Tag: বিতরণ

  • ওসমানীনগরে পানিবন্দিদের মাঝে মোবারকপুর ইয়াং বয়েজের ত্রাণ বিতরণ।

    ওসমানীনগরে পানিবন্দিদের মাঝে মোবারকপুর ইয়াং বয়েজের ত্রাণ বিতরণ।

    ওসমানীনগরে পানিবন্দিদের মাঝে মোবারকপুর ইয়াং বয়েজের ত্রাণ বিতরণ।


    সিলেটের ওসমানীনগরে পানিবন্দি অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দেশ-বিদেশের একদল যুবকদের নিয়ে গঠিত আর্ত মানবতার কাজে নিয়োজিত সামাজিক সংগঠন মোবারকপুর ইয়াং বয়েজের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুর,পূর্ব মোবারকপুর,দক্ষিন মোবারকপুর, জহিরপুরসহ বিভিন্ন গ্রামের বন্যাদুর্গত প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।
    ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- সয়াবিন তৈল,আলু, পেয়াজ, ময়দা, লবন, ডাল,লাচ্ছি।

    বিতরণকালে উপস্থিত সংঘঠনের সদস্য শায়খুল ইসলাম শায়েখ,মাহবুবুর রহমান মাহবুব,জাকির আলী,রেজুয়ান আহমদ,রম্নহুল ইসলাম,আব্দুল মুকিদ,উজ্জল মিয়া,আলী আহমদ,ফৌরদাউস আহমদ,হাসান আল মানুন,আবু হাসান,শফিউল করিম,রম্নবাইদুল ইসলাম নাহিদ,নাজিম আহমদ,মিসবাউর রহমান ফাফিম,তাহমিদ আহমদ প্রমুখ।

    বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন:-আমাদের মতো বন্যার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে বিকাশ ও নগদের মাধ্যমে।বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৮৯১৪৭২৯২৬ (ফৌরদাউস আহমদ বিকাশ পার্সনাল) আথবা-০১৭৩৩৭১৪৩৯১ (রেজুয়ান আহমদ নগদ পার্ননাল)।

  • বেলকুচির রাজাপুর ইউনিয়নে জি আর চাউল বিতরন।

    বেলকুচির রাজাপুর ইউনিয়নে জি আর চাউল বিতরন।

    বেলকুচির রাজাপুর ইউনিয়নে জি আর চাউল বিতরন


    সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে জিআর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজাপুর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরন করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।

    এই ইউনিয়নের ৪ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে জি আর এর চাউল বিতরণ করা হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা খোরশেদ আলমসহ ইউপি সদস্যবৃন্দ।

    উল্লেখ্য,সরকার মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য নদী ভাঙ্গন, পানি বন্দি দারিদ্র, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষকে এই খাদ্য সহায়তা দিয়ে থাকে।

  • সিলেট ও সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের শুকোনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ।

    সিলেট ও সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের শুকোনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ।

    সিলেট ও সুনামগঞ্জে ইসলামী ব্যাংকের শুকোনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ।


    বন্যাসহ যেকেনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত্ম লোকজনকে সহায়তার ধারাবাহিকতায় সিলেট ও সুনামগঞ্জে প্রবল বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ উদ্যোগ গ্রহন করেছে সবসময় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

    আর্তমানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয়ে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোহাম্মদ শিহাব উদ্দিন বন্যার্তদের মাঝে বিতরণের জন্য প্রথম দফায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র,সিলেট ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের দপ্তরে সম্প্রতি এসব সামগ্রী হস্তান্তর করেন।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৩ হাজার পেকেট শুকোনো খাবার,বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ।

    এসময় বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্থ লোকজনকে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ২য় দফায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হবে বলে সংশিস্নষ্টরা জানিয়েছেন।

    সিলেট জেলা প্রশাসনের পক্ষ হতে খাদ্য সামগ্রী গ্রহণ করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) ইয়াসমিন নাহার রম্নমা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরম্নল হাসান।

    অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,মোহাম্মদ শহীদ আহমেদ,ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাব্বি কামাল চৌধুরী,মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ আকবর উদ্দিনসহ ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

    হস্তান্তরকালে ব্যাংকের সিলেট জোনপ্রধান শিকদার মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন,দেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও টেকসই উন্নয়নে ইসলামী ব্যাংক নিরলস কাজের ধারাবাহিকতায় সরকারের আহবানে সাড়া দিয়ে বন্যা দূর্গতদের সাহায্যার্থে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণের জন্য সর্বদা সচেষ্ট থেকে প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করছে ইসলামী ব্যাংক।

    পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীন জনপদের হতদরিদ্র জনগোষ্টিকে স্বাবলম্বি করার পাশাপাশি যে কোন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত্ম মানুষদেরকে সহানুভূতির হাত অব্যাহত রেখেছে। মানবিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে সার্মথ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।

  • তাড়াশে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ।

    তাড়াশে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ।

    তাড়াশে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ


    সিরাজগঞ্জের তাড়াশে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয়েছে। ২৩ জুন দুপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ম্যানেজার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ চারা গাছ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সাইফুল মজিদ ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহিম খান’র নির্দেশনায় এ উপজেলায় ৫ হাজার মেহগনি,কাঁঠাল ও পিয়ারা চারা গাছ বিতরণ করছেন।

    এ বিতরণকালে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন,তাড়াশ শাখার সেকেন্ড অফিসার এলামুল হক প্রমুখ। জানা গেছে গ্রামীণ ব্যাংক সারা দেশে ১ কোটি চারা গাছ বিতরণ করবেন।

  • শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন।

    শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন।

    শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরন


    প্রাকৃতিক ভারসাম্য ও ব্যবস্থা ঠিক রাখতে গাছের কোন বিকল্প নেই। তাই নিয়মিত প্রকৃতি সংরক্ষণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে,নাটোর জেলার শিক্ষার্থীরা।

    মঙ্গলবার ২১ জুন নাটোরের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণার উদ্যোগে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কৃঞ্চচূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় দুই শতাধিক গাছের চারা।

    উপস্থিত সকল শিক্ষার্থীরা জানান,গাছ ও বন্যপ্রাণী প্রকৃতির বন্ধু। তাই সকলে মিলে পৃথিবীর ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণে ও বন্য প্রাণী পশুপাখি সংরক্ষণে কাজ করার বিকল্প নেই।

  • তাড়াশে অসহায় ও হত দরিদ্র বৃদ্ধদের মাঝে ফল বিতরণ।

    তাড়াশে অসহায় ও হত দরিদ্র বৃদ্ধদের মাঝে ফল বিতরণ।

    তাড়াশে অসহায় ও হত দরিদ্র বৃদ্ধদের মাঝে ফল বিতরণ


    সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধদের ফল দিয়ে আত্মশুদ্ধি করলেন তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ। উপজেলার ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

     

    ১৭ জুন শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামের ইয়া হক দরবার শরীফে তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ’র সভাপতি ও মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল অবেদনী ওয়ারেছীর সভাপতিত্বে ২য় বার অসহায় হত দরিদ্র ২১জন বৃদ্ধ/বৃদ্ধা হাতে এ ফলের ঝুড়ি তুলে দেন। (ফলের মধ্যে ছিল আম,কাঁঠাল,আনারস,কলা,পিয়ারা)।

     

    এছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে উলেস্নখযোগ্য ভক্তদের ফল সেবা, সান্ধ্যকালীন চালপানি সেবা,আসনে বাতি জ্বালানো,ভক্তি-সালাত আদায়,সর্ব ত্বরিকা মতে জিকির আজকার,মিলাদ ও দোয়া মাহফিল,রাতের অন্নসেবা গ্রহন,তবারক বিতরণ,আত্মশুদ্ধি সমন্ধে তত্ত্বালোচনা,সামা-কাওয়ালী/বাউল গানের আসর।

     

    এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম আজম,তরিকায় আত্মশুদ্ধি ও মানব কল্যাণ সংঘ’র উপদেষ্টা জহুরম্নল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক আনান বাউল,সদস্য আলম সরদার,জীবন সাধু,আলী আশরাফসহ অনেকে। এ অনুষ্ঠানটির সাবির্ক ব্যবস্থাপনাসহ পরিচালনা করেন শাহ্‌সুফি আয়নাল হক আল-চিশ্‌তী।

  • ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। নদীর তীব্র স্রোতে মসজিদ পাড়া গ্রামের স্বপন বাঁধটি প্রায় ৫০ ফিট রাস্তা ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা তিস্তা নদীর পানিতে প্লাবিত হয়। আর পানিবন্দি হয়ে পড়ে তিন শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি ও মাছের ঘের। বসত ভিটায় উঠে কোমর ও হাঁটু পানি। বসতবাড়িতে পানি উঠায় অনেকে আশ্রয় নেয় উঁচু গাইড বাঁধে।
    শনিবার (১৮ই জুন) সকালে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলির বাজার (মসজিদ পাড়া) গ্রামের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
     এ সময় তিনি পানিবন্দি হওয়া দেড় শতাধিক পরিবারের মাঝে ২০ কেজি চাল, শুকনা খাবার, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।
     এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানিবন্দি এলাকায় ডিমলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক একাধিক টিউবওয়েল বসানো হয়েছে।
    এবারের বন্যায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগা খড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি এবং গয়াবাড়ি ইউনিয়নের একাংশের প্রায় তিন হাজারের অধিক পরিবার নদী ভাঙন ও বন্যায় ক্ষতির সম্মুখীন হয়েছেন।
    এসময় তার সঙ্গে ছিলেন, টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মইনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমসহ অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।
     উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত  হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ আসবেই, আসতেই পারে। আমাদের নিকট পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। একজন মানুষও অভুক্ত থাকবে না। এটাই মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার।
  • ছাতকে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।

