Tag: প্রার্থী

  • বাঘায় ৩টি ইউনিয়নে যোগ্যতা যাচাইয়ের লড়াইয়ে ২৮ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

    বাঘায় ৩টি ইউনিয়নে যোগ্যতা যাচাইয়ের লড়াইয়ে ২৮ সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

    বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় তিনটি ইউনিয়ন পরিষদের তফশিল অপেক্ষা চেয়ারম্যান প্রার্থীরা। চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ে লড়াই ইউনিয়নের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন তাঁরা। আওয়ামীলীগের দলীয় মনোনয়নের জোর লবিং শেষ নেই প্রার্থীদের। নৌকা প্রতিক পেতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা নিজেদের যোগ্যতা প্রমানের চেষ্টা চালিয়ে সকাল থেকে রাত গণসংযোগ করছেন।

     উপজেলা ৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। তাঁর মধ্যে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ম ধাপে ডিসেম্বরে মধ্যে নির্বাচন হওয়ার কথা । এই তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য ২৮ জন প্রার্থী যোগ্যতা যাচাইয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকার প্রার্থী হচ্ছেন  কে তা নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। তবে তিনটি ইউনিয়নের নির্বাচনের কোনো তফসিল ঘোষণা করা হয়নি এখনো। দেশের অন্য এলাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে নির্বাচনের তারিখ ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়।

    উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকায় রয়েছেন সাত জন । তাঁর মধ্যে আওয়ামীলীগের চারজন ও বিএনপি‘র তিনজন। প্রার্থীরা হলেন-আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ সামরুল হোসেন ও সাবেক সভাপতি শফিকুল ইসলাম নান্টু, অপরদিকে  বিএনপি‘র  সম্ভব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি প্রভাষক নাসির উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাহাতাব উদ্দিন মাষ্টার ও  সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি মশিউর রহমান রাঙ্গা।

    বাউসা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী ১৫জন। তাঁর মধ্যে আওয়ামীলীগের ১৩জন ও বিএনপি‘র দুইজন। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান, দপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান শফি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন শেখ, কৃষকনেতা আলম হোসেন, রেজাউল করিম নিজল, আবদুল করিম, আবদুল করিম(২), আনারুল ইসলাম, অপরদিকে বিএনপি‘র সম্ভব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী মলিন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক বাউসা ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আনোয়ার হোসেন পলাশ।

    চকরাজাপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হলেন ৬ জন । তাঁর মধ্যে আওয়ামীলীগের চারজন ও বিএনপি‘র দুইজন।উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আজিজুল আযম, চকরাজপুর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ডিএম মনোয়ার বাবলু দেওয়ান, সাধারণ সম্পাদক শেখ আবদুস সালাম, মিজানুর রহমান, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি’র নেতা দুলাল সরকার ও  যুগলু শিকদার।

    এদিকে ৩টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে শতাধিক সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গনসংযোগ ও মতবিনিময় করছেন।

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তি বিষয়ে জানতে চাইলে উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, ইউনিয়ন পর্যায়ে নির্বাচনের আগে সভা করে সম্ভব্য প্রার্থীদের তালিকা করে জেলা কমিটির কাছে প্রেরণ করেছি। তাঁরা কেন্দ্রে পাঠিয়েছে। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে স্থানীয় নেতাকর্মীরা সকলে তাঁর হয়ে কাজ করবেন।

    উপজেলা বিএনপি‘র আহবায়ক ফকরুল হাসান বাবলু বলেন, স্থানীয় পর্যায়ে বিএনপি‘র অনেক জনপ্রিয়তা রয়েছে। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী থাকছেনা। তারপরেও যদি কেউ প্রার্থীতা দেন। তাঁর দায় দায়িত্ব তাঁকে বহন করতে হবে।

    আড়ানী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৪১৩ ও নারী ৪ হাজার ৪৭১ জন। বাউসা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩১ ও নারী ১২ হাজার ৪৪ জন। চকরাজাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৫৬ ও নারী ৪ হাজার ৭৫৪ জন।

