Tag: বিতরণ

  • বেলকুচিতে অসচ্ছল কৃষকের মাঝে রবিশস্য’র বীজ ও সার বিতরণ।

    বেলকুচিতে অসচ্ছল কৃষকের মাঝে রবিশস্য’র বীজ ও সার বিতরণ।

    সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে রবি শস্য মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় সরিষা,গম, ভুট্রা, চীনাবাদাম, মসুর, পেয়াজ, সূর্যমুখী বীজ উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও  প্রান্তিক অসচ্ছল চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    ২ নভেম্বর মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ৪ হাজার ৪’শ ৯০ জন অসচ্ছল প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

    বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান প্রসাদ পাল প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সিরাজগঞ্জে সদরে অসচ্ছল কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন।

    সিরাজগঞ্জে সদরে অসচ্ছল কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেসের সভাপতিত্বে অসচ্ছল ১২০০ কৃষকের মাঝে রবি/২০২১-২২ মৌসুমে,গম,ভূট্রা,সরিষা,সূর্যমুখী,চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসূর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কৃষিপ্রণোদনা কর্মসূচী’র আওতায় সরিষা বীজ ও সার বিতরন করা হয়েছে।

    রোববার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে -উক্ত বিতরন অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।অনু্ষ্ঠানের সার্বিক দায়িত্ব ও সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা।

    বিতরন অনু্ষ্ঠানে উপকারভোগী প্রান্তিক প্রত্যেক কৃষককে ১বিঘার জন্য ১ কেজি বীজ,১০ কেজি এমওপি,১০ কেজি ডিএপি বীজ প্রদান করা হয়েছে ।

  • নাগরপুরে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ।

    নাগরপুরে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ।

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে চূড়ান্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ অক্টোবর), সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। এ সময় ১১ টি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

    দলীয় চূড়ান্ত মনোনয়ন ফর্ম বিতরণ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী বলেন, আমরা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক স্ব স্ব প্রার্থীকে নিজ নিজ হাতে ফর্ম দিয়ে দিচ্ছি। প্রার্থীরা এই ফর্ম যথা নিয়মে পূরণ পূর্বক উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করবে। আমরা আগামী শনিবার (৩০ অক্টোবর) আমাদের দলীয় কার্যালয়ে ইউপি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা সম্পর্কিত সভা করবো। সেই সভায় নৌকার সকল প্রার্থীকে ও প্রত্যেক ইউনিয়নের সভাপতি / সাধারণ সম্পাদক গণকে দলীয় সকল নির্দেশনা প্রদান করা হবে।

    দলীয় চূড়ান্ত ফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পর্কে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম জানান, আজ আমাদের উপজেলা আওয়ামী লীগ এর সমন্বয়ে চূড়ান্ত মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। নির্বাচন নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আমরা আগামী শনিবার দলীয় সভা করবো। দলীয় প্রার্থী যারা দলীয় মনোনয়ন পেয়েছেন এবং যারা পায়নি সকলকে নৌকার পক্ষে ভোট চেয়ে বিজয় সুনিশ্চিত করার আহবান জানাবো।

    আনুষ্ঠানিক এই ফর্ম বিতরণ অনুষ্ঠানের প্রথমেই ফর্ম সংগ্রহ করেন নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ কুদরত আলী এবং পরবর্তীতে যথাক্রমে মোঃ আনিসুর রহমান (সহবতপুর), মোঃ শাহীদুল ইসলাম অপু (সলিমাবাদ), মোঃ জজ কামাল (মামুদনগর), মোঃ শামীম খান (পাকুটিয়া), মোঃ হামিদুর রহমান (ভাদ্রা), মোঃ শওকত হোসেন (বেকড়া), মোঃ মতিয়ার রহমান (ধুবড়িয়া), মোঃ শরিফুল ইসলাম (মোকনা), মোঃ আবুল হাশেম মিয়া (দপ্তিয়র), শেখ সামছুল হক (গয়হাটা) দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

  • উল্লাপাড়ায় অস্বচ্ছল কৃষকের মধ্যে বীজ,সার ও কম্বাইন হারভেস্টার বিতরণ।

    উল্লাপাড়ায় অস্বচ্ছল কৃষকের মধ্যে বীজ,সার ও কম্বাইন হারভেস্টার বিতরণ।

    স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে অস্বচ্ছল কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে রবি শষ্য উৎপাদনে বীজ ও সার বিতরণ করা হয়। সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই জন কৃষকের মধ্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ ও প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

    এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি প্রমুখ।

    ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শষ্যের প্রণোদনা হিসেবে উপজেলায় ৫৭৪০ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হবে। সহায়তা হিসেবে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ, পেয়াজ মুগ ডাল, মসুর, খেসারী সহ বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রদান করা হবে।

