Tag: বিতরণ

  • মাধবপুরে পূজা মন্ডপে ও চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ।

    মাধবপুরে পূজা মন্ডপে ও চা শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ।

     

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২২টি দুর্গা পূজা মন্ডপ ও ৫ হাজার ৫’শ ৪৬ জন চা শ্রমিকের মাঝে ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান ।

    এ উপলক্ষে শুক্রবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা আশ্রাব আলীর সঞ্চালনায় এক অনুষ্টান অনুষ্টিত হয় ।

    সভায় চেয়ারম্যান বাবুল হোসেন খান,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের জগদীশ চন্দ্র রায়,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাশ,লিটন রায় ,দুলাল মোদক প্রমূখ বক্তব্য রাখেন । সভা শেষে জেলা প্রশাসক ১২২টি পূজা মন্দিরের সভাপতির হাতে প্রত্যেককে ১৪ হাজার ৪শ টাকা করে পূজার সরকারী অনুদান বিতরণ করেন ।

    উপজেলার ৫ টি চা বাগানের ৫ হাজার ৫’শ ৪৬ জন চা শ্রমিকের মাঝে এককালীন ৫হাজার টাকা অনুদান বিতরণ উদ্বোধন করেন এবং অনঅগ্রসর জনগোষ্টীর ৪৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন ।

  • মাধবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ।

    মাধবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ছড়ি বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাধবপুর এর পক্ষ থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় দিকে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

    চৌমুহনী ইউনিয়ন’র মোঃ ইয়াছিন মিয়াকে ১ টি , বহড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ আব্দুল হামিদকে ১টি হুইল চেয়ার এবং রাজাপুর গ্রামের মোছাঃ চান বানুকে স্মার্ট সাদা ছড়ি তুলে দেওয়া হয়।

    এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধবপুর এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, মোঃ ইকবাল হোসেন খান, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন খান, সাংবাদিক মোঃ অলিদ মিয়া উপস্থিত ছিলেন প্রমূখ।

  • কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভিজিটি’র চাল বিতরণ।

    কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভিজিটি’র চাল বিতরণ।

    কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃসিলেটের কানাইঘাটের দিঘীরপার পূর্ব ইউনিয়নের ১৮৪ টি পরিবারের কার্ডধারীদের মধ্যে সরকারি ভিজিটি’র চাল বিতরন করা হয়েছে।

    আজ সোমবার দুপুর ১২টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্ডধারীদের মাঝে ভিজিটির ৩০ কেজি করে চাল তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজল। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।

    চাল বিতরন কালে চেয়ারম্যান আলী হোসেন কাজল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও দেশ থেকে দারিদ্রতা নির্মূলের লক্ষে নানা ধরনের যোগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। সব ধরনের ভাতার টাকা বৃদ্ধি সহ ইউনিয়ন পর্যায়ে দরিদ্র লোকজনদের জীবনমান উন্নয়নের লক্ষে নানা ধরনের অর্থনৈতিক সেবা মূলক কার্যক্রম সহ ভিজিটি ও ভিজিএফ এর নামের তালিকা বাড়ানো সহ শতভাগ বয়স্ক ভাতা,বিধবা ভাতা,পঙ্গু ভাতার করে দিয়েছেন যার সুফল আমরা সবাই পাচ্ছি।

    ভবিষৎতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিজিটি ও ভিজিএফ এর কার্ডধারীরা যাতে করে আরো উন্নত জীবন যাপন করতে পারেন এ জন্য নানামূখী উদ্দোগ নিয়েছেন।

  • সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন।

    সিরাজগঞ্জে ভিক্টোরিয়া স্কুলে বৃক্ষ রোপণ ও বিতরণের উদ্বোধন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    আমাদের সিরাজগঞ্জ আমরাই রাখবো নিরাপদ সবুজ সিরাজগঞ্জ গড়ার লক্ষে,অটুট আমাদের পথ চলা। বাংলার আবহওয়া,বাংলার মাটি গাছ লাগিয়ে করবো ঘাটি এই স্লোগান কে সামনে রেখে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় সিরাজগঞ্জ শহরের বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া রোডস্থ ভিক্টোরিয়া হাইস্কুলে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন, সিরাজগঞ্জ উদ্যোগে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে মোঃ আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
    এ সময় আরো উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃসাজেদুল ইসলাম,সহকারী শিক্ষক মির্জা গোলাম মোস্তফা,সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত রহমান হীরক প্রমূখ।

    ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির ও বিতরণ অনুষ্ঠানে দ্বিতীয় দিনে ভিক্টোরিয়া হাইস্কুলে তিন’শ ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়েছে।

    এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ক্লিন সিরাজগঞ্জ ও গ্রীন সিরাজগঞ্জ কে ধন্যবাদ জানাই তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী ৫ হাজার গাছ বিতরণের উদ্যোগ নিয়েছে। গাছ লাগান পরিবেশ বাঁচান এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বনজ ফলজ ও ঔষধি গাছ আমরা বেশি বেশি করে লাগাবো।

    বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি, ফল ফলন্ত গাছ লাগানোর জন্য তিনি সকলে প্রতি অনুরোধ জানান।

  • তাড়াশে ৫ পরিবারে খাবার ও ৩ পরিবারে ছাগল বিতরণ।

    তাড়াশে ৫ পরিবারে খাবার ও ৩ পরিবারে ছাগল বিতরণ।

    তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মানবতার কাজে,সবার পাশে এই শ্লোগানকে সামনে নিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে উন্নত মানের খাবার  ও ছাগল বিতরণ করা হয়েছে।

    ২৬ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ভিলেজ ভিশন সংস্থার  উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি’ এর সহযোগীতায় ৫টি হতদরিদ্র পরিবারকে উন্নত মানের খাবার ও ৩টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

    ৫টি পরিবারকে দেওয়া উন্নত মানের খাবারের মধ্যে ছিল ১টা খাসীর রান্না করা মাংস,প্রত্যেককে ২টি করে রান্না করা মুরগীর মাংস,১টি করে রান্না করা কাতল মাছসহ অন্যান্য খাদ্যসমুহ।

    ওই সংগঠনের পরিচালক খন্দকার শরিফুল ইসলামের  সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, আওয়ামীলীগ নেতা ও মাধাইনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মসলিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি’ এর  প্রতিষ্ঠাতা পরিচালক তাহমিন হাসান,ভিলেজ ভিশন সংস্থার ভলান্টিয়ার মাসুম বিল্লাহ,জেসমিন খাতুন,তাইবুর খন্দকার, জুবায়ের আহম্মেদ,নাইম হোসেন,শাকিল হোসেন আজাদ আলী প্রমুখ।

    অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন,ভিলেজ ভিশন সংস্থার কার্যক্রম  এই উপজেলায় মানবতার কাজে প্রশংসা অর্জন করেছে।

  • কাজিপুরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    কাজিপুরে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৯’শ ৫০ জন কৃষকের মাঝে খরিপ-২ এ ২০২১/২০২২ অর্থ বছরের প্রণোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    ২৩শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টার সময় কৃষি অফিস চত্বরে কৃষি পণ্য বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

    এসময় স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিৎ রায়, উপ সহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন।

    অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ৯’শ ৫০ জন কৃষকের মধ্যে মাসকালাই,এমওপি,ডিএপি সার বিতরণ করা হয়।

  • তাড়াশে হতদরিদ্র পরিবারের মাঝে ৬টি ছাগল বিতরণ।

    তাড়াশে হতদরিদ্র পরিবারের মাঝে ৬টি ছাগল বিতরণ।

    তাড়াশ প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে হতদরিদ্র পরিবারের মাঝে ৬টি ছাগল বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) উদ্যোগে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকা’র সহযোগীতায় ৪ টি

    নৃ-গোষ্টি, ১টি হিন্দু ও ১ টি মুসলমান মোট ৬টি হতদরিদ্র পরিবারের মাঝে ১টি করে ছাগল বিতরণ করা হয়। ওই সংস্থার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম,সমাজসেবা অফিসার কে,এম মনিরুজ্জামান, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র পরিচালক শফিকুল ইসলাম সবুজ,উপজেলা পেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী,সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজুসহ অনেকে।

  • বেলকুচিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ।

    বেলকুচিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ।

    সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জ বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিবরণ করা হয়েছে।

    ২৩ (সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে বেলকুচি উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা আ,লীগের সভাপতি গাজী দেলশোখ আলী প্রমানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রমূখ ।

    বক্তব্য শেষে প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার তুলে দেন।

  • ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

    মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

    ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষে পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।

    উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ জন করে জনপ্রতি প্রতিটি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ,৫ কেজি এমওপি পটাশ ও ১০ কেজি ডিএফপি সার বিতরণ করা হয়।

    বুধবার ২২ সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

    বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

  • চৌহালীর চাঁদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে চাল বিতরন।

    চৌহালীর চাঁদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে চাল বিতরন।

     

    আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
    সিরাজগঞ্জ চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের গরীব,দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতারণ করা হয়েছে।

    মঙ্গলবার (২১সেপ্টেম্বর)সকালে বেতিল বাজারে – শাহাদাৎ হোসেন তালুকদার ও তাওহিদুল ইসলাম ডিলারের মাধ্যমে ১ হাজার ৩’শ ১৩ জনকে ১০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩’শ ৯০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।

    এসময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরাশেদুল ইসলাম সিরাজ সহ ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।