  • উল্লাপাড়ার কয়ড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুখনের মনোনয়ন পত্র জমা।

    উল্লাপাড়ার কয়ড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুখনের মনোনয়ন পত্র জমা।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মাসুদ রানা সুখন।

    ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রিটানিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম শামসুল হকের কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দেন।

    চেয়ারম্যান প্রার্থী সুখন বলেন,আগামী স্থানীয় সরকার নির্বাচনে কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন তিনি। সুষ্ঠ গনতন্ত্র ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষে এবং জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

    এ সময় তিনি আরো জানান নির্বাচনে কোন হস্তক্ষেপ না হলে তার বিজয় সুনিশ্চিত। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়ী হয়ে জনগণের ভালোবাসায় পথ চলবেন বলে জানান তিনি।

  • ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাস্থান ওয়ার্ড মেম্বার প্রার্থী তোফার উঠান বৈঠক।

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাস্থান ওয়ার্ড মেম্বার প্রার্থী তোফার উঠান বৈঠক।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রায়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী তোফাজ্জল হোসেন তোফার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮নং ওয়ার্ডে নির্বাচনের লক্ষ্য কে সামনে রেখে উঠান বৈঠক করেছেন সম্ভাব্য সাধারণ সদস্য পদ প্রার্থী তোফাজ্জল হোসেন তোফা। শনিবার রাত ৮টায় সমাজ সেবক মোজাফফর হোসেনের সভাপতিত্বে মহাস্থানের নাগরকান্দি গ্রামে মুরব্বি ও তরুণ-যুবকদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডের বর্তমান সদস্য। ইউনিয়নের ৮নং নাগরকান্দি ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্যে গতবারের ন্যায় এবারও সাধারণ সদস্য পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষনা করে তিনি বলেন, ৮নং ওয়ার্ডের উন্নয়নের জন্য তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও মেম্বার প্রার্থী। এজন্য ৮নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষসহ সকল নাগরিকের সেবা করার জন্য সর্বস্তরের মানুষের সমর্থনেই আমি আবারও প্রার্থী হচ্ছি।

    তোফাজ্জল হোসেন তোফা আরও বলেন, কোন প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমি প্রার্থী হচ্ছি না, সাধারন জনগনের সমর্থনেই প্রার্থী হচ্ছি। এই লক্ষ্যে আমি ইতোমধ্যে প্রচার-প্রচারনা শুরু করেছি। তাই আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। আমি উন্নয়ন মূলক কাজ করি আমাদের নেতার বরাদ্দ থেকে। তাদের নির্দেশেই এই ওয়ার্ডে অলিগলি থেকে শুরু করে রাস্তা- ঘাট ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারও ভোট চেয়ে বিজয় করতে সবার প্রতি অনুরোধ জানায়।

    এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক বেলাল হোসেন, কাদের হোসেন, রাসেল মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল বাছেদ, শহীন আলম, গোলজার রহমান, মিনারুল ইসলাম, রাঙা মিয়া, রাহাত প্রমূখ।

  • উল্লাপাড়ার সলপ ইউপিতে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন।

    উল্লাপাড়ার সলপ ইউপিতে আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন।

     

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২৩ অক্টোবর শনিবার বিকেলে আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের ব্যাপক নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

    দ্বিতীয়বারের মত আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে নেতাকর্মীদের সাথে নিয়ে এই প্রথম মোটর সাইকেল শোডাউন করে ইউনিয়নবাসিকে জানান দিলেন তিনি। দলীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও ভোটারা এ সময় শওকাত ওসমানকে হাত নেড়ে ব্যাপক সমর্থণ জানান।

    সলপ এলাকার ভোটার ও জনসাধারণ জানান, সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় প্রার্থী শওকাতের ব্যাপক উন্নয়নের ফলে এলাকায় তার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তার জনপ্রিয়তার কাছে বিকল্প কোন প্রার্থী নেই।

    চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত জানান, জনগণ ও দলীয় নেতা-কর্মীর ভালোবাসায় তার পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণ জোয়ার সৃষ্টি হয়েছে। আজকের এই নির্বাচনী শোডাউন ও গণসংযোগে প্রায় ৩ হাজার নেতা-কর্মী মোটর সাইকেলসহ শোডাউনে অংশ নিয়েছেন।

    আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি তানভীর ইমাম আমাকে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শোডাউনে এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সজল, ইঞ্জিনিয়ার মশিউর রহমান স্বপনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু।

  • মোহনপুর ইউপিতে দোয়া চেয়ে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

    মোহনপুর ইউপিতে দোয়া চেয়ে ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন।

    সারোয়ার হোসেন,রাজশাহী থেকেঃ আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন(ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সবরকম প্রস্তুতি গ্রহণ করে ভোটের মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি।

    দল থেকে মনোনয়ন চেয়ে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

    জয়নাল আবেদীন জনি বলেন,তার প্রধান লক্ষ মোহনপুর ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত অবহেলিত নিপিড়ীত জনসাধারনের পাশে দাঁড়ানো। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম তুলে ধরে ইউনিয়ন বাসীর কাছে ভোট চাইছেন এই তরুণ সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি।

    তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মোহনপুর ইউনিয়ন বাসীর জীবন মনোন্নয়নে আমি কোন জনপ্রতিনিধি না হয়েও ইউনিয়ন বাসীর কল্যাণের জন্য পাশে থেকে দিনরাত নিরলস পরিশ্রম করে গেছি,আমি শুধু তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই ।

    মোহনপুর ইউনিয়নের জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, জয়নাল আবেদীন জনি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার রাস্তা ঘাট সংস্কার, স্কুল মসজিদের আংশিক কাজ সম্পূর্ণ করাসহ অসহায় দরিদ্র মানুষের মাঝে করোনার দুঃসময়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

    যার ফলে,দলমত নির্বিশেষে ইউনিয়ন বাসীর কাছে ভালোবাসায় সিক্ত হয়ে জনপ্রিয় ব্যাক্তি হয়েছেন জয়নাল আবেদীন জনি। এতে করে এবার ইউনিয়ন বাসী জয়নাল আবেদীন জনিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়েছে বলে জানান।

  • নাগরপুরে গয়হাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী কালামের মোটরসাইকেল শোভাযাত্রা।

    নাগরপুরে গয়হাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী কালামের মোটরসাইকেল শোভাযাত্রা।

    আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাংগাইলের নাগরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গয়হাটা ইউনিয়নে আ’লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ মোটর শোভাযাত্রা ও ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।

    শুক্রবার ( ১৫ অক্টোবর) , সকালে প্রায় দুইশতাধিক মোটরসাইকেলের একটি বহর গয়হাটা ইউনিয়নের কলিয়া,সিংজোড়ো,নয়াপাড়া,ঘিওরকোল ও বনগ্রাম সহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।

    এ সময় গয়হাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ বলেন,আমি গত ২৫ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত আছি।বর্তমানে আমি গয়হাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি।

    আসন্ন গয়হাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আ’ লীগ থেকে চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী।আমি আপনাদের দোয়া চাই।ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধরে রাজপথেই আছি।

    দেশরত্ব শেখ হাসিনার স্বপ্ন ‘প্রতিটি গ্রাম হবে শহরথ বাস্তবায়নে কাজ করতে চাই। সমাজের সকল বৈষম্য আর দুর্নীতিকে নির্মূল করে, অবহেলিত, অসহায় মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী মানুষ ও নারী সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

    গয়হাটা বাসীর স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি। শিক্ষা ,সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে গয়হাটা বাসীর ভাগ্য উন্নয়নে এবং স্থানীয় সাংসদ গনমানুষের নেতা আহসানুল ইসলাম টিটুর হাতকে শক্তিশালী করার সুযোগ চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়া,যুবলীগের সম্পাদক ইসপানি ঢালি,যুগ্ম সাধারণ সম্পাদক রতন,আ’লীগ নেতা পান্না লাল প্রমুখ।

