Tag: বাঘা

  • বাঘার পদ্মায় নৌকা থেকে অটোভ্যান পানিতে,মালিক আহত।

    বাঘার পদ্মায় নৌকা থেকে অটোভ্যান পানিতে,মালিক আহত।

    বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পদ্মায় নদীতে চলন্ত নৌকা থেকে  অটোভ্যান গাড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে অটোভ্যান গাড়িটি উদ্ধার করতে গিয়ে চালক আহত হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মা নদী মাঝে চকরাজপুর ইউনিয়নের কালিদাসখালী এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অটোভ্যান  চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। অটোভ্যান চালক উজ্জল হোসেন পদ্মার মধ্যে দাদপুর চরের আফসার আলীর ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোচালক উজ্জল হোসেন পনেরদিন আগে নিজের জমানো কিছু টাকা ও এনজিও থেকে ঋণ নিয়ে ৭৫ হাজার টাকা দিয়ে একটি অটোভ্যান গাড়ি ক্রয় করেন।

    তিনি নারায়ণপুর সড়ক ঘাটে যাত্রী নামিয়ে দিয়ে রোববার সকাল সাড়ে ১১টায় দিকে অটোভ্যান গাড়ি নিয়ে নিজ বাড়ি দাদপুর এলাকায় নৌকায় যাচ্ছিল।  নৌকাটি চলন্ত অবস্থায় ঘাটে পৌছার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

    এ সময়  নৌকাটি কোন ক্ষতি না হলেও অটো ভ্যান গাড়িটি পদ্মা নদীর পানি পড়ে যায়। চালক অটোভ্যান গাড়ি উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল আযম বলেন, অনেক কষ্ট করে উজ্জল  হোসেন একটি অটোভ্যান কিনে সড়কে চালিয়ে যা আয় হয়, সেই আয়ের টাকা দিয়ে তাঁর সংসার চলে। এভাবে অটোভ্যান গাড়িটি হারিয়ে যাওয়ায় সে নিঃস্ব হয়ে গেল।

  • রাজশাহীর বাঘায় নেশাগস্ত এক যুবকের আঘাতে অন্য জন আহত।

    রাজশাহীর বাঘায় নেশাগস্ত এক যুবকের আঘাতে অন্য জন আহত।

    বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় নেশাগস্ত  এক যুবকের হাসুয়ার আঘাতে অন্য এক যুবক আহত । ঘটনাটি ঘটেছে ৯ অক্টোবর সোমবার সকালে  মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামে ।

    নেশাগস্থ ওই যুবক উপজেলার হাবাসপুর গ্রামের মোঃ মোয়াজ্জেম আলির একমাত্র ছেলে মোঃ মিজানুর রহমান মিজান (২৫) ও আহত যুবক একই গ্রামের মোঃ হামেদ আলির ছেলে মোঃ রাজিব হোসেন (২৮) ।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার আনুমানিক  সকাল সাড়ে ১০  টায় আহত রাজিবের বাড়ি হতে ২০০ মিটার দূরে একটি আম বাগানে নেশাগস্থ ওই যুবক ঘাস কাটতে ছিল  এবং চিৎকার দিয়ে কান্না করছিল। এমন সময় আহত রাজিব সহ তার মা এবং চাচাতো ভাই শফিকুর  ও ভাবি রিমা খাতুন সেই আম বাগানের দিকে এগিয়ে যায়। সেখানে রাজিব সবার আগে গিয়ে নেশাগস্থ ওই যুবক মিজানুরকে তার কান্নার কারন জানতে চাই তখনি সে কোন কথা না বলে তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে রাজিবের ঘাড়ে আঘাত করে ।

    এসময় রাজিবের পেছনে থাকা মা,ভাই ও ভাবি দৌড়ে এসে রাজিবকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করে।

    এদিকে স্থানীয় জনগণ নেশাগস্থ মিজানকে আটকে রেখে বাঘা থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।পরে আহত রাজিবের বাবা বাঘা থানায় উপস্থিত হয়ে নিয়মিত মামলা রুজু করেন ।
    এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত রাজিবের বাবা মোঃ হামেদ আলীর সাথে যোগাযোগ করলে তিনি  জানান আমি থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেছি । তিনি আরও জানান রাজিব এখন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

    এবিষয়ে মনিগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ আনারুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরে আমি সেখানে উপস্থিত হই এবং নেশাগস্থ ঘাতক মিজানুরকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে তুলে দিই ।

    বাঘা থানা অফিসার ইনচার্জ  (ওসি)  সাজ্জাদ হোসেন জানান, উপজেলার হাবাসপুর গ্রামে এক  নেশাগস্থ যুবক একই গ্রামের রাজিব নামের এক যুবককে  হাঁসুয়া দিয়ে আঘাত করে আহত করেছে। নেশাগস্থ মিজানকে আটক করে থানায় নিয়ে আসা । এবিষয়ে রাজিবের বাবা বাদী হয়ে বাঘা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আসামিকে আইনুগত বাবস্থা নিয়ে আদালতের প্রেরণ করা হবে ।

     

  • রাজশাহীর বাঘায় পদ্মার চরে দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজ আটক

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজ আটক

     

    রাজশাহীর বাঘায় পদ্মার চরে চাদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করেছে বাঘা থানা পুলিশ ।

    জানা যায়, ১৫ আগস্ট বরিবার সকাল সোয়া দশ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় উপপরিদর্শক রবিউল ইসলাম, উপপরিদর্শক মিজানুর ইসলাম ও সাজদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীনগর মোল্লা পাড়ার পদ্মার চর থেকে চাঁদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করা হয়।

    আটক কৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফরাক ডাঙ্গা গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোমিন মন্ডল(২৫), একই উপজেলার ফিলিপ নগর গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠন(২২) ও এনামুল সর্দারের ছেলে তুহিন সর্দার (২৪)।

    এসময় তাঁদের কাছে দেশিয় তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে বাঘা থানা পুলিশ।

    সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, আটককৃতরা একটি নৌকা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাঝে মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমানা পেরিয়ে বাঘার পদ্মা নদী এলাকায় প্রবেশ করে ইজারা নেয়া বালি উত্তোলন কারীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিয়ে যায়। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এর আগে দিনে দুপুরে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতদের যান-বাহন হিসাবে রয়েছে টলার বিশিষ্ট নৌকা।

    এদিকে রবিবার সকাল ১০ টায় বাঘার লক্ষী নগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর বাহিরে একটি কাঁঠাল গাছেন নিচে ছিনতাই অথবা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয় অস্ত্র ধারী তিন ব্যাক্তি। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পারেন বাঘা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম । তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌছান এবং অস্ত্র সহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
    বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রাম গুলো ফাঁকা (বসতি)পূর্ণ এলাকা। এখানে বিগত সময়ে দিনে দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে আটক করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালন, ছিনতায় ও ডাকাতি মামলা রয়েছে।

    এবিষয়ে চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) প্রনব কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকালে উপজেলার লক্ষীনগর পদ্মার চরে একটি অভিযান পরিচালনা করা হয় । এসময় তাঁদের কাছ থেকে তিনটি দেশিয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করা । এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে ।