Tag: ব্যবসায়ী

  • সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নিজেস্ব প্রতিবেদকঃ

    সিরাজগঞ্জ সদর থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩’শ ৫০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
    এ সময় মাদক কাজ ব্যাবহৃত ৩টি মোবাইল, নগত ৭ হাজার ৬’শ ৫০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ফরিদপুর জেলাধীন চরদোয়াইল গ্রামের মসলেম উদ্দিনের ছেলে স্বপন আলী,দিনাজপুর জেলাধীন বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের রহিমের ছেলে নাইম হোসেন।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র অধিনায়ক মো: মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ ভ্যান যোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

  • উল্লাপাড়ায় ব্যবসায়ীর দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে দাদন কারবারি-থানায় অভিযোগ।

    উল্লাপাড়ায় ব্যবসায়ীর দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে দাদন কারবারি-থানায় অভিযোগ।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের বাজার গলির হাটখোলা রোডে অবস্থিত মেসার্স হাসান ভ্যারাইটি ষ্টোর নামক দোকানটি জোড়পূর্বক বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দাদন কারবারি মনোয়ার হোসেন (২৮)’র বিরুদ্ধে। গত ১৯ ফেব্রুয়ারী বেলা ১২ টার দিকে হাসান ভ্যারাইটি স্টোর নামক ঐ দোকান চলাকালে জোড় করে বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় দাদন কারবারি। মনোয়ার উল্লাপাড়া পৌরশহরের কাওয়াক মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে। হাসান স্টোরের মালিক ব্যবসায়ী মাহমুদুল হাসান দ্বারে দ্বারে ঘুরেও পাচ্ছে না এর কোন প্রতিকার। স্থানীয় বণিক সমিতির নেতারা হাসানকে প্রাথমিক ভাবে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। এব্যাপারে শুক্রবার রাতে থানায় বাদী হয়ে মনোয়ারকে অভিযুক্ত করে মাহমুদুল হাসান একটি অভিযোগ দায়ের করেছে।

    বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের বাজার গলির হাটখোলা রোডে মেসার্স হাসান ভ্যারাইটি স্টোর নামে তার একটি ভাড়া নেওয়া ইলেকট্রিক দোকান রয়েছে। হাসান অন্য কাজে ব্যস্ত থাকায় তার ছোট ভাই আব্দুল ওয়াহেদকে মাসিক বেতনে কর্মচারি রেখে দোকান পরিচালনা করেন। বেশকিছু দিন ধরে অভিযুক্ত সুদ কারবারি মনোয়ার তাকে (হাসান) জানায় তার ভাই ওয়াহেদ ১ লক্ষ ৬০ হাজার টাকা সুদ হিসেবে নিয়েছে। টাকাগুলো তাকে পরিশোধ করতে হবে। এরপর হাসানের দোকানে এসে ও মোবাইল ফোনেও একাধিকবার টাকার জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে মনোয়ার। হাসান বলে আপনি যাকে টাকা দিয়েছেন তার কাছ থেকে টাকা নিন। এর পরেও মনোয়ার টাকার জন্য হাসানকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার দিন ১৯ ফেব্রুয়ারী সোমবার মনোয়ার তার লোকজন নিয়ে এসে কর্মচারীদের দোকান থেকে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে জোড়পুর্বক বন্ধ করে দেয়।

    হাসান আরও অভিযোগ করে বলেন, এই সুদ কারবারি অবৈধভাবে তার দোকানটি প্রায় ৬ দিন ধরে বন্ধ করে দিয়েছে। এতে তিনি ব্যবসায়িক ভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ সময় হাসান আবেগাল্পুত হয়ে কান্না জড়িত কন্ঠে বলেন অনেক দ্বারে ঘুরেও দাদন ব্যবসায়ী মনোয়ারের অবৈধ কর্মকান্ডের বিচার পাননি তিনি। কেউ নেই এই দাদন কারবারির বিচার করার মতো।

