Tag: বিতরণ

  • মাধবপুরে চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণে জেলা প্রশাসক।

    মাধবপুরে চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণে জেলা প্রশাসক।

    মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানে শ্রমিকদের মধ্যে কম্বল (শীত বস্ত্র) বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সুরমা চা-বাগানের ফ্যাক্টরির সামনে ১০০ জন চা-শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাসেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, বাগান ব্যবস্থাপক বাবুল সরকারসহ বাগান পঞ্চায়েতের নেতাকর্মীরা।
  • শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    নিজস্ব প্রতিবেদকঃ শাহ মোস্তাফা একাডেমি মৌলভীবাজার এর উদ্যোগে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ইং, সকাল সাড়ে ১০টার সময় মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার শাহ মোস্তফা একাডেমিকর ক্যাম্পাসে প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এতে একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবকহীনদের উপস্থিতিতে প্রাণবন্ত এ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, যুক্তরাজ্যের বার্কিং ও ডেগেনহাম এর কাউন্সিলর মুহিবুল আলম চৌধুরী, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের সিনিয়র আইনজীবী সৈয়দ রাশেদুল ইসলাম।
    অভিভাবক ও সুধীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বদরুল আমিন চৌধুরীর সুফি, মোঃ আব্দুল আহাদ, মাওলানা মোজাম্মেল হক ও মামুনুর রহমান চৌধুরী। কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনায় ছিলেন আব্দুল হাদী আমিন, ফতে আলী আমিন, হালিমাতুস সাদিয়া সায়মা, ইউসুফ ইব্রাহিম জিয়াদ, আয়েশা সিদ্দিকা রেহনুমা।
    প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ  ফজলুর রহমান বলেন, নতুন বাংলাদেশের জন্য মানবিক ও নৈতিক শিক্ষা প্রয়োজন। এক্ষেত্রে সম্মানিত অভিভাবকবৃন্দ ও আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব রয়েছে।
    তিনি আরও বলেন, প্রত্যেকটি ছাত্রের নিজস্ব প্রতিভা রয়েছে। আবার সবার যোগ্যতা কিন্তু সমান না, আপনার একটা ছাত্র সে খুব ভালো গান গাইতে পারে কিন্তু আর একটা ছাত্র ভালো গান গাইতে পারে না। আপনার একটা ছাত্র খুব ভালো চিত্রাঙ্গন করতে পারে, আরও একটা ছাত্র তা করতে পারে না। আরও একটা ছাত্র হয়তো বা সে ক্লাসের ফার্স্ট বয় হতে পারে, কিন্তু সে খেলাধুলা করতে পারে না। সে লিখিত পরীক্ষায় ভালো করতে পারে কিন্তু সে ভালো কথা বলতে পারে না।
    তিনি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্পূর্ততার প্রশংসা করে  বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের যতগুলো শিক্ষা কারিকুলাম প্রণীত হয়েছে। এটা যে খুব একটা মানব সম্পদ উন্নয়নের উপযোগী কারিকুলার সেটা কিন্তু আমরা বলতে পারব না। আমাদের ২০২১ সালের কারিকুলামে সেই জায়গাটা গুরুত্ব দেয়া হয়েছিল, কিন্তু একটা গুরুত্ব দিতে কি আরেকটা বাদ পড়ে গিয়েছিল। যার কারনে এই কারিকুলাম টাও কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। আমরা এখানে যোগ্যতার জায়গাটা নিয়েছি কিন্তু যোগ্যতার জায়গায় কাগজ কাটা পেন্সিল কাটার মধ্যে সীমিত রেখেছি। আমরা কিন্তু এটাকে প্রাক্টিক্যালি যোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারি নাই। একুশের কারিকুলামে যোগ্যতার চেয়ে জ্ঞানের জায়গাটাকে আমরা কিছুটা পিছিয়ে রেখেছিলাম, যার কারনে আমরা সফলতা অর্জন করতে পারিনি। তিনি আদর্শ নাগরিক তৈরীর জন্য নৈতিক শিক্ষার ব্যাপক প্রসার কামনা করেন।
    অনুষ্ঠানের অতিথিবৃন্দ ক্রিকেট, ফুটবল, বিস্কুট দৌড়, সুই সুতা, হাড়ি ভাঙ্গা প্রভৃতি প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী  ছাত্র-ছাত্রীদের হাতে ৬৫টি পুরস্কার তুলে দেওয়া হয়।
  • রামপালে লিফলেট বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

