Tag: বাঘা

  • বাঘায় পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-২।

    বাঘায় পৃথক অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-২।

    বাঘা(রাজশাহী) প্রতিনিধ :রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে হেরোইনসহ রব্বেল হোসেন(৩০) ও মৃদুল হোসেন(২৪) নামে দুই হিরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারী)দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায় , শুক্রবার রাত আনুমাকি সাড়ে ১০ টার দিকে উপজেলার গাওপাড়া গ্রামের মৃদুল হোসেন হোরোইন বিক্রীর উদ্দেশ্যে নিজ এলাকার পাকা রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল মজিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান   ১১ গ্রাম হোরোইনসহ তাকে গ্রেপ্তার করেন।মৃদুল ওই গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।
    অপরদিকে পুলিশ কলিগ্রাম গ্রামে অভিযান  মাদক বিক্রেতা রব্বেল হোসেনকে তার বাড়ির সামনের পাঁকা রাস্তা থেকে ১৫ গ্রাম হোরোইনসহ গ্রেপ্তার করেন। সঙ্গীয় ফোর্সসহ বাঘা থানার  উপ-পরিদর্শক (এস.আই) আজিজুল হক অভিযান পরিচালনা করেন।রব্বেল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    এ বিষয়ে বাঘা থানা পরিদর্শক( তদন্ত)সবুজ রানা জানান, গ্রেপ্তার দু’জন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের দুজনের নামে পৃথক দুটি মাদক নিয়ন্ত্রণ মামলা দায়ের করে শনিবার(২৭ জানুয়ারী ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • বাঘায় দাফনের পর কাফনের কাপড় চুরি।

    বাঘায় দাফনের পর কাফনের কাপড় চুরি।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় সুকোদা বেওয়া নামের এক বৃদ্ধা নারির দাফন করা লাশ কবর থেকে উত্তোলন করে কাফন কাপড় চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতের কোন এক সময়ে কবর থেকে মৃত দেহ উত্তোলন করা হয়। উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে কাফনের কাপড় চুরির এই ঘটনা ঘটেছে। সুকোদা বেওয়া আড়ানী চকরপাড়া গ্রামের মৃত ছলেমান হোসেনের স্ত্রী। কাফনের কাপড় চুরি করতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চা ল্যর সৃষ্টি হয়েছে।

     স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে সুকোদা বেওয়া (৯০) বৃহস্পতিবার দুপুরে চকরপাড়া কবরস্থানে দাফন করা হয়। শনিবার ফজর নামাজ পরে তার মেজো ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে যান। কববে দেওয়া বাঁশের ঘেরা বাঁশ সরানো  ও কবর খোড়া দেখেন। পরে প্রতিবেশি লোকজন ও ভাইদের নিয়ে কবরস্থানে গিয়ে দেখেন কবরে লাশ নেই।  আশেপাশে খোঁজ করে কবর থেকে প্রায় ৫০ মিটার উত্তর দিকে বাঁশের ঝাড়ে লাশ দেখতে পান। সেখানে দেখেন, যে কাপড় দিয়ে কবরে দাফন করা হয়েছিল, শরীরে কাফনের সেই  কাপড় নেই।
    তাদের ভাষ্য,৫ টুকরো কাফনের মধ্যে বড় দুই টুকরো চুরি করে নিয়ে গেছে।  পরে বাজার থেকে কাফন কিনে ওই কবরে পুনরায় দাফন করা হয়েছে। কারা এ ধরনের কাজ করতে পারে তা নিয়ে এলাকায় চলছে বিস্তর আলোচনা সমালোচনা।
    নিহতের মেঝ ছেলে জমির উদ্দিন জানান কাফন মাকে যেভাবে দাফন করা হয়েছিল, কবরের মধ্যে লাশ ছিলনা। বাঁশের ঝাড়ে লাশ পেলেও শরীরে কাফন ছিলনা। পরে বাজার থেকে পূনরায় কাফন কিনে শনিবার সকালে ওই কবরে তাকে দাফন করা হয়েছে।
    আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও চকরপাড়া গ্রামের লিটন হোসেন বলেন, বিষয়টি জানার পর, কবরস্থানে গিয়ে দেখেন লাশ উঠানো এবং তার দাফন করা পুরো কাপড় শরীরে ছিলনা। এলাকার লোকজনের বরাদ দিয়ে তিনি জানান,কুসংস্কারপন্থী যাদুকরী কিংবা নেশা খোররা এ ধরনের কাজ করতে পারে বলে ধারনা করেছেন।
  • রাজশাহীর বাঘায় ভোটকেন্দ্রসহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন।

