মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ২০ বোতন অফিসার চয়েসসহ শংকর চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার ভোরে উপজেলার দাসের বাজার এলাকা থেকেএস,আই হযরত আলী,এ,এস,আই এরশাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করাহয়।
শংকর চন্দ্র দাস (৪৩) উপজেলার দাসের বাজার ইউনিয়নের লঘাটি গ্রামের মৃত নব কুমার দাসের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে, রবিবার ভোরে দাসের বাজার লঘাটি গ্রামে শংকর চন্দ্র দাসের বাড়ীতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২০ বোতল অফিসার চয়েসসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার মসদসহ একজন গ্রেফতারে বিষয় নিশ্চিত করে বলেন, শংকর চন্দ্র দাস এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে আরও মাদক আইনে মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করাহয়েছে।