    রামপালে লিফলেট বিতরণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এই লিফলেটে তাঁরা সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
    সোমবার(১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আবু হাসান’র নেতৃত্বে রামপাল সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান শেখ, ফাত্তাইন নাঈম, ফকির তারেক, সাব্বির রহমান, শারমিন আক্তার শোভা, মিম বিল্লাহ, মোঃ তায়েব নূর, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান, শেখ মাছুম বিল্লাহ প্রমুখ।
    এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থান শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতেই এ লিফলেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
  • শাহাজালাল ইসলামী ব্যাংক আড়ানী শাখায় নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ।

    শাহাজালাল ইসলামী ব্যাংক আড়ানী শাখায় নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা বড়াল নদী ঘেশা হওয়ার সুবাদে ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হাড় কাপানি শীতের ঠান্ডায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। অবশেষে তাদের পাশে দাড়িয়েছেন বাঘা উপজেলার আড়ানী বাজার শাখার শাহজালাল ইসলামী ব্যাংক।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) সকাল ১১ টায় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে উপজেলার আড়ানী বাজার শাখার শাহজালাল ইসলামী ব্যাংক এর ম্যানেজার ফজলে রাব্বি নিজ হাতে জনগনের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করেছেন।এ কম্বল পেয়ে আবেগ আপ¦ত হয়েছেন এলাকার গরিব-দুঃখি ও খেটে খাওয়া মানুষ।
    আড়ানী বাজার শাখার শাহজালাল ইসলামী ব্যাংক এর ম্যানেজার ফজলে রাব্বি বলেন, গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ও দুঃস্থদের মাঝে ৩০০ পিচ কম্বল বিতরণ করেছি। শাহজালাল ইসলামী ব্যাংক কতৃক আয়োজিত কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, আড়ানী বাজারের সুনামধন্য ব্যবসায়ি ছিদ্দিক মোল্লা, আব্দুল আজিজ, স্থানীয় সাংবাদিক ডাক্তার ফজলুর রহমান মুক্তা সহ ব্যাংকের কর্মকর্তা ও কর্সচারী বৃন্দ।

  • রামপালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন-কৃষিবিদ শামীম।

    রামপালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন-কৃষিবিদ শামীম।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
    ‎শনিবার(০৪ জানুয়ারি) সন্ধ্যায় আদর্শ সমাজকল্যাণ ফাউন্ডেশন(এসকেফ) এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
    ‎এসকেফ এর সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক সেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে উপহারের কম্বল তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।
    ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম খাঁন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার অজিয়ার রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক আছাবুদ্দৌলা (জুয়েল), খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিউল হক, প্রভাষক আব্দুল মোক্তাদির, প্রভাষক মনিরুজ্জামান, তরফদার জিল্লুর রহমান, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।
    ‎প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দেশে চলমান শৈত্য প্রবাহে সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দরিদ্র ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তীব্র শীতে মানুষের অনেক কষ্ট হয়। আমাদের সমাজের বৃত্তবানদের সবার উচিত অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকার এদেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে। বিশেষকরে বাগেরহাটের রামপাল-মোংলায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। আমাদের পাশেই রয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। এছাড়াও রয়েছে মোংলা বন্দর, ইপিজেডসহ অসংখ্য কলকারখানা। আমাদের এগুলোকে কাজে লাগাতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা আর কোথাও বৈষম্য দেখতে চাইনা। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের জন্ম হবেনা। অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে আহ্বান জানান এই বিএনপি নেতা।
    ‎অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা ডাকুয়া মিলন ও মাজহারুল ইসলাম রিপন।
  • বাঘায় রোটারি ক্লাব অফ মেট্রোপলিটনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    বাঘায় রোটারি ক্লাব অফ মেট্রোপলিটনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

    বাঘা ( রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহী বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামে রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহীর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গরীব দুঃস্থ অসহায় একশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রোটারিয়ান প্রদীপ মৃধার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন রাজশাহীর সভাপতি সোহেল রানা, সাবেক সভাপতি মুঞ্জুরুল আলম,শাহানাজ পারভীন, এজেডএম শফিকুর রহমান, শামীম আহম্মেদ, রাবির প্রফেসর আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক বিবি মরিয়মসহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম ও প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগন।
    খুশির সাথে বাড়িতে ফেরার সময়, শীতবস্ত্র পাওয়া মজা প্রামাণিক,রাশেদা বেগম,সালেহা খাতুন বলেন, এর আগে আমরা শীতে কষ্ট পাচ্ছিলাম।

