Tag: বাঘা

  • বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

    রাজশাহীর বাঘায় গণহত্যা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়।

    সকাল সাড়ে- ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ম সদধারণ সম্পাদক ও মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নছিম উদ্দিন, উপজেলা বীর মুক্তি যোদ্ধা জনাব আলী, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ডা: মোহাম্মদ আবু রাসেদ,সাংবাদিক  নুরম্নজ্জাম ও একজন শিষার্থী।
    আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউলস্নাহ সুলতান, সমাজ সেবা অফিসার নাফিজ শরিফ,নির্বাচন অফিসার মজিবুল আলম ও আনসার ভিডিপি কর্মকতর্তা শ্রী মিলন কুমার সহ বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা,শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
    সভায় বক্তারা বলেন, আজ ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে নৃশংসতম হত্যাযোগ্য চালায়। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেয়ার এক নারকীয় পরিকল্পনা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে জেনারেল টিক্কা খানের নির্দেশে এ হত্যাযোগ্য চালানো হয়।
    এসময় বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি। ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই নৃশংস ঘটনার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়। সেই থেকে এই দিবসটি যথাযথ ভাবে পালিত হয়ে আসছে।
    সব শেষে এই দিবসের গুরম্নত্ব ও তাৎপর্য নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি শিষার্থীদের হাতে পুরম্নস্কার তুলে দেন সম্মানীত অতিথি বৃন্দ।
  • বাঘায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন।

    বাঘায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন।

    বাঘায় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন।

    রাজশাহীর বাঘায় মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ফিটা কেটে ও বেলুন উড়িয়ে দুইদিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন। মেলায় উদ্বোধন শেষে উপজেলা চত্বরে বটমুলে আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন অফিসার এমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিসনার (ভূমি) মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান প্রমুখ।

    এ মেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। আলোচনা শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার সহ সহকারী কমিসনার। উপজেলার সকল নিজ নিজ দপ্তর থেকে যে সমস্ত সেবা দেওয়া হয়। সে লক্ষে মেলায় আসা দর্শার্থীদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সন্ধ্যায় উপজেলা চত্বরে বটমুল মঞ্চে চ্যানেল আই এর সেরা কন্ঠের শিল্পী শান্তনা গান পরিবশেন করবেন। এর আগে কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
  • বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাঘায় ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে পুলিশসহ আহত ২৮,কমিটি ঘোষণা।

    বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দু‘গ্রæপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ২৮ নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের পিকআপ ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে পুলিশ।

    সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহন করেন। এর পর কোরআন তেলায়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে  পরিস্থিতি শান্ত হলে কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হয়। এতে সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।
    জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা সম্মেলন মঞ্চের সামনে প্রবেশ করে আক্কাছ ভাই আক্কাছ ভাই বলে শ্লোগান দিতে থাকে। এ সময় তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সমর্থক ও আক্কাছ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, চেয়ার ভাংচুর, কাঠের বাটাম ,দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়। প্রায় আধা ঘন্টা এই সংঘর্ষ চলে ।
    এ সময় সম্মেলনে আসা আগত লোকজন দৌড়া দৌড়ি ও ছুটা ছুটি করে সম্মেলন স্থল ত্যাগ করেন। এ সংঘর্ষে আহত হয়েছে, একজন নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার,শাহরিয়ার হোসেন,সিরাজুল ইসলাম,সাইফুর ইসলাম,মুরাদ হোসেন,লিটন ভুঁইয়া,আলম হোসেন,সুজন আলী , বাঘা থানার এসআই তৈয়ব আলী, জাহাঙ্গীর হোসেন, এএসআই সাজদার রহমান, পুলিশ সদস্য শাজাহান আলী, মতিউর রহমান, তাজুল ইসলাম, মনি হোসেনসহ অন্তত ২৮ জন। এর মধ্যে আহত পুলিশদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে চিকিৎসা দেওয়া হয়েছে। সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    পরিস্থিতি শান্ত হলে ঘণ্টাখানেক পর হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে,সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,  রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),যুগ্ন সাধাারন সম্পাদক এ্যাড. লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
    এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, বিনা উস্কানীতে চলমান সমাবেশে প্রবেশ করে  আক্কাছ আলী ও তাঁর লোকজন এসে হামলা করেছেন। আ.লীগের কেন্দ্রীয় নেতার সামনে অনেক নেতাকর্মীকে আহত করেছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
    এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, শান্তিপূর্ণ সম্মেলন শুরু হয়েছে। আমার নেতাকর্মীদের নিয়ে শ্লোগান দিতে দিতে সম্মেলন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লোকজন বাধা দেন। এতে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
    এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একটি পিকআপ গাড়ী ভাংচুর করা হয়েছে। এ সময় ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
  • বাঘায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ।

