Tag: বালিয়াডাঙ্গী

  • বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে নিঃস্ব ভ্যানচালক।

    বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তের আগুনে নিঃস্ব ভ্যানচালক।

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলমগীর নামের এক ভ্যানচালকের বাড়ি পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গবাদিপশুসহ বাড়ির আসবাব পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

    বুধবার রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের উত্তর বালিয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে ওই ভ্যানচালক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

    বালিয়াডাঙ্গী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল্লাহ বলেন, ‘আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। গভীর রাতে আমরা পৌঁছানোর আগেই সব পুড়ে গেছে।’

    ভ্যানচালক আলমগীরের স্ত্রী নুরবানু বেগম ও স্থানীয়রা জানান, গভীর রাতে ভ্যানচালক আলমগীরের টিনের ঘরে কে বা কারা পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিলে দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ে। ৫ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে যায়। এতে ১টি গরু,২টি ছাগলসহ পরিবারটি ৪টি ঘর,২টি রান্না ঘর ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। ভ্যান গাড়াটি ছাড়া কোনো কিছুই রক্ষা করতে পারেননি পরিবারের সদস্যরা।

  • বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রী উত্যক্ত করায় যুবককে অর্থদণ্ড!

    বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রী উত্যক্ত করায় যুবককে অর্থদণ্ড!

    আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. রব্বানী নামের এক যুবককে অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    গত শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন এ অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রব্বানীর বাড়ি উপজেলার পাড়িয়া ইউনিয়নে।

    ইউএনও জানান, দীর্ঘদিন ধরে রব্বানী স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলছাত্রীর বাবা একাধিকবার সতর্ক করলেও থেমে থাকেনি। শুক্রবার বিকেলে পুনরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে ধরে নিয়ে এলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    রবিবার বিকেলে স্কুলছাত্রীর বাবা  বলেন, ‘মেয়েকে বিয়ে দিতে হবে। তাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাই না।’