Tag: বালিয়াডাঙ্গী

  • বালিয়াডাঙ্গীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল।

    বালিয়াডাঙ্গীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল।

    ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
    বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত উলামা পরিষদের ডাকে বিক্ষোভ মিছিলে প্রায় ৩ কিলোমিটার জুড়ে মুসল্লিদের ঢল নামে। এর আগে সকাল ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে খন্ড খন্ড মিছিলে সভাস্থলে যোগ দেন হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ ও সদর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
    প্রতিবাদ সভায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গীর জমিরিয়া ইহইয়াউল  উলূম  মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গড়িয়ালী মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আলিম, জমিরিয়া ইহইয়াউল  উলূম  মাদ্রাসার  সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে জমিরিয়া সোনার বাংলা পাঠাগারের সদস্যরাসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়।
    প্রতিবাদ সভায় বক্তারা ইসরাইলি হামলা বন্ধের আহ্বান ও নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে দেশে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনির স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে পাশে ছিল আগামীতেও থাকবে।
    গত ৮ অক্টোবর থেকে হাসপাতালসহ ফিলিস্তিনি শিশুদের ওপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এরপর সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের নৃশংস হামলার প্রতিবাদ জানাচ্ছে ও ইসরাইল বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
  • বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম।

    বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ সুবিধাভোগীসহ সংশ্লিস্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আর অনিয়মের বিষয়টি খুতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
    ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সাক্ষরিত টিসিবি পন্য বিক্রয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, গেল ৭ অক্টোবর ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হবে। কিন্তু সেদিন পন্য বিতরণ করা হয়নি।
    পরে গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংশ্লিস্ট ডিলারের ইচ্ছেমত স্থান পরিবর্তন করে তা বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদ ব্যতিত অন্যস্থানে। অথচ প্রশাসনের তালিকায় স্থান দেয়া ছিল ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ।
    তারপরেও টিসিবি পন্য বিতরণ হচ্ছে বিভিন্নভাবে খবর পেয়ে   ইউনিয়ন পরিষদ চত্বরে ছুটে আসেন সুবিধাভোগীদের মধ্যে অনেকেই। প্রচারণা ছাড়াই এক স্থানের পণ্য অন্য স্থানে বিতরণের ফলে অনেক ক্রেতা নির্দিষ্ট স্থানে পণ্য কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন। আবার অনেকেই হয়রানি শিকার হয়ে টিসিবির পন্য নিতে ছুটে গেছে ডিলারের মনোনীত স্থান বালিয়াডাঙ্গী উপজেলার পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে। এমন অসস্থায় ক্ষুদ্ধ জনপ্রতিনিধিরাও।
    এসময় পণ্য ক্রয়ে এসে কার্ডধারিরা অভিযোগ করে বলেন, ইউপি সদস্যরা আগেই জানিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি দেয়া হবে। অটোভাড়া করে এসে এখন জানতে পারছি পরিষদ থেকে ১০ কিলোমিটার দুরে টিসিবি দেয়া হচ্ছে। এতো খরচ করে টিসিবি নেয়ার চেয়ে না নেয়া ভাল। শুধু হয়রানী করা ছাড়া কিছু না। সরকারি মাল কম দামে পাওয়ার আশায় আসলেও না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
    ওই ইউনিয়নের ইউপি সদস্য আশরফুল ইসলাম, মুক্তাদুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, কাগজে কলমে আছে টিসিবির পন্য বিক্রি করা হবে ইউনিয়ন পরিষদ চত্বরে। কিন্তু ডিলার কাউকে অবগত না করে তার ইচ্ছেমতো দশ কিলোমিটার দুরে গিয়ে পন্য বিক্রি করেছে। এতে অনেক সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছে। সুবিধাভোগীরা খবর পেয়ে পন্য ক্রয়ে ছুটে আসে ইউনিয়নে কিন্তু আমরা তার উত্তর দিতে পারিনি। আর এটি করা হয়েছে পণ্য লুট করতেই। বিষয়টি দুঃখজনক জানিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
    অভিযোগের বিষয়ে দুওসুও ইউনিয়নের টিসিবি পণ্যের নির্ধারিত ডিলার রোকনুজ্জামান সায়েদী দাবি করে বলেন, কোন স্থানে পন্য বিক্রি করা হবে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন বলেই স্থান পরিবর্তন করা হয়েছে তবে অনিয়ম করে বিক্রির কোন সুযোগ নেই বলে জানান তিনি।
    আর দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো: সোহেল রানা জানান, কাগজে-কলমে আমি জানি টিসিবি পণ্য পরিষদ থেকে বিক্রি করা হবে। তাই আমি কার্ডধারীদের  অবগত করেছি। তারা আসছে পণ্য কিনতে কিন্তু ডিলারের কোন খোঁজ নেই। ডিলার আমার কথা শুনছে না তার মত করে সে টিসিবি বিক্রি করছে। জেলা প্রশাসক বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিবেন এমন আশাবাদি তিনি।
    এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, সুবিধাভোগীদের স্বার্থে  সার্বিক বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
  • বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক।

    বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
    বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী-পৌকানপুর রাস্তার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট ০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিন্ডিল উদ্ধার করে পুলিশ।
    আটক ইউপি সদস্য সাইফুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
    পুলিশ জানায় গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে রাস্তায় আটক করে। এ সময় বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
  • বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।

    বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আয়োজিত বিএনপি’র যৌথ সভা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধনতলা ইউনিয়ন বিএনপি’র দুপক্ষ বর্তমান সভাপতি সেলিম জাবেদ ও সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
    বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ধনতলা ইউনিয়নের দৌলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন। প্রাথমিক ভাবে চিকিৎসা নিলেও হাসপাতালে কেউ ভর্তি হননি।
    সভায় আসা বিএনপি’র নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে যৌথ সভা শুরু হওয়ার কথা ৩টায়। উপজেলা থেকে নেতারা দেরিতে উপস্থিত হওয়ার সভা শুরু হয় সাড়ে ৪টায়। শুরুতে বক্তব্য দিতে শুরু করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ। এ সময় ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজন বক্তব্য বন্ধ করে দিয়ে সেলিম জাবেদকে সভাপতি উল্লেখ করে টাঙানো অনুষ্ঠানের ব্যানার খুলতে বলেন। এতেই দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভায় উপস্থিত নেতাকর্মীদের মারপিটে সাবেক সভাপতি সাদেকুল ইসলামসহ তার ৪ জন অনুসারী আহত হয়েছেন।
    প্রায় ১৫ মিনিট সংঘর্ষ চলার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় সাদেকুল ইসলামের লোকজন। পরে পুনরায় যৌথ সভা শুরু হয়। এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আইয়ুব আলী খান, রাজিউর রহমান আসাদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  এ্যাড. জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর প্রমুখ।
    পরে পুনরায় লাঠি সোটা নিয়ে সভায় হামলার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে লাঠি-সোটা নিয়ে পালিয়ে যায় সাদেকুল ইসলাম ও তার লোকজন।
    ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম জাবেদ বলেন, ব্যানারে সাদেকুল ইসলামের নাম না লেখায় সভা পন্ড করার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় নেতাকর্মীদের মারপিট ও বাধার মুখে পালিয়ে যায়। পরে সংক্ষিপ্ত আকারে সভা করেছি আমরা। এ বিষয়ে উপজেলা বিএনপি ও জেলা বিএনপিকে অবগত করা হয়েছে। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
    এদিকে ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলাম বলেন, গোপনে কমিটি করে সেলিমকে সভাপতি করা হয়েছে। আমরা এই কমিটি মানিনা। তাই ব্যানার খুলতে বলা হয়েছিল। এ নিয়ে তাদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছে। কেউ হাসপাতালে ভর্তি হয়নি।
    বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
    প্রায় ১ বছর ধরে ধনতলা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কোন্দল চলছে। একাধিকবার উপজেলা বিএনপি’র নেতারা সমাধানের চেষ্টা করলেও হয়নি। এর আগেও দ্বন্দের কারণে ওই ইউনিয়নে প্রতিবাদ সভা, ঝাড়ু মিছিল করতে দেখা গেছে বিএনপি’র নেতাকর্মীদের।
  • বালিয়াডাঙ্গীতে বিনা-১৭ ধান কর্তন।

    বালিয়াডাঙ্গীতে বিনা-১৭ ধান কর্তন।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম আমন ধানের জাত বিনাধান-১৭ এর নমুনা শস্য কর্তন  করা হয়েছে।
    শনিবার সকালে উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী নয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিট (বিনা) রংপুর উপকেন্দ্র কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী।
    বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযাগিতায় শস্য কর্তন কার্যক্রমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মহিদুল ইসলাম, বুরহান উদ্দীন সহ স্থানীয়রা কৃষকরা উপস্থিত ছিলেন।
    রংপুর বিনা উপকেন্দ্র কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী বলেন, বিনাধান-১৭ বীজতলা থেকে ধান কেটে ফসল ঘরে তুলতে মাত্র ১০৫-১১০ দিন সময় লাগে। যা অন্যান্য আমন ধানের তুলনায় ১ মাস কম। এ ধান উৎপাদন করলে কৃষকরা খুব সহজেই আমন এবং বোরো ধানের মধ্যবর্তী সময়ে আগাম জাতের আলু ও সরিষার আবাদ করতে পারবে।
    উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, চলতি বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনাধান-১৭ এর বীজ  ও সার কৃষকদের নিকট বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
    কৃষক তসলিম উদ্দীনসহ অন্যান্য চাষীরা বলেন, বিনাধান-১৭ প্রতি বিঘায় ২০-২২ মণ ফলন পাওয়া যায়। অল্প সময় জীবনকাল হওয়ার ফলে আমন কেটে একই জমিতে আলু অথবা সরিষা আবাদের পর বোরো চাষ করা যাবে। এই ধান আবাদ করলে এক কথায় এক জমিতে বছরে ৪টি ফসল উৎপাদন সম্ভব।
  • বালিয়াডাঙ্গীতে চোরাইমাল ভাগাভাগির সময় চোর চক্রের ৬ সদস্য আটক।

