Tag: বিতরণ

  • দিনাজপুরে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ।

    দিনাজপুরে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে ৭টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়।

    ২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন ধানের হাইব্রীড ও উপসি জাতের প্রনোদনা প্রদানের জন্য উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন।

    এতে সভাপতিত্বে করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দীন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।

    অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বেতদীঘি ইউপি চেয়ারম্যান, উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন।

    উপজেলার ৭টি ইউনিয়ন  ও পৌরসভায় হাইব্রীড জাতের ধান বীজ ৩৩শতকের প্রতি বিঘায়, একজন কৃষক ২ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট ১১০ জন কৃষকে এই প্রনোদনা প্রদান করা হয়। পর্যাক্রমে উপজেলার  মোট ৬৬০ জন কৃষকে এই কৃষি প্রনোদনা প্রদান করা হবে।

  • গোয়ালন্দে দৌলদিয়ায় যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    গোয়ালন্দে দৌলদিয়ায় যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

    (৩০ জুন) বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। কেকেএস শিশু প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কেকেএস বাংলা হেল্প ও এডব্লিউআর উদ্যোগে ৬০ জন যৌনকর্মীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

    কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্টন দাস ডিপার্টমেন্টাল কর্মকর্তা বিসিএসএফ,লুথার দাস ভলেন্টিয়ার প্রজেক্ট ফোকাল পার্সন বিসিএসএফ বাংলা-হেল্প , আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, শামীমা আক্তার মুনমুন সাধারণ সম্পাদক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখা।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাফফর হোসেন। ৬০ জন যৌনকর্মীর মধ্যে ত্রাণ সামগ্রী তালিকা ছিল, ২ কেজি চাউল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল,১ কেজি চিনি,১ কেজি লবণ,২ আলু,২ কেজি পেঁয়াজ, ১/২ কেজি গুঁড়ো দুধ,৩ টি গোসলের সাবান, ৩ টি কাপড় কাচার সাবান ও নগদ ৫’শ টাকা।

    ত্রাণ বিতরণ শেষে বিদ্যালয়ের বাগানে অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপন কর্মসূচী করা হয়।

  • ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতারন করেছে যুবলীগ।

    ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতারন করেছে যুবলীগ।

    পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় দেড় হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরন করেছে যুবলীগের নেতাকর্মীরা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা ও পৌর যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে।

    পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু’র নেতেৃত্বে পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, গোরস্থানসহ বিভিন্ন স্থনে এসব বৃক্ষ রোপন করা হয়। এছাড়া পৌর ও ইউনিয়ন যুবলীগ নেতা কর্মীদের মাঝে তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করেছে।

    এসময় কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মো.মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সংগঠনিক সম্পাদক আলাআমিন হাওলাদার, গোলাম হায়দার মিঠু, যুবলীগ নেতা মো. মারুফ সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচী পালন করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন উদ্যোগে বেনাপোলে অক্সিজেনের বিতরণ।

    সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন উদ্যোগে বেনাপোলে অক্সিজেনের বিতরণ।

    কোভিড -১৯ প্রতিরোধে সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের নিজ উদ্যোগে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন।

    বিশ্বে মহামারী করোনা ভাইরাসে সারা পৃথিবী জুড়ে ভয়াবহ অবস্থা তাই রোজ সোমবার (২৭) জুন থেকে তারা বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের পক্ষ থেকে তারা সামান্য কিছু অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র স্টাফ এসোসিয়েশনের সদস্যদের জন্য।

    করোনা কালীন সময়ে নিরাপত্তা ঝুঁকি থাকা স্বত্বেও, নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ২৫৭৩ জন সদস্য কাজ করে যাচ্ছেন সরকারি কর্মকর্তা সাথে হাত রেখে যাচ্ছেন।

    এ সময় স্টাফ এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল সাত্তার, বলেন, কোভিড -১৯ সময়ে আমার সদস্য ভাইরা তারা তাদের জীবন ও পরিবার দিকে না তাকিয়ে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন, সদস্য ভাইদের কোন সমস্যা হলে, তারা যেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশ অবশ্য যোগাযোগ করেন যেন।

    আমরা যতটুকু সাহায্য করার করব, ও অক্সিজেন এর দরকার হলে আমরা তাদেরকে আমাদের স্টাফ অ্যাসোসিয়েশন থেকে সাহায্য করবে ।

    আরো বলেন, জীবন আগে কাজ পরে ,আপনি যদি আপনার জীবনকে না বাঁচিয়ে কাজ করেন, সেই কাজের আমাদের কোন দরকার নেই, তাই আমি বলবো আমার সদস্য ভাইরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাক্স মুখে দিয়ে, ও হ্যান্ড স্যানিটাইজার হাতে দিয়ে সুরক্ষা থেকে কাজ করবেন।

  • সিরাজগঞ্জ পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে র‍্যালী ও মাস্ক বিতরণ।

    সিরাজগঞ্জ পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে র‍্যালী ও মাস্ক বিতরণ।

    ‘মাস্ক পড়ার অভ্যাস করি, করোনা মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতায় করোনায় দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ পুলিশের উদ্যোগে শহরে র‍্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।

    রবিবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে জেলা পুলিশের আয়োজনে- এ র‍্যালী ও মাস্ক বিতরণ করেন, জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমথর নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ।