  • বাঘায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

    বাঘায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় শারীরিক প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত চলাচলে অক্ষম,দুইজন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
    সোমবার(২৫অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ব্যক্তিগত উদ্দ্যোগে এই হুইল বিতরণ  করেন।
    উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে নিজে  ঘুরে  প্রতিবন্ধিদের চিহিৃত করে ,যাদের হুইল চেয়ার প্রয়োজন ,যারা চলাচলে অক্ষম মানুষ, তাদের খুঁজে পর্যাক্রমে সকলের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে।এ পর্যন্ত  আটজন মুক্তিযোদ্ধা ও ১৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক সনোয়ার হোসেন, কামাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন সুরুজ, মনিরুজ্জামান রবি প্রমুখ।
  • জেলা পরিষদ সদস্য রুহির উদ্যোগে বালাগঞ্জে সেলাই মেশিন বিতরণ।

    জেলা পরিষদ সদস্য রুহির উদ্যোগে বালাগঞ্জে সেলাই মেশিন বিতরণ।

    ওসমানীনগর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নেতৃত্বে নারী উন্নয়নে অগ্রণী ভূমিকার পাশাপাশি দক্ষ মানব সম্পদ উন্নয়নে নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষে সিলেটের বালাগঞ্জে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

    সিলেট জেলা পরিষদের অর্থায়নে জেলা নারী জাগরণী ঐক্য পরিষদ ও বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহির উদ্যোগে উপজেলার আর্থিক ভাবে অসচ্চল পরিবারের মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

    শনিবার বিকেলে বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত সেলাই মেশিন বিতরনী কার্যক্রমে সভাপতিত্ব করেন নারী জাগরণী ঐক্য পরিষদের সভাপতি সুষমা সুলতানা রুহী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

    বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কবি তুহিন মনসুর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন,দেশের উন্নয়নের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে হলে সকল শ্রেনীপেশার মানুষের সামগ্রীক উন্নয়নের দিকে আমাদের নজর রাখতে হবে।

    বিশেষ করে বেকারত্ব দূরীকরণসহ দুঃস্থ ও সুবিধা বঞ্চিতদের কল্যানে সরকারের পাশাপাশি সবাইকে সম্মেলিতভাবে কাজ করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্ঠায় দেশের সর্বক্ষেত্রে নারীদের অংশ গ্রহন নিশ্চিতসহ ব্যাপক সাফল্যের ভূমিকা রাখছেন নারীরা। নারীদের আত্ননির্ভরশীল করতে সিলেটের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে কাজ করে যাচ্ছেন নারী জাগরণী ঐক্য পরিষদ নেত্রী সুষমা সুলতানা রুহি।

    যার ধারাবাহিকতায় বালাগঞ্জ-ওসমানীনগর ও বিশ্বনাথের গ্রামিন জনপদের নারীদের কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থাসহ সংঘবদ্ধতার মাধ্যমে উজ্জীবিত এবং সাবলম্ভীকরনের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, জেলা নারী জাগরণী ঐক্য পরিষদের সহ-সভাপতি হাসিনা বেগম,ইউপি সদস্য আব্দুল শহীদ,জয়দীপ দাস,মহিলা সদস্য ছমিরুন নেছা, জয়তেরা বেগম, শেফালী বেগম, বালাগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা সভাপতি টিপু সুলতান, বক্তব্য রাখেন সমাজসেবী আলামিন হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ,ছাত্রলীগ নেতা রাসেল আহমদ,হোসেইন আহমদ,আনজব আলী হোসাইন,এমদাদ আহমদসহ আর অনেকে।

    অনুষ্ঠানে দুঃস্থ পরিবারের বেকার যুবক-যুবতীদের দক্ষ প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্ভী করে গড়ে তুলার লক্ষ্যে দিক নিদের্শনামূলক আলোচনায় নারী জাগরণী ঐক্য পরিষদের সকল সদস্য, সফল উদ্যোক্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • উল্লাপাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে অর্থ ও শাড়ি বিতরণ;তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়ায় পুজা মন্ডপ পরিদর্শনে গিয়ে অর্থ ও শাড়ি বিতরণ;তানভীর ইমাম এমপি।

    উল্লাপাড়া প্রতিনিধিঃ শারদীয় দূর্গাোৎসবের মহাষ্টমীতে ঘুরে ঘুরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। বুধবার রাতে পৌরসভার বিভিন্ন মহল্লার মন্দির পরিদর্শন করেন তিনি।

    বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এমপি তানভীর ইমাম বলেন, নির্ভয়ে আপনারা পুজা উদযাপন করুন । দলীয় নেতা-কর্মীরা আপনাদের সহযোগিতা করবে। ধর্ম যার যার উৎসব সবার। একটি মহল ষড়যন্ত্র করে দেশে সম্প্রতি নষ্ট করার পায়তারা করছে। আপনারা সচেতন থাকবেন তারা যেন এ ধরনের কাজ কোন ভাবেই করতে না পারে। সম্প্রতি নষ্টকারিদের কোন ভাবেই ছাড় দেবে না সরকার।

