Tag: বিতরণ

  • বগুড়ার শিবগঞ্জে ডা.আমেনা বকর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    বগুড়ার শিবগঞ্জে ডা.আমেনা বকর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ডা. আমেনা বকর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে গরিব দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার কিচক ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক আব্দুল আলিম তিনি বলেন, শীতের শুরুতেই শিবগঞ্জ উপজেলা তথা কিচক ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল,প্রতিবন্ধী ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। সমাজের বিত্তবানরাও এ কাজে এগিয়ে আসবেন- এই আমাদের প্রত্যাশা।

    এদিকে ডা.আমেনা বকর ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। তারা বলেন, অনেকে শীত মওসুমের মাঝা-মাঝি বা শেষের দিকে শীতবস্ত্র দিয়ে থাকেন।

    এর চেয়ে শীতের প্রথমে পেয়ে আমাদের জন্য ভালো হলো। এজন্য আর শীত নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আব্দুল বাকী,আব্দুল মান্নান, মোসলেহ উদ্দিন সোহেল,নজিবুল্লাহ,আলী আহমদ প্রমূখ।

  • শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্ধোধন করলো নিসচা বড়লেখা উপজেলা শাখা।

    শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্ধোধন করলো নিসচা বড়লেখা উপজেলা শাখা।

    শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯ বছরে পদাপর্ণ উপলক্ষে বড়লেখা উপজেলা শাখার সপ্তাহব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসার সুবিধাবঞ্চিত ছাত্রদের উপহার সরুপ উন্নতমানের জ্যাকেট প্রদানের মাধ্যমে শীতবস্ত্র কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।
    মঙ্গলবার (৭ডিসেম্বর)  রাত ৮ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্দ্যোগে পৌরশহরে জামিয়া হুফফাজুল কোরআন মাদ্রাসার হাফিজ বিভাগের অধ্যায়নরত একজন সুবিদাবঞ্চিত ছাত্রকে উপহার সরুপ উন্নতমানের জ্যাকেট উপহার প্রদান করার  মাধ্যমে শীতবস্ত্র কর্মসূচির উদ্ধোধন করা হয়।
    এসময় উপস্হিত ছিলেন জামিয়া হুফফাজুল কোরআন মাদ্রাসার পরিচালক মাও  হাফেজ ইমাম উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমিদ ইরশাদ রিপন, সহ-সভাপতি মারর্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন।
    উল্লেখ্য নিসচার বড়লেখা উপজেলা শাখার সভাপতি।তাহমিদ ইরশাদ রিপন বলেন, গত বছর (২০২০) সালে নিসচা বড়লেখা উপজেলা শাখার সম্মানিত উপদেষ্ঠা যু্ক্তরাষ্ট্র প্রবাসী কমিনিউটি নেতা মানবতাবাদী ব্যক্তিত্ব আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবার অর্থায়নে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র কর্মসূচি উদ্ধোধনের মাধ্যমে নিসচার ব্যবস্থাপনায় চলিত বছরে  ও অল্প কয়েকদিনের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হবে।
  • এস ও এস শিশুপল্লী সিলেটের উদ্যোগে ওসমানীনগরে চেয়ার টেবিল বিতরণ।

    এস ও এস শিশুপল্লী সিলেটের উদ্যোগে ওসমানীনগরে চেয়ার টেবিল বিতরণ।

    ওসমানীনগর,প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে শিশু নির্যাতন রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধের অংশ হিসেবে এস ও এস পল্লী সামাজিক কেন্দ্র সিলেটের উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক এক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।রবিবার দুপুরে উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেটের আয়োজনে অনুষ্ঠিত সভায় এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর প্রোগ্রাম অফিসার ও ইনচার্জ তানবীরআহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।

