Tag: বিতরণ

  • মৌলভীবাজারে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    মৌলভীবাজারে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজার জেলা শাখার “পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক)এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার  (২৮ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় পুনাক, মৌলভীবাজারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
    এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুনাক, মৌলভীবাজার’র সভানেত্রী মোছাঃ শারমিন আক্তার বানু এবং অন্য সদস্যগণ শ্রীমঙ্গল স্টেশন এলাকায় ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
    এসময় আরও উপস্থিত ছিলেন  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, মৌলভীবাজার জেলার পুনাকের সদস্যবৃন্দ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ।
  • রানীসংকৈলে ঢাকা ব্যাংক ও পেট্রোকেমের বিনামূল্যে কৃষি  উপকরণ বিতরণ।

    রানীসংকৈলে ঢাকা ব্যাংক ও পেট্রোকেমের বিনামূল্যে কৃষি  উপকরণ বিতরণ।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, উন্নয়নের বাংলাদেশ এই লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তিনটি ইউনিয়নের ৪৭০ জন কৃষকের মাঝে বিনামুল্যে বোরো ধান চাষের জন্য ধান বীজ, সার ও প্রয়োজনীয় সকল বালাইনাশক বিতরণ করা হয়েছে।
    ঢাকা ব্যাংক এর অর্থায়নে ও পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায়  বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ নেকমরদ কারিগরি কলেজ মাঠে এসকল উপকরণ বিতরনের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, রানীসংকৈল একটা প্রত্যন্ত অঞ্চল। এখানে এত সুন্দর উদ্যোগ নিয়েছে এ জন্য ঢাকা ব্যাংক ও পেট্রোকেম কতৃপক্ষকে ধন্যবাদ জানান। এক বিঘা ধান করতে যা যা দরকার তা সব কিছু এখানে দেওয়া হচ্ছে। যারা পাচ্ছেন আপনার অনেক ভাগ্যবান।
    এখন আধুনিকতার ছোয়া লেগেছে, এজন্য উৎপাদন  ভালো হচ্ছে।
    বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) শামীমা  নাজনীন বলেন, আমাদের দেশে দিন দিন জমি কমে যাচ্ছে, আগে যেখানে ৭ কোটি মানুষের খাবার যোগান দেওয়া যাচ্ছিল না সেখানে এখন ১৮ কোটি মানুষের খাদ্যের যোগান দেওয়া হচ্ছে। এটা সম্ভব হয়েছে উন্নত জাত আবিষ্কার করার কারনে। এ জন্য বিভিন্ন কোম্পানি কাজ করছে। এ সময় তিনি  বলেন, আমাদের ধানের আবাদ বাড়াতে হবে।
    সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, এখানে দায়িত্ব নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে কৃষকদের জন্য ভালো কিছু করতে হবে। এ জন্য খায়রুল সাহেবকে বলেছি শুধু ব্যবস্যা করলে হবে না। যার ফলে ঢাকা ব্যংক ও পেট্রোকেম কৃষকদের পাশে দাড়িয়েছে এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।
    বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার রকিবুল হাসান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, আবু রায়হান জি.এম সুগার মিল ঠাকুরগাঁও, আজম মেহরাব এসএভিপি ঢাকা ব্যাংক দিনাজপুর শাখা, বিজয় কুমার সাহা ম্যানেজার পেট্রোকেম বাংলাদেশ লিঃ, কামরুল হাসান ডেপুটি সেলস ম্যানেজার পেট্রোকেম বাংলাদেশ লিঃ, খাইরুল ইসলাম পরিবেশক পেট্রোকেম বাংলাদেশ লিঃ প্রমুখ।
  • ডিমলায় কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরন।

    ডিমলায় কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরন।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বিনামুল্যে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ (হাইব্রীড) ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিতরন কার্যক্রম উদ্ভেধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম ।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মদন কুমার রায় প্রমুখ।

    বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন-কৃষিই আমাদের প্রাণ তাই কৃষকদের এগিয়ে নিতে সরকারী ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বিনামুল্যে সার, বীজ, কম খরচে উৎপাদন বৃদ্ধিতে ৫০% ভূতুর্কীতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সহ সার্বিক সহযোগীতা করে আসছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, উপজেলার দশটি ইউনিয়নের কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ (হাইব্রীড) ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এরই মধ্যে চার হাজার একশত কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল বোরো জাতের ধানের বীজ (হাইব্রীড) দুই কেজি ও তিন হাজার ছয়শত কৃষকদের মাঝে উফশী জাতের ধানের বীজ পাঁচ কেজি, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি (পটাশ) সার বিতরন করা হয়। উপজেলার সাত হাজার সাতশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রনোদনায় অর্ন্তরভূক্ত। যারা উফশী জাতের ধান বীজ পেয়েছেন তাদেরকে বিনামুল্যে সার দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সঠিক সময়ে রবি মৌসুমে প্রণোদনার বিনামুল্যে বীজ ও সার পেয়ে অত্যন্ত খুশি

  • কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

    মৌলভীবাজার প্রতিনিধি :বেসরকারি সংস্থা  গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি মৌলভীবাজার এর আয়োজনে বিভিন্ন স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের নিয়ে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।
     বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) মৌলভীবাজার  কমলগঞ্জের একে বাংলা স্কুল  প্রাঙ্গণে এ মেধা প্রতিযোগিতা পরীক্ষা টি অনুষ্ঠিত হয়।
     গুডনেইবারস সিডিপি ম্যানেজার বিপুল রেমার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, ভন্ডারী গাঁও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক খুর্শেদ আলম, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।
    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একে বাংলা স্কুলের  প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ  ৯২ জন শিক্ষার্থীকে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়। এবং পরীক্ষায় উত্তীর্ণ  প্রতিযোগী থেকে বিশেষ কৃতিত্বধারী মোট ১৬ জনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

  • ডিমলায় ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ।

    ডিমলায় ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ।

    হাবিবুল হাসান হাবিব,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি- নীলফামারীর ডিমলা স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর উদ্যোগে বিনামূল্যে ডোমার-ডিমলা উপজেলায় গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১৩২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ০৮ নভেম্বর(বুধবার ) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ মাঠে সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ (ছওয়াব) এর অর্থায়নে এসব টিউবওয়েল তুলে দেন গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে।

    অনুষ্ঠানে কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্বে করেন ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম মোঃ ইমদাদুল ইসলাম । এক সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই- আলম সিদ্দিকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক এ.এইচ.এম ফিরোজ সরকার। ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু সাঈদ, স্যার গৌরবাবু স্কাউট মুক্ত মহাদল ডিমলা’ছওয়াবের ডিমলা উপজেলা ভোলান্টিয়ার মোঃ আব্দুর রশিদ মোঃ উদয় সরকার,শাওন ইসলাম বাবু সহ স্যার গৌরবাবু স্কাউট মুক্ত মহাদল।

    ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার এস এম মোঃ ইমদাদুল ইসলাম, হেড অব মনিটরিং, ছওয়াব,জানান, ডোমার ওডিমলা উপজেলার প্রত্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবীদের নিয়ে ঘুরে ঘুরে সঠিক ব্যক্তি, পরিবার ও স্থান নির্বাচন করে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে টিউবওয়েল সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। ছওয়াবের মূল উদ্দেশ্য হল গরিব, দুস্থ ও অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তার পাশে পথচারীদের জন্য নলকূপ স্থাপন করা। যাতে তৃণমূল পর্যায়ের এসব সাধারণ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে।

  • মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবারকে ইউএনও’র আর্থিক চেক বিতরণ।

    মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবারকে ইউএনও’র আর্থিক চেক বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে নিহতদের পরিবারের নিকট মানবিক সহয়তার চেক হস্তান্তর করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।
    সোমবার (১৬ অক্টোবর) সকাল ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কক্ষে এ মানবিক সহয়তার চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব সহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
    রোগী দেখে বাdড়ি ফেরার পথে শিশুসহ একই পরিবারের ২ জন বজ্রপাতে নিহতদের পরিবারের সদস্য সোহেল মিয়া ও রুবেল খানের হাতে ২০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করা হয়।
    উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের ছেনু মিয়ার অসুস্থ ছেলে ধনুু মিয়াকে আত্মীয়তার সূত্রে দেখতে গিয়েছিলেন ছাতিয়াইন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তার (২২), রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সােহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার। দুপুরের খাবারের পর বিশ্রাম শেষে ছাতিয়াইনে ফেরা জন্য ছেনু মিয়ার বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে।ঘটনাস্থলেই সাদিয়া ও শান্তার মৃত্যু হয়।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, ভবিষ্যতে সরকারি নিয়ম মোতাবেক মানবিক সহয়তা প্রদান অব্যাহত থাকবে।
  • এনটিভি ২১বছর পদার্পণে শ্রীমঙ্গল-কমলগঞ্জে বৃক্ষরোপণ ও অসহায় শিশুদের মধ্যে উপহার বিতরণ।

    এনটিভি ২১বছর পদার্পণে শ্রীমঙ্গল-কমলগঞ্জে বৃক্ষরোপণ ও অসহায় শিশুদের মধ্যে উপহার বিতরণ।

    সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগানে এনটিভি ২১ বছরে পদার্পণে মৌলভীবাজারেরর কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় এক অন্যতম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতির সৌন্দর্য বর্ধনে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এবং অসহায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী (টি শার্ট বস্ত্র) বিতরণ করা হয়েছে।

    ৩ জুলাই সোমবার বিকেল ৪ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মুখে এনটিভি প্রতিনিধি পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অসহায় শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রী ভানুলাল রায়। অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। শুভ কামনা করে বক্তব্য রাখেন সাংবাদিক মামুন আহমদ ও সাংবাদিক এস কে দাস সুমন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সমরু, সমাজসেবক নকুল দেবনাথসহ আরো অনেকে।
    অন্যদিকে বিকেল ৫ টায় কমলগঞ্জ উপজেলায় এনটিভি ২১ বছরে পদার্পণে বৃক্ষরোপণ কর্মসূচি ও অসহায় শিশুদের বস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
    এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি সভাপতি মো. মোনায়েম খানসহ আরো অনেকে।
    পরে অসহায় শিশুদের মাঝে উপহার হিসাবে টি শার্ট বিতরণ করা হয়। এসময় বক্তারা এনটিভির সফলতা কামনা করেন।
  • বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ।

    বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে অসহায় ও দুস্থ এক হাজার দুই শত মানুষের মাঝে গরু ও খাসির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট।
    শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে ৪ শতাধিক এবং শুক্রবার বিকালে ৮ শতাধিক মানুষের মাঝে গরু ও খাসির মাংস তুলে দেওয়া হয়।
    মাংস বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জমিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী শরিফুল ইসলাম, সেক্রেটারী বেলাল উদ্দীন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
     উত্তরবঙ্গের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট। এর আগেও বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সংস্থাটি।
  • বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

    বাগেরহাটের রামপালে ২০২২-২৩ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে সার ও উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করা হয়েছে।
    ২৫ জুন রবিবার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম,  উপজেলা কৃষি অফিসার অলিউল ইসলামসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ ও কৃষকগণ  উপস্থিত ছিলেন।
    এসময় ৫৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে নারিকেল চারা, ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি আমন জাতের ধান বীজ, ৭০ জন কৃষককে আমন হাইব্রিড ২ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
  • ঠাকুরগাঁওয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের ইফতার বিতরণ।

    ঠাকুরগাঁওয়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের ইফতার বিতরণ।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেছেন ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবকলীগ।

    শনিবার বিকেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

    এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন বাবলু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূর ইসলাম তালাশ,সিনিয়র সহ সভাপতি আবু হাসনাত রুম্মন, সাধারণ মেহেদি হাসান রনি, দপ্তর অভিজিত রায়(অভি) প্রমূখ।

    জেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছি। আমাদের নেত্রী আগেই বলেছেন  আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে যারা কষ্টে আছেন যারা গরীর মানুষ তাদের হাতে খাবার তুলে দেবো। এরই ধারাবাহিকতায় আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। এই ধারা অব্যাহত থাকবে।