Tag: বাঘা

  • বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং।

    বাঘায় ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামের উদ্যোগে অগ্নি-এ্যাওয়ারনেস, এ্যাকশন এন্ড এ্যাডভোকেসি ফর জেন্ডার ইক্যুয়াল এ্যান্ড সেইফ স্পেসেস ফর  উইমেন  এ্যান্ড গার্লস সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার(৪ নভেম্বর) সকালে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব উপজেলা নির্বাহী  কর্মকর্তা শাম্মী আক্তার ।

    ব্র্যাকের অগ্নি প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান,ব্রাক রোড় সেফ্টি প্রকল্পের তৌহিদুর রহমান প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জহুরুল ইসলাম,, কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,ব্রাক প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, সাংবাদিক উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ৫টি বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ ২৫ জন।ব্রাক প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম ,সাংবাদিক প্রমুখ।

    সভায় সার্ভিস ম্যাপিংর উপর বিস্তারিত আলোচনা করা হয় । উল্লেখ্য, অগ্নি  প্রকল্পটি মূলত রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া এলাকার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের জনপ্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গনপরিবহন, তৈরি, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গনসচেতনতা তৈরি, রিপোটিং ও প্রতিকার আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে।

  • বাঘায় নতুন ইউএনও’র যোগদান আগের ইউএনও’র বদলি হওয়ায় বিদায় ও সংর্বধনা।

    বাঘায় নতুন ইউএনও’র যোগদান আগের ইউএনও’র বদলি হওয়ায় বিদায় ও সংর্বধনা।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ 
    রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বিদায় ও নতুন ইউএনও শাম্মী আক্তারের যোগদান উপলক্ষ্যে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামকে বিদায় ও নবাগত ইউএনও শাম্মী আক্তারকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (অক্টোবর) দুপুরে বিদায় ও বরণ সংর্বধনা দেওয়া হয়। অনুষ্টানে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকগণ বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন।
    এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও তরিকুল ইসলাম, নবাগত ইউএনও শাম্মী আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, আহবায়ক কমিটির সদস্য আমানুল হক আমান, আসলাম আলী, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবীর মিলন। প্রেসক্লাবের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, আব্দুল হামিদ মিঞা,জহুরুল ইসলাম, সুব্রত কুমার, আবদুস সালাম, আবদুল কাদের নাহিদ প্রমুখ।
    উল্লেখ্য, ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মাদ ইব্রাহীমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়। তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি এখানে সাড়ে ১০ মাস দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পটুয়াখালী ডিসি অফিস, বরিশাল বিভাগীয় কার্যালয়, রাজশাহী আরডিসি, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাবনার শাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলে জানা গেছে।
    অপর দিকে ২৭ অক্টোবর সিনিয়র সহকারী কমিশনার আজাহার আলীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনে শাম্মী আক্তারকে পদন্নোতি দিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।এর আগে উপজেলার বিভিন্ন দপ্তর ও সংগঠনের নেতাকর্মীরা ইউএনওকে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ সংর্বধনা দেওয়া হয়।
  • উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবীতে বাঘায় মানববন্ধন।

    উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবীতে বাঘায় মানববন্ধন।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামকে পূর্ণলবহালের দাবী এবং মাদক ও হ্যাকার বিরোধী পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা বাসীর ব্যানারে উপজেলা চত্বরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের বদলি স্থগিত করে পূর্ণবহালের দাবিতে এবং সাড়ে ১১টায় বাঘা থানা মোড়ে মাদক ও হ্যাকার বিরোধী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত পৃথক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।
    উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি মুজিবর রহমান জুয়েল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম স্বপন, যুবদল নেতা আল আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার, চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য রেজাউল করিম, বাঘা শাহদৌলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পিয়াস আহমেদ, ছাত্রদল নেতা হিমেল আহমেদ, শরিফ উদ্দিন, হাসিবুল ইসলাম, জীবন আহমেদ, অনিক মাহমুদ, শফিকুল ইসলাম প্রমুখ
  • বাঘায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন বি.এন.পি নেতা-আবু সাঈদ চাঁদ

    বাঘায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন বি.এন.পি নেতা-আবু সাঈদ চাঁদ