    বাঘায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ।

    বাঘায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ।


    বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আাসন গ্রহন করেন। এর পর কোরআন তেলায়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। তার পর সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

    জানা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা মঞ্চের সামনে আক্কাছ ভাই আক্কাছ ভাই বলে শ্লোগান দিতে থাকে। তাদের প্রতিহত করার চেষ্টা করলে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সমর্থক ও আক্কাছ আলীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা, চেয়ার ভাংচুর, কাঠের বাটাম,দেশীয় আস্ত্র, বাঁশের লাঠি ব্যবহার করা হয়।  সংঘর্ষ চলে প্রায় প্রায় আধা ঘন্টা।
    এ সময় দৌড়া দৌড়ি,ছুটা ছুটি কওে সম্মেলনে আসা আগত লোকজন সম্মেল স্থল ত্যাগ করে। সংঘর্ষে আহত হয়েছে,  একজন নেতার প্রেস সহকারি এমএসএ রেজা, পৌর আ’লীগের সভাপতি আব্দুর কুদ্দুস সরকার, শাহরিয়ার হোসেন,সিরাজুর ইসলাম,সাইফুর ইসলাম,মোরাদ হোসেন, লিটন ভুঁইয়া,আলম হোসেন,সুজন আলীসহ অন্তত পক্ষে ২০ জন । এর মধ্যে  সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।  ঘন্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
    উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সভাপতিত্বে,সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার,  রাজশাহী জেলা আ’লীগের সাধারন সম্পাদক  আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),যুগ্ন সাধাারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু প্রমুখ।
    এ ঘটনায় শাহরিয়ার আলম এমপি ও আক্কাছ আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
    এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
  • বাঘায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা। 

    বাঘায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা। 

    বাঘায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা। 

     আগামী ২১ মার্চ বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে বর্ধিত সভা  অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন সফল করতে শুক্রবার (১৮ মার্চ)  বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
    এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি  বাবু অনীল কুমার সরকার, সাধারণ সম্পাদক  আব্দুল ওয়াদুদ দ্বারা, জেলা আ’লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, অধ্যক্ষ আমজাদ হোসেন নবাব, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক  আলফুর রহমান প্রমুখ ।
    বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য নকিবুল হাসান নবাব, বাঘা পৌর সভার সাবেক মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী, রোকনুজ্জামান রিন্টু, বাঘা উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও অধ্যক্ষ নছিম উদ্দিন, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আ’লীগের সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক  রিবন আহাম্মেদ বাপ্পী, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা , রাজশাহী জেলার যুব মহিলালীগ সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, ও রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাসহ  উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌর সভার সভাপতি-সম্পাদকসহ  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে একটি প্রচার মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথা স্থানে এসে মিলিত হয়।
  • বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।

    বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৫।


    রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যান উল্টে ২ জন নিহত হয়েছে।এ ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় রাজশাহীর নওহাটা আকবর আলীর ছোট মেয়ের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটো গাড়ি যোগে নিজ বাড়িতে ফেরার সময় খড়খড়িয়া বাইপাস এলাকায় এলে অটো গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় ।এতে অটোর চালকসহ ৭ জন অটোর ছাঁদে থাকা আলু ভর্তি বস্তার নিচে চাপা পরে । এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায় ।

    যানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মিরগঞ্জ এলাকার উপর আতারপাড়া গ্রামের নিহত আকবর আলীর পরিবার জনান দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় আকবর আলী(৬০) ও তার ভাবী মোছাঃ পিঞ্জিরা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।

    এঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোঁকের ছায়া নেমে আসে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের আরোও ৫ জন আহত হয়েছে।আহতরা হলেন, অটো চালক মোঃ আলাল উদ্দিন,মিনু বেগম,আনু বেগমসহ আরোও দুই শিশু ।