    ছাতকে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।

    ছাতকে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ।


    ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ নগদ অর্থ সহ ২৫০ শতাধিক অসহায় পরিবারদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা। আওলাদ আলী রেজার পরিবারের যৌথ উদ্যোগে গত ১০/জুন/ শুক্রবার বিকেলে উনার নিজ বাড়িতে ভিন্ন গ্রামের অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।খাদ্য সামগ্রী বিতরণ মধ্যে রয়েছে চাউল, তেল, ডাল,পিয়াজ,আলু,লবনসহ নগদ অর্থ সহ ২৫০ শতা‌ধিক প‌বিরারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

     

    খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা ভিপি আওলাদ আলী রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী বুলবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম চঞ্চল,ফকর উদ্দিন, এহিয়া, মারুফ,বাসির,আসকর আলী প্রমুখ।

  • উল্লাপাড়ার প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিনামূল্যে  সেলাই মেশিন বিতরণ।

    উল্লাপাড়ার প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিনামূল্যে  সেলাই মেশিন বিতরণ।

    উল্লাপাড়ার প্রশিক্ষণার্থী যুব মহিলাদের বিনামূল্যে  সেলাই মেশিন বিতরণ।


    আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের উদ্যোগে ১৬ জন প্রশিক্ষণার্থী যুব মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পরিষদ হল রুমে এ সমস্ত সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

    চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব মহিলাদের স্বনির্ভর করতে গত তিন বছর ধরে পরিষদ হল রুমে নিজস্ব উদ্যোগে ধাপে ধাপে সেলাই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা নেওয়া হয়। সমুদয় কর্মশালায় প্রায় দুই শত যুব মহিলা অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে কর্মশালা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। যে সমস্ত প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে উপকরণের অভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছে না, সেই সব যুব মহিলাদের মধ্যে সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান রবিবার সকালে ১৬ টি সেলাই মেশিন বিনামুল্যে বিতরণ করেন।

    এ সময় প্রশিক্ষণার্থী যুব মহিলারা ছাড়াও ইউপি সদস্য সেখ জিল্লুর রহমান, মোঃ আব্দুল আজিজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবিন্দু উপস্থিত ছিলেন।

  • প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ।

    প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ।

    প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ।


    সিলেটের কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদে সকাল ১১.টার সময় পরিত্রান, বিশুদ্ধতা কল্যাণ ও মানবসেবার লক্ষে প্রতিষ্ঠিত প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের উদ্যোগে অসহায় বন্যায় প্লাবিত মানুষদের মাঝে ত্রাণ বিতরন করা হয়। প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী রুকনুল কবির এর নিজ অর্থায়নে, কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের ত্রাণ বিষয়ক সম্পাদক এম.আফতাব উদ্দীন এর সঞ্চলনায় ৬নং সদর ইউনিয়ন ও কানাইঘাট পৌর সভার ১১০টি পরিবার কে ত্রাণ বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দীন আহমদ চৌধুরী, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা রুকশানা জাহান,সার্ভেয়ার বাবুল আহমদ,সংবাদকর্মী মিজানুর রহমান লাভলু,সংবাদকর্মী মোহাম্মদ সাকিব, আরিফ আহমদ,তারেক আজিজ সাগর,সাইফুল আলম, নজরুল ইসলাম,ফরিদ আহমদ প্রমুখ।

    এসময় ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দীন আহমদ চৌধুরী বলেন ৬নং ইউনিয়ন ও কানাইঘাট পৌরসভার পানিবন্ধী পরিবারগুলোর কাছে শুকনো খাবার সহ চাল,ডাল,আলু,পিয়াঁজ,তেল, লবণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রবাসী সিলেটি মুজিব সৈনিক গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকল কে  ধন্যবাদ জানাই । এসময় তিনি সমাজের বিভিন্ন সামাজিক সংস্থা ও বিত্তবানদের সাধ্যমত বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।