Tag: বিতরণ

  • সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন।

    সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন।

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বানভাসি গরীব ও অসহায় তাঁত শ্রমিকদের পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী চাউল বিতরন করা হয়েছে।

    সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণ হতে ছাতিয়ানতলী ও বাঐতারা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১’শ ৫০ জন তাঁত শ্রমিক পরিবারের মাঝে ১ বস্তা করে চাউল বিতরন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

    এ সময় সদর উপজেলার নির্বাহী,অফিসার মোঃআনোয়ার পারভেজ, জেলাপ্রশাসকের পি এ টু এস,এম ইব্রাহীম হোসেন,ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্যদের একাংশ।

  • সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরন।

    সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরন।

    আজিজুর রহমান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর দূর্গম অঞ্চলে বন্যার পানিতে নিমজ্জিত হওয়া ৩’শ ৫০ টি পরিবারে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

    সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলামের নিজ অর্থায়নে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেল দূর্গম চরাঞ্চল ফুলবাড়ী, বড়শিমুল, খাস বড়শিমুল, চরগাছাবাড়ী, চকবয়ড়া, যমুনাবালী এলাকা সহ ইউনিয়নের বিভিন্ন বন্যা দূর্গতদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রান সামগ্রী মধ্যে ছিলো-চাল, ডাল,আলু, লবণ সহ বিভিন্ন্য শুকনো খাবার।

    এসময় চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে এ ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছি।

    সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের বন্যার্ত অসহায়, গরীব মানুষদের পাশে থাকতে এ উদ্যোগ নিয়েছি।

  • বেলকুচিতে কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ।

    বেলকুচিতে কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ ও কর্মহীনদের মাঝে পূর্বানী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    রবিবার (০৪ সেপ্টেম্বর ) বিকালে কামারপাড়া এলাকার লতিফা শাজাহান উচ্চ বিদ্যালয় মাঠে পুর্বানী গ্রুপের অর্থায়নে ও পূর্বানী গ্রুপের আফসানা মিমির প্রতিনিধিত্বে ২ শতাধিক অসহায় কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক(মন্ত্রী), সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশিকুর রহমান লাজুক বিশ্বাস, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ, সমাজ সেবক রিয়াজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জের তাড়াশে ৮জন মৎস্য চাষীকে উপকরণ বিতরণ।

    সিরাজগঞ্জের তাড়াশে ৮জন মৎস্য চাষীকে উপকরণ বিতরণ।

    শাহিনুর রহমান শাহিন,তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের  তাড়াশে চলমান মৎস্য  সপ্তাহর ৬ষ্ট দিন মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে।
    ২সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা  মৎস্য  কার্যালয়ের আয়োজনে  মৎস্য  সপ্তাহ উপলক্ষে ৬ষ্ট দিনে উপজেলা মৎস্য অধিদফতরের সামনে  ৮জন মৎস্য চাষীর মাঝে  উপকরণ  বিতরণ করেন  উপজেলা  পরিষদের চেয়ারম্যান  অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা  পরিষদের  ভাইস চেযারম্যান আনোয়ার হোসেন  খান, মৎস্য  অফিসার  মশগুল আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন,আব্দুল মমিন,বিআরডিবি চেয়ারম্যান  আরিফুল ইসলাম,মৎস্য সম্প্রসারণ অফিসার আব্দুস সালাম,সাংবাদিক মহসীন আলী, এম ছানোযার হোসেন সাজু ,আব্দুল বারিক খন্দকার সহ অনেকে।

  • ফুলবাড়ীতে মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ।

    ফুলবাড়ীতে মৎস্য চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ “বেশি বেশি মৎস চাষ করি,বেকারত্ব দুরকরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রর্দশনী মৎস চাষীদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়েছে।

    জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ চত্বরে মৎস অধিদপ্তরের উদ্যোগে ৬ জন মৎস চাষীর মাঝে এই খাবার বিতরণ করা হয়।মৎস্য চাষীদের হাতে মাছের খাবারের বস্তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা মৎস
    কর্মকর্তা মাজনুন্নাহার মায়া প্রমুখ।