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ   
    রাজশাহীর বাঘায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী জেলা বি.এন.পি’র আহবায়ক মো.আবু সাঈদ চাঁদ। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় আড়ানী পৌর বাজারের কালি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
    আড়ানী পৌর বাজারের কালিমন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিমন্দির কমিটির সভাপতি মৃনাল তৃবেদী রাজা। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবুস সাঈদ চাঁদ। বক্তব্য রাখেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বিল্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আড়ানী সরকারি মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা প্রমুখ।
    এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুজাত আহমেদ তুফান, রবিউল ইসলাম, রাশেদুল হক, জয়নাল আবেদীন, যুবদল নেতা রফিকুল ইসলামসহ আড়ানী পৌর ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা।
    অপর দিকে দিঘা কালিমন্দির পরিদর্শনের সময়ে জেলা বিএনপির আহবায়ক আবুস সাঈদ চাঁদের সাথে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক হিমাংশু ভৌমিক, অধ্যক্ষ জহুরুল ইসলাম, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র মজুমদারসহ বাউসা ইউনিয়নের ১১টি পূজামন্ডব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
    এছাড়া নরায়নপুর মন্দির পরিদর্শন করেন আবু সাঈদ চাঁদ। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে ও সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা উপস্থিত ছিলেন।
    এছাড়া তিনি উপজেলার বাউসা, আড়ানী, বাজুবাঘা, গড়গড়ি, মনিগ্রাম, পাকুড়িয়া, বাঘা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন। এ উপজেলায় ৪৮টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি প্রতিটি মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুই হাজার করে নগদ টাকা দেন। পরিদর্শন শেষে মন্ডবের রেজিষ্টার খাতায় মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
  • বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু।

    বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু।

    বাঘায় বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৭) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার পদ্মার চরে মধ্যে আম বাগানে গাছ কাটছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাতে মুক্তার গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদুল হক সিয়াম তাকে মৃত ঘোষনা করে।
    মুক্তার হোসেন উপজেলার খায়েরহাট গ্রামের ইনছার আলী সরদারের ছেলে।
  • সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন।

    সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এর প্রেক্ষিতে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন ছুটি বাড়িয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু সরকারি নির্দেশনা উপক্ষো করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
    রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের রাষ্ট্রবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এতে কলেজের অধিকাংশ শিক্ষক অংশ গ্রহণ করেনি।

    জানা যায়, ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে তীব্র তাপপ্রবাহের কারনে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয়ে বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসেজ দেওয়া হয়। শিক্ষার্থীরা ম্যাসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে। তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না।

    এ বিষয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ, রুমন আলী, শাকিব হোসেন, মুসরেকুল ইসলাম, বুলবুল আহমেদ বলেন, মোবাইল ফোনে ১৯ এপ্রিল ম্যাসে পেয়ে উদ্বোধনী ক্লাসে অংশ গ্রহণ করি। কিন্তু কলেজ ছুটি, এরপরও আসতে হয়েছে।

    এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষনা মোতাবেক ক্লাসের উদ্বোধনীর বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুয়ায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

    প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুসলিমা খাতুন বলেন, অধ্যক্ষের নির্দেশে কলেজে এসেছিলাম। উদ্বোধনী ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত থাকলেও শিক্ষকের উপস্থিত ছিল কম। তবে ক্লাস উদ্বোধনী শেষে ছুটি দেওয়া হয়েছে।
    এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক বলেন, আগে থেকে নোটিশ দেওয়া ছিল। সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে চলে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেওয়া হয়েছে। আগামী ২৭ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে।

    এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বলেন, তীব্র তাপদাহের কারনে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

  • তাপদাহে পুড়ছে বাঘা, টিউবয়লে থাকছে না পানি।

    তাপদাহে পুড়ছে বাঘা, টিউবয়লে থাকছে না পানি।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধি:

    তাপদাহে পুড়ছে পুরো বাঘা, টিউবয়লে থাকছে না পানি।তাপদাহে পুড়ছে পুরো উত্তরাঞ্চল। বৈশাখের তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ। এদিকে, সামনের দিনগুলোয় আরও তাপমাত্রা বাড়ার শঙ্কা আবহাওয়া অফিসের। তবে মৌসুমি রোগবালাই মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ। গেল ১৫ দিন ধরে এই অঞ্চলে সূর্য তাপ দিচ্ছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারো বেশি।

    ভ্যাপসা গরমে রাজশাহীর বাঘার সাধারণ মানেুষের  যায় যায় অবস্থা। শান্তি নেই কোথাও। মাঠে কাজ করতে গেলে দুর্বল হচ্ছেন মানুষ। গেল ৫০ বছরে প্রকৃতির এমন বিরূপ দৃশ্য দেখেনি এখানকার মানুষ।

    আবহাওয়া অফিস বলছে, সূর্যের এই তাপ সাধারণত জুন-জুলাইয়ে অনুভব হলেও এবছর অনেক আগেই ছড়িয়েছে। শুধু এপ্রিল মাস না মে মাসেও দিনে মৃদু, মাঝারি শেষে তীব্র তাপদাহ হতে পারে।

    বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আশাদুজ্জামান বলেন, বতমানে আবহাওয়া পরিবর্তন ও রোদের তাপ বৃদ্ধির কারণে যে কোন ধরণের সরিল খারপ হতে পারে। বিশেষ করে জ্বর ও পাতলা পায়খানা হতে পারে। তাই এই সময় সকলকে অনেক বেশি পরিমানে পানি পান করতে হবে সব সময় ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করতে হবে। আর সচেতন থাকার বিকল্প নেই।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের রুগীর পরিমান কেমন ? জানতে চাইলে তিনি বলেন, ২-৩ জন জ্বর ও পাতলা পায়খানা জনিত রোগী আছে । তবে তাদের এই সমস্যা আসলে কি জন্য হয়েছে তা নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    বাউসা এলাকার কৃষক নায়েব আলী বলেন, আমরা দিনের বেশি ভাগ সময় মাঠে থাকি। এখন রোদের যে তাপ মাঠে থাকতে পারছি না । এতে আবাদি জমিতে আবাদ করা কষ্ট হয়ে পরছে। পানির প্রয়োজনে পানি পাওয়া যাচ্ছে না।

    বাঘা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই তীব্র ক্ষরার জন্য উঠছে না টিউবয়েলে পানি। তাই খাবার পানির জন্য ভুগানতিতে পড়তে হচ্ছে। পানি আনতে হচ্ছে পাশের পরিচিত কোন এক জলমটার থেকে।

  • বাঘায় সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’ 

    বাঘায় সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’ 

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    আধুনিকতায় হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। শেকড়ের এই লোক-সংস্কৃতির পুনরুদ্ধারে নতুন উদ্যোগ নিয়েছে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামের সংস্কৃতিমনা তরুণ ও যুবকেরা। তাঁদের এই উদ্যোগে মঞ্চস্থ হলো রোমান্টিক যাত্রাপালা ‘অশ্রু দিয়ে লেখা’।
    গত সোমবার ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টায় অমরপুর উচ্চবিদ্যালয় মাঠে তৈরি করা মঞ্চে এই যাত্রাপালা মঞ্চস্থ হয়। ‘অশ্রু দিয়ে লেখা’ যাত্রাপালাটির রচয়িতা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। স্থানীয়ভাবে পালাটি পরিচালনা করেছেন মোহাম্মাদ আলী মাহাম।
    যাত্রাপালার গোড়ার গল্প থেকে জানা গেছে, শুরুর দিকের যাত্রাপালাগুলো মূলত কাহিনিনির্ভর। যাত্রাপালায় আছে বলিষ্ঠ ভূমিকা সামাজিক শিক্ষা বা লোকশিক্ষার ক্ষেত্র। এই পালাটিও ঠিক তেমন বলে মন্তব্য করেন এর পরিচালক।
    মোহাম্মাদ আলী মাহাম বলেন, এটি একেবারেই গ্রামবাংলার নবাব পরিবারের সঙ্গে সহজ সরল পরিবারের কাহিনি। সাধারণ বাঙালি ঘরের একটি পরিবারের নির্যাতনের কাহিনি উঠে এসেছে এই পালাটিতে। যদিও লেখক আরও অনেক বছর আগে লিখেছেন, তবুও এটি এখনকার সময়ের সঙ্গে পুরোপুরি মানানসই। আধুনিকতার যুগেও দর্শক এটি খুব ভালোভাবে নিয়েছে। যাত্রাপালাটি দর্শকপ্রিয় পেয়েছে।
    তিনি আরও বলেন, আধুনিককালে এসে যাত্রাপালার কথিত যে আধুনিক সংস্করণ বর্তমানে ভালো কোনো গল্প নেই, পালার আমেজ নেই, ডিজে বাজিয়ে পালার আসরে নারী-পুরুষের যৌথ উচ্ছৃঙ্খল যখন যাত্রার উপজীব্য বিষয়ে পরিণত হয়েছে, তখন ‘অশ্রু দিয়ে লেখা’ যাত্রাপালাটি থেকে দর্শকেরা মূল যাত্রার স্বাদ পেয়েছে। এক কথায় সুস্থ ধারার বিনোদনেরও একটি মাধ্যম যাত্রাপালা।
    স্থানীয় যাত্রাপালার নির্দেশক মো. হাবিবুর রহমান বলেন, ‘যাত্রা একটি লোকশিক্ষা। এটি মা, মাটি, দেশ ও সমাজের কথা বলে। আদি সংস্কৃতির সেই যাত্রা পুরোনো স্মৃতিগুলোকে আবার সামনের দিকে নিয়ে আসতে চাই। সেই প্রয়াসেই আজকের মঞ্চায়ন।’
    যাত্রাপালাটির দর্শক সেলিম হোসেন বলেন, বর্তমানে যাত্রাপালার আধুনিক সংস্করণ সেটা যাত্রাপালা দেখার সাধ মেটানোর মতো ব্যাপার। সেই জায়গা থেকে বেরিয়ে এসে ‘অশ্রু দিয়ে লেখা’ পালাটি একটি অসাধারণ মঞ্চায়ন।
    তানভীর আল ইসলাম নামে অপর এক দর্শক বলেন, ‘যাত্রাপালার মঞ্চায়ন, শিল্পী, পরিবেশ, সাউন্ড কোয়ালিটি ও কলাকুশলীদের অভিনয় মন জয় করে নিয়েছে। ঠিক ছোটবেলায় গ্রামে যে যাত্রাপালা দেখতাম, তার স্বাদ পেলাম। চমৎকার ছিল যাত্রার কাহিনিও।’
    ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ‘অশ্রু দিয়ে লেখা’ পালাটি গড়ে উঠেছে মূলত মুসলমান নবাব সাইফুদ্দিন মুজাফফর শাহ ভাই আজগর আলীর সঙ্গে প্রজা গফুর মিয়ার কন্যা সালমার প্রেমের সম্পর্ক। নবাব সেটা মেনে নেয় না। প্রজার পরিবারকে নির্যাতন করে, প্রজাকে কারাগারে পাঠিয়ে হত্যা করে। পরে নায়ক ও নায়িকাকে কারাগারে রেখে চোখ তুলে নেয় এবং পরিশেষে হত্যা করে। অপরদিকে হিন্দু রাজা আনন্দ রায় হাবশি নবাব সাইফুদ্দিন মুজাফফর শাহর নানা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এতে হিন্দু রাজার সঙ্গে হাবশি নবাবের যুদ্ধ হয়। হাবশি নবাব পরাজিত হন।
    যাত্রাপালাটিতে অভিনয় করেছেন বগা, ইদ্রিস আলী, কালাম হোসেন, হাবিবুর রহমান, সামসুল ইসলাম, লাভলু, বাবলু, হাফিজুল প্রমুখ।
  • বাঘায় লাইসেন্সের না থাকায়  দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ।