    এব্যাপারে অভিযুক্ত মনোয়ারকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে তিনি জানান, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। আমি কাউকে ভয় দেখাইনি এবং কারো দোকানে তালা লাগাইনি।

    বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম জাহিদুজ্জামান কাকন জানান, ভুক্তভোগী হাসানকে প্রাথমিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। পরে সমিতিতে মিটিং করে এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।

    মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ উগ্যজাই মারমা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

    মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মাটিরাঙ্গা পৌরসভার মাষ্টার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়,অবৈধ পথে আসা ভারতীয় মদ মাস্টার পাড়া এলাকায় বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণধরের নির্দেশনায় মধ্যে রাতে উপ-পরিদর্শক মোঃ মাসুদ রানা পাটোয়ারী ও সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার মাস্টার পাড়া এলাকার সোনালী চাকমার বসত বাড়ি থেকে ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ উগ্যজাই মারমা নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উগ্যজাই মারমা মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার আরে মারমার ছেলে।

    মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণধর  ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান আটককৃতের মাদক ব্যবসায়ীর না‌মে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আই‌নে মামলা রুজু করা হচ্ছে। মা‌টিরাঙ্গা এলাকায় যে কোন ধর‌ণের অপরাধ নিয়ন্ত্রনে পু‌লিশের অভিযান অব্যাহত থাকবে।

  • রামপালে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপালে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জনতা পুলিশের হাতে সোপর্দ করেছে।
    মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাইনতলা ইউনিয়নের শোলাকুড়া এলাকার আঙ্গারিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক কর হয়।
    রামপাল থানা সূত্রে জানা গেছে, খুলনা সদরের বাসিন্দা আবির কর্মকার ও ফকিরহাটের শুভদিয়া গ্রামের রজিনা খাতুন ওই এলাকায় গোপনে মাদক বিক্রি করছিল।
    এসময় খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। এরপর স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরকে জানালে তিনি ঘটনাস্থানে এসে আটক আবির হোসেন ও রোজিনা খাতুনকে রামপাল থানা পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার  করে থানায় নিয়ে যায়।
    এ বিষয়ে রামপাল থানার সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাস জানান গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে নাম পরিচয় পাওয়া গেছে তা যাচাই বাছায় করা হচ্ছে। এ ব্যাপারে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
  • রামপালে পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সুব্রত রায় গ্রেফতার।

    রামপালে পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সুব্রত রায় গ্রেফতার।

    মল্লিক জামান,রামপাল (বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ সুব্রত রায় (৪৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদক ব্যবসায়ী সুব্রত রায় উপজেলার হুড়কা ইউনিয়নের  কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।
    সোমবার (২৯ জানুয়ারি) রাতে রামপাল থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাঠামারী গ্রামের চায়ের দোকানে গাঁজা কেনা-বেচা করছে সুব্রত রায়। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক দীনেষ ঘোষের নেতৃত্বে রামপাল থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। এসয় পুলিশ ১’শ ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ সুব্রত রায়কে গ্রেফতার করে।
    এ তথ্য রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস নিশ্চিত করেন।এ সময় আমারজমিন পত্রিকার প্রতিবেদককে জানান, গতরাতে থানা পুলিশের নিয়মিত অভিযানে হুড়কা ইউনিয়নের কাঠামারী গ্রামের মাদক ব্যবসায়ী সুব্রত রায় নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
    আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু পূর্বক আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
    তিনি আরও জানান,মাদক একটি সামাজিক ব্যাধি। রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবন কারীকে থাকতে দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের আইনের আওতায় আনতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
  • গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে দূর্গম চরে হেরোইন দুই মাদক ব্যবসায়ী আটক।

    গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে দূর্গম চরে হেরোইন দুই মাদক ব্যবসায়ী আটক।

    রবিউল ইসলাম,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়ন’ চর হনুমন্তনগর ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী আনুমান -০৪.১৫ মিনিটের দিকে র‌্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম,হেরোইন  মোবাইল-০১টি, সীম-০১ টি, ও নগদ-১,১০,০০০/- টাকা উদ্ধার করেন এবং ১। মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন, ২। মোঃ জীবন আলী (১৭), পিতা-মোঃ কাজিম উদ্দিন তৈয়ব, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করেছে।

