Tag: বাগান

  • কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি।

    ঠাকুরগাঁও প্রতিনিধি:
    ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মাইনুল ইসলাম পারভেজ। ৬ বছরের অধিক সময় ধরে ফল চাষের সাথে জড়িত তিনি।
    ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বু্ড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি লীজ নিয়ে শুরু করেন পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ। ফল চাষে সফলতার পাশাপাশি এটিএন নিউজ থেকে জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হোন তিনি৷
    লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করতে পারবেন উদ্যোক্তা পারভেজ৷ তবে কোন ধরনের কারণ ছাড়াই গত ৩০ জানুয়ারি বাগানের সব ফল গাছ কেটে ফেলেছেন জমির মালিক আখতারুজ্জামান। এ ঘটনায় ৬২ লাখ ৮০ হাজার টাকার গাছ ও ফলের ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন উদ্যোক্তা পারভেজ৷
    উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ বলেন, গত ৩০ জানুয়ারি গভীর রাতে আমার লিজ নেওয়া ফল বাগানে জমির মালিকের নেতৃত্বে হামলা চালিয়ে ২৭০টি আপেল কুল, ২০০টি মাল্টা, ১০০টি কমলা ও ১,৮০০টি পেয়ারা গাছ কেটে ফেলে। এমন কাজের মাধমে আমাকে সর্বশান্ত করে ফেলা হয়েছে। আমার আর উঠে দাড়ানোর কোন শক্তি রইলো না। পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হলে ১ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন চুক্তি সম্পাদন করি। আবার ফল বাগানের পরিচর্যা শুরু করি।  গত বছরের ১৬ ফেব্রুয়ারী জমির লীজ মূল্য হিসেবে ৯৪ হাজার টাকা জমির মালিককে দেই। সেই সাথে চুক্তি অনুযায়ী ২০২৫ সালে ৯৪ হাজার ও ২০২৬ সালে ৯৪ হাজার টাকা দিতে হবে। কোন কারন না জানিয়ে বাগানে ফলনে ঈর্ষান্বিত হয়ে বাগানের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন তিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি।
    অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি জমির মালিক আখতারুজ্জামান।
  • মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

    মাধবপুরে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় শিশুর মৃত্যু।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সাথে চা বাগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক (তানিশা) (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে পৌরসভার ৯নং ওয়ার্ড আলাকপুর গ্রামের সৌদিআরব প্রবাসী উজ্জ্বল মিয়ার কন্যা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ী’র মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট- ২০-০৭৬৯) পরিবারের সাথে চা বাগানে ঘুরতে আসা তাশফিয়া হক (তানিশা)’কে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘাতক ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
  • সিরাজগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনে বীজ,চারা ও কাটিং বিতরন।

    সিরাজগঞ্জে কৃষি অফিসের উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনে বীজ,চারা ও কাটিং বিতরন।

    সিরাজগঞ্জ সদর উপজেলার অনাবদি পতিত জমি, ও বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কৃৃষি অফিসার কৃৃষিবিদ মোঃ রোস্তম আলী সদর উপজেলার প্রায় শতাধিক তরুণ-তরুনী ও যুবক-যুবতীসহ পারিবারিক ভাবে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজী, ফুল ও ফল গাছের চারা, বীজ ও কাটিং যন্ত্র বিতরন করা হয়েছে।

    শনিবার (১৪ আগষ্ট ) সকালে সদর উপজেলার কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ সকল সবজি বীজ, ফুল-ফল গাছের চারা ও কাটিং যন্ত্র বিতরণের পর পারিবারিক কৃষকদের সদর উপজেলার কৃষি ছাদবাগান দেখানো হয় এবং সবাইকে পারিবারিক বাগান করা ও গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সদর কৃষিসম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত, অ্যামেলিয়া জান্নাত সহ অন্যান্য কর্মকর্তাগণ।