    এসময় র‍্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম সিদ্দিকী, রায়গঞ্জ সার্কেল ইমরান হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকুজ্জামান, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, ইন্সপেক্টর (অপরাধ) পুলিশ অফিস জেড জেড তাজুল হুদা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    র‍্যালী চলাকালে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাঝে মাস্ক বিতরণ এবং মহামারী করোনা ভয়াল থাবা থেকে সবাইকে সচেতন থাকার আহবান জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

  • প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে টুইস্টিং শ্রমিকদের নগদ অর্থ প্রদান

    প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে টুইস্টিং শ্রমিকদের নগদ অর্থ প্রদান

    মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড-১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত জেলার জড়ি ও টুইস্টিং মিলের ২৬০ জন শ্রমিক এবং অন্যান্য শ্রেণী পেশার আরো ৫০ জন সহ মোট ৩১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    বুধবার (৫ মে ২০২১) সকালে সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ উপহার প্রদান করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, নেজারত ডেপুটি কালেক্টর, সিরাজগঞ্জ কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বৃক্ষ  বিতরণ।

    সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বৃক্ষ  বিতরণ।

    সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ করছেন এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাঘাত হচ্ছে।তারপরও অনলাইনে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে।

    এসময়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলে ও মাস্ক, হ্যান্ডস্যানেটারিস ব্যবহার সহ বার বার সাবান পানি দিয়ে হাত ধৌত করতে হবে।বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের আরও বেশি সচেতন হতে হবে এবং অভিভাবক , সমাজের দায়িত্ব শালী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান ।

    তিনি আরও বলেন, সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। যেমন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল , মেরিন একাডেমি করা হয়েছে। শিল্প পার্ক ও ইকোনমিক জোন কার্যক্রম চলছে হলে সেখানে লক্ষ লক্ষ বেকারদের কর্মী সংস্থা হবে। শনিবার (২৬ জুন) বেলা ১১ টায় সদর উপজেলার মল্লিকা ছানাউল্লাহ্ আনছারী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজনে কিশোর- কিশোরীদের করোনা কালীন স্বাস্থ্য সচেতন ও সু-রক্ষা সামগ্রী বিতরণ এবং বৃক্ষ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা , পৌর আওয়ামী সভাপতি মোঃ হেলাল উদ্দিন ,স্বাস্থ্য সু-রক্ষা ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম ,ডাঃ নিজাম উদ্দিন, রেজওয়ান, ডাঃ তিথী সরকার , পৌর কাউন্সিলর রোমানা রেশমা , সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল মান্নান , জেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্র লীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা প্রমূখ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালেয় প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম।অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

    দুপুর কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামের প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে- প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুুন্না, কিশোর-কিশোরীদের মাঝে করোনা কালীন স্বাস্থ্য সচেতনতা, সু-রক্ষা সামগ্রী ও বৃক্ষ রোপনের জন্য বৃক্ষ বিতরণ করেন।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছা মেরিনা সুুুুুলতানা, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছাকমান আলী।

  • ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন নারী সংসদ রত্না আহমেদ।

    ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন নারী সংসদ রত্না আহমেদ।

    নাটোরের  নলডাঙ্গার ১নং ব্রক্ষপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা কালিন ও ঈদ সহায়তার আড়াই লাখ টাকা ৫০০ জনের মধ্যে ৫০০ টাকা হারে তুলে দেন, নাটোর – নওগাঁ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না আহমেদ।

    বৃহস্পতিবার(৬ ই মে) সকাল সাড়ে দশটায় ব্রক্ষপুর ইউনিয়ন পরিষদ চত্বরে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুর রহমান বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মামুন,কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লাসহ প্রমূখ।

    রত্না আহমেদ তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া চান, এবং চলমান বৈশ্বিক মহামারী থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন তুলে ধরে,আওয়ামীলীগ সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান।

  • মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প প্রদর্শনী চাষিদের উপকরণ ও পোনা বিতরণ।

    মৎস্য সম্পদ উন্নয়নে প্রকল্প প্রদর্শনী চাষিদের উপকরণ ও পোনা বিতরণ।

    সিরাজগঞ্জের চৌহালীতে করোনায় ক্ষতিগ্রস্থ মাছ চাষিদের মাঝে মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করেছে মৎস্য দপ্তর।

    বৃহস্পতিবার( ২৪ জুন) সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জলাশয় সংস্কারের মাধ্যমে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আত্ততায় প্রদর্শনী চাষিদের মাঝে উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার , উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন, ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম শফিক ও আব্দুল্লাহ আল মূতিসহ মৎস্য চাষ বৃদ্ধি প্রকল্পের সুবিধা ভোগী মাছ চাষিরা।

    এসময় চাষীদের মাঝে ৫০০ কেজি মাছের খাদ্য, দুইমন মাছের পোনা বিতরণ করা হয়। পরে খননকৃত জলাশয়ের পারে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপন করা হয়।

  • তাড়াশে এডিপি’র অর্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারী বিতরণ।

    তাড়াশে এডিপি’র অর্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারী বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন প্রতিষ্ঠানে এডিপি’র অর্থে আলমারী বিতরণ করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।

    উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন,স্কুল প্রতিষ্ঠান, মুিক্তযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৯টি আলমারী উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিল(এডিপি) বরাদ্দ থেকে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আরশেদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনসহ অনেকে।