    পুজা মন্ডব পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আমিরুল ইসলাম আরজু, পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম সরকার, মোঃ আজাদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

  • লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

    লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

    মামুন হোসাইন লালমোহন(ভোলা)প্রতিনিধি: মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে, এই স্লোগান কে সামনে রেখে লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ২৯৬৮ জন জেলের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টায়,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জেলের মাঝে ২০ কেজি করে মৎস্য ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

    এসময় ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব,ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্যরা।

    এ সময় চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ তার বক্তব্যে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাউল বিতরণে ব্যবস্থা করে জেলেদের মুখে হাসিফুটান তাই ৯ নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে সর্বস্তরের জনগণে পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি ও লালমোহন তজুমদ্দীনের মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা আলহাজ্ব নূরুনবী চৌধুরী শাওন এমথপি মহোদয় সর্বদাই তাঁর নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আপনারা সবাই এমথপি মহোদয় এর জন্য মনখুলে দোঁয়া করবেন।

    এসময় তিনি আরো বলেন,৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই এ সময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না, এ জন্য এ ২২ দিনের খাদ্য সামগ্রী আপনাদের দেয়া হচ্ছে।

  • রাজশাহীর বাঘায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দরিদ্রদের বস্ত্র বিতরণ।

    রাজশাহীর বাঘায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দরিদ্রদের বস্ত্র বিতরণ।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ যথাযথ ধমীয় ভাব-গাম্ভীর্যের মাধ্যমে হিন্দু ধর্মাবল্বীদের সর্ব বৃহৎ উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারো বাঘা উপজেলার দিঘা ঠাকুর পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে মঙ্গলবার (১২অক্টোবর) দুপুর ১ টায় দূর্গাপুজা উপলক্ষে সকল ধর্মের দরিদ্র ও  সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ী কাপর বিতরণ করা হয়েছে। উপজেলার দিঘা ঠাকুর পাড়া দুর্গা মন্দির চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় পুজা মন্ডব প্রদশন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় উপসচিব বাবু রথীন্দ্রনাথ দত্ত।

    এবারের উপজেলায় বিভিন্ন শারদীয় দূর্গাপূজার মন্দির এলাকায় পূজাউৎসবে  সাড়ে ১৮০০থশাড়ি, ৫০০শথ লুঙ্গি,  ৫০০শথ থ্রিপিচ ও  ৫০০শথ প্যান্ট পিচ বিতরণ করবেন। তাঁর অংশ হিসাবে দিঘা ঠাকুরপাড়া দুর্গামন্দির চত্বরে ১“শত দরিদ্র ও  সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

    সভায় প্রভাষক শীতল কুমার কর্মকারের সঞ্চালনায় গোপাল চন্দ্র মজুমদার বিপ্লবের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব রথীন্দ্র নাথ দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজিজুল আলম,উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু , সাধারণ সম্পাদক অপূর্ব সাহা। উপস্থিত ছিলেন,দিঘা হিন্দুপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রেমানন্দ কর্মকার, শিক্ষক ভথবন মোহনসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদক গণ।

    বস্ত্র বিতরণ ও পুজা প্রর্দশনকালে প্রধান অতিথি  মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় উপসচিব বাবু রথীন্দ্রনাথ বলেন, অসাম্পদায়িক ও ধর্মীয় নানা সপ্রদায়ের দেশ বাংলাদেশ। আমরা হিন্দু মুসলিম নিবিশেষে আবহমান কাল থেকে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে আসচ্ছি। এবং ভবিষ্যৎতে আমাদের সৌর্হাদ্য ও সপ্রীতি অবাহত থাকবে বলে বিশ্বাস করি। তিনি, প্রতিটি পূজামন্ডপ কমিটিকে সকল ধর্মের সমন্বয়ে সাপ্রদায়িক সপ্রীতির বন্ধনে একীভথত করে কমিটি গঠনের আহবান জানিয়েছেন । যাতে করে দর্শনার্থীরা নির্ভিগ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারেন।

  • সিরাজগঞ্জে পিক আপভ্যান বিতরণ।

    সিরাজগঞ্জে পিক আপভ্যান বিতরণ।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ওও প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত), মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় কালিয়া হরিপুর সিআইজি (মৎস্য) সমবায় সমিতি এর অনুকূলে পিক-আপ ভ্যান বিতরণ করা হয়েছে।

    রোববার (১০ অক্টোবর ) বিকেলে সদর উপজেলায় উক্ত পিকআপ ভ্যান বিতরণের অনু্ষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
    এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ ।

    এসময় সহ সিআইজি সমিতির সদস্যবৃন্দ, মৎস্যচাষি ও সুধীজন এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।