    এবিষয়ে আকবর আলীর বড় ছেলে মোঃ রহমত আলী বলেন, আমি ঢাকায় থাকি । গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জানতে পারি রাজশাহীর নওহাটা আমার ছোট বোনের বাসা থেকে বাড়ি ফেরার সময় আমার আব্বা ও চাচি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই খবর শুনে আমি বাড়ি চলে আসি । আজ ১৮ মার্চ শুক্রবার সকাল ৯ টায় আমার চাচির এবং সকাল ১১ টায় আমার আব্বার যানাজা সম্পন্ন হয়েছে ।

  • বাঘায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

    বাঘায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

    বাঘায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

    ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আ’লীগের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর-১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি পুস্পস্তবক অপর্ন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন, দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
    পরে সকাল ১০টায় এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বটতলা মঞ্চে কেক কাটার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও আ’লীগ নেতৃীবৃন্দ।
    এ সময় উপজেলা চেয়ারমযান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু বলেন, বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিক ভাবে জন্ম নেওয়া প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বৃহৎ একটি রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামীলীগ। এ দলটির আজ গৌরবোজ্জ্বল বঙ্গ বন্ধুর-১০২-তম জম্মবার্ষিকী, আমি যতোদিন দায়িত্বে থাকবো ততদিন এই দলের সাথে সম্পৃক্ত থেকে উপজেলাবাসীর  সেবা করে যাবো।
     উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম বাবুল বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে আমরা রাষ্টভাষা বাংলায় কথা বলতে পারতাম না। এই অর্জন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর এ জন্য তাঁকে বাঙ্গালী জাতির পিতা বলা হয়। বর্তমানে তাঁর সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উপজেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন বলেন,
    চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম ভাই গনমানুষের নেতা। তিনি পর-পর তিনবার নির্বাচিত হয়ে এ অঞ্চলের যে অভুত উন্নয়ন করেছেন তা বিগত কোন সরকার আমলে হয়নি।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ ওয়াহিদ সাদিক কবির, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা ( পপ কর্মকর্তা) ডাঃ রাশেদ আহাম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম, আনসার ভিডিপি অফিসার মিলন কুমার দাস,মুক্তযোদ্দা কমান্ডার জনাব আলী,উপজেলা নারি ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ,ভাইস চেয়াম্যান আব্দুল মোকাদ্দেছ সরকার,মাসুদ রানা তিলু, পৌর আ’লীগ সভাপতি আঃ কুদ্দুছ সরকার,বঙ্গ বন্ধু সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারমযান,শিক্ষক/ শিক্ষাথীসহ এলাকার জনসাধারণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,এমরান আলী।
  • বাঘায় রাতের অন্ধকারে চিরকুট রেখে পিয়াজের আবাদ নষ্ট।

    বাঘায় রাতের অন্ধকারে চিরকুট রেখে পিয়াজের আবাদ নষ্ট।

    বাঘায় রাতের অন্ধকারে চিরকুট রেখে পিয়াজের আবাদ নষ্ট।

    ৮ মার্চ (মঙ্গলবার) রাতের অন্ধকারে চিরকুট রেখে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমিতে চাষ করা পিয়াজ নষ্ট করেছে দুর্বৃত্তরা।

