Tag: বিতরণ
-
রামপালে ‘মানবতার পাশে আমরা’ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ।
রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃপবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের রামপালের বাইনতলা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাশে আমরা’ এর পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার(১৭ মার্চ) বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার পাশে আমরা’ এর পক্ষে থেকে বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার বাইনতলা ইউনিয়নের ১০০ নিম্ন আয়ের মানুষের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।এসময় তারা ১০০ (একশত) পরিবারের মাঝে ছোলা, চিড়া, খেজুর, মুড়ি, চিনি, সেমাই ও সয়াবিন তেল বিতরণ করেন।এ বিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। অনেক শ্রমজীবী মানুষের জীবিকার তাগিদে সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনা করেই আমাদের আজকের ক্ষুদ্র আয়োজন। আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। -
আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষার্থীদের সনদ বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। সিলেট ললিতকলা একাডেমি কর্তৃক গৃহীত আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা-২০২৩ইং, এর পরীক্ষার্থীদের সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, সন্ধ্যা সাড়ে সাতটার থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার পাশে মহসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।এ সময় সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মলয় চন্দ্ৰ দাশ’র সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব- দক্ষিণ জিলাদপুর সপ্রাবি সহকারী শিক্ষক শুভ্র দেব, ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব- চন্দ্রনাথ সপ্রাবি সহকারী শিক্ষক অনিতা দেব, এর দ্বৈত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশন সংগীত পরিচালক বিপ্রদাস ভাচার্য্য, আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ আব্দুর রউফ, ভূনবীর দশরথ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন সীধুরী, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জহর তরফদার, ফারিয়া শ্রীমঙ্গল সভাপতি দেবব্রত দত্ত হাবুল।আরো উপস্থিত ছিলেন, সিলেট ললিতকলা একাডেমি’র সদস্য বিজয় কৃষ্ণ চন্দ, সদস্য মিলন, বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিককর্মী শ্রীমঙ্গল বিকাশ দাশ বাপ্পন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সহ-সভাপতি প্রনবেশ চৌধুরী অন্তু, সাধারণ সম্পাদক প্রসেনজিত রায়, বিশিষ্ট সংগীতশিল্পী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র সদস্য শেলী সূত্রধর, বিশিষ্ট সংগীতশিল্পী ও সারগাম সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল প্রধান প্রশিক্ষক অনুপ বিশ্বাস। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক-সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সার্বিকভাবে পরিচালনায় আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গলের পরিচালক ও প্রধান প্রশিক্ষক করুনাময় দাশ মৃত্যুঞ্জয় এবং পরিচালনায় সহায়তায় ছিলেন, আদর্শ সংগীত বিদ্যালয় সংগীত প্রশিক্ষক শিমু দত্ত, ও আদর্শ সংগীত বিদ্যালয় তবলা প্রশিক্ষক কাজল চন্দ।আদর্শ সংগীত বিদ্যালয় অনুষ্ঠানে, বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় বাংলাদেশ টেলিভিশন সংগীত পরিচালক বিপ্রদাস ভাচার্য্য, বাংলাদেশ টেলিভিশন লোক সংগীত শিল্পী ববি রায়-সহ আরো অনেক সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে সিলেট ললিতকলা একাডেমি কর্তৃক গৃহীত আদর্শ সংগীত বিদ্যালয় শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা-২০২৩ইং, এর শতাধিক ছাত্রী-ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। -
ভরসা গ্রুপ কর্তৃক শ্রেষ্ঠ বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ।
ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভরসা গ্রুপের (ড্রিম নাইট) মশার কয়েল বিক্রেতাদের ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৪জানুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ডিগ্রী কলেজের হল রুমে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভরসা গ্রুপ থেকে ক্রেতা ডিলারশীপ প্রায় ১০০ পরিবেশক ও অতিথি যোগ দেন।ভরসা গ্রুপের হেড অফ মার্কেটিং সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গাজিউর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন ভরসা এন্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হক ভরসা।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ও সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।অনুষ্ঠানে ভরসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুল হক ভরসা, রিজিওনাল সেল্স ম্যানেজার মাহবুবুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মেহের আলী, বিক্রয় কর্মীসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ড্রীম নাইট কয়েল সর্বোচ্চ এক হাজার কার্টুন বিক্রয় করে সানন্দবাড়ী বাজার জাকির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: নজরুল ইসলামকে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল এবং কাঠারবিল বাজার গালিব স্টোরের মো: দুলাল এর হাতে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল উপহার দেওয়া হয়। -
রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ।
মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যাগ বিতরণ করা হয়।মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কিশোর কুমার বালা’র সভাপতিত্বে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, উপজেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, উপজেলা ইউআরসি অফিসার বাবলু রায়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নানসহ বিদ্যালের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।এ সময় বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়। -
জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ।
জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণনিজস্ব প্রতিবেদক.জালাল উদ্দিন। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা, উনার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-দোয়া মাহফিল ও শিরনি (তাবারুক) বিতরণ করা হয়। পরে সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।শুক্রবার ২৬ জানুয়ারি ২০২৪ইং, বিকাল সাড়ে ৫টার সময় মৌলভীবাজারের এম সাইফুর রহমান সড়ক আঁখি প্লাজা অনুষ্ঠিত হয়।এ সময় মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আহমেদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ আইনজীবী বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বকসি জুবায়ের আহমদ, সহ-সভাপতি মোঃ মাহবুব ইজদানী ইমরান, সহ-সভাপতি এডভোকেট রুনু কান্ত দত্ত।আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এডভোকেট সৈয়দ নেপুর আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ নিয়ামুল হক, প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম অভি-সহ প্রমুখ উপস্থিত ছিলেন। -
উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর শাহআলমের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উল্লাপাড়া পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম শাহ আলমের নিজ উদ্যোগে রবিবার বিকেলে কাওয়াক হাসপাতাল চত্বরে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৮’শ কম্বল বিতরণ করেন। ঘন কুয়াশা আর ঝিরঝির বাতাসে হাড় কাঁপানো শীতে কাবু দুস্থ মানুষ একটু উষ্ণতা পাক জনপ্রতিনিধি হিসাবে ও সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল বিতরণের আয়োজন করেন।
শীতবস্ত্র বিতরণের সময় শীতার্ত মানুষের উদ্দেশ্যে শাহ আলম বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা খুব কষ্ট করছেন, এই কষ্টকে কিছুটা লাঘব করার জন্য আমার অতি ক্ষুদ্র আয়োজন। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা ও পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগত ভাবে নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনের জন্য সহযোগিতা চান ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মমতাজ হাসান রিটু,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে।ঘন কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট দেখা মিলেনি সূর্যের।ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।রবিবার ১৪ জানুয়ারি ২০২৪ইং, দুপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) মানুষের হাতে তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু।এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-১) কাজী মোঃ আব্দুল করিম, পৌর কাউন্সিলর (প্যানেল মেয়র-২) মীর এম এ সালাম, সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন জাহান-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। -
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল হয়েছে।বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১নং খলিলপুর ইউনিয়ন ও ২নং মনুমুখ ইউনিয়নে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আবু বক্কর তালুকদার, মোঃ আব্দুস শহীদ, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মমিন, যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন সাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি’র সদস্য মোঃ টিটু মিয়া, শেখ মহসিন, মোঃ আরশ আলী, মোঃ মুকাব্বির, মোঃ শাহেদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক জিএম এ মোক্তাদির রাজুর নেতৃত্বে বুধবার ০৩ জানুয়ারি ২০২৪ ইং, মৌলভীবাজার সদরের বিভিন্ন স্থানে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ, জনসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। -
মৌলভীবাজার জেলা বিএনপি ও পৌর বিএনপি’র পৃথক স্থানে লিফলেট বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এর দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে মৌলভীবাজার জেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল সমন্বয়ে। শমসেরনগর সড়কের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিল করেছেন তারা।শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ইং, লিফলেট বিতরণ, ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আহমদ আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক এম এ নিশাত, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনায়েম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ মশিউর রহমান বেলাল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ রিপন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম শাহেদ, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নানু মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ জাকির হোসেন শাফিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ আব্দুস শহীদ, শেখ আবেদ মিয়া, মোঃ জামাল আহমদ, মোঃ লোকমান মিয়া, মোঃ টিটু মিয়া, মোঃ জলিল মিয়া, মোঃ লতিফ মিয়া, মোঃ ইলিয়াস কবির শাহীন, মোঃ সাব্বির আহমদ, শেখ মহসিন মিয়া, মোঃ আরশ মিয়া-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।এ দিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপি’র সদস্য সচিব মোঃ মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে জেলা প্রাণ কেন্দ্র কুসুমবাগ এলাকা, শহরের পুরাতন হাসপাতাল সড়ক ও পশ্চিম বাজার এলাকায় লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছেন পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতাকর্মী ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।এ লিফলেট বিতরণ করে সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরির লক্ষ্যে সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাউন্সিল মোঃ আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপি’র সিনিয়র নেতা মোঃ রুনু আহমদ, পৌর বিএনপি’র ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিনুর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, ২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ মোঃ শামিম আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র মোঃ তালেব, ৮নং ওয়ার্ড বিএনপির’র মোঃ রাব্বি রহমান, মোঃ তারেক আহমদ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।অন্যদিকে শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ইং, ডামি নির্বাচন বর্জন ও ফ্যাসিষ্ট শেখ হাসিনার পদত্যাগ এর দাবীতে অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা সংগ্রাম দলের সাধারণ সম্পাদক এম. মবশ্বির আলীর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলা’র বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা সংগ্রাম দলের মোঃ রাসেল মিয়া, মোঃ হেলাল চৌধুরী, মোঃ রেজাউল আউব, মোঃ শামীম মিয়া, মোঃ কায়ছার আলম-সহ প্রমুখ। -
দেওয়ানগঞ্জে অথেনটিক সেন্ট্রাল স্কুলের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৩ ইং ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে শুরু করে ধারাবাহিক ভাবে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকে।অথেনটিক সেন্ট্রাল স্কুলের শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ি ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ ও অথেনটিকক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী শামসুল হক মাষ্টার, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ, রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব শামসুল হক, সানন্দবাড়ী পিআইসির ডিএসবি রাকিব খান পাঠান, মিতালী উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার আহবায়ক আলহাজ্ব আবু শামা আকন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ার্ডন্যান্স ও সভাপতি অসকস আবু শামা, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল আক্তার প্রমুখ।প্রধান অতিথি ফখরুল আলম আকন্দ বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই প্রতিটা ছাত্র/ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকগণ ফলাফল ঘোষণাও অতিথিদের বক্তব্য প্রদানের পরে স্টেশনের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফলাফলের জন্য এবং অতিথিদের হাত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রধান অতিথি আরও বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভালো ফলাফল করায় আমি শিক্ষকদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। এ ধারা যেন ভবিষ্যৎ অব্যাহত থাকে।