    রাজশাহীর বাঘায় ভোটকেন্দ্রসহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন।

    বাঘা প্রতিনিধি:বাঘা উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন লাগার খবর পাওয়া গেছে। এগুলো হলো উপজেলার আড়ানী পৌর এলাকার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি প্রাথমিক বিদ্যালয়ই ভোটকেন্দ্র হলেও জোতনশী বিদ্যালয়ের আগুন লাগার ভবনটি পরিত্যক্ত।

    পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতের কোনো এক সময়ে উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আসবাব পুড়ে গেছে। এর মধ্যে আড়ানী পৌর এলাকার ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসবাবসহ শিক্ষকদের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। অন্যদিকে জোতনশী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে থাকা আসবাবও পুড়েছে।

    ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, রাত সাড়ে ১১টার দিকে তাঁর বিদ্যালয়ের প্রহরী ফোন দিয়ে ভবনে আগুন লাগার কথা জানান। এরপর সঙ্গে সঙ্গে তিনি সেখানে ছুটে যান। বিদ্যুৎ অফিসে ফোন করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বিদ্যালয়ের অফিসকক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাব পুড়ে গেছে। এর মধ্যে শিক্ষকদের গুরুত্বপূর্ণ কাগজপত্রও আছে। তিনি বিষয়টি উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।

    প্রধান শিক্ষক বলেন, অনেকেই বলছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। কিন্তু তিনি সেখানে গিয়ে পেট্রলের আলামত পেয়েছেন। আর ওই কক্ষের পেছনের জানালার গ্রিল বাঁকানো আছে। ধারণা করা হচ্ছে, কোনো দুষ্কৃতকারী আগুন দিয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করবেন। তিনি আরও বলেন, আজকের মধ্যেই সবকিছু ঠিকঠাক করা হবে। প্রশাসন বলেছে, ‘ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না।’

    অন্যদিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোনতশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী মেহেদী হাসান বলেন, তিনি ভোরে আগুন লাগার বিষয়টি টের পান। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবহিত করেন। ভবনটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত। এ সময় ভেতরে থাকা কিছু আসবাব পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেছনের জানালা দিয়ে আগুন ধরাতে পারে। সকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে।

    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আড়ানীর ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগার খবর পেয়ে তারা সেখানে যান। তবে সেখানে এমন আলামত পাননি। এটা নাশকতাও হতে পারে। আর পাকুড়িয়ায় পরিত্যক্ত বিদ্যালয় ভবনে আগুন দেওয়া হয়। ওই ভবনের পেছন দিক থেকে কেউ আগুন দিয়েছিল বলে ধারণা ওসির। ভবনটি ভোটকেন্দ্র না বলে তিনি জানান

  • বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন চিনিকলের দুই কর্মকর্তা।

    বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন চিনিকলের দুই কর্মকর্তা।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ 

    রাজশাহীর বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন  হরিয়ান চিনিকলের (রাচিক)দুই কর্মকর্তা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাঘা-লালপুর পদ্মা নদীর বাঁধের উপর সড়ক দিয়ে শিমুলতলা আখ ক্রয় কেন্দ্রে যাওয়ার পথে খায়েরহাট পশ্চিমপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। রাচিকের জীফ গাড়ীর সাথে ব্যাটারি চালিত উলকার মুখোমুখি ধাক্কা লাগে। এতে রাসিকের সিপিও নজরুল ইসলাম ও আরেক কর্মকর্তা ইসমাইল হোসেন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
    ব্যটারি চালিত উলকার চালক পুঠিয়ার মাসুম আলী বলেন, পদ্মা নদীর বাঁধের উপর সড়কটি হওয়ায় জীফ গাড়িতে সাইড দিতে গিয়ে  ধাক্কা লাগে। এতে উলকা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমিও কিছুটা আহত হয়েছি।
    এ বিষয়ে ( রাজশাহী হরিয়ান চিনিরকলের (রাচিক) জীফ গাড়ির চালক মোবারক হোসেন জানান, রাচিককের দুই কর্মকর্তাকে নিয়ে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা আখক্রয় কেন্দ্রে  যাওয়ার পথে ব্যাটারি চালিত উলকা সরাসরি ধাক্কা দেয় জীফ গাড়িতে। এতে জীফগাড়ির সামনের গ্লাস ভেঙ্গে গেলেও প্রাণে বেঁচে গেছেন দুই কর্মকর্তা। তারা সামান্য আহত হয়েছে।
  • বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।

