দিবসে প্রতিটি গোলাপ মানভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হবে।
  • উল্লাপাড়ায় অটোরিক্সা ও নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত।

    উল্লাপাড়ায় অটোরিক্সা ও নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী অন্তর হালদার(৩০) নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন অটোরিকশার যাত্রী আহত হয়েছে।
    বুধবার সকালে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুর গ্রামের পাশে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটানা ঘটেছে।নিহত অন্তর উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে।

    নিহত অন্তরের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে অন্তর আরও ৪ জন যাত্রীর সঙ্গে সিএনজি চালিত অটোরিকশায় তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন।পথে রহিমপুর গ্রামের পাশে অটোরিকশার পিছনে একটি নসিমন ধাক্কা দিলে চালকের পাশে বসা অন্তর হলদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩ যাত্রী।
    আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এক বছর আগে অন্তরের বাবা অনিল হলদারও একইভাবে মাছ নিয়ে ভ্যানরিকশায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা যান বলে জানিয়েছে পরিবারের লোকজন।

    উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অন্তরের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • গোদাগাড়ীতে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রাজশাহী(গোদাগাড়ী)প্রতিনিধিঃ

    রাজশাহীতে অভিযান চালিয়ে ২ কেজি হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫। অপর ১ জন মাইক্রোবাসের দরজা খুলে কৌশলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। রবিবার দিবাগত রাত্রী সাড়ে চারটার সময় র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর আমচত্বর ওমরপুর এলাকার পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।

    গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকার শাজাহান আলীর ছেলে ওবায়দুর রহমান (২৮)।
    বগুড়া সদর থানাধীন নামাজগড় ডালপট্টি এলাকার মৃত নিমাইচন্দ্রর ছেলে শ্রী প্রদীপ কুমার (৪৫)। অপরজন হলো, পলাতক আসামির নাম মিজানুর রহমান (২৫)। সে রাজশাহী গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা এলাকার মোঃ এনামুল হকের ছেলে।

    আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বগুড়া হতে মাইক্রোবাস নিয়ে রাজশাহী এসে হেরোইন সংগ্রহ করতো। রাজশাহীর গোদাগাড়ী হতে হেরোইন সংগ্রহ করে তারা জামালপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ হেরোইন সরবরাহ করে থাকে এবং ইতিপূর্বে আরো কয়েকবার এ পন্থায় মাদক সরবরাহ করে আসছিল।

    ২০ নভেম্বর রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনা সূত্রে জানা যায়, রাতে তিনজন ব্যক্তি একটি মাইক্রোবাসে করে তিনটি কাগজের প্যাকেটে করে গোদাগাড়ী থানা এলাকা হতে আমচত্বর ওমরপুর হয়ে নওগাঁ রোডের দিকে যাচ্ছিলেন।

    এ সময় র‌্যাব সদস্যরা অভিযানে গেলে একজন মাইক্রোবাসের দরজা খুলে কৌশলে পালিয়ে যান। অন্য দুজন হেরোইনসহ র‌্যাবের হাতে ধরা পড়েন। এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহ মখদুম থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

  • উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৫।

    উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত ৫।

    নিজেস্ব প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোচ-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরোও ৫ জন গরু ব্যবসায়ী আহত হয়েছে।রোববার বিকেল সাড়ে ৫ টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের দবিরগঞ্জ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পাবনা জেলার চাটমোহর উপজেলার শাহিকোলা গ্রামের আতাহার হোসেনের ছেলে মোঃ আব্দুস সালাম(৩৮) ও কসেরু খাঁর ছেলে ঠান্ডু মিয়া(৪০)।

    এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ বদিউল আলম। এ সময় তিনি গনমাধ্যমকর্মীদের জানান রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বোয়ালিয়া গরুর হাট থেকে কিছু গরু ব্যবসায়ী পিকআপ ভ্যানযোগে গরু নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে দবিরগঞ্জ নামক স্থানে পৌছা মাত্র রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলের একটি বিলাস বহুল যাত্রীবাহী কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে ২ জন গরু ব্যবসায়ী মারা যায় এবং ৫ জন গুরুত্বর আহত হয়।আহতদের দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ে নারীসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    ঠাকুরগাঁওয়ে নারীসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    ঠাকুরগাঁওয়ে নারীসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। 

    ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একশ (১০০) বোতল ফেনসিডিল ও একশ (১০০) গ্রাম গাঁজা সহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ।
    বুধবার (১০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া নামক এলাকা থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার হামিদুল ইসলামের ছেলে দুলাল ইসলাম (২৮) কে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক করে পুলিশ।
    অন্যদিকে একই দিনে রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী মেরিনা বেগম (২২) কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে পুলিশ।
    বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রুহিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিল সহ দুলাল ইসলাম এবং রুহিয়া ট্যাংলড়ি এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজা সহ মেরিনা বেগমকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    তাদের দুই জনকে আটক করে থানায় রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।