    বালিয়াডাঙ্গীতে চোরাইমাল ভাগাভাগির সময় চোর চক্রের ৬ সদস্য আটক।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মাল নিজেদের মধ্যে ভাগাভাগি করার সময় ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
    বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যার টার দিকে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে চোরাইকৃত মালামালসহ তাদের আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
    আটকৃতরা হলেন, বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রুবেল ইসলাম (২৫), আব্দুর রহমানের ছেলে মারুফ হাসান (২২), শফিকুল ইসলামের ছেলে আক্তার ইসলাম (২৬), আব্দুর জব্বারের ছেলে রবিউল আউয়াল (২৪), বশির উদ্দিনের ছেলে হাসানুর (২৩), আব্দুল জব্বারের স্ত্রী রুপবান (৪৪) ।
    জানা যায়, ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে কয়েকজন ব্যাক্তি চুরি করা মালামাল ভাগ বাটোয়ারা করছে এমন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৬ জনকে আটক করে পুলিশ। জব্দকৃত মালামাল গুলো মানুষের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেন তারা।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া ব্যাটারি, শ্যালো মেশিন, ওয়াটার পাম্প, ফ্যানসহ বাসা বাড়ির বিভিন্ন জিনিস পত্র উদ্ধার করা হয়। এবিষয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয় এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
  • বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ।

    বালিয়াডাঙ্গীতে ১২’শ পরিবারের মাঝে মাংস বিতরণ।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে অসহায় ও দুস্থ এক হাজার দুই শত মানুষের মাঝে গরু ও খাসির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট।
    শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে ৪ শতাধিক এবং শুক্রবার বিকালে ৮ শতাধিক মানুষের মাঝে গরু ও খাসির মাংস তুলে দেওয়া হয়।
    মাংস বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জমিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী শরিফুল ইসলাম, সেক্রেটারী বেলাল উদ্দীন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম সহ আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
     উত্তরবঙ্গের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছেন দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট। এর আগেও বিভিন্ন সময়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে সংস্থাটি।
  • বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

    বালিয়াডাঙ্গীতে তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের মতবিনিময়।

    ঠাকুরগাঁওয়ে তৃণমূলে আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করা হয়। এ সময় অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি। এ সময় দলের নেতা কর্মী উজ্জীবিত হয়ে করতালি দেয়।

    আলোচনা সভায়,চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদানের চেক বিতরণ।

    বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদানের চেক বিতরণ।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে চারলাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
    শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ী ঠুমনিয়া,ধূকুরঝাড়ী সিন্দুর পিন্ডি,ঠুমনিয়া মাশানতলা, টাকাহারা, বানাঁগাও, জোতপাড়া,খচাবাড়ী,আনসারহাট,পূনিপুকুর, ফুটানীরহাট এলাকায় উপস্থিত হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির নিকট এসব অর্থ হস্তান্তর করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম।
    তিনি বলেন, ঠাকুরগাঁও ২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ থেকে এসব অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
    অনুদান প্রদানেরর সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি সমর কুমার চ্যাটাজী নুপুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল রব্বানী, সাধারণ সম্পাদক অমিকান্ত শাহ,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো ঠুমনিয়া মহিরউদ্দীন সমজিদ -৫০,০০০ হাজার টাকা,সিন্দুরপিন্ডি হরিবাসর ৫০,০০০ হাজার টাকা,ঠুমনিয়া মাশানতলা কালি মন্দির -৫০,০০০ হাজার টাকা,জোতপাড়া নলপানিয়া কালি মন্দির -৫০,০০০০, হাজার টাকা,খোচাবাড়ী রিকূয়েন্সী ক্লাব -৫০,০০০ হাজার টাকা, আনসার হাট হাফিজিয়া মাদ্রাসা -৫০,০০০ হাজার টাকা,পুনিপুকুর দুর্গা মন্ডপ -৫০০০০ হাজার টাকা, ফুটানি জামে মসজিদ। -৫০,০০০ হাজার টাকা।
  • বালিয়াডাঙ্গীর শাকিল হত্যাকারীদের হুমকিতে,আতঙ্কিত শাকিলের পরিবার।

    বালিয়াডাঙ্গীর শাকিল হত্যাকারীদের হুমকিতে,আতঙ্কিত শাকিলের পরিবার।

     ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ হত্যার ঘটনায় আসামিদের হুমকিতে আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ নয়জন কারাগারে থাকলেও  অন্য আসামি ও তাঁদের স্বজনেরা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
    পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি চেয়ারম্যান রফিকুল ইসলাম তাঁর ভাড়াটে লোকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিলকে কুপিয়ে হত্যা করেছেন আসামিরা। মামলা থেকে আসামিদের বাদ দিতে কৌশলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ নিহতের পরিবারের লোকজনের।
    নিহত বড় ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাঈদ আলম জানান, আসামিদের দেওয়া হুমকিতে প্রতিনিয়তই আতঙ্কে আর ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। মামলার প্রধান আসামিসহ ন’জন গ্রেপ্তার হলেও এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামি ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছেন। সাঈদ আলম ও তার পরিবারের লোকজন দিনে ও রাতে আসামিদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারেন না। কেন তাদের নামে মামলা করা হলো! কেন তাদের আসামি করা হলো এ নিয়ে তাঁরা প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছেন।
    শাকিলের স্ত্রী কাকুলী আহমেদ বলেন, খুব নৃশংসভাবে আমার স্বামীকে তারা কুপিয়ে হত্যা করেছে। আমার দুই সন্তান বাবার শোকে পাগল হয়ে গেছে।  এখন আবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদের ছাড়বে না। পরিবারের ছোট ছোট সন্তান নিয়ে আমরা অসহায় দিন যাপন করতেছি।
    শাকিলের মা শাহিনুর বেগম বলেন, আমরা কেউই রাতে বের হতে পারি না, দিনেও অনেক ভয়ে বের হতে হয়। কারণ তারা আমাদের অনেক হুমকি দিচ্ছে। কয়েকজন আসামি ধরা হলেও বাকিরা পলাতক রয়েছে। আমরা অনেক আতঙ্কে আছি, কখন তারা কী করে! আমার নির্দোষ ছেলেটাকে রফিকুল ও তার লোকেরা পিটিয়ে হত্যা করেছে। যারা আমার বুক খালী করেছে তাদের আমি বিচার চাই। আমাদের অবস্থা শাকিলের মতো করবে বলে হুমকি দেয় তারা। অসহায় ও মানবেতর জীবন যাপন করছি আমরা।
    স্থানীয়রা বলেন, প্রকাশ্য দিবালোকে সকালবেলা এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভানোর ইউনিয়নের মানুষ চেয়ারম্যানের লোকজনের অত্যাচারে অতিষ্ট। বিএনপির রাজনীতি থেকে উঠে আসা রফিকুল ইসলাম আওয়ামীলীগের যোগদান ও চেয়ারম্যান হওয়ার পর ভানোর ইউনিয়নকে নিজস্ব সম্প্রতি মনে করেন তিনি। একের পর এক অপকর্মের সাথে লিপ্ত থাকেন। কিছু বলতে গেলেই তার পোষা সন্ত্রাসীরা আমাদের ভয়ভীতি দেয়। জেল থেকে বসে যেভাবে তার লোকজন দিয়ে নিহতের বড় ভাই সাঈদ আলম ও তার পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছে  না জানি জামিনের পর ওই পরিবারটির কি অবস্থা হবে। অবিলম্বে সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, ঘটনার পরপরই  আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রতিনিয়তই এলাকায় খোঁজ-খবর নিচ্ছে এবং বিষয়টি নজরে রাখছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
    এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে আদালতে আত্মসমার্পন করে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে মামালার প্রধান আসামী রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ। কারাগারে নেওয়ার সময় আদালতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে সংবাদ কর্মীদের উপর হামলার চেষ্টা করেন চেয়ারম্যানের সাথে থাকা লোকজন।
    এসময় প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আদালত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদালতে একজন হত্যার মামলার প্রধান আসামীর সাথে এতো লোকজন আসলো কিভাবে? কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা যখন ছবি তুলে তখন চেয়ারম্যানের লোকজন সাংবাদিকদের কাজে বাধা ও হামলার চেষ্টা করেন। আদালতের মতো জায়গায় সন্ত্রাসীদের এমন ঘটনা সত্যিই আমরা হতাশ। পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তারা।
    উল্লেখঃ শনিবার ০৩সেপ্টেম্বর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ ও পরিবারের লোকজনকে  লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন চেয়ারম্যানের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আর আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শাকিলের স্বাস্থ্যের অবনতি হলে কর্তব্য চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রবিবার ভোর সাড়ে ৫টায় শাকিল মারা যান। ওই দিনেই ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে প্রধান আসামী করে  ২০ জনের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা করি। র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যান সহ ৯ জনকে গ্রেপ্তার করেন।