    জানা যায়, বাউসা ইউনিয়নের দিঘা, টলটলি পাড়া, বাউসা চকরপাড়া এলাকাতে প্রায় ১৪ জনার পিয়াজের আবাদি জমির ১-২ লাইন (ভাটি) পিয়াজ উপড়ে তুলে রাখে এবং ৩-৪টি আবাদি জমিতে একটি চিরকুট লিখে রাখে।
    ১ম পাতাই লিখা আছে, শাকিম রতম শরিফুল ১লাখ,শরিফুল রতন শাকিম মেববার তেনা নেতা আমার গাড়ি চাই। ২য় পাতায় লিখা শাকিম রতন মেববার শরিফুল নেতা শরিফুল নেতা আমার গাড়ি চাই লিচে শরিফুল।
    ভুক্তভুগি বাউসা টলটলিপাড়ারার লেকু প্রাঃ সাথে কথা বলে জানা জাই, সে এক বিঘা পিয়াজের আবাদ করেছে, সকালে জমিতে পানি দিবে বলে জমির কাজ করতে এসে দেখে তার জমির ১.৫ লাইন (ভাটি) পিয়াজ উপড়ে ওই স্থানেই রেখে দিয়েছে সাথে চিরকুট।
    তিনি আরো বলেন, আমার  সাথে পূর্বের কারো কোন সুত্রুতা নেই, কে বা কারা এমন কাজ করেছে আমি ভাবতে পারছি না। তবে এই কাজ আমার একার না, আমার জানা মতে ৭-৮ জনার এই রকম একই কাজ করেছে।
    আরেক জন ভুক্তভুগি সুকচানের আম্মা নিরজাহান বলেন, আমার মেজো ছেলের ১০ কাটা জমিতে পিয়াজের চাষ করেছে, সকালে পাশের জমির মালিক এসে আমাকে বলছে, আমার ছেলের ২ লাইন (ভাটি) জমি উপড়ে ও ছানাছানি করছে ফেলছে। সাথে সাথে আমি জমিতে জাই এবং দেখি। আমরাউ ধারনা করতে পারছি না কে এমন জঘন্য কাজ করতে পারে।
    এ বিষয়ে ৫ নং বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান বলেন, আমাকে এই বিষয়ে ৩-৪ জন জানিয়েছেন এবং চিরকুটিও দেখিয়েছেন। তারা কোন প্রকার নাম বা সন্ধেহ না করতে পারাই আমি তাদের কে পরামর্শ দিয়েছি আপনারা ভুক্তভুগিরা সবাই একই সাথে বসে আলোচনা করতে পারেন কাউকে সন্ধেহ বা খোজখবর নিয়ে অপরাধীকে বের করতে পারেন কিনা। তবে এ বিষয়ে এখনো কোন মামলা করা হয় নি।
  • বাঘায় ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না দেওয়ায় ছুরিকাঘাত, বখাটে আটক।

    বাঘায় ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না দেওয়ায় ছুরিকাঘাত, বখাটে আটক।

    বাঘায় ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ না দেওয়ায় ছুরিকাঘাত, বখাটে আটক।

    রাজশাহীর বাঘায় মাদকাসক্ত বখাটে এক যুবকের ছুরিকাঘাতে রতন কুমার ভৌমিক (৩৫) নামের ফার্মেসী মালিক আহত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার বাউসা বাজারে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বখাটে যুবক মারুফ হোসেনকে আটক করা হয়েছে।

    জানা যায়, উপজেলার বাউসা টাইরীপাড়া গ্রামের জামিরুল ইসলামের মাদকাসক্ত বখাটে ছেলে মারুফ হোসেন (১৬) বাউসা বাজারে ভৌমিক ফার্মেসীতে ঘুমের ওষুধ কিনতে আসেন। ফার্মেসীর মালিক ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে। এতে তার বাম হাতের কুনই এর নিচে কেটে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হয়েছে।
    রতন কুমার ভৌমিক বাউসা বেনুপুর গ্রামের নারায়ন চন্দ্র ভৌমিকের ছেলে ও বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এছাড়া তিনি বাউসা বাজারের ভৌমিক ফার্মেসীর মালিক এবং ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্টের পরিচালক।
    এ বিষয়ে রতন কুমার ভৌমিক বলেন, ঘুমের ওষুধ চাওয়া মাত্র না দেওয়ায় আমাকে সে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় দোকানদারা তাকে ধরে ইউনিয়ন পরিষদে রাখেন। পরে পুলিশে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে আমার শিক্ষা প্রতিষ্টানের এক ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করার বিষয়টি তার অভিভাবকে অবগত করি। সেই কারনে এ ঘটনাটি ঘটিছে।
    বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, মারুফ এলাকায় একজন চিহৃত মাদকসেবী হিসেবে পরিচিত। এ ঘটনায় স্থানীয়রা তাকে ধরে রাখলে পুলিশে দেওয়া হয়েছে।
    বাঘা থানার এসআই তৈয়ব আলী বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারুফ নামের এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
  • বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালন। 

    বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালন। 

    বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালন। 

    “ টকসই আগামীর জন্য জেন্ডার সমতাই  আজ অগ্রগণ্য ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১০টায়  উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) পাপিয়া সুলতানা । আলোচনা সভার আগে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
    উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারি মো. ইমদাদুল হকের  সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার , উপজেলা নারী ভাইস চেয়ারম্যান  রিজিয়া আজিজ সরকার , উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান , উপজেলা যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন , সাংবাদিক নুরুজ্জামান , প্রশিক্ষক মনিরা খাতুন।
    এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ , গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।