    র‌্যাব-৫ সূত্রে জানা যায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এবং তার ছেলে মোঃ জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন @ তৈয়ব এর মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টেন্ট এর কাজ করত তার ছেলে মোঃ জীবন আলী। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে
    বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে।

  • কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার

    কানাইঘাটে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী রায়হান গ্রেফতার

    মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রায়হান আহমদ (২০) কে ২২ বোতল MC Dowell’s ব্রান্ডের ভারতীয় মদ সহ গ্রেফতার করে। থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বৃহস্পতিবার বিকাল অনুমান ৩টার দিকে উপজেলার লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলপুর এলাকায় স্থানীয় লোকজনের তথ্য ও সহযোগিতায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশনায় থানার এস আই রাম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী রায়হান আহমদ কে গ্রেফতার করেন।জানা যায় উত্তর লক্ষিপ্রসাদ গ্রামের আনিসুল হক এর ছেলে রায়হান আহমদ।থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রায়হান আহমদ কে মদ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত রায়হান আহমদ এর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সিলেট জেলার বিজ্ঞ পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের দিক নির্দেশনায় নিয়মিত ভাবে থানা পুলিশ অপরাধ দমন, ওয়ারেন্ট, পলাতক আসামীদের গ্রেফতার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছে বলে থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন।

  • শ্রীমঙ্গলে বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা।

    শ্রীমঙ্গলে বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা।

    নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পিয়াজের বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে পিয়াজ বিক্রি করার দায়ে শ্রীমঙ্গলের ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
    শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডে পিয়াজের পাইকারী বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
    এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পিয়াজের সংকট দেখিয়ে বেশি দরে পিয়াজ বিক্রয় করার অভিযোগে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা ও মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, র‌্যাব-৯ ফোর্সের শ্রীমঙ্গল ক্যাম্প এর সহায়তায় নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
    নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
    এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোক্তা বলেন যাদেরকে জরিমানা করা হচ্ছে ওরা হলেন ফুটি মাছ, আসল রাগব বোয়ালরা রয়ে যান ধরা ছুয়ার বাহিরে।
    জরিমানা আরোপ করার পর ব্যবসায়ী সিন্ডিকেট আরো তৎপর হয়ে উঠে জরিমানার টাকা আদায় করার জন্য। বেশি দামে পণ্য বিক্রি করলেও খুচরা ব্যবসায়ীরা মুখ খুলেন না আড়ৎদারদের বিরুদ্ধে, কারণ নগদে বাঁকিতে পন্য ক্রয় করতে হলে পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে কথা বললে বাকিতে মাল বিক্রয় করেন না। এর সুযোগে খুচরা ব্যবসায়ীরা আরো চড়া মুল্যে পিয়াজ বিক্রি করছেন ভোক্তা অধিকার আইনকে অমান্য করে।
    স্থানীয় ভোক্তারা বলেন, শুধু জরিমানা করে তাদের ছেড়ে দিলে হবে না নুন্যতম তিনদিনের জেল হাজতে পাঠাবে হবে। এতে তাদের আর্থিক জরিমানাও হবে পাশাপাশি সাজাও পাবে।
  • গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী পদ্মানদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে এবং দুই মাদক কারবারি চালানটি নিয়ে আসছে।

    এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম প্রেমতলী পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাসেই অভিযান পরিচালনা করে। এসময় প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়।

    গ্রেপ্তারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

  • গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় অটোভ্যানে মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচারের সময় মাদক ব্যবসায়ী আপন আলী (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব ৫ এর সদস্যরা।

    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
    র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করে।
    এমন গোপন তথ্য পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী আপনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ( ২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তাকে আটক করে।
    তল্লাশি এবং জিজ্ঞাাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।
    পরে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।