  • সিরাজগঞ্জে বন্যার্তদের ফুডপ্যাকেজ বিতরণ করলেন-ইউপি চেয়াম্যান।

    সিরাজগঞ্জে বন্যার্তদের ফুডপ্যাকেজ বিতরণ করলেন-ইউপি চেয়াম্যান।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ নবীদুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে যমুনাপাড়ের নিম্ন অঞ্চল পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর গ্রামের ৩’শ পানিবন্দী পরিবারের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ করেছেন।এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাউল, আলু,লবণ,ও শুকনা খাবার।

    বুধবার(১সেপ্টেম্বর)বিকেলে পূর্ব বাঐতারা ও পূর্ব মোহনপুর গ্রামে ফুটপ্যাকেজ বিতরনের সময় উপস্থিত ছিলেন,সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ,ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোমিন,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্মল,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বনী,সায়দাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রিগেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান, সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসেন, সায়দাবাদ ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি ফুয়ারা খাতুন ও সাধারণ সম্পাদক রিতা খাতুন প্রমুখ।

  • বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ।

    বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার সকালে বেলকুচি পৌর এলাকার সূবর্ণ সাড়া বাস স্ট্যান্ড সলগ্ন এলাকায় উপজেলা ও পৌরসভার প্রায় ৯ শতাধিক অসহায় পরিবারকে নিজ অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন বনানী থানা আ’লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন।

    ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর সিরাজুল ইসলাম, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রামানিক,বানানী থানা ছাত্রলীগের সহ -সভাপতি আশিকুর রহমান,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সোহেল মির্জা,সাবেক ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মসরু, সাবেক কাউন্সিলর আব্দুস ছোবাহান মন্ডল,সাবেক ওয়ার্ড সভাপতি আবুল কালাম মন্ডল, যুবলীগ নেতা সাগর সরকার,সেচ্ছাসেবক লীগ নেতা ইয়াসিন মন্ডল, সোহেল রানা,সহ আরো অনেকেই।

  • উল্লাপাড়ার গ্রাম পুলিশের কাজের গতি বাড়াতে বাইসাইকেল বিতরণ।

    উল্লাপাড়ার গ্রাম পুলিশের কাজের গতি বাড়াতে বাইসাইকেল বিতরণ।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের কাজের গতি বাড়াতে ২১ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    ২৫ আগস্ট বুধবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ চত্বরে উলজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন উপজেলার ১৪ টি ইউনিয়নে গ্রাম পুলিশের কার্যক্রম আরোও গতিশীল করার লক্ষ্যে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি/রাজস্ব উন্নয়ন)এর আওতায় তাদের ২১ টি বাইসাইকেল বিতরণ করা হয়।একই প্রকল্পের আওতায় ২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমূখ।

  • সিরাজগঞ্জে প্রশিক্ষণ ও ভার্মি কম্পোষ্ট উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরন।

    সিরাজগঞ্জে প্রশিক্ষণ ও ভার্মি কম্পোষ্ট উৎপাদন প্রদর্শনীর উপকরণ বিতরন।

    সিরাজগঞ্জ সদর উপজেলার -২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় সদর উপজেলার প্রশিক্ষণ ও ভার্মি কম্পোষ্ট প্রদর্শনীর উপকরণ বিতরন করা হয়েছে।

    সোমবার (২৩ আগষ্ট) দুপুর ১২ টার সময় সদর উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে ভার্মি কম্পোষ্ট উৎপাদনের উপকরণ বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক ইউসুফ রানা মন্ডল।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আবু হানিফ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম,নাছিম রেজা নুর দিপু।

    অনুষ্ঠানসঞ্চালনায় ও সার্বিকদায়িত্বে ছিলেন,সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের- কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অ্যামেলিয়াজান্নাত ও সাব্বির আহমেদ সহ অন্যান্য কৃষিকর্মকর্তাগন ও কৃষকেরা।

  • ফুলবাড়ীতে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদানের চেক বিতরণ।

    ফুলবাড়ীতে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মধ্যে অনুদানের চেক বিতরণ।

    দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসচ্ছল  সাংস্কৃতিসেবীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    ২৩ আগস্ট সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা ১০ জন অস্বচ্ছল সাংস্কৃতিসেবীর মধ্যে অনুদান প্রদান করা হয়।

    আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

    এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন প্রমুখ।

    শেষে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার ৫’শ টাকা করে ওই ১০ জন সাংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।