  • বাঙ্গালায় আ’লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ।

    বাঙ্গালায় আ’লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ।

    রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে আবেদন পত্র জমা দিলেন আশির দশকের জনপ্রিয় ছাত্রনেতা আবু হানিফ। বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

    দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু হানিফ জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করছি দলীয় প্রধান সভানেত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক ও ব্যক্তিগত কর্মকান্ডের আলোকে আমাকেই মনোনয়ন দিবেন বলে আমি শতভাগ আশাবাদী। দীর্ঘ ৪২ বছর দলের বিভিন্ন পদে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি।

    ৯০’র গণআন্দোলন, ৯৬’র স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১২ ফেব্রুয়ারীর প্রহসনের নির্বাচন বিরোধী লগি-বইঠার আন্দোলন থেকে শুরু করে দলের সকল আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছি। দলীয় মনোনয়ন পেলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রাণপন চেষ্টা করে যাব ইনশাল্লাহ।

  • রামপালে রাজনগর ইউনিয়নে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা।

    রামপালে রাজনগর ইউনিয়নে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক পেয়ে মনোনয়ন পত্র জমা দেন প্ররয়ত চেয়ারম্যান আঃ হান্নান ডাবলুর স্ত্রী সুলতানা পারভিন (ময়না)।

    ১০ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোঃ মতিউর রহমানের কাছে মনোনয়ন পত্র জমাদেন।

    এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মোল্লা আঃ রউফ, জেলা আওয়ামীলীগ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক চেয়ারম্যান মাহফুজুর রহমান টুকু, প্রচার সম্পাদক চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আহবায়ক বাশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, তপন গোলদার, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য অশিত বরন কুন্ডু, উপজেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, জেলা ছাত্রলীগ যুগ্ন সম্পাদক মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদুর রহমান আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

  • সলপ ইউপিতে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলম।

    সলপ ইউপিতে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলম।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলার চরতারাবাড়িয়া শের-এ বাংলা সংসদ আয়োজিত তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চরতারাবাড়িয়া খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সলপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম লিটন।

    সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম লিটন জানান, ঐতিহ্যবাহী চরতারাবাড়িয়া ফুটবল মাঠে শের- এ বাংলা সংসদ আয়োজিত তানভীর ইমাম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করায় আয়োজক কমিটিকে প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, খেলাধূলাই স্বাস্থ্য গঠনের পূর্ব শর্ত। খেলাধুলার মাধ্যমেই শরীর ও মন ভালো রাখা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আসুন খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত হয়ে সুন্দর জীবন গড়ি। উদ্বোধন অনুষ্ঠানে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস সবুর, আব্দুল বাতেন, সোহেল রানা প্রমুখ।

  • শাহজাদপুরে সংসদ উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা।

    শাহজাদপুরে সংসদ উপ-নির্বাচনে আ’লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা।

    আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিরাজগঞ্জ-৬ আসন শাহজাদপুরে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা। তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর)সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

    বৃহস্পতিবার সকালে বৈঠকটি শুরু হয়ে চলবে আগামী শনিবার পর্যন্ত। আগামীকাল শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সারাদেশের প্রায় সাড়ে আটথশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন ক্ষমতাসীন দলটি।

    কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সবাইকে দলীয় ফরম কেনার সুযোগ দিলেও মনোনয়নে প্রধান্য পাবে তৃণমূলের সুপারিশ।

    জানা যায়, ক্ষমতাসীন দল ও জোটের অনেকেই সিরাজগঞ্জ-৬ আসন থেকে মনোনয়ন চান। আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন ১১ জন। এর মধ্যে ছিলেন এ আসনের দুইবারের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য চয়ন ইসলাম ও তার বোন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা।

    উল্লেখ্য, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ উপ-নির্বাচন ও ১০টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১১ অক্টোবর,আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

    এর আগে, সাবেক সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
    সিরাজগঞ্জ-৬ আসনটি শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসন থেকে হাসিবুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছিলেন।

    এদিকে, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মো. মোক্তার হোসেন। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৫ টায় জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে তাকে মনোনয়ন দেন।