    বাঘা(রাজশাহ)প্রতিনিধিঃরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন। শনিবার (২৩ ডিসেম্বর) তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করেন। সাবেক এই সংসদ সদস্যকে পেয়ে অনেকেই আবেকে আফ্লুত হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

    এ সময় তার সাথে ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, ছাত্র লীগের সাবেক নেতা সুরুজ্জামান, রবিউল ইসলাম রবি প্রমুখ।
    এছাড়া এ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল) প্রতীক নিয়ে ভোট করছেন।
  • বাঘায় কাঠ চাপায় অটো চালকের মৃত্যু।

    বাঘায় কাঠ চাপায় অটো চালকের মৃত্যু।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় কাঠ চাপায় অটো চালক মাজেদুল ইসলাম (৪৫) মুত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
    শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে সংযোগ সড়কে নিজ গাড়ির কাঠ চাপায় মৃত্যু হয়  তার। মাজেদুল ইসলাম উপজেলার  বাজুবাঘা ইউনিয়নের জোতজয়রাম গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে।
    জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে  সংযোগ সড়ক হতে গাড়িতে কাঠ বোঝায় করে নিজ এলাকায় যাচ্ছিলেন।সেখান  থেকে  মূল সড়কে উঠতে গিয়ে গাড়ি থেকে কাঠ ধসে চাপা পড়ে ঘটনান্থলে নিহত হন। পরে লাশ নিজ বাড়িতে নিয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
    বাঘা থানার পরিদর্শক (তদন্ত)  সবুজ রানা বলেন, এ বিষয়ে কেউ কোন অবগত করেনি।
  • ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শাহজাহান আলীর মৃত্যু ।

    ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শাহজাহান আলীর মৃত্যু ।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ চাল নিয়ে মোকাম থেকে ফেরা হলো না সাজাহান আলী (৫৬) নামের এক ব্যবসায়ীর। ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। চাল ব্যবসায়ী সাজাহান আলী বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জামাত আলীর ছেলে।
    দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে। সাজাহান আলী আড়ানী পৌর বাজারের একজন চাল ব্যবসায়ী।
    জানা যায়, আড়ানী থেকে ভটভটি নিয়ে তানোরের উদ্দেশ্যে রওনা হন শাজাহান আলীসহ কয়েকজন। রাজশাহীর আম চত্বর পার হয়ে তানোরের দিকে যাচ্ছিল। ভটভটি  রাজশাহীর আম চত্বর-তানোর সড়কের তেঘরিয়ার জিয়ানা এগ্রো ফার্মের নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সাজাহান আলী নিহত হয়েছেন। ভটভটির চালক আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামের আবুল গাজীর ছেলে মিলন হোসেন (৩০) ও হেলপার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিদ্যুত আলীর ছেলে হৃদয় হোসেন (২২) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    সাথে থাকা আরেক চাল ব্যবসায়ী আরিফুল ইসলাম টিপু বলেন, আহত ভটভটি চালক মিলন হোসেনের অবস্থা অত্যান্ত আশংকাজনক। তার নাম মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
    এ বিষয়ে পবা থানার এসআই তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
  • বাঘায় পাটের গোডাউনে আগুন।

    বাঘায় পাটের গোডাউনে আগুন।

    বাঘা (রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর বাজারে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা যায় এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে । এই গোডাউন মালিকের নাম শ্রী বিপদ সাহা।

    স্থানীয় লোকজন জানান, রাতে হঠাৎ পাটের গোডাউনে ধোয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বাঘা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটের প্রায় ৭-৮ জন কর্মী ৫ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

    বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মিজানুর রহমান জানান, বুধবার রাতে নারায়নপুর বাজারে অবস্থিত শ্রী বিপদ সাহার পাটের গোডাউনে আগুন লাগার খবর পায়। এরপর তাৎক্ষনাত ঘটনাস্থলে চলে আসি। আমরা আসার আগে এখানে পুলিশের পিকাপ চলে আসে। প্রথম অবস্থায় পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তা পায়। পরে আগুনের তিব্রতা কমে গেলে আস্তে আস্তে সবাই চলে যায়। কিন্তু যেহেতু এটা পাটের গুদাম, সে কারনে পুরো পাট না সরানো পর্যন্ত রাত ভর আমাদের এখানে অবস্থান করতে হয়। পরে সকলে নারায়নপুর বাজার শ্রমিক ইউনিয়নের লোকজন এসে পাট সরানোর পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
    বাঘা উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী অশিত কুমার ওরুপে বাকু পান্ডে জানান, আমরা ধারনা করছি বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। তবে গোডাউনের মালিক শ্রী বিপদ সাহা দাবি করেছেন শত্রুতা বসত: কেউ আগুন লাগাতে পারে। এ ঘটনায় তাঁর প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

  • বাঘায় আগুনে পুড়লো মোটরসাইকেল পার্সের দোকান।

    বাঘায় আগুনে পুড়লো মোটরসাইকেল পার্সের দোকান।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে মোটরসাইকেল পার্সের দোকানের পনের লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাত ১ টার দিকে উপজেলা সদর বাঘা বাজারের জিরো পয়েন্ট এলাকায় হোন্ড মোটর ইউনিট নামে একটি দোকানে আগুনের এই ঘটনা ঘটে।  এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক পার্টনার কলেজ শিক্ষক শামীম আহম্মেদ দাবি করেছেন।
    দোকানের পাশের বাসার স্থানীয় বিদ্যুত আহম্মেদ জানান, রাত ১ টার দিকে বাজারের নৈশ প্রহরি ডেকে বলেন হোন্ডা মোটর ইউনিট পার্সের দোকানের ভিতরথেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। পরে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে।তাৎক্ষনিক দোকানের মালিক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আসতেই দোকনের সব মালপত্র পুড়ে শেষ হয়ে যায়।
    দোকানের মালিক পার্টনার শামীম আহম্মেদ  জানান, আমরা তিনজন পার্টনারে দোকানটি করেছি। প্রতিদিনের মত রাত সাড়ে ৯ টার দিকে বন্ধ করে বাসায় আসি।
    রাতে মুঠোফোনে জানতে পারি দোকানের ভিতর থেকে  ধোঁয়া বের হচ্ছে। বিষয়টি জানার পর দোকানে গিয়ে দেখি সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে । স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দল আগুন  নিয়ন্ত্রণে নেওয়ার আগেই মালপত্র আগুনে পুড়ে যায় । তিনি আরো জানান তাদের দোকানের পিছনে গোডাউনে পাশের ফোমের দোকানদারের অনেক ফোম ছিল। আগুনে গোডাউনের ফোমসহ দোকানের সার্টার পর্য়ন্ত পুড়ে গেছে।  বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। ফোমসহ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
    উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মিজানুররহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানের  মালপত্র পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে পাশের দোকনগুলো রক্ষা করা গেছে। বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, আগুন লাগার বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।
  • বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) সহ বিস্ফোরক আইনে ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যানকে বাঘাপৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
    এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর ছেলে ইলিয়াস কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাতিজার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার সন্মানিত পিতা বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়াারম্যান মাওলানা জিন্নাত আলীকে পুলিশ সম্পুর্ণ অন্যায় ভাবে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যের জানাজাতে অংশ নেওয়ার মত একটি মানবিক কাজ থেকে আমার আব্বুকে গ্রেপ্তারের মত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আব্বুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
    এছাড়া বিস্ফোরক আইনে বৃহস্পতিবার রাতে সরেরহাট গ্রামের মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩), কলিগ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২), ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫), মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলীকে (২৪) আটক করা হয়েছে।অপর দিকে ওয়ারেন্টভূক্ত আসামী বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), মক্কেল শিকদারের ছেলে জাকের আলীকে (৪৮) আটক করা হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইন (সংশোধনী/২০০২) আইনে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভূক্ত আসামী ৩ জনকে আটক করা হয়েছে।