Tag: বাঘা

  • অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় বাঘা বাজার মনিটরিং।

    অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় বাঘা বাজার মনিটরিং।

    অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় বাঘা বাজার মনিটরিং

    রাজশাহীর বাঘায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রি না করার জন্য উপজেলা প্রশাসন আজ সমবার দুপুরে বাঘার সদর বাজার মনিটরিং করেন।

    বিভিন্ন স্থানে চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দোকানদাররা নিজে নিজেই দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কোন কোন দোকানদার ৫-১০ টাকা প্রতি লিটারে বেশি নিচ্ছেন। এতে পেট্রল ব্যবহারকারীরা পড়েছেন বেকায়দায়। মনিটরিং অবস্থায় জ্বালানি তেল বিক্রেতাদের দোকানে মূল্য তালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে সাবধান করা হয়েছে।
    এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, বর্তমান জ্বালানি তেলের কোন সংকট নেই। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কোন দোকানদার অতিরিক্ত দাম নিতে পারবে না। কোনো জ্বালানি তেলের দোকানে যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করে তাহলে প্রশাসনকে জানান।
  • বাঘায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগ। 

    বাঘায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগ। 

    বাঘায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রির অভিযোগ। 

    রাজশাহীর বাঘায় অতিরিক্ত দামে পেট্রল বিক্রি করা হচ্ছে। চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দোকানদাররা নিজে নিজেই দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দেখার কেউ নেই।

    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রতিটি বাজারে খুরচা ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেট্রল বিক্রি করছেন। কোন কোন দোকানদার ৫-১০ টাকা প্রতি লিটারে বেশি নিচ্ছেন। পেট্রল ব্যবহারকারীদের অভিযোগ দোকানদাররা পেট্রল লুকিয়ে রেখে নিজে নিজে দাম বাড়িয়ে দিয়েছেন। এতে পেট্রল ব্যবহারকারীরা পড়েছেন বেকায়দায়।
    এ বিষয়ে বাঘার স্থানীয় মোটরসাইকেল ব্যবহারকারী লাল মোহাম্মদ লালন নামের এক ব্যক্তি জানান, রোববার সকালে একটি দোকানে গিয়ে এক লিটার পেট্রল নিয়ে ১০০ টাকার নোট দিলাম। দোকানদার ৫ টাকা ফেরত দিলেন। কিছু না বলে চলে আসি। আমি পরিচিত বলে ৫ টাকা ফেরত দিলেন। আমার জানা মতে অন্যদের কাছে থেকে প্রতি লিটারে আরো টাকা বেশি নিচ্ছেন বলে জানান তিনি।
    স্থানীয় পেট্রল ব্যবসায়ী বজলুর রহমান বলেন, আমরা যেখানে থেকে পেট্রল ক্রয় করি, সেখানে দাম বেশি নিচ্ছেন। তবে বেশি দামের কোন শ্লিপ দিচ্ছেনা। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতিদিনের চাহিদা অনুযায়ী পেট্রল কিনে বিক্রি করি। আমার দোকানে কোন পেট্রল সংরক্ষিত নেই।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, পেট্রলের কোন সংকট নেই। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে কোন দোকানদার অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা নিব।
  • লাশ হয়ে ফিরলেন বাঘার কৃষক কদম আলী

    লাশ হয়ে ফিরলেন বাঘার কৃষক কদম আলী

    লাশ হয়ে ফিরলেন বাঘার কৃষক কদম আলী।

    নওগাঁর আত্রাইয়ে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন বাঘার কদম আলী (৫৪) নামে এক কৃষক।  তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

    ঈদের দিন মঙ্গলবার রাতে বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধানের জমির মালিক রানা মন্ডল।
    তিনি বলেন, আমার বাড়িতে ধান কাটতে এসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
    পারিবারিক সূত্র জানায়, কদম আলীসহ ২২ জনের একটি দল গত ২২ এপ্রিল নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের জগনাথপুর গ্রামে ধান কাটতে যায়। কদম আলীসহ ৭ জনের একটি দল রানা মন্ডলের বাড়ি গিয়ে ধান কাটা শুরু করে। কয়েক দিন তারা ধানও কাটেন। ঈদের দিন মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কদম আলীর বুকে প্রচন্ড ব্যথা শুরু করে। কদম আলীকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তিনি মারা যান।
    এ বিষয়ে কদম আলীর ভাই রুহুল আমিন বলেন, আমার ভাইয়ের সঙ্গে আমিও ধান কাটতে গিয়েছিলাম। ঈদের আগের দিন পর্যন্ত একসঙ্গে ধান কেটেছিলাম আমরা। ঈদের পরের দিন থেকে আবার ধান কাটা শুরু করার কথা ছিল। কিন্তু তার আগেই রাত সাড়ে ৩টার পর থেকে ভাই বলছিলেন— আমার বুক জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও। আমরা স্থানীয় ডাক্তারের কাছে নেওয়ার পর কিছুক্ষণ পর ভাই মারা যায়।
    এ বিষয়ে ধান কাটা দলের প্রধান ইউসুফ আলী বলেন, আমি কয়েক বছর থেকে ওই  গ্রামে ধান কাটতে লোক নিয়ে যায়। আমার জীবনে এটিই এমন ঘটনা প্রথম ঘটে গেল।
    আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ আলী বলেন, এটি একটি অনাকাংক্ষিত ঘটনা। কদম আলী একজন অত্যন্ত দরিদ্র মানুষ। তার বাড়ির ভিটা ছাড়া কোনো জমি নেই। কাজ করে কোনোমতে সংসার চালাতেন। কোনো হৃদয়বান ব্যক্তি এগিয়ে এলে তার স্ত্রীর উপকৃত হতো।
  • বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের শিশুর মৃত্যু

    রাজশাহীর বাঘায় ব্যাটারি চালিত ভ্যানের চাপায় আড়াই বছরের শিশুর সাজিনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২ উপজেলার বানিয়াপাড়া-জোতসায়েস্তা  সড়কের বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে  সামনে  এই দূর্ঘটনাটি ঘটে। সাজিন  বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের বাগসায়েস্তা  গ্রামের লুৎফর রহমানের ছেলে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, লুৎফর রহমান পরিবারের সকলকে নিয়ে বাঘা বাজারে এলাকায় বেড়াতে যাওয়ার জন্য বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের  সামনে পাঁকা সড়কে আসেন। সেখানে ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ছেলে হঠাৎ দৌড়ে সড়ক পার হতে গিয়ে লোক বোঝায় ভ্যানের নিচে পড়ে চাপায় আহত হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে । বিষয়টি নিশ্চিত করেন সাজিনের দাদা আব্দুল গণি।
    সাজিনের বাবা লুৎফর রহমান বলেন, লোকাল সড়কে এমন দূর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমার সব শেষ হয়ে গেল।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশ দিয়ে দেওয়া হয়েছে পরিবারকে।
  • শিক্ষকের সন্মানে বাঘা উপজেলা চেয়ারম্যানের ইফতার আয়োজন।

    শিক্ষকের সন্মানে বাঘা উপজেলা চেয়ারম্যানের ইফতার আয়োজন।

    শিক্ষকের সন্মানে বাঘা উপজেলা চেয়ারম্যানের ইফতার আয়োজন।


    বাঘায়,প্রাথমিক,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও বিশ্ব বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষকদের সন্মানে ইফতারের আয়োজন করা হয়। মঙ্গলবার ২৬ এপ্রিল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতারের অয়োজন করা হয়। বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু ইফতারের আয়োজন করেন।

    প্রতিষ্ঠানিক শিক্ষক ছাড়াও লাভলুর অপ্রাতিষ্ঠানিক শিক্ষকদেরও আমন্ত্রন জানানো হয় এই ইফতার মাহফিলে। ইফতার শেষে পাঞ্জাবী-পায়জামা উপহার দিয়ে শিক্ষদের সন্মনিত করেন লায়েব উদ্দীন লাভলু।

    শিক্ষকরা বলেন, আমাদের সন্মানে এমন আয়োজন শুধু প্রশংসার দাবিদারই নয়,শিক্ষকদের গর্বিত করেছে ।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শাহদৌলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল রমজান আলী সরকার, শাহদৌলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক নূরল ইসলাম,বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওহিদুর রহমান, শাহাজান আলী বিএসসি,শাহাজান আলী সরকার, প্রথিমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মোল্লা, শওকত আলী,আবুল হাশেম, আকবর আলী,গিয়াশ উদ্দীন, শাহদৌলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোজ্জামেল হক, আব্দুল গনি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন,বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিশ আলী ইদু, ইক্ষু ক্রয় কেন্দ্রের সাবেক ইনচার্জ মাজদুির রহমান,সহকারি অধ্যাপক সানোয়ার হোসেন,পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেনমহ প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শিক্ষকগ।

  • বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকে বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

    বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকে বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

    বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকে বাড়িতে কলেজ ছাত্রীর অনশন।

    রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু  করেছেন এক কলেজছাত্রী । মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পরে প্রেমিক জনি আহম্মেদের বাড়ির গেটে কলেজ ছাত্রী অবস্থান নিলে জনি আহম্মেদের বাড়ির লোকজন বাড়ির গেটে তালা দিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা রাতভর মিমাংসা চেষ্টা করে কাজ হয়নি। পরে চৌকিদার পাহারায় রাখা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) এলাকার মানুষজন তাঁর অনশন দেখার জন্য বাড়ির গেটে ভিড় করছে।

    কলেজ ছাত্রীর জানান, বিয়ে না করা পর্যন্ত কোন প্রকার খাবার খাবেন না এবং প্রয়োজনে আতহত্যা করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই স্থানেই অবস্থান করবেন। কলেজ ছাত্রী জনিকে ছাড়া কাউকে বিয়ে করবেনা মর্মে, তাঁর বাড়িতে অনশন শুরু করেছে।
    জানা যায়, প্রায় ৮ বছর ধরে কলেজ পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে উপজেলার একই ইউনিয়নের ধন্দহ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে জনি আহম্মেদের প্রেমের সম্পর্ক হয়। তাঁরা উভয়ে একই সাথে মাধ্যমিক স্কুল পরে উচ্চ মাধ্যমিকে পড়ালেখা শেষ করে আব্দুলপুর সরকারী কলেজে ব্যবস্থাপনা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। পরে জনি আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।  ছেলে ছুটিতে বাড়ি আসলে মেয়ের বাড়ির পক্ষে থেকে  বিয়ের প্রস্তাব পাঠালেও অপেক্ষা করতে বলে ছেলে ও ছেলের পক্ষের লোকজন। এ ঘটনায় মেয়ে ভেবে নেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে বলায় হয়তো ছেলে বিয়ে করবে না তাঁকে।
    এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়াডের্র ইউপি সদস্য (মেম্বার) রেজাব উদ্দিন সরকার বলেন,কিছুদিন আগে দুই পরিবারকে নিয়ে বসেছিলাম, জনির পরিবার জানান আমাদের ছেলের  বিয়ের সময় হয়নি, মেয়ে অপেক্ষা করলে অবশ্যই বিয়ে দিবো।  পরে মঙ্গলবার রাতে শুনচ্ছি মেয়ে ছেলের বাড়িতে আসছে। পরে জনি ও জনির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়া বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। পরে মেয়েকে চৌকিদার পাহারায় রেখেছি। তিনটা পর্যন্ত কোন সমাধান হয়নি।
    এ বিষয়ে বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, বিশেষ কাজে আমি ঢাকাতে আছি, তবে এই বিষয়ে ওয়ার্ড মেম্বার আমাকে অবগত করলে তাকে বলি, দুই পরিবার সমঝতায় না আসলে প্রশাসনের সাহায্য নিতে।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আমি বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রাজশাহীর বাঘায় হেরোইন ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে বাঘা থানার পুলিশ গোপর সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার আলাইপুর গাবতলী পাড়া গ্রামের আবদুল কটার ছেলে মোহাম্মদ আব্বাস আলী ও ভানুকর গ্রামের আজিজুল হকের ছেলে হাফিজুল ইসলাম। তারা দীর্ঘদিন থেকে পুলিশকে ফাঁকি দিয়ে হেরোইন ও ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল।
    এদিকে নেশার জন্য চুরি করতে গিয়ে রাকিবুল ইসলাম নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উপজেলার জোতকাদিরপুর গ্রামের স্কুল শিক্ষক এসকানদার আলীর বাড়িতে চুরি করতে গিয়ে সে গ্রেফতার হয়। রাকিবুল উপজেলার পাকুড়িয়া গ্রামের আবদুস সালামের ছেলে।
    এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আমিরুল ইসলাম বলেন, পাকুড়িয়া এলাকা সম্পূর্ণটায় ভারতীয় সীমান্ত ঘেষা। উপজেলার মধ্যে পাকুড়িয়া এলাকায় নেশার অভয়াশ্রম হিসেবে পরিচিত। এই এলাকার উঠতি বয়সের যুবকরা নেশার সাথে বেশি সম্পৃক্ত।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • বাঘায় স্কাউটস সম্প্রসারণে জরুরী সভা অনুষ্ঠিত। 

    বাঘায় স্কাউটস সম্প্রসারণে জরুরী সভা অনুষ্ঠিত। 

    বাঘায় স্কাউটস সম্প্রসারণে জরুরী সভা অনুষ্ঠিত। 

    রাজশাহীর বাঘায় সকল মাদ্রাসা , ভোকেশনাল ও কিন্ডার গার্টেন  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকদের নিয়ে কাব/ স্কাউটস সম্প্রসারণের লক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বাঘা উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ,স্কাউটসের সদস্য সচিব জোতরাঘোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায়  সভায় সভাপতি করেন উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

    এ সময় উপস্থিত ছিলেন,স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার জাফর ইকবাল,উপজেলা কমিশনার আনজারুল ইসলাম , উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোলাইমান  হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ ১০টি মাদ্রাসা ও ৩০টি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান ও পরিচালকগণ।
  • বাঘায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।

    বাঘায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।

    বাঘায় গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।

    অনুকূল আবহাওয়া ও উচ্চ ফলনশীল জাতের গম আবাদের ফলে চলতি মৌসুমে রাজশাহীর বাঘা উপজেলায় গমের বাম্পার

    ফলনের আশা করছেন কৃষক ও কৃষি অফিস। রবি শস্যের মধ্যে অন্যতম লাভ জনক আবাদ হচ্ছে গম। ইতিমধ্যেই শুরু হয়েছে গম কাটা-মাড়াইয়ের কাজ। বাজারে ভাল দাম ও চাহিদা থাকায় লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায়-৬১০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টরে ৩ দশমিক ৪৫ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া,সঠিক মাত্রায় সার প্রয়োগ এবং কৃষি বিভাগের সঠিক তদারকি,পরামর্শে বাড়তি পরিচর্যা ও গম বপনের পর কয়েক দফায় বৃষ্টি হওয়ায় অধিকাংশ জমিতেই এবারে সেচের দরকার হয়নি। তাছাড়া গম ক্ষেতে রোগ-বালাইও ছিল কম। এতে কৃষকদের সেচ খরচ সাশ্রয় হওয়ায় উৎপাদন খরচ অনেক কম হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। তাছাড়া বিগত কয়েক বছরের তুলনায় এবারে অধিকাংশ জমিতে কৃষকরা উচ্চ ফলনশীল গম জাত প্রদীপ, বারি-২৬,২৮,২৯,৩০,৩১,৩২ ও ৩৩ আবাদ করেছেন। তাই এবার গমের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা ও কৃষি অফিস।
    বাঘা উপজেলায় দুইটি পৌরসভা,বাজু বাঘা,বাউসা,আড়ানি, মনিগ্রাম,গড়গড়ী,পাকুড়িয়া ও চকরাজাপুর ইউনিয়নে গমের চাষ হয়েছে। তবে চকরাজাপুর ইউনিয়ন  পদ্মার চরাঞ্চলে গমের আবাদ বেশি হয়েছে। সরেজমিন এসকল এলাকায় মাঠের গিয়ে গমের কাঁচা-পাকা শীষ দেখে আনান্দে ভরে গেছে কৃষকদের মন। এবার প্রতিটি গমের শীষ অনেক বড় হয়েছে এবং  বিগত সময়ের তুনায় এবার শীষে গমের দানাও খুব ভালো হয়েছে।
    একাধিক কৃষকদের সাথে কথা বলে জানা গেছে,আবহাওয়া যদি শেষ পর্যন্ত অনুকূলে থাকে ও ভালো ভাবে কাটা-মাড়াই করে গম ঘরে তুলতে পারেন এবং ন্যায্য মূল্য পায় তাহলে চাষিরা খুব লাভবান হবেন। পদ্মার চর পলাশি মৌজায় ৬ বিঘা জমিতে উচ্চ ফলনশীল গম বারি-৩৩ জাতের আবাদ করেছেন গড়গড়ী ইউনিয়নের শিমুলতলা গ্রামের কৃষক ফারুক হোসেন লিটন।
    তিনি বলেন,গম চাষে বীজ,সার ও সেচ দিতে হয়। এবার গম বপনের পর কয়েক দফা বৃষ্টিতে তার জমিতে পানি সেচ দিতে হয়নি। ফলে উৎপাদন খরচ কম হয়েছে। গমের শীষের আকার ও দানার সংখ্য দেখে মনে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে গমের বাম্পার ফলন হবে এবং বিঘা প্রতি ১৫-১৬ মণ হারে গম পাবেন বলে আশা করেন তিনি।
    উপজেলার বাউসা ইউনিয়নের কৃষক আরমান আলী বলেন, এবার বারি গম-৩০, ৩২,৩৩ জাতের আবাদ করেছেন। গমের জন্য আবহাওয়া অনুকুলে ছিল, তাই ভালো ফলন আশা করা হচ্ছে।  চকরাজাপুর  ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাব্বির আহাম্মেদ বলেন, গমে সেচ দেওয়ার সময় বৃষ্টি হওয়ায় কৃষকদের সেচ কম দিতে হয়েছে। এতে উৎপাদন খরচ কম হয়েছে। এতে কৃষকরা লাভবান হচ্ছে।
    উপজেলা গড়গড়ী ইউনিয়ন পলাশী ফতেপু র চর এলাকায় (ব্লক সুপার ভাইজার) সোহেল রানা  উচ্চ ফলনশীল গম বারি- ৩৩ জাতের প্রদর্শনী প্লট মঙ্গলবার বিকেলে পরিদর্শন করেন এবং গমের শীষের আকার ও দানার পরিমান বেশি দেখে গমের বাম্পার ফলনের আশা করছেন তিনি।
    উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম বলেন, এবছর উচ্চ ফলনশীল জাতের গমের আবাদ বেশি হওয়ায় এবং আবহাওয়া অনুকলে থাকায় গমের ভালো ফলনের আশা করছেন কৃষি অফিস। বিশেষ করে উপজেলায় বারি গম-৩৩ জাতের গমের আঠারশত হেক্টর জমিতে আবাদ হয়েছে। এই জাতটির শীষ লম্বা এবং শীষে দানার সংখ্যা বেশি হওয়ায় নওঘা প্রতি-১৭-১৮ মন হারে ফলন হবে  বলে আশা করা হচ্ছে। বাজার দর ভালো থাকায় এবার লাভবান হবেন গম চাষিরা। উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান  প্রতিবেদককে জানান, উপজেলা কৃষি অফিসের সহয়োগিতায় আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সকল ধরনের পরামর্শ দিয়েছি।তিনি আরও বলেন, কৃষি বান্ধব সরকারের সহযোগীতায় কৃষকেরা এ লাভ জনক চাষাবাদে ঝুকেছেন।
    উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের গম চাষে যথা সময়ে সঠিক পরামর্শসহ কিছু প্রণোদনা ও দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ নছর গমের বাম্পার ফলন হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে গম কাটা ও মাড়াই শুরু হয়েছে ।
  • বাঘায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন। 

    বাঘায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন। 

    বাঘায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন। 

    রাজশাহীর বাঘায়-২৬ শে মার্চ মহান  স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে এ দিবসটি পালিত হয়।

    শনিবার (২৬ মার্চ) সকালে  তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৬ টা ৫ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিক ভাবে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
     এর আগে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করাসহ দোয়া পরিচালনা করা হয়। পরে বাংলাদেশ পুলিশ,আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে শুরু হয়। এ্যাডঃ লায়েন উদ্দিন লাভলু  বলেন,পাকিস্থানী শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের অবশান ঘটিয়ে-১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য,বাংলার আকাশে উড়েছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ।
    স্বাধীনতা তুমি ফুলের সুবাস কোকিলের কুহুতান তোমায় পেতে দিয়েছি মোরা ৩০ লক্ষ প্রাণ।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বক্তব্যে বলেন,আমি শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি,বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।
    সাথে সাথে আরও স্মরণ করছি। যারা স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়েছেন। আমাদেরকে উপহার দিয়েছিলেন, আলাদা একটি ভূখণ্ড,আলাদা একটি দেশ।  অবসান হয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষণ,বঞ্চনা আর নির্যাতনের অধ্যায়। এজন্য জাতি  প্রতি বছর এদিনকে শ্রদ্ধাভরে স্বরণ করে আসছেন।
    তিনি আরও  বলেন,মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী লাখো শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর পরিবার এবং জাতীয় চার নেতা সহ শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।