  • বাঘায় সুবিধা বঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ।

    বাঘায় সুবিধা বঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিম্ন আয়ের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন, বৃদ্ধাশ্রম ও এতিম খানা এবং আড়ানী গুচ্ছ গ্রামে সুবিধাভুগি ২৫০ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
    মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের নিয়ে ওইসব এলাকায় গিয়ে সুবিধাবঞ্চিতদের হাতে শীত বস্ত্র তুলে দেন।
    কৃতজ্ঞতা প্রকাশ করে শীতবস্ত্র (কম্বল) পাওয়া সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের খাদিজা বেওয়া বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শীতবস্ত্র (কম্বল) দিয়ে গেছেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় ২৫০ পিচ কম্বল বিতরণ করেছি। ##

  • রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।

    রামপালে কেন্দ্রীয় ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
    সোমবার(২৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে লিফলেট বিতরণ শেষে রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
    এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান ও সহ-সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত ও বর্তমান অভিজ্ঞতা নিয়ে সংগঠনের নেতাদের কাছে তুলে ধরেন।
    মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিকুর রহমান বলেন, শিক্ষাঙ্গনে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যা বলেছে এগুলোর ওপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি করবে না ছাত্রদল। প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনী সংগঠন মানুষকে হত্যা করেছে সেরকম রাজনীতি তারা আর বাংলাদেশে দেখতে চায়না। ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে মিছিলে নেওয়াসহ যাবতীয় যে নীতিবাচক রাজনীতি গত সাড়ে ১৫ বছর কায়েম করেছে তার বিপরীতে একটি অত্যবহ এবং ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মান করা যায় সে বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আগামীতে ছাত্রদলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশিদারিত্বের ভিত্তিত্বে আমরা করতে চাই।
    আশিকুর রহমান আরো বলেন, গত ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। দফাগুলোর বিষয়ে তাদের পরামর্শ আমাদেরকে ই-মেইলের মাধ্যমে পাঠানোর কথা বলা হয়েছে। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কী; সেগুলোও শিক্ষার্থীদের জানানো হয়েছে।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক ছাত্রদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, শাহাজালাল গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ,  সদর থানা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল কবির রাহুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন,  ছাত্রদল নেতা মোঃ ইব্রাহিম, মঈনুল ইসলাম মঈন, খাঁন জিল্লুর রহমান,  শেখ হাফিজ, আরিফ হাসান গজনবী, শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, কাজী আবু তালেব,  মেহেদী হাসান সাব্বির, মোঃ মিলন, শামীম প্রিন্স,  মারুফ, মহিদুল ইসলাম, মোঃ ইকরামুল সরদার, বাদল, আশিকুজ্জামান, জুবায়ের, আব্দুল কুদ্দুস প্রমুখ।
  • উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।

    উল্লাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ মঙ্গলবার আসন্ন রবি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর চাষীদের মধ্যে এক বিঘা করে জমি আবাদের জন্য ইউনিয়ন ভেদে ১ কেজি সরিষা, গম, ভুট্টা, অড়হর, মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হয়েছে। আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন চাষীকে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

  • রামপালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামানের মসজিদে নগদ অর্থ বিতরণ।

    রামপালে বিশিষ্ট ব্যবসায়ী সাইফুজ্জামানের মসজিদে নগদ অর্থ বিতরণ।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

    বাগেরহাটের রামপালে বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান ও শেখ শফিকুল ইসলাম(সোহাগ) রামপাল সদর ইউনিয়নের নিউমার্কেট জামে মসজিদের উন্নয়ন কাজে নগদ অর্থ বিতরণ করেছেন।

    শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৫.০০ টায় সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগ শ্রীফলতলা নিউমার্কেট জামে মসজিদ কমিটির সভাপতি শেখ আব্দুল ওহাবের হাতে দানের এ ২০ হাজার টাকার চেক তুলে দেন।
    এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
    ব্যবসায়ী শেখ সাইফুজ্জামান বলেন, ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা,খাবার, ত্রাণ এবং চিকিৎসা সেবায় এগিয়ে আসা ঈমানের দাবি। নামাজ, রোজা, হ্জ্ব, যাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত। তাই আমি ও আমার ভাই প্রতি বছর রমজান মাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করে থাকি। বছরের বিভিন্ন সময়ে নিজ এলাকা ও বাইরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ করে থাকি। আমরা সকলের দোয়া চাই, আমরা যেন ভবিষ্যতে আমাদের এ কার্যক্রম ধরে রাখার আল্লাহ তৌফিক দান করেন।