    বাঘায় লাইসেন্সের না থাকায়  দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর বাঘায় ৪ মার্চ সোমবার উপজেলার আড়ানী পৌর শহরের বাজার এলাকায় স্বাস্থ্য বিভাগের বিধিমালা পরিপন্থী কাজ করার অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান অভিযান পরিচালনা করে জাহানারা ডায়াগনস্টিকস সেন্টার ও নাজিয়া ডায়াগনস্টিকস সেন্টার নামের দু’টি ডায়াগনস্টিক সেন্টাকে বন্ধ করে করে দিয়েছেন।

    এ সময় তিনি জানান,তাদের ডায়াগনস্টিক সেন্টারের  লাইসেন্সের মেয়াদ না থাকা ও স্বাস্থ্য বিভাগের বিধিমালা লঙ্ঘনের অপরাধে ডায়াগনস্টিক সেন্টার দুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের লাইসেন্স নেই কিংবা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

    জানা যায়,উপজেলায় ২৫ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যাদের বেশির ভাগই লাইসেন্সের মেয়াদ উত্তির্ন হয়েগেছে। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অস্ত্রপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়াই চলছে অধিকাংশ ক্লিনিক।

    ২০২২ সালের ৩০ মে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অ-স্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫২ ধারা মোতাবেক সাতটি ক্লিনিক ও ডায়াগসষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল।
    ২০১৯ সালের ১১ ডিসেম্বর উপজেলার হিজলপল্লী গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী যুথি বেগম প্রসব বেদনা নিয়ে উপজেলা সদরে স্থানীয় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। এ সময় প্রসূতির সিজার করে বাচ্চা প্রসব করানো হয়। ১৫ ডিসেম্বর রিলিজ দেয়ার পর শিশুটি অসুস্থ্য হওয়ার পর ওই ক্লিনিকে ভর্তি করার পরে শিশুটির মৃত্যু হয়।

    ২০১৭ সালের ১ নভেম্বর লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের আলো খাতুন নামের এক প্রসূতির সিজার অপরেশনের কয়েক ঘন্টা পর নবজাতককে রেখে মারা যান। ২০১৬ সালের ১২ আগষ্ট জরায়ুর অস্ত্রোপচারের পর উপজেলার চন্ডিপুর গ্রামের সনেকা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণের কারনে পরের দিন তিনি মারা যান।

    ২০১৫ সালের ১৪ আগষ্ট হার্নিয়া অপরেশনের তিনদিন পর বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের আজগর আলী মারা যান। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পানিকুমড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী চাম্পা বেগমের সিজার অপরেশনের পর মারা যান।

  • বাঘায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা।

    বাঘায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বিশেষে অতিথি ছিলেন, রাজশাহী পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায় ও উপজেলা উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা চন্দনা আকতার বানু প্রমুখ। পাট চাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বক্তরা। কর্মশালায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১৫০ জন পাট চাষীকে পাট চাষ, বীজ উৎপাদন, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।