Tag: ব্যবসায়ী

  • সভারে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক।

    সভারে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক।

    সাভার আশুলিয়ায় থানায় ব্যবসায়ীকে কুপিয়ে যখমের ঘটনায় কিশোর গ্যাং এর ২ সদস্যকে আটক করেছে পুলিশ।ওই কিশোর গ্যাং এর সদস্যরা আহত ব্যবসায়ীর নিকট লক্ষাধিক টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (২৭) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ- পরিদর্শক (এস আই) সামিউল ইসলাম। এর আগে সোমবার রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।

    এলাকাবাসী জানায়- দীর্ঘদিন ধরে আশুলিয়ার আকিজ কোম্পানির প্লাস্টিক ডিলারের দায়িত্ব পালন করে আসছিলেন রাসেল খান নামের ( ৩৫ ) এক ব্যবসায়ী। পরে ব্যবসা করতে হলে প্রকাশ্যে তার কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং সদস্যরা। এক পর্যায়ে ২৬ আগস্ট রাতে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে কিশোর গ্যাং সদস্য আফজাল, শাহেদ মীর ও সিমি শিমুলতলা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আই সিইউ ) ভর্তি করে। সেখানে তার চিকিৎসা সেবা চলছে।

    এঘটনায় ওই ব্যবসায়ীর বাবা আবু দায়েন খান কিশোর গ্যাং সদস্য সদস্য আফজালকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
    পুলিশ প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য আফজাল ও শাহেদ মীরকে আটক করতে পারলে ও তৃতীয় ব্যক্তি সিমিকে আটক করতে পারেনি এখনো। এঘটনায় ভুক্তভোগীর পরিবার কিশোর গ্যাং সদস্যদের কঠোর শাস্তির দাবি করেছেন।

    এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তিন নম্বর আসামিকেও আটকের চেষ্টা চলছে।

  • উল্লাপাড়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    উল্লাপাড়ায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫৬ বোতল ফেন্সিডিলসহ সোহরাব হোসেন(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

    এ তথা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকমরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
    এ সময় ৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    তিনি আরোও জানান ২১ আগস্ট শনিবার রাত ১.২০ মিনিটের সময় নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসপি ট্রাভেলস দূড়পাল্লার কোচের গতিরোধ করে তল্লাশি করে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।আটককৃতর বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ।

    সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ।

    সিরাজগঞ্জের সলঙ্গায় মেজবাহ উদ্দিন(৪৫)নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লুৎফর রহমান গং এর বিরুদ্ধে। নিহত মেজবাহ উদ্দিন সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

    মঙ্গলবার (১৭ আগষ্ট) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহতের পরিবারিক সূত্রে জানা যায় দীর্ঘদিন হলো মেজবাহ উদ্দিনের সাথে একই গ্রামের মৃত আমিরের ছেলে লুৎফর রহমানের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

    মঙ্গলবার ভোরে লুৎফর রহমান ও তাঁর সহযোগীরা বিষ্ণপুর এলাকায় ফুলজোড় নদীর তীরে মেজবাহ উদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারপিটি করে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।

    পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেজবাহ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনানেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

    সলঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ বগুড়া শজিমেকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ওই গ্রামের লুৎফর রহমান হকের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল মেজবাহ উদ্দিনের। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে তার উপর হামলা চালিয়েছে লুৎফর রহমান ও তার ছেলেরা। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

  • উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারীসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে আব্দুস সামাদ(৪২), দিনাজপুরের হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের কাইয়ুম হোসেনের স্ত্রী নূপুর আক্তার(১৮) ও একই এলাকার মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ(২৫)।

    র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানির একটি অভিযানিক দল উপজেলার সলঙ্গা থানাধীন রাধানগর গ্রামের মা বাবার দোয়া রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে ১০৯ বোতল ফেন্সিডিল ও নগদ ৫ হাজার টাকা,২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    দীর্ঘদিন যাবত হলো পুলিশ প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • শেরপুরে পুলিশ ক্রেতা সেজে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

    শেরপুরে পুলিশ ক্রেতা সেজে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক

    বগুড়ার শেরপুরে পুলিশ হিরোইন ক্রেতা সেজে ২০ পুরা হেরোইন উদ্ধার এ ঘটনায় মৃদুল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে শেরপুর থানা পুলিশ।

    মাদক ব্যবসায়ী মৃদুল শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের তালতলা এলাকার মৃত মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

    মঙ্গলবার ১০ আগস্ট রাত সাড়ে ১৯ টার সময় পৌর শহরের তালতলা নিজ বাসা থেকে ২০ পুরা হেরোইন তাকে গ্রেপ্তার করে।

    জানা যায়, মৃদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শেরপুর থানার উপ-পরিদর্শক সাচ্চু বিশ্বাস মাদক ব্যবসায়ী মৃদুলকে ধরতে কৌশলে তার সঙ্গীয় ফোর্স কে দিয়ে হিরোইন ক্রয়ের কথা বলে যোগাযোগ করে। রাত সাড়ে ১০ টার সময় হিরোইন ক্রেতা সেজে বাসায় প্রবেশ করে ২০ পুরা হেরোইনসহ তাকে আটক করে।

    এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক সাচ্চু বিশ্বাস বলেন, মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

  • সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের তাড়াশে গাজাসহ সাগর হোসেন(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৯ আগষ্ট সোমবার রাতে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রাম থেকে ৩ কেজি ৫শ গ্রাম গাজাসহ ওই মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ-পরিদর্শক জিন্নাতথর নেতৃত্বে ও উপ-পরিদর্শক জিয়াউর রহমান এবং সন্তোষের সহযোগীতায দলীয় ফোর্স নিয়ে ওই গ্রামের বাসিন্দা তাজমুল হোসেনের ছেলে সাগর আলীর নিজ বাড়ি থেকে গাজাসহ তাকে আটক করেন।

    পরে ১০ আগস্ট মঙ্গলবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাটানো হয়েছে।মামলাতে সাগর আলীর পিতা তাজমুল হোসেনকে আসামী করা হয়েছে। সে পলাতক রয়েছে।

    এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক বলেন, জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুল আজিজ যে দিন থেকে তাড়াশ থানাকে মাদক মুক্ত ঘোষনা করেছেন সেদিন থেকেই মাদক মুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক কে না বলুন ও মাদক মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    ফুলবাড়ীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

    দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর র‍্যাব ১৩’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আবু তাহেন(২৫), ও শ্রী সুখচান ওরফে খোকন (১৮) নামের দুই ব্যাক্তিকে ৩’শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।

    ৫ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপিথর রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটক পিকআপ চালক আবু তাহেন(২৫), রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে,অপর সহযোগী শ্রী সুখচান ওরফে খোকন(১৮) একই জেলার গোদাগাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের মৃত সন্তোষ মন্ডলের ছেলে।

    মামলা সুত্রে জানা গেছে,রংপুর র‍্যাব ১৩’র ডিএডি শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে ছেড়ে আসা একটি পিকআপকে ধাওয়া করলে উপজেলার শিবনগর ইউপিথর রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩’শ গ্রাম হেরোইন সহ তাদের আটক করে ফুলবাড়ি থানায় সোপর্দ করে। এঘটনায় র‍্যাব ১৩ রংপুর এর ডিএডি শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশ্রাফ ইসলাম জানান, রংপুর র‍্যাব ১৩’র একটি অভিযানিক দল মাদকসহ তাদের গ্রেফতার করে থানায় এজাহার দিলে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৮/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয় মামলা নং- (০৬)।

  • উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় চোলাই মদ ও ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ান র‍্যাব-১২’র সদস্যরা।

    আটককৃতরা হলেন উপজেলার বেতবাড়ী গ্রামের মৃত কামাল সরদারের ছেলে ইমন সরকার(২২) ও চরসাত বাড়ীয়া গ্রামের কালাম প্রামাণিকের ছেলে ইব্রাহীম প্রামাণিক কালু(২৫)।

    ৩ জুলাই মঙ্গলবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জনাব মোঃমোস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার সময় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের রবি সরকারের ছেলে আশরাফুল ইসলামের মুরগির ফার্মের সামনে পায়ে চলা কাচা রাস্তার উপর র‍্যাব-১২’র সদর কোম্পানীর একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ লিটার দেশীয় চোলাই মদ ও ৩০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।


    এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১,৭০০/- টাকা ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

    বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক) এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৩২(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

    সলঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব১২র হাতে আটক।

    র‍্যাব-১২র মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শিমুল হক(১৯) নামের এক জন কে আটক করেছে।গ্রেফতারকৃত আসামী মোঃ শিমুল হক(১৯) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আঃ রহিম এর ছেলে।

    র‍্যাব-১২র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি.জন রানা জানান ০১/০৮/২০২১খ্রিঃ রাত্রী ০১.১০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ ধোপাকান্দি ভাই ভাই হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৩২০/- টাকা এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ শেখ হাসেম(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুরাভিটা এলাকায় শেখ হাসেম নামের এক মাদক ব্যবসায়ী পুলিশ প্রসাশনের চোক ফাঁকি দিয়ে দীর্ঘদিন হলো মাদকের ব্যবসা চালাচ্ছে।

    এমন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই বৃহস্পতিবারে সন্ধার সময় গোয়ালন্দর সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলদিয়ার পুরাভিটা গ্রামের শেখ হাসেমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

    অভিযানের সময় পুলিশ প্রসাশনের উপস্থিতি টেরপেয়ে রোজিনা নামের অপর মাদক ব্যবসায়ী রাতের অন্ধকারে পালিয়ে যায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে শোকেসের ভিতর থেকে ১’শটি হোরোইনের পুরা উদ্ধার করা হয়।যাহার ওজন ১০ গ্রাম। গ্রেফতারকৃত হলেন উপজেলার উত্তর দৌলদিয়া এলাকার পুরাভিটা গ্রামের মৃত-আব্দুর রহমান শেখের ছেলে।

    এ ঘটনা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম আমারজমিনকে জানান,আমরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে দৌলতদিয়া পুরাভিটা গ্রামের শেখ হাসেম বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় ১০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার ৩০ জুলাই গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।