    অনুষ্ঠানে দয়ামীর ইউনিয়নের বিভিন্ন কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর ৮০ জন শিশু ও কেয়ারগিভার ও এস ও এস কো-ওয়ার্কারগণ এতে অংশগ্রহণ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী বলেন, এস ও এস শিশু পল্লী শিশুদের জন্য এমন একটি যত্নশীল ও নিরাপত্তামূলক পরিবেশ সৃষ্টি ও তা অক্ষুন্ন রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যা এর প্রকৃত মূল্যবোধের উন্নয়ন ঘটায় এবং শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধ ও মোকাবিলা করে।
    অনুষ্ঠান শেষে কর্মসূচীর অন্তর্ভূক্ত যে সকল শিশুর পড়াশুনার জন্য তাদের পরিবারে বসে লেখা-পড়া করার ব্যবস্থা নেই এমন ৮০ টি পরিবারের প্রতিটি পরিবারকে ১ টি করে টেবিল ও ০২ টি করে চেয়ার প্রদান করা হয়।

  • বালাগঞ্জ-ওসমানীনগরের উপকারভোগীদের এসওএস শিশুপল্লীর খাদ্য সহায়তা।

    বালাগঞ্জ-ওসমানীনগরের উপকারভোগীদের এসওএস শিশুপল্লীর খাদ্য সহায়তা।

    ওসমানীনগর,প্র্রতিনিধিঃ এস ও এস চিল্ড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ-এর Support COVID–19 Response in Bangladesh এর ২য় পর্যায়ের সহায়তার আওতায় এস ও এস শিশু পল্লী সিলেটের উদ্যোগে ওসমানীনগর-বালাগঞ্জের ৪৭৮টি উপকারভোগীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল,সোয়াবিন,লবন,মসুর ডাল, আলু,পিঁয়াজ,গুড়ো দুধ, চিনি, মুড়ি,এনার্জি বিস্কুট ও ডিম। গ্রামীন কমিউনিটির পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর প্রত্যয়ে রবিবার থেকে দুই উপজেলার উপকারভোগীদের খাদ্য সামগ্রীর বিতরনপূর্বক মঙ্গলবার বালাগঞ্জের উজিয়ালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সহায়তা প্রদান করে প্রথম দফার বিতরন কার্যক্রম সম্পন্ন করেছে সংস্থাটি।

    আগামী এক বছর পর্যন্ত ওই কর্মসূচির আওতায় দুই উপজেলার উপকারভোগী পরিবারগুলোকে এসব খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ,উজিয়ালপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালানা কমিটির সভাপতি নজরুল ইসলাম বকুল,প্রধান শিক্ষক কালিপদ আচার্য্য।

    শিশু পল্লীর প্রোগ্রাম অফিসার তানবীর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রতিষ্ঠাকালিন সময় থেকে সিলেট অঞ্চলের অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের লালন-পালনই নয় তাদের পরিবারের সার্বিক সুরক্ষায় অবদান রাখছে এস ও এস শিশু পল্লী।উপকারভোগী পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে শত শত দুঃস্থ পরিবারকে করেছে আর্থিক ভাবে সাবলম্ভী। বিশেষ করে করোনার পাদুর্ভাবের শুরু থেকে সরকারের নিদের্শনার বাস্থবায়ন ও বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে অসহায় পরিবারের সার্বিক কল্যানে সহযোগিতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা অপূরনীয়।এসময় শীতের সকালে মিষ্টি রোদে স্বাস্থ্যবিধি মেনে উজিয়ালপুর বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রায় তিন হাজার টাকা মূল্যের খাদ্য সহায়তা হাতে পেয়ে খুশি মনে বাড়ি ফিরতে দেখা যায় দুঃস্থ পরিবারের সদস্যদের।

  • সিরাজগঞ্জে অসহায় শীতার্ত নারী আদিবাসীদের মাঝে কম্বল ও চাদর বিতরন।

    সিরাজগঞ্জে অসহায় শীতার্ত নারী আদিবাসীদের মাঝে কম্বল ও চাদর বিতরন।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে আদিবাসী দুস্থ, অসহায় ও গরীব শীতার্ত নারীদের মধ্যে উন্নত মানের কম্বল ও চাদর বিতরন করা হয়েছে।

    জার্মানি ভিত্তিক দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে -জাতীয় পর্যায়ের এনজিও সোশ্যাল এইড এর উদ্যোগে এবং সিরাজগঞ্জের গ্রামীণ ফেন্ডস ফাউন্ডেশনের আয়োজনে-সিরাজগঞ্জের আদীবাসী সম্প্রদায়ের ওইসব দুস্থ, অসহায় ও গরীব ৩৫০ জন নারীদের মাঝে ৩৫০পিচ কম্বল ও ৩৫০ পিচ চাদর।

    শনিবার ২৭ নভেম্বর – সকালে সিরাজগঞ্জ পৌরশহরের আমলাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণ হতে বিতরন কালে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, পৌর মহিলা আওয়ামীলীগের নেত্রী আয়েশা নাসরিন এমেলী, দাতা সংস্থার প্রতিনিধি ইসহাক এম সোহেল,সোশ্যাল এইডের উপদেষ্টা মোঃ আলী সোহেল,সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার,পিডাব্লিউডি এনজিওর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, গ্রামীণ ফেন্ডস এর পরিচালক এস,এম আব্দুস ছালাম মামুন প্রমুখ।

    ওইসব শীতার্ত দুস্থ,অসহায় আদিবাসী নারীরা বিতরনকৃত শীতবস্ত্র পেয়ে খুশিমনে বাড়ী ফিরছেন।

  • মাধবপুরে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরন।

    মাধবপুরে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরন।

    মাধবপুরে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরন

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনার আওতাধীন ১৩৫০ জন উফশী ধান বীজ ও সার কৃষকদের মাঝে বিতরন করা হয়।

    বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে কৃষি পূর্ণবাসন ও কমিটির উদ্যোগে সার ও বীজ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,সহকারী কমিশনার( ভুমি) মহিউদ্দিন আহম্মেদ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসানসহ ইউনিয়নে কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তাগন।পরে আন্দিউড়া ইউনিয়নের কৃষকদের মাঝে রবি মৌসুমের ৫ কেজি ধান বীজ,১০ কেজি এমওপি,১০ কেজি ডিএপি সার বিতরন করা হয়।

  • তাড়াশে সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।

    তাড়াশে সাঁতার প্রশিক্ষণের সমাপনীতে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ।

    তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়েছে।

    ১২ নভেম্বর  শুক্রবার  সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ কর্মসূচির প্রথম প্রান্তিকের সমাপনী অুনষ্ঠান করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ)  আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটি’র বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম প্রান্তিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা,পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের কর্মসূচি পরিচালক সাখাওয়াৎ হোসেন তালুকদার, সচেতন নাগরিক সোসাইটি’র নির্বাহী পরিচালক শামীম আজাদ চোধুরী,তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আই.আর.বি এসোসিয়টস’র ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটি’র পরিচালক এম.এস.এইচ বাধন চোধুরী,অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি ,বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।

    ৩০ অক্টোবর শনিবার থেকে শুরু করে ১০দিন ব্যাপি জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ১০টি সাঁতার ক্লাস,২টি প্রাথমিক চিকিৎসা,১টি সচেতনতামূলক,১টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ১টি রেসকিঊ ড্রিলের মোট ১৫টি ক্লাস প্রশিক্ষণার্থীদের নিয়ে করেন ।

    জীবন বাঁচাতে,শিশুসহ মানুষের মুত্যুর ঝুঁকি কমাতে ও পানিতে ডুবে মারা যাওয়া দুয়োর্গের হাত থেকে রক্ষা পেতে এই সাঁতার প্রশিক্ষণ যুগোপযোগী কর্মসূচি বলে মন্তব্য করেছেন অতিথিবৃন্দ।

    এই উপজেলার শিশুরা সর্ব প্রথম সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। প্রশিক্ষনার্থীদের মধ্যে বাছাই করে সাঁতারের প্রতিযোগীতায় অংশগ্রহন করানো হয়। পরে এই প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

  • ভূঞাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    ভূঞাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

    কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় সেচ্ছসেবী সংগঠন রসুনা ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থা। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

    মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মিয়া, ইউনিয়ন সমাজকর্মী আবুল কালাম আজাদআক্তার হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রসুনা ছায়ানীড় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ হামিদুর রহমান নয়া মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সদস্য আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম রনি, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাকিম, মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ভোলা প্রমুখ।

  • বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও ঘর বিতরণ।

    বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও ঘর বিতরণ।

    ফজলুর রহমান,বাগাতিপাড়া(নাটোর)সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগোষ্ঠীদের মাঝে বসতবাড়ি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর বুধবার দুপুরে জিমনেসিয়ামে নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সামগ্রি বিতরণ করেন।

    বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আওতায় প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩০ জন শিক্ষার্থীকে দুই হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিকের ১০ জনকে ছয় হাজার টাকা করে এবং পাঁচজনকে পাঁচটি বাইসাইকেল প্রদান এবং প্রধানমন্ত্রীর সহায়তা তহবিল হতে ১৭ জন অসুস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

  • সিরাজগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে রিক্সা ও ভ্যান গাড়ি বিতরণ।

    সিরাজগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে রিক্সা ও ভ্যান গাড়ি বিতরণ।

    সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কোভিড -১৯ ভাইরাস সংক্রমণে সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থানের নিমিত্তে রিক্সা ও ভ্যান বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার( ০৯ নভেম্বর) বিকেলে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থানের নিমিত্ত ৪ টি রিক্সা ও ৩টি ভ্যানের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড . ফারুক আহাম্মদ।
    বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,
    স্থানীয় সরকারের উপ-পরিচালক(উপসচিব),
    মোহাম্মদ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শারমিন সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক
    মোহাম্মদ মনির হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ মোবারক হোসেন,ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (রাজস্ব, রাজস্ব মুন্সিখানা, ভিপি সেল শাখা মোঃ মাসুদ হোসেন,সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান,এনডিসি
    মুরাদ হোসেন, এসিল্যান্ড রবীন শীষ, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমূখ।

    এসময় রিক্সা ও ভ্যান গাড়ি চালকদের নিকট জেলা প্রশাসক চাবি হস্তান্তর করেন।

    কর্মহীন ও বেকার রিক্সা ও ভ্যান চালকদের উদ্দেশ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন,সারাদেশে কোভিড -১৯ ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিবর্গ আর্ত মানবতার সহায়তায় এগিয়ে আসেন এবং অসহায় গরীব মানুষদের সহায়তা করেন । এছাড়াও অনেকে জেলা প্রশাসন , সিরাজগঞ্জ এর অনুকুলে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন যা থেকে গরীব ও অসহায় মানুষকে নিয়মিত প্রদান করা হচ্ছে ।

    এর ধারাবাহিকতায় অদ্য ০৯ নভেম্বর , ২০২১ তারিখ উপযুক্ত তহবিল হতে জেলা প্রশাসনের উদ্যোগে কোভিড -১৯ ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও বেকার মানুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টির নিমিত্ত ০৭ জন ব্যক্তিকে ০৩ টি ভ্যান ও ০৪ টি রিক্সা বিতরণ করা হচ্ছে ।

    যার মূল্য প্রায় ৩,৫০,০০০ / – ( তিন লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা । গত ১১ অক্টোবর , ২০২১ তারিখ শহিদ এ .কে শামসুদ্দীন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ০২ জন অসহায় ব্যক্তির মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০,০০০ / – ( বিশ হাজার ) টাকা করে মােট ৪০ , ০০০ / ( চল্লিশ হাজার ) টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

    গত ২৭/০৯/২০২১ তারিখে কাজীপুর উপজেলার একজন কৃষককে গানির তেল ভাঙ্গানাের জন্য ৪০,০০০ / – টাকায় একটি গাভী প্রদান করা হয় ।

    এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সিরাজগঞ্জ জেলার ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল বীর নারী মুক্তিযােদ্ধা , দুঃস্থ মহিলা , মহিলা ক্রীড়াবিদ , ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক , প্রতিবন্ধী , খেলােয়াড় , জড়ি ও টুইস্টিং মিলের শ্রমিক , মটর শ্রমিক , তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ , চায়ের দোকান শ্রমিক , কাপড়ের দোকান শ্রমিক , হরিজন সম্প্রদায় , সংবাদপত্র হকার্স , জুতার কারিগর , হােটেল রেস্টুরেন্ট কর্মচারী , দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক , তাঁতের কারিগরসহ প্রায় ৬০০০ জনেরও অধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে ।

    এছাড়াও ইতােমধ্যে ৩৩৩ এ আগত আবেদনে সাড়া দিয়ে ৫০৭৩ জন্য ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে ।। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এরূপ সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে ।