Tag: বাঘা

  • বাঘায় জরিমানাসহ ৭টি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টার বন্ধ।

    বাঘায় জরিমানাসহ ৭টি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টার বন্ধ।

    বাঘায় জরিমানাসহ ৭টি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টার বন্ধ।

    রাজশাহীর বাঘায় সাতটি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটিতে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশমতে সোমবার (৩০ মে) ও রোববার (২৯ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

     বন্ধকৃত সাতটি ক্লিনিক ও ডায়াগেষ্টিকস সেন্টারগুলো হলো- উপজেলার বিনোদপুর বাজারের  উপশম মেডিকেল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,উপজেলা সদর এলাকার মাহমুদ ক্লিনিক ও ডায়াগেষ্টিক সেন্টার,বাঘা ক্লিনিক,আড়ানী পৌর এলাকার মুঞ্জু ডিজিটাল ডায়াগেষ্টিক সেন্টার, নাদিরা  ও আইডিয়াল ডায়াগসষ্টিক সেন্টার।
    রাজশাহী জেলা কার্যলয়ের সহকারি পরিচালক মাসুদ আলী বলেন, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫২ ধারায় উপজেলার সেবা ডায়াগনস্টিক সেন্টার’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মে) উপজলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নানকে নিয়ে এ অভিযান চালান। অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান জানান, উপজেলায় ২৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।  এদের বেশির ভাগেরই লাইসেন্সের মেয়াদ নেই। পরিদর্শন করে লাইসেন্স নবায়ন  করে দেওয়া সম্ভব হয়নি। যারা লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে রেখেছেন তাদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়া হবে না। আর যাদের লাইসেন্স নেই কিংবা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
    তিনি আরও জানান, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সের জন্য আবেদন করেনি, সেগুলো অবৈধ।
  • বাঘায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা।

    বাঘায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা।

    বাঘায় সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা।


    রাজশাহীর বাঘায় ঠিকাদার কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২৮ মে) বিকেলে বাঘা প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় ঠিকাদারকে গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিনা মাষ্টার পাড়া গ্রামে মহসিনের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা জনাব আলীর বাড়ি পর্যন্ত ৩১ লক্ষ ৩৭ হাজার ১৫৯ টাকা মূল্যো রাস্তা সংস্কারের কাজ করছিলেন ঠিকাদার ও বাঘা পৌর আ.লীগের সভাপতি আবদুল কুদ্দুস। রাস্তার কাজ নিন্মমানের হচ্ছে মর্মে, স্থানীয়রা সাংবাদিক আখতার রহমানেক অবগত করেন। আখতার রহমান বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই স্থানে তদন্ত করতে যায়। সরেজমিন তদন্ত শেষে ফেরার পথে প্রথমে তাকে মোবাইল ফোনে ও পরে উপজেলা সদরের সামনে পৌঁছলে বিকেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাত পা ভেঙ্গে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেন ঠিকাদার।

    এই ঘটনায় বাঘা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা। প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমানের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী,অর্থ সম্পাদক লালন উদ্দিন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য শাহানুর রহমান বাবু, আবদুল হামিদ মিঞা, সুব্রত কুমার সরকার প্রমুখ।
    আয়োজিত প্রতিবাদ সভায় ঠিকাদারকে গ্রেফতার করে অতিদ্রæত আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
    এ বিষয়ে সাংবাদিক আখতার রহমান বলেন, আমার বিরদ্ধে আবদুল কুদ্দুস থানার করা অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে, সেই সময় আমি চারঘাটের ভায়ালক্ষীপুর গ্রামে একটি সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলাম। তার করা অভিযোগটি ভিক্তিহীন।
  • বাঘায় সাংবাদিককে হুমকির অভিযোগের পর ঠিকাদারের পাল্টা অভিযোগ।

    বাঘায় সাংবাদিককে হুমকির অভিযোগের পর ঠিকাদারের পাল্টা অভিযোগ।

    বাঘায় সাংবাদিককে হুমকির অভিযোগের পর ঠিকাদারের পাল্টা অভিযোগ।

    রাজশাহীর বাঘায় সাংবাদিককে হুমকির অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আবদুল কুদ্দুস নামের এক ঠিকাদার এই হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাংবাদিক আখতার রহমান বাদি হয়ে রাতে থানায় অভিযোগ করেন। আখতার রহমান এশিয়ান টেলিভিশনের রাজশাহী স্টাফ রির্পোটার হিসেবে কর্মরত রয়েছেন।

    অপর দিকে ঠিকাদার আবদুল কুদ্দুসের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে মর্মে, শুক্রবার রাতে থানায় অভিযোগ করেন। আবদুল কুদ্দুস বাঘা পৌর আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
    এ বিষয়ে সাংবাদিক আখতার রহমান জানান, উপজেলার হরিনা মাষ্টার পাড়া গ্রামে মহসিনের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা জনাব আলীর বাড়ি পর্যন্ত ৩১ লক্ষ ৩৭ হাজার ১৫৯ টাকা মূল্যো রাস্তা সংস্কারের কাজ করছিলেন ঠিকাদার আবদুল কুদ্দুস। রাস্তার কাজ নিন্মমানের হচ্ছে মর্মে, বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই স্থানে তদন্ত করতে যায়।
    সরেজমিন পরিদর্শন শেষে ফিরে উপজেলা সদরের সামনে পৌঁছলে বিকেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন ঠিকাদার। তবে আমার বিরদ্ধে আবদুল কুদ্দুস থানার করা অভিযোগে যে সময় উল্লেখ করা হয়েছে, সেই সময় আমি চারঘাটের ভায়ালক্ষীপুর গ্রামে একটি সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলাম। তার করা অভিযোগটি ভিক্তিহীন দাবি করেন সাংবাদিক আখতার রহমান।
    এ বিষয়ে ঠিকাদার আবদুল কুদ্দুস জানান, আমি ঠিকাদারি ব্যবসা করি। আমার একটি সাইডে কাজ চলছে। যা আমি সিডিউল অনুসারে করছি। এক সাংবাদিক সেখানে গিয়ে ছবি তুলেন এবং শ্রমিকদের সাথে খারাপ আচরণ  করে। আমি ফোনে সরাসরি দেখা করে বিস্তারিত তার সাথে কথা বলতে চাই। পরে বৃহস্পতিবার দুপুর আডাই টার দিকে আমার পুরাতন বাড়িতে এসে ভুল ত্রুটির কথা উল্লেখ করে ৫০ হাজার টাকা দাবি করে। তবে সাংবাদিক আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেটা বানোয়াট ও ভৃত্তিহীন।
    উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার জানান, সানফ্লাওয়ার ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশনের কাছে থেকে স্থানীয় ঠিকাদার আবদুল কুদ্দস ক্রয় করে রাস্তার কাজটি করছেন। নিম্মা মানের হওয়ায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শুনেছি এক সাংবাদিকের সাথে ঠিকাদারের মতবিরোধ হয়েছে।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন জানান, সাংবাদিক অভিযোগ দেওয়ার পরের দিন শুক্রবার রাতে ঠিকাদার অভিযোগ দিয়েছেন। দুটি অভিযোগ তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
  • বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

    বাঘায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

    রাজশাহীর বাঘায় উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলরার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.লায়েব উদ্দিন লাভলু।

     সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবুল দেওয়ান মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ,বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু , বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান প্রমুখ।
  • রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।

    রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।

    রাজবাড়ীতে সড়ক দূর্ঘনায় বাঘার পরিমল নিহত।

    রাজবাড়ী জেলায় সড়ক দূর্ঘনায় নিহত হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার পরিমল কুমার ঘোষ (৩৫) নামের এক ব্যক্তি। রোববার (২২ মে) দুপুরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।  রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ট্রাফ নার্স মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।

    হাসপাতাল সূত্রে জানা যায় অজ্ঞাত পরিচয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। রিকসা থেকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। অজ্ঞাত পরিচয়ে দুপুর পৌণে একটায় হাসপাতালে নেওয়া পরে চিকিৎসাধীন অবস্থায় সোয়া এক টায় মারা যায়।  মৃত্যু আগে তাঁর দেওয়া নাম ঠিকানা অনুযায়ী কয়েকজনের ভিজিটিং কার্ড মধ্যে থেকে একজনের মুঠোফোনে যোগাযোগ করে তার পরিচয় জানা গেছে।
    পরিমল কুমার ঘোষ বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর খয়েরমিল গ্রামের মৃত যুগোল ঘোষের ছেলে।
    পরিবারের পক্ষে জানা গেছে, পরিমল কুমার ঘোষ সোমবার (১৭ মে) সকাল ৮টার দিকে কমিউটার ট্রেনে রাজশাহীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে আসেন। পরে রাজশাহীতে থাকবে বলেও মুঠোফোনে বাড়িতে জানান তিনি।  তবে কি কারণে ফরিদপুরের রাজবাড়ীতে গিয়েছিল,কিভাবে দূর্ঘটনা স্বীকার হলেন পরিবারের পক্ষ থেকে কিছুই জানাতে পারেনি। তবে এক মাধ্যমে জানতে পেরেছেন পরিমল রোববার দুপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ রাজবাড়ী হাসপাতালে পড়ে আছে।
    পরিমলে ভাই তাপস কুমার ঘোষ বলেন, বাবা-মা মৃত্যুর কয়েক বছর পর  মেজো ভাইও মারা গেছেন। বিয়ের কিছুদিন পরে সংসারের অভাব অনটনে  কারণে স্ত্রী থেকে আলাদা হয়ে যান ছোট ভাই পরিমল। বিয়ে করলেও কোন সন্তান নেই  তার। পরে আমার পরিবারের সাথে থাকেন। আমার সংসারে তেমন কোন আয় নেই। গ্রাম থেকে রাজশাহী শহরে ঘি বিক্রি করে সংসার চালায়। দিন এনে দিন খায় । ভাইয়ের মৃত্যুর বিষয়ে স্থানীয় সাংবাদিক আমানুল হক আমানের জানতে পেরে হাউ মাউ করে কেঁদে উঠেন তিনি। তবে অর্থের অভাবে সেখান থেকে নিজ বাড়িতে লাশ আনা নিয়ে সুচিন্তায় আছি জানান তিনি ।
    রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র ট্রাফ নার্স মামুন হোসেন বলেন,তাঁর কাছে থাকা কয়েকজনের ভিজিটিং কার্ড মাধ্যমে যোগাযোগ করে লাশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ না করলে আঞ্জুমান সংগঠনের কাছে হস্তান্তর করা হবে।
    এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীয়াস বলেন, অস্বাভাবিক মৃত্যু বিষয়টি  সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
  • বাঘায় ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

    বাঘায় ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

    বাঘায় ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    রাজশাহীর বাঘায় ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ মে) সকালে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে  দাদপুর – গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  বাঘা শাহ্দৗলা  সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক  ও দাদপুর গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম।
    দাদপুর – গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গড়গড়ি ইউনিয়ন আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গড়গড়ি ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি ও আব্দুল গণি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত ) মো. আনিছুর রহমান , দাদপুর – গড়গড়ি উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সরেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
  • বাঘা পদ্মার চরে মাঠ প্রহরী সেন্টুর লাশ উদ্ধার। 

    বাঘা পদ্মার চরে মাঠ প্রহরী সেন্টুর লাশ উদ্ধার। 

    বাঘা পদ্মার চরে মাঠ প্রহরী সেন্টুর লাশ উদ্ধার। 


    রাজশাহীর বাঘায় পদ্মার চরে মাঠ প্রহরী সেন্টু আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্র সংলগ্ন এক পেয়ারার বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

     জানা যায় উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিন চৌকিদারের ছেলে সেন্টু আলী (৫০) বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফিরেনি। বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
    আজ শনিবার সকালে সুলতানপুর পদ্মা নদীর মধ্যে আখক্রয় কেন্দ্রের পাশে আবদুল খালেকের পেয়ারা বাগানে দুই শ্রমিক আছান আলী ও আবদুল্লাহ কাজে যায়। এ সময় লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে অবগত করা হয়। পরে বাঘা থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার ডান পা শেয়ালে কিছুটা ক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে।
    এ বিষয়ে তার প্রতিবেশি ভাগ্নে আকরাম হোসেন বলেন, মামা পদ্মার চরের মধ্যে আবাদ করা ফসল রক্ষনাবেক্ষনের জন্য প্রহরী হিসেবে কাজ করে। তিনদিন পর লাশ পাওয়া গেল মাঠে। কি কারনে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে কিছু বুঝতে পারছিনা।
    এ বিষয়ে তার স্ত্রী মাহমুদা বেগম বলেন, আমরা দরিদ্র মানুষ। আমার স্বামী মাঠ প্রহরী হিসেবে কাজ করে। এক ছেলে ও দুই মেয়েকে অন্যত্রে বিয়ে দেওয়া হয়েছে। প্রহরী হিসেবে যা পায় আমরা দুইজন স্বামী-স্ত্রী কোন রকম দিন চলে। তবে হত্যার কারণ হিসেবে কিছুই জানাতে পারেনি তিনি।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
  • বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন।

    বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন।

    বাঘায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ৪৫ তম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন


    রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমে বিশ্ব মানবতার কল্যাণ কামনায়, দেশ মাতৃকার ও জাতির মঙ্গলার্থে ২৪ প্রহর তিনদিন ব্যাপী ৪৫ তম মহানাম যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মে) রাত ৯টায় এ অনুষ্টানের উদ্বোধন করা হয়।

    আয়োজিত যজ্ঞানুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ জিতেন্দ্র নাথ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আড়ানী পৌর আ.লীগের সভাপতি আবদুল মতিন মতি, সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঔক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, সাবেক সভাপতি শান্তি রঞ্জন সরকার।

    অপূর্ণ রানী সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কার্তিক চন্দ্র হালদার, কাউন্সিলর আসাদুজ্জামান রানা, নওশাদ আলী, আড়ানী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন, যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার প্রমুখ।

    মহানাম যজ্ঞানুষ্ঠানে পিরোজপুরের বাগেরহাটের অষ্ট সখী সম্প্রদায়, ঢাকা মানিকগঞ্জের নিত্য নিরাঞ্জন সেবা সংঘ, গোপালগঞ্জের প্রভুপ্রাণ কিশোর সম্প্রদায়, মাগুড়ার মা দুর্গা সম্প্রদায়, গোপালগঞ্জের মাধবী লতা সম্প্রদায়, রাজবাড়ীর নব নিত্য নিরঞ্জন সম্প্রদায় এবং আড়ানী ক্ষ্যাপা বাবার আশ্রমের পাগলা বাবা সম্প্রদায় সহ সাতটি দল অংশ গ্রহন করবে।

    সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী রাজাকার চক্র আশ্রমটি ধ্বংস করে। তারপর ১৯৯২ সালের ৭ নভেস্বর আশ্রমটি জামায়াত-শিবিরের নেতৃত্বে ভাংচুর, লুটপাট ও অঘ্নিসংযোগ করা হয়েছিল। তারপর আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ পাগলা বাবা জিতেন্দ্র নাথ চৌধুরী ভারতে পালিয়ে যায়। দীর্ঘদিন পর নতুনভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র আন্তরিকতায় আবারও পান ফিরে এসেছে।

  • বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

    বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

    বাঘায় অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    রাজশাহীর বাঘায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু।
    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন পরিষম চেয়ারম্যান রবিউল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ডিএম চেয়ারম্যান বাবলু দেওয়ান, বাঘা থানার তদন্ত ওসি আবদুল করিম, বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, লালন উদ্দিন, আবদুল হামিদ মিঞা প্রমুখ।
    আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন বাউসা ইউনিয়ন পরিষদ ও আড়ানী ইউনিয়ন পরিষদ। খেলা পরিচালনা করেন মমিনুল ইসলাম হিটলার। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আবু হেনা মোস্তফা জামাল বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা, ফজল মাহমুদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বিপ্লব কুমার রায় ও আবদুল হানিয় মিঞা।
    এদিকে খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সার্ট মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটর আবদুল আজিজ।
    নির্ধারিত খেলায় আড়ানী ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে বাউসা ইউনিয়ন পরিষদ পরাজিত করেন। খেলার প্রথমার্ধে ৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন আলামিন। ২৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন শ্রাবন। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায়  তৃতীয় গোল নিশান এবং ২৫ মিনিটে চতুর্থ গোল করেন হাবিবুর রহমান।
    এর আগে দুটি পৌরসভার মেয়র ও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এক সেট করে জার্সি প্রদান করা হয়। বুধবার প্রথম ম্যাচ অনুষ্টিত হবে গড়গড়ি ইউনিয়ন পরিষদ বনাম আড়ানী পৌরসভা এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হবে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ বনাম পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ।
  • বাঘায় বৈদ্যুতিক শক কেড়ে নিল স্কুলছাত্র বিবেক কুমারের প্রাণ।

    বাঘায় বৈদ্যুতিক শক কেড়ে নিল স্কুলছাত্র বিবেক কুমারের প্রাণ।

    বাঘায় বৈদ্যুতিক শক কেড়ে নিল স্কুলছাত্র বিবেক কুমারের প্রাণ।

    রাজশাহীর বাঘায় বিদ্যুতায়িত বিবেক কুমার (১৩) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে আড়ানী মাষ্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিবেক কুমার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও আড়ানী পৌর মাছ বাজার এলাকার সুইপার সুবাস কুমারের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা , আড়ানী পৌর মাছ বাজার এলাকার বিবেক কুমার নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে কবুতর পালন করতেন। তার কবুতরগুলো সকালে খাঁচা (ঢোপ) থেকে ছেড়ে দেন। পরে দুইটি কবুতর খোঁজ করে পাচ্ছিলোনা । খোঁজাখুজির এক পর্যায়ে আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে আড়ানী মাষ্টারপাড়া এলাকায় আপেল মাহমুদের বাড়ির পাশে বিদুৎতের তারে বসে থাকতে দেখে। পরে বিবেক কুমার আপেল মাহমুদের বাড়ির ছাদে উপর উঠে বিদ্যুৎতের তারে বসা কবুতর ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাঁকে বাড়িতে নিয়ে যান।
    এ বিষয়ে তার বাবা  সুবাস কুমার বলেন, সকালে কবুতর ছেড়ে খেতে দিতে দেখি। কিছুক্ষণ পরে হারানো দুইটি কবুতর খোঁজ করতে গিয়ে আড়ানী মাষ্টারপাড়ায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে রাস্তায